টিউমারঃ
প্রাণীর শরীর অসংখ্য ছোট ছোট কোষের মাধ্যমে তৈরি। এ কোষগুলো একটা নির্দিষ্ট সময় পরপর মারা যায়। পুরনো কোষগুলোর জায়গায় নতুন কোষ এসে জায়গা করে নেয়। সাধারণভাবে কোষগুলো নিয়ন্ত্রিতভাবে এবং নিয়মমতো বিভাজিত হয়ে নতুন কোষের জন্ম দেয়। সাধারণভাবে বলতে গেলে যখন এই কোষগুলো কোনও কারণে অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে তখনই ত্বকের নিচে মাংসের দলা অথবা চাকা দেখা যায়। একেই টিউমার বলে। টিউমারের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
নোট:- সব টিউমার ক্যান্সার নয় কিন্তু প্রায় সব ক্যান্সার টিউমার থেকে হয় । হোমিওপ্যাথিতে টিউমার আরোগ্য হলে এর কোন দাগ বা সামান্য কুফলও বর্তমান থাকেনা ।
মূল থেকে পুর্নাঙ্গ ভাবে রোগ আরোগ্য করা হোমিওপ্যাথির বলিষ্ঠ দাবি ।
সূচি
1. টিউমার।
2. ব্রেস্ট টিউমার।
3. হাত ও পায়ের টিউমার।
4. অস্থি বা হাড়ের টিউমার।
5. আভ্যন্তরীণ অঙ্গের টিউমার।
6. পুরুষ ও স্ত্রী যননাঙ্গের টিউমার।
7. রক্তনালীর ব্লক বা এনোরিজম টিউমার।
8. ব্রেইন, মাথা, নাক, কান, চোখ, মুখ ও গলার টিউমার।
টিউমারের প্রকারঃ
কোষের ধরন ও আচরণ অনুসারে টিউমার ২ প্রকার-
১. বিনাইন (Benign) : বিপজ্জনক নয় এমন
২. ম্যালিগনেন্ট (Malignant) : এটি ক্ষতিকর টিউমার। ক্যান্সার এক ধরনের ম্যালিগনেন্ট টিউমার।
সফল রোগীর ভিডিও প্রমাণ
বিনাইন টিউমারের বৈশিষ্টঃ
ক. এ টিউমার একটি আবরণ (Capsule) দ্বারা বেষ্টিত থাকে
খ. ধীরে ধীরে বৃদ্ধি পায়
গ. আশপাশে বা শরীরের অন্য কোনো স্থানে ছড়ায় না।
ঘ. বেশীরভাগ রোগী ঔষধের মাধ্যমে সম্পূর্ণ রূপে সুস্থ হয়।
ম্যালিগনেন্ট টিউমার বা ক্যান্সারের বৈশিষ্ট্যঃ
ক. ক্যান্সার স্বভাবতই কোন আবরণ (Capsule) দ্বারা বেষ্টিত থাকে না, ফলে অনিয়ন্ত্রিত ভাবে বৃদ্ধি হয়।
খ. অতি দ্রুত, বৃদ্ধি পায়।
গ. আশপাশের টিস্যুতে ছড়িয়ে পড়ে।
ঘ. রক্তের মাধ্যমে শরীরের অন্য জায়গায় ছড়িয়ে পড়ে।
ঙ. প্রাথমিক অবস্থায় চিকিৎসা নিলে বেশিরভাগ ক্যান্সার ভাল হয়। তৃতীয় লেভেল থেকে ভালো হওয়া দুরূহ, তবে হোমিওপ্যাথি চিকিৎসায় বহুদিন ভালো রাখা যায়।
টিউমারের কারণ:
বংশগত বা অর্জনগত মায়া-জমের প্রভাবে শরীরে টিউমারের ক্ষেত্র বা রোগপ্রবনতা তৈরি হয়। এ রোগপ্রবনতা যার শরীরে রয়েছে, উপযুক্ত পরিবেশে তার শরীরে টিউমার রোগ হিসাবে বিকশিত হয়।
টিউমারের চিকিৎসা:
হোমিওপ্যাথিতে টিউমার ওষুধের মাধ্যমে চিকিৎসা করে আরোগ্য করা সম্ভব। হোমিওপ্যাথিতে ১০০ জন রোগী ‘টিউমারের’ জন্য চিকিৎসা নিলে প্রায় ৭৫ জন রোগী বিনা অপারেশনে সম্পূর্ণ সুস্থ হয়।
টিউমারের রোগ লক্ষণ ও তার রেপার্টরি রুব্রিকঃ
