Recent Post

বৃক্ক (Kidney)

বৃক্ক (Kidney) :

বৃক্ক (Kidney) ২ টি। শরীরের গুরুত্বপূর্ণ এই অঙ্গ মেরুদণ্ডের দুই পার্শ্বে অবস্থান করে। ইহা ১২তম থোরাসিক হতে ৩ম লাম্বার ভার্টিব্রা পর্যন্ত বিস্তৃত। ইহা এবডোমেনের হাইপোন্ড্রিয়াক, ইলিয়াক, ইপিগ্যাস্ট্রিক ও আম্বিলিকাল অঞ্চলে অবস্থিত। লম্বায় ৪ ইঞ্চি। এর চারপাশে চর্বি (Perinephric Fat) থাকে উপরের অংশে এড্রিনাল  (Adrenal Gland) গ্রন্থি থাকে। ইহার ভিতরের বর্ডার (Medial border) ইউরেটার বাহির হয়ে মূত্রাশয়ে যায়। প্রতিটি কিডনি ১০-১২ লক্ষ নেফ্রন দ্বারা গঠিত। বৃক্কের গঠন ও কার্যের একক হচ্ছে নেফ্রন (Nephron)। নেফ্রনের প্রধান ২ টি অংশ হচ্ছে –

  • ১) ছাকনি বা গ্লোমেরুলাস (Glomerulus)
  • ২) নালী সমূহ বা টিউবিউল্স (Tubules)

ইউরেটার (Ureter) :

দুইটি মাংসল নালী যাহা কিডনির পেলভিস থেকে শুরু হয়ে মূত্র থলি (U.Bladder) পর্যন্ত বিস্তৃত। প্রায় ৪৫ সে.মি লম্বা।

কাজ : বৃক্ক হতে মূত্রাশয় পর্যন্ত মূত্র (Urine) বহন করে আনে।

 

সফল রোগীর ভিডিও প্রমাণ

 

 

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts