
সাধারণত ৫০ বছরের বেশী বয়সী নারীদের মধ্যে এই ক্যান্সার হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। তবে পুরুষদের মধ্যেও স্তন ক্যান্সার দেখা দিতে পারে। যদিও পুরুষদের স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার হার খুবই কম। এক হিসেবে দেখা যায় যুক্তরাজ্যে প্রতিবছর ৪১ হাজার মহিলা স্তন ক্যান্সারে আক্রান্ত হন, সেই তুলনায় মাত্র ৩০০ জন পুরুষ এই রোগে আক্রান্ত হন।
সূচি
পাকস্থলী ক্যান্সার, Stomach Cancer
স্ত্রী-জননাঙ্গের ক্যান্সার, Female Genitalia Cancer
উপসর্গ
- স্তনের কোন অংশে চাকা চাকা হওয়া অথবা লাম্প দেখা যাওয়া
- স্তনের আকারে পরিবর্তন
- স্তনবৃন্তের আকারে পরিবর্তন
- স্তনবৃন্ত থেকে রক্ত বা তরল পদার্থ বের হওয়া
- স্তনবৃন্তের আশেপাশে পাপড়ি বা ফুসকুড়ি দেখা যাওয়া
- বগলে ফুলে যাওয়া বা চাকা দেখা দেয়া
- স্তনের ভেতরে গোটা ওঠা বা শক্ত হওয়া
সফল রোগীর ভিডিও প্রমাণ
স্তন পরীক্ষা বা ম্যামোগ্রাফি
৫০ থেকে ৭০ বছর বয়সী নারীদের প্রতি তিনবছর পর পর স্তন স্ক্রিনিং বা ম্যামোগ্রাম করানো উচিত। ম্যামোগ্রাম হচ্ছে এক্স-রে’র মাধ্যমে নারীদের স্তনের অবস্থা পরীক্ষা করা। সাধারণত প্রাথমিক অবস্থায় ক্যান্সার এতো ছোট থাকে যে বাইরে থেকে সেটা বোঝা সম্ভব হয় না। কিন্তু ম্যামোগ্রামের মাধ্যমে খুব ছোট থাকা অবস্থাতেই বা প্রাথমিক পর্যায়েই ক্যান্সার নির্ণয় করা যায়। প্রাথমিক পর্যায়ে ধরা পরলে ক্যান্সার থেকে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা প্রচুর।
স্তন ক্যান্সারের চিকিৎসা
আধুনিক হোমিওপ্যাথিতে ক্যান্সার চিকিৎসা করে আরোগ্য করা সম্ভব। বিজ্ঞ ডাক্তার নিম্নোক্ত নিয়ম মেনে ক্যান্সারের চিকিৎসা করলে রোগী আরোগ্য হওয়ার সম্ভাবনা আছে । যেমন:
১. রোগীর সঠিক রোগ নির্ণয় করতে হবে।
২. রোগীর রোগ লক্ষণ
৩. মানুষিক লক্ষণ
৪. সার্ব-দৈহিক লক্ষণ
৫. খাদ্যে ইচ্ছা অনিচ্ছা সম্পর্কিত লক্ষণ
৬. প্রস্রাব-পায়খানা সম্পর্কিত লক্ষণ
৭. ঘর্ম সম্পর্কিত লক্ষণ
৮. আবহাওয়া সম্পর্কিত লক্ষণ
৯. কাতরতা সম্পর্কিত লক্ষণ
১০. নিদ্রা ও স্বপ্ন-দেখা সম্পর্কিত লক্ষণ
১১. জননেন্দ্রিয় সম্পর্কিত লক্ষণ, ইত্যাদি সহ সকল লক্ষণ পূর্ণাঙ্গ রূপে গ্রহণ করতে হবে এবং গ্রহণ করা লক্ষণ গুলো থেকে সর্বাধিক লক্ষণ সারাতে পারে এমন ঔষধের একটি তালিকা প্রস্তুত করতে হবে।
১২. রোগীর অতীত রোগ ও বংশগত রোগ বিবেচনায় নিতে হবে
১৩. রোগীর মায়াজমেটিক স্টেট সমূহ নির্ধারণ করতে হবে, এবং বর্তমানে কোন মায়া-জম প্রাধান্য তা বিবেচনায় নিতে হবে ।