হোমিওপ্যাথিতে টিউমারের চিকিৎসার জন্য ২৮০ টির বেশি লক্ষণ রয়েছে। নিচে অতি গুরুত্ব পূর্ণ ৪৫ টি সাধারণ লক্ষণ ও তার রেপার্টরি রুব্রিক সমূহ দেয়া হয়েছে। যারা চিকিৎসা নিতে চান তারা এ লক্ষণ সমূহের সাথে কোনটা আপনার রোগের সাথে মিলে তা ডাক্তারকে স্পষ্ট করে জানালে চিকিৎসা পেতে সহজ হবে। ঔষধের অপপ্রয়োগ হতে পারে, এ কাড়নে অনেক স্থানে ঔষধের নাম দেয়া হয়নি। ডাক্তার গন প্রদেয় ইংরেজি রুব্রিক দিয়ে রেপার্টরি থেকে ঔষধের নাম সমূহ খুঁজে পাবেন। (লক্ষণ সমূহের গাইডলাইন-নির্দেশনা পোস্টের নিচে দেয়া আছে)
টিউমার, এনজিওমা, ফাঙ্গাস হেমাটুড, হেমানজিওমা প্রকৃতির – TUMORS, general, angioma, fungus hematodes, hemangioma (24) 1 abrot, 1 ant-t, 3 ARS, 1 bell, 2 calc, 3 CARB-AN, 2 carb-v, 1 clem, 2 kreos, 3 LACH, 2 lyc, 1 manc, 2 merc, 2 nat-m, 2 nit-ac, 1 nux-v, 3 PHOS, 2 puls, 2 rhus-t, 1 sep, 3 SIL, 1 staph, 2 sulph, 3 THUJ
টিউমার, এথেরমা, স্টেটোমা প্রকৃতির – TUMORS, general, atheroma, steatoma (36) 1 agar, 1 ant-c, 1 anthr, 2 bar-c, 2 bell, 1 benz-ac, 1 brom, 2 calc, 1 caust, 1 clem, 2 con, 1 daph, 3 GRAPH, 2 guare, 2 hep, 1 kali-br, 2 kali-c, 1 kali-i, 1 lac-ac, 1 lach, 1 lob, 1 lyc, 1 m-arct, 1 mez, 1 nat-c, 2 nit-ac, 2 ph-ac, 2 phyt, 1 rhus-t, 2 sabin, 1 sil, 1 spong, 1 staph, 2 sulph, 1 thuj, 1 vanad
টিউমার, এথেরমা, স্টেটোমা প্রকৃতির, প্রতি সপ্তাহে পূনরাবির্ভূত হয় – TUMORS, general, atheroma, steatoma reappearing every weeks (1) (বেরিকেট ( ) দেয়া স্থানের সংখ্যা, ঔষধ সংখ্যা হিসাবে বিবেচ্য)
টিউমার, এথেরমা, স্টেটোমা প্রকৃতির পুজ উৎপত্তিকর – TUMORS, general, atheroma, steatoma suppurating (3)
টিউমার, অস্থির মত, প্রস্ফিত – TUMORS, general, bone-like, protuberances (6)
টিউমার, অস্থির মত, প্রস্ফিত অস্থি – TUMORS, general, bone-like, protuberances bones, of (1)
টিউমার, জ্বালাকর – TUMORS, general, burning (3)
টিউমার, কোলাইড প্রকৃতির – TUMORS, general, colloid (3)
টিউমার, চোঙ্গাকৃতির, একুইমিনেট প্রকৃতির – TUMORS, general, conical, acuminate (6)
টিউমার, সিসটিক প্রকৃতির – TUMORS, general, cystic (34) 1 agar, 2 apis, 1 apoc, 1 ars, 2 aur, 3 BAR-C, 1 benz-ac, 1 bov, 2 brom, 3 CALC, 1 calc-f, 1 calc-p, 2 calc-s, 1 caust, 2 con, 1 form-ac, 3 GRAPH, 2 hep, 1 hydr, 2 iod, 2 kali-br, 1 kali-c, 2 lyc, 2 med, 1 merc-d, 1 nit-ac, 3 PHOS, 1 platan, 2 sabin, 1 sil, 1 spong, 1 staph, 1 sulph, 2 thuj
