Recent Post

পরিপাকতন্ত্র (Digestive System)

পরিপাক (Digestion):

যে শারীরিক প্রক্রিয়াতে জটিল খাদ্যবস্তু, হজম হয়ে বা ভেঙ্গে ক্ষুদ্র সাধারণ কণা হয়, যা শোষণের উপযোগী তাকে পরিপাক ক্রিয়া বলে ।

উদ্দেশ্য: হজমের উদ্দেশ্য হচ্ছে

  • ক) শরীরের বিভিন্ন কার্যক্রমের জন্য শক্তি যোগানো,
  • খ) দেহের বৃদ্ধি করা ,
  • গ) সার্বক্ষণিক ক্ষয়ের ক্ষতিপূরণ করা,
  • ঘ) প্রজনন ও দুধ উৎপাদনের সহায়তা।

পরিপাকতন্ত্রের অংশসমূহ:

  • ১) মুখ গহ্বর ও জিহ্বা,
  • ২) ফ্যারিংক্স,
  • ৩) খাদ্যনালী,
  • ৪) পাকস্থলী,
  • ৫) ক্ষুদ্রান্ত্র,
  • ৬) বৃহদান্ত্র,
  • ৭) এছাড়া লালাগ্রন্থি, যকৃত, অগ্নাশয়, পিত্তথলি ও আন্ত্রিক গ্রন্থিসমূহ ও পরিপাকতন্ত্রের অংশ।

পরিপাকতন্ত্রের কাজ :

  • ১) খাদ্য গ্রহণ,
  • ২) খাদ্য পরিপাক,
  • ৩) বিভিন্ন পাচক রস নিঃসরণ,
  • ৪) পানি, ভিটামিন, খনিজ লবণ এবং পরিপাক কৃত খাদ্যাংশ শোষণ,
  • ৫) অপ্রয়োজনীয় খাদ্যাংশ মল হিসাবে ত্যাগ,
  • ৬) শরীরের পানি, গ্লুকোজ, এসিড ক্ষারের ভারসাম্য রক্ষা,

৭) পরোক্ষভাবে রক্ত উৎপাদনে সহায়তা করে।

সফল রোগীর ভিডিও প্রমাণ

 

 

 

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts