থাইরয়েড গ্রন্থি (Thyroid Gland):
২৫ – ৩০ গ্রাম ওজনের হয় । গলার সন্মুখভাগে ল্যারিংক্স বা স্বরযন্ত্রের সামনে অবস্থান করে। এই গ্রন্থি হতে থাইরক্সিন ((T4)), ক্যালসিটোসিন ও ট্রাইআয়ডো-থাইরোনিন (T3) নামক হরমোন নিঃসরণ করে। খাবারে আয়োডিনের অভাবে এই গ্রন্থি ফুলে যেয়ে গলগণ্ড (Goitre) রোগ হয়।
- ক) থাইরকি্রান (Thyroxin): এই হরমোন দেহের সুষম বৃদ্ধি, বিপাক ক্রিয়া, তাপ উৎপাদন, স্নায়ু গঠন প্রভৃতি কাজ করে । এর অভাবে বাচ্চাদের ক্রিটিনিজম (বেটে, বুদ্ধিহীন হওয়া ইত্যাদি) রোগ হয়। বড়দের কুশিং সিনড্রোম (Cushing Syndrom) হয়।
- খ) ক্যালসিটোনিন (Calcitonin): রক্তে ক্যালসিয়ামের পরিমাণ নিয়ন্ত্রণ করে।
প্যারাথাইরয়েড গ্রন্থি (Parathyroid Gland)
থাইরয়েড গ্রন্থির পশ্চাতে ৪ টি প্যারাথাইরয়েড গ্রন্থি অবস্থিত । এর থেকে নিঃসৃত হরমোনকে প্যারাথরমোন বলে।
কাজ :
- ১) রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বৃদ্ধি করে।
- ২) এর অভাবে, হাড় থেকে ক্যালসিয়াম বের হয়ে এসে হাড়কে দুর্বল করে দেয়। মুখ ও হাতের আঙ্গুলের অগ্রভাগ অবশ হয়ে আসে এবং ঝিনঝিন করে। হাত, পা বাঁকা হয়ে যায়। এ অবস্থার নাম টিটেনী ।
সফল রোগীর ভিডিও প্রমাণ
[PGPP id=1214]
অামার এক ছুট বোনের এই রোগ এখন কি করতে পারি
আপনি হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পাড়েন।