১৪. উপরে উল্লিখিত সকল বিষয় মনোযোগ সহ বিশ্লেষণ করে একটি মাত্র ঔষধ নির্বাচন করতে হবে ।
১৫. এরপর ঔষধ প্রয়োগ বিধি মত রোগীকে ঔষধ দিতে হবে । দ্বিতীয় নির্বাচন সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকতে হবে
স্তন ক্যান্সারের কতিপয় রোগ লক্ষণ
উপরে উল্লেখিত “স্তন ক্যান্সারের চিকিৎসা” শিরনামের ২ নাম্বারে উল্লেখিত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় “রোগীর রোগ লক্ষণ” নিম্নে দেয়া হল। যারা উল্লেখিত ১৫ টি বিষয় সমন্বয় করে চিকিৎসা করার যুগ্যতা রাখেননা, তাদের চিকিৎসায় ভুল হওয়ার সম্ভাবনা বেশি, তাই নিম্নের প্রথম লক্ষণ ছাড়া, বাকী লক্ষণ সমূহের সাথে ঔষধের নাম দেয়া হয়নি।
- স্তন ক্যান্সারের চিকিৎসার জন্য – হোমিওপ্যাথিতে (৭০) টি ঔষধ রয়েছে এবং তা থেকে ১ টি প্রয়োগ হতে পারে। যেমন – 1 alum, 1 alumn, 1 anag, 2 apis, 2 arg-n, 1 arn, 2 ars, 2 ars-i, 3 ASTER, 2 aur-ar, 2 aur-m-n, 2 bad, 1 bapt, 1 bar-i, 2 bell, 2 bell-p, 2 brom, 1 bry, 3 BUFO, 1 calc, 1 calc-i, 2 calen, 2 carb-ac, 3 CARB-AN, 1 carbn-s, 1 carb-v, 2 carc, 1 caust, 1 cham, 2 chim, 1 cic, 1 cist, 2 clem, 1 coloc, 3 CON, 3 CUND, 1 dulc, 1 ferr-i, 1 form-ac, 2 gali, 3 GRAPH, 2 hep, 2 hydr, 1 kali-c, 2 kali-i, 1 kreos, 2 lach, 1 lap-a, 2 lyc, 3 MERC, 2 merc-i-f, 1 nat-cac, 2 nit-ac, 1 ol-an, 2 ox-ac, 2 phos, 3 PHYT, 1 plb-i, 2 psor, 1 puls, 2 sang, 2 scirr, 1 semp, 2 sep, 3 SIL, 2 sulph, 1 strych-g, 1 tarent-c, 2 thuj, 1 tub – ৩ নম্বর যুক্ত ঔষধ ফাস্ট গ্রেড, ২ নম্বর যুক্ত ঔষধ সেকেন্ড গ্রেড, ১ নম্বর যুক্ত ঔষধ থার্ড গ্রেড বিবেচ্য হবে
- স্তন ক্যান্সার হতে রক্তস্রাব নির্গত হলে – হোমিওপ্যাথিতে (7) টি ঔষধ রয়েছে এবং তা থেকে ১ টি প্রয়োগ হতে পারে।
- স্তন ক্যান্সারের টিউমার খয়রি লাল দাগ যুক্ত, তা হতে রক্তের মত স্রাব নির্গত হয় এবং ধীরে ধীরে সম্পূর্ণ স্তন আক্রান্ত হয় – এ অবস্থায় হোমিওপ্যাথিতে (১) টি ঔষধ রয়েছে এবং তা থেকে ১ টি প্রয়োগ হতে পারে।
অনুরূপ ভাবে
- স্তন ক্যান্সারে জ্বালাকর বেদনা এবং তাতে বাহ্যিক উত্তাপ পেলে আরাম-বোধ হলে – (১) টি ঔষধ।
- স্তন ক্যান্সারে জ্বালাকর বেদনা, তার টিউমার খোলা ও বাহ্যিক উত্তাপ পেলে আরাম-বোধ হলে – (৩) টি ঔষধ।
- ক্যান্সারে আক্রান্ত স্তনের কিনারা জ্বালাকরে ও বিশ্রী গন্ধ আসে – (1)
- স্তনে আঘাত পেয়ে থেঁতলে যাওয়ার পর ক্যান্সারে আক্রান্ত হয় – (3)
- ফাটাফাটা কোষ যুক্ত স্তন ক্যান্সার – (1)
- স্তন ক্যান্সারে আক্রান্ত, বগলের কাছাকাছি স্থানে টেনে ধরার মত বেদনা – (1)