টিউমার, সিসটিক প্রকৃতির তা থেকে পুজ প্রবাহিত হয় – TUMORS, general, cystic pus, discharging (2)
ডান পার্শের পেরটিড গ্লান্ডের সিস্টিক টিউমার – PAROTID glands, of tumor, cystic on, right (2)
টিউমার, অস্থিমজ্জার টিউমার – TUMORS, general, enchondroma (5)
টিউমার, ইপিথেলিওমা প্রকৃতির – TUMORS, general, epithelioma (2)
টিউমার, মাড়ির টিউমার – TUMORS, general, epulis (3)
টিউমার, ইরেকটাইল প্রকৃতির – TUMORS, general, erectile (4)
টিউমার, ফাইবরইড প্রকৃতির – TUMORS, general, fibroid (33) 1 bell, 1 bry, 2 calc, 3 CALC-F, 2 calc-i, 2 calc-s, 1 chol, 1 chr-s, 2 con, 1 fl-ac, 1 frax, 1 graph, 1 hydr, 2 hydrin-m, 2 kali-br, 2 kali-i, 2 lap-a, 1 led, 1 lil-t, 1 lyc, 3 PHOS, 1 phyt, 2 sec, 3 SIL, 1 tarent, 1 ter, 1 teucr, 1 thiosin, 1 thlaspi, 1 thyr, 1 tril, 1 ust, 1 xan
টিউমার, ফাইবরইড টিউমার থেকে রক্তপাত হয় – TUMORS, general, fibroid bleeding, with (9)
টিউমার, ছত্রাকবৎ টিউমার – TUMORS, general, fungus, like (6)
টিউমার, ছত্রাকবৎ টিউমার, হেমাটুড – TUMORS, general, fungus, like hematodes (12) 1 ars, 2 calc, 1 carb-v, 3 LACH, 2 nat-m, 1 nit-ac, 3 PHOS, 2 puls, 1 sep, 2 sil, 1 staph, 3 THUJ
টিউমার, ছত্রাকবৎ টিউমার, মজ্জাময় – TUMORS, general, fungus, like medullaris (6)
টিউমার, ছত্রাকবৎ টিউমার, আইডিওপেথিক, ডুরামেটারে – TUMORS, general, fungus, like idiopathic, of dura mater (1)
টিউমার, ছত্রাকবৎ টিউমার, বিশেষত সিফিলিস জাত – TUMORS, general, fungus, like particularly if syphilitic (1)
টিউমার, গ্যাংগলিয়ন প্রকৃতির – TUMORS, general, ganglion (19) 1 am-c, 1 arn, 1 aur-m, 2 benz-ac, 1 bov, 1 calc-f, 2 carb-v, 1 ferr-ma, 1 iod, 1 kali-m, 1 ph-ac, 2 phos, 1 plb, 1 rhus-t, 2 ruta, 1 sil, 1 sulph, 1 thuj, 1 zinc
টিউমার, মেদার্বুদ, চর্বিযুক্ত – TUMORS, general, lipoma, fatty (14) 1 agar, 2 am-m, 3 BAR-C, 3 BELL, 2 calc, 1 calc-ar, 1 croc, 1 graph, 2 kali-br, 2 lap-a, 1 phos, 2 phyt, 2 thuj, 1 ur-ac
টিউমার, মেদার্বুদ, চর্বিযুক্ত, কড়া মদের অপব্যবহার হতে – TUMORS, general, lipoma, fatty liquors, from abuse of (1)
টিউমার, মেদার্বুদ, চর্বিযুক্ত, মস্তক ত্বকে – TUMORS, general, lipoma, fatty scalp, on (1)
টিউমার, মেদার্বুদ, চর্বিযুক্ত, গন্ডমালা রোগগ্রস্থের – TUMORS, general, lipoma, fatty scrofulous (1)
