ভিডিওতে রয়েছে:
পারুল নামে একজন রোগীর পরীক্ষার রিপোর্ট অনুসারে, বালকি ইউট্রাস ও ফাইবরইড (bulky uterus with fibroid) সহ ৫টি রোগ ধরা পড়ে
১। জরায়ু স্বাভাবিকের তুলনায় অনেক বড়।
২। জরায়ুতে অনেক গুলো ছোট ছোট টিউমার।
৩। জরায়ুর মুখে ঘা।
৪। ডিম্বকোষ স্বাভাবিকের তুলনায় অনেক বড়।
৫। ডিম্বকোষে রক্তপূর্ণ সিস্ট জাতীয় টিউমার।
এ ধরনে রোগ প্রচলিত চিকিৎসা মতে অত্যন্ত জটিল, যার ফলে জরায়ু কেটে ফেলে দিতে হয় এবং জরায়ু অপারেশনের কয়েক বৎসর পরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু রোগীর ভাগ্য ভাল “HD হোমিও সদন” থেকে চিকিৎসা নিয়ে রোগী বিনা অপারেশনে সম্পূর্ণ সুস্থ হন।
উল্লেখ্য যে, হোমিওপ্যাথিতে ১০০ জন রোগী বালকি ইউট্রাস ও ফাইবরইড রোগের জন্য চিকিৎসা নিলে প্রায় ৬০ জন রোগী বিনা অপারেশনে সম্পূর্ণ সুস্থ হয়।
Mobile- 01978789494, Skype- hdhomeo1
সফল রোগীর ভিডিও প্রমাণ
অবগতি পত্র:
এ ভিডিওর মাধ্যমে হোমিওপ্যাথির সাফল্য অকাট্য ভাবে প্রমাণিত হয়েছে। কারণ ভিডিওতে দেয়া রোগীর তথ্য সমূহ বিশ্বাস যোগ্য পন্থায় সংরক্ষণ করা হয়েছে। উল্লেখ্য যে, আমরা রোগীকে শিখিয়ে দিয়ে কোন বক্তব্য রেকর্ড করিনা। প্রয়োজনে সত্যকে প্রতিষ্ঠা করার স্বার্থে, আমাদের অফিসে এসে বা রোগীর বাড়িতে গিয়ে সরেজমিন অনুসন্ধান করার জন্য অনুরোধ রইল।
যে কোনো জটিল ও কঠিন রোগের সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে এখানে ক্লিক করুন