- স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে স্তন শুকিয়ে ছোট হওয়া cachectic – (3)
- কৌশিক টিউমার-জাতিয় স্তন ক্যান্সার epithelioma – (20)
- স্তন ক্যান্সার হওয়ার পরে রোগীর মুখমণ্ডল ধুসর বর্ণ, মেটে বর্ণ, বৃদ্ধের মত হয় – (1)
- স্তন ক্যান্সারের টিউমার যেন একটি মুরগীর ডিমের মত – (2)
- স্তন ক্যান্সারের কারণে স্তনে ভার-বোধ – (1)
- স্তন ক্যান্সারের টিউমার লুকানো গোপনীয় বুঝা যায়না – (1)
- স্তন ক্যান্সারের সহিত স্তনবৃন্ত গরম – (1)
- স্তন ক্যান্সারের টিউমার সঞ্চালন-হীন বস্তুপিণ্ড – (1)
- স্তন ক্যান্সার, কাঠিন্য-যুক্ত indurated – (4)
- স্তন ক্যান্সার, কাঠিন্য-যুক্ত শক্ত পাথরের মত indurated stony hard – (1)
- স্তন ক্যান্সারের টিউমার শক্ত প্রদাহিত অত্যন্ত বেদনা যুক্ত, আর বাহ্যিক বাতাস লাগলে আরো খারাপ অবস্থা ধারণ করে – (1)
- স্তনে আঘাতের কারণে ক্যান্সারে আক্রান্ত – (4)
- ক্যান্সারে আক্রান্ত স্তনে চুলকানি – (1)
- ক্যন্সারে আক্রান্ত স্তনে বল্লম দ্বারা বিদ্ধ করার মত বেদনা – (2)
- ক্যন্সারে আক্রান্ত স্তনে বল্লম দ্বারা বিদ্ধ করার মত বেদনা ও অল্পতেই রক্তপাত হয় – (1)
- স্তন ক্যান্সারের টিউমার যেন একটি ছোট ডিমের মত – (1)
- বাম স্তনে ক্যান্সার – (7)
- বাম স্তন ক্যান্সারে আক্রান্ত ও ভিতর দিকে আকৃষ্ট হয় এমন অনুভূতি – (3)
- বাম স্তনে ক্যান্সার ক্ষতকর ও খোলা – (1)
- স্তনে অস্ত্রোপচারের পর ক্যান্সার – (3)
- এক স্তনে অস্ত্রোপচারের পর অন্য স্তনে ক্যান্সার দেখা দেয় – (3)
- স্তন ক্যন্সারে, রাত্রিকালীন বেদনা – (1)
- স্তন ক্যান্সারের খোলা টিউমার open tumors – (8)
- স্তন ক্যান্সার বেদনা যুক্ত – (3)
- স্তন ক্যন্সারে আক্রান্ত স্থান হতে ছাল ওঠেছে বা কাচা হয়েছে এমন অনুভূতি – raw feeling (1)
- ডান স্তনে ক্যান্সার – (6)
- ডান স্তনে ক্যান্সার ও খোলা টিউমারে জ্বালাকর বেদনা – (1)
- পুরাতন ক্ষতচিহ্ন হতে ক্যান্সার – (2)
- পুরাতন ফোড়ার ক্ষতচিহ্ন হতে পুনরায় ফোড়া হয় ও ক্যান্সার হয় – (1)
- স্তন ক্যন্সারে তীক্ষ্ণ বেদনা sharp pains – (3)
- স্তন ক্যন্সারে তীক্ষ্ণ বেদনা, তার সহিত কাঁধ ও জরায়ুতে বেদনা – (1)
- স্তন ক্যন্সারে তীর বিদ্ধবৎ বেদনা shooting pains – (1)
- স্তন ক্যন্সারে আক্রান্ত হয়ে চামড়া বেগুনীবর্ন দাগ দাগ এবং কুঞ্চিত – (1)
- ক্যন্সারে আক্রান্ত হয়ে স্তনের চামড়া বেগুনীবর্ন দাগ দাগ ও কুঞ্চিত এবং টিউমারে লাল দাগ – (2)
- স্তন ক্যন্সারের বেদনার কারণে ঘোমাতে পারেনা – (2)