টিউমার, নেভাস – TUMORS, general, nevus (33) 1 abrot, 3 ACET-AC, 1 arn, 1 ars, 1 bell-p, 2 calc, 1 calc-f, 1 carb-an, 2 carb-v, 1 con, 1 cund, 2 ferr-p, 3 FL-AC, 2 graph, 1 ham, 1 lach, 2 lyc, 1 med, 1 nit-ac, 1 nux-v, 2 petr, 2 ph-ac, 3 PHOS, 1 rad-br, 1 rad-br, 1 rumx, 2 sep, 2 sil, 1 sul-ac, 2 sulph, 2 thuj, 1 ust, 1 vac
টিউমার, নিউরোমা প্রকৃতির – TUMORS, general, neuroma (5)
টিউমার, নোমা প্রকৃতির – TUMORS, general, noma (23) 1 alum, 1 alumn, 2 ars, 1 bapt, 1 calc, 1 carb-v, 2 con, 1 elat, 2 guare, 1 hydr, 2 kali-chl, 2 kali-p, 2 kreos, 2 lach, 1 merc, 2 merc-c, 2 mur-ac, 1 sec, 1 sil, 1 sol-t-ae, 1 sul-ac, 1 sulph, 1 tarent-c
টিউমার, অস্টিউমা – TUMORS, general, osteoma (1)
টিউমার, পেপিল্লুমেটা – TUMORS, general, papillomata (5)
টিউমার, সারকোমা, কটিস – TUMORS, general, sarcoma, cutis (19) 1 ars, 1 bar-c, 1 calc-f, 1 calc-p, 1 carb-ac, 1 carb-an, 2 crot-h, 2 cund, 1 cupr-s, 1 graph, 1 hecla, 2 kali-m, 1 lach, 2 lap-a, 1 nit-ac, 1 phos, 1 sil, 1 symph, 1 thuj
টিউমার, সারকোমা, কটিস জ্বালাকর – TUMORS, general, sarcoma, cutis burning (1)
টিউমার, সারকোমা, কটিস লিম্ফইড – TUMORS, general, sarcoma, cutis lymphoid (2)
টিউমার, সারকোমা, কটিস মেলিগনেন্ট – TUMORS, general, sarcoma, cutis malignant (2)
টিউমার, সারকোমা, কটিস খোলা – TUMORS, general, sarcoma, cutis open (1)
টিউমার, সারকোমা, কটিস অস্টিও – TUMORS, general, sarcoma, cutis osteo (3)
হার্পিস প্রবন ধাতু, তার সহিত টিউমার – HERPETIC, constitutions tumors, with (1)
আঘাত পেয়ে থেতলে যাওয়ার পরটিউমার – BRUISES after tumors (1)
ডান পার্শের পেরটিড গ্লান্ডের সিস্টিক টিউমার – PAROTID glands, of tumor, cystic on, right (2)
থাইরইড গ্লান্ডে টিউমার – THYROID, gland, tumors (2)
ক্ষত, ভালো হওয়ার পর অলস প্রকৃতির টিউমার – ULCERS, general indolent tumors, after removal of (1)
উপাস্থির টিউমার – CARTILAGES, tumors (2)
টিউমার, তার সহিত এসাইটিস – TUMORS, general, ascites, with (1)
লক্ষণ সমূহের তথ্য সূত্রঃ মার্ফি রেপার্টরি।
পাঠকদের জন্য নির্দেশনা |
১. বেরিকেট ( ) দেয়া স্থানের সংখ্যা, ঔষধ সংখ্যা হিসাবে বিবেচ্য। |
২. ঔষধের অপপ্রয়োগ হতে পারে, এ কাড়নে অনেক স্থানে ঔষধের নাম দেয়া হয়নি। |
৩. ডাক্তার গন প্রদেয় ইংরেজি রুব্রিক দিয়ে রেপার্টরি থেকে ঔষধের নাম সমূহ খুঁজে পাবেন। |
৪. যে ঔষধের নামের পার্শে ৩ লিখা আছে তা প্রথম গ্রেড, ২ হলে দ্বিতীয় গ্রেড, ১ হলে তৃতীয় গ্রেড এর ঔষধ বুঝতে হবে। |
৫. সফল চিকিৎসা পেতে অথবা চিকিৎসা দিতে লিংকে ক্লিক করে বর্ণনাটি পড়ুন। |