Recent Post

হাতের কবজিতে গ্যাংগলিয়ন টিউমারের সফল চিকিৎসা ও তার অকাট্য প্রমাণ।

ভিডিওতে রয়েছে:

মরিয়ম নামে একজন রোগীর ডান হাতের কবজিতে হাড়ের মতো শক্ত “গ্যাংগলিয়ন সিস্ট জাত টিউমার” রোগে আক্রান্ত হন। অতঃপর তিনি “HD হোমিও সদন” থেকে চিকিৎসা নিয়ে বিনা অপারেশনে সম্পূর্ণ সুস্থ হন।

উল্লেখ্য যে, হোমিওপ্যাথিতে ১০০ জন রোগী ‘টিউমারের’ জন্য চিকিৎসা নিলে প্রায় ৭৫ জন রোগী বিনা অপারেশনে সম্পূর্ণ সুস্থ হয়।

Mobile- 01978789494,  Skype-  hdhomeo1

সফল রোগীর ভিডিও প্রমাণ

 

অবগতি পত্র:

এ ভিডিওর মাধ্যমে হোমিওপ্যাথির সাফল্য অকাট্য ভাবে প্রমাণিত হয়েছে। কারণ ভিডিওতে দেয়া রোগীর তথ্য সমূহ বিশ্বাস যোগ্য পন্থায় সংরক্ষণ করা হয়েছে। উল্লেখ্য যে, আমরা রোগীকে শিখিয়ে দিয়ে কোন বক্তব্য রেকর্ড করিনা। প্রয়োজনে সত্যকে প্রতিষ্ঠা করার স্বার্থে, আমাদের অফিসে এসে বা রোগীর বাড়িতে গিয়ে সরেজমিন অনুসন্ধান করার জন্য অনুরোধ রইল।

 

 

About The Author

D.H.M.S (B.H.B) M.M (B.M.E.B)

Related posts

error: Content is protected !!