- স্তন ক্যান্সার হতে পুরাতন পনিরের গন্ধ আসে – (1)
- স্তন ক্যন্সারে ক্ষতকর বা স্পর্শকাতর বেদনা sore pain – (1)
- স্তন ক্যন্সারে হুল ফুটানোর ন্যায় বেদনা stinging pain – (2)
- স্তন ক্যন্সারে হুল ফুটানোর ন্যায় বেদনা স্তনের কিনারায় এবং তাহতে পুরাতন পনিরের গন্ধ আসে – (1)
- স্তন ক্যান্সারের টিউমার শক্ত পাথরের মত এবং একটি কাপের সমান বড় – (1)
- ক্ষত যুক্ত স্তন ক্যন্সার – (8)
- ঘন সান্দ্র যুক্ত গুটিকার সহিত স্তন ক্যান্সার – (16)
- ঘন সান্দ্র যুক্ত গুটিকার সহিত স্তন ক্যান্সার, তাতে জ্বালাকর বেদনা – (1)
- ঘন সান্দ্র যুক্ত গুটিকার সহিত স্তন ক্যান্সার, তার রসানি রক্তময়, মামড়ি উঠে ও পুতিগন্ধময় ক্ষত – (1)
- ঘন সান্দ্র যুক্ত গুটিকার সহিত স্তন ক্যান্সারের কারণে শীর্ণতা এবং ওজন হ্রাস – (1)
- ঘন সান্দ্র যুক্ত গুটিকার সহিত স্তন ক্যান্সার, শক্ত উপাস্থির মত এবং অসম, কোন কোনটি একটি হাঁসের ডিমের সমান – (1)
- ঘন সান্দ্র যুক্ত গুটিকার সহিত স্তন ক্যান্সার ও ভার-বোধ – (1)
- ঘন সান্দ্র যুক্ত গুটিকার সহিত স্তন ক্যান্সার, আঘাত পাওয়ার কারণে – (3)
- ঘন সান্দ্র যুক্ত গুটিকার সহিত স্তন ক্যান্সার, বাম পার্শের স্তনে – (1)
- ঘন সান্দ্র যুক্ত গুটিকার সহিত স্তন ক্যান্সার, বাম পার্শের স্তনে, আক্রান্ত অঙ্গ মাঝে মাঝে ঝাঁকি দিয়ে উঠে, অথচ এটি অবিচল – (1)
- ঘন সান্দ্র যুক্ত গুটিকার সহিত স্তন ক্যান্সার, বাম পার্শের স্তনে, অত্যন্ত বেদনা যুক্ত, ঠাণ্ডা আবহাওয়ায় ও রাত্রে খারাপ হয় – (1)
- ঘন সান্দ্র যুক্ত গুটিকার সহিত স্তন ক্যান্সার, ডান পার্শের স্তনে, বেদনা যুক্ত, স্তন বৃন্তে এক ইঞ্চি ব্যাসের শক্ত টিউমার কিন্তু নড়াচড়া করানো যায় – (1)
- ঘন সান্দ্র যুক্ত গুটিকার সহিত স্তন ক্যান্সার, নীলাভ রক্তবর্ণ দাগ ও চামড়ায় ভাজপড়া – (1)
- ঘন সান্দ্র যুক্ত গুটিকার সহিত স্তন ক্যান্সার, ডান পার্শের স্তনে – (1)
- ঘন সান্দ্র যুক্ত গুটিকার সহিত স্তন ক্যান্সার, ডান পার্শের স্তনে, থোরাসিক ওয়ালে (বোকে) শক্ত হয়ে লেগে থাকে – (1)
- ঘন সান্দ্র যুক্ত গুটিকার সহিত স্তন ক্যান্সার, ডান পার্শের স্তনে, তার সহিত চুলকানি – (1)
- ঘন সান্দ্র যুক্ত গুটিকার সহিত স্তন ক্যান্সার, তাতে তীক্ষ্ণ তীরবিদ্ধবত বেদনা – (1)
- ঘন সান্দ্র যুক্ত গুটিকার সহিত স্তন ক্যান্সার, চামড়া ও বগলের গ্রন্থিতে আক্রান্ত হয় – (1)
- বাম স্তনে ক্যান্সার হওয়াতে, স্তনবৃন্ত ভিতর দিকে ডুকে যায় – (1)
69. ক্ষতকর বা স্পর্শকাতর বেদনা স্তনবৃন্তে, ক্যান্সার হওয়াতে – (1)
Cancer Bangladesh, bd cancer, Cancer Treatment Bangladesh.