মাথা সম্পর্কিত রোগ লক্ষণের ১৮৯ টি পরিচ্ছেদ।

হোমিওপ্যাথিতে মাথা সম্পর্কিত প্রায় ৩৮৬৭ টি লক্ষণ রয়েছে (মাথা ব্যথা ছাড়া), এ লক্ষণ সমূহকে ১৮৯ টি পরিচ্ছেদে বিভক্ত করে বর্ননা করা হয়েছে। যে সকল শিক্ষার্থি মাথা সম্পর্কে জানতে ও চিকিৎসা দিতে চান, তাঁদের অবশ্যই ১৮৯ টি পরিচ্ছেদ সম্পর্কে জানতে হবে। তবেই মাথার ৩৮৬৭ টি লক্ষণ আয়ত্ব করা সম্ভব।

যারা চিকিৎসা নিতে চানঃ

বর্তমান প্রতারনার যুগে সঠিক চিকিৎসা পেতে হলেও জ্ঞান অর্জন করতে হয়। নিচে দেয়া ১৮৯ টি পরিচ্