Recent Post

নাভির পুরাতন এবসেস বা এডিনোমা টিউমার

ভিডিওতে রয়েছে:

ইউনুস আলি নামে একজন রোগীর পরীক্ষার রিপোর্ট অনুসারে নাভির ভিতরের অংশে ‘পুরাতন এবসেস বা এডিনোমা জাতীয় টিউমার’ রোগ ধড়া পড়ে। যার কাড়নে রোগীর নাভি দিয়ে, মোটা সুতার মতো ময়লা বের হত, প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় রোগীকে অপারেশন করার সিদ্ধান্ত দেয়া হয়। রোগী ভীত হয়ে ১ বৎসর ব্যাপী বিভিন্ন চিকিৎসা নিয়েও সুস্থ হননি। অতঃপর রোগী “HD হোমিও সদন”( www.hdhomeo.com ) থেকে নিয়মিত চিকিৎসা নিয়ে বিনা অপারেশনে সম্পূর্ণ সুস্থ হন।

উল্লেখ্য যে, হোমিওপ্যাথিতে ১০০ জন রোগী ‘নাভির এডিনোমা বা পুরাতন এবসেস’ রোগের জন্য চিকিৎসা নিলে প্রায় ৬৫ জন রোগী অল্প খরচে ও বিনা অপারেশনে সম্পূর্ণ সুস্থ হয়।

Mobile- 01978789494,  Skype-  hdhomeo1

সফল রোগীর ভিডিও প্রমাণ

অবগতি পত্র:

এ ভিডিওর মাধ্যমে হোমিওপ্যাথির সাফল্য অকাট্য ভাবে প্রমাণিত হয়েছে। কারণ ভিডিওতে দেয়া রোগীর তথ্য সমূহ বিশ্বাস যোগ্য পন্থায় সংরক্ষণ করা হয়েছে। উল্লেখ্য যে, আমরা রোগীকে শিখিয়ে দিয়ে কোন বক্তব্য রেকর্ড করিনা। প্রয়োজনে সত্যকে প্রতিষ্ঠা করার স্বার্থে, আমাদের অফিসে এসে বা রোগীর বাড়িতে গিয়ে সরেজমিন অনুসন্ধান করার জন্য অনুরোধ রইল।

 

 

 

About The Author

M.D (AMCC, Kolkata, India) M.M (B.M.E.B) D.H.M.S (B.H.B)

Related posts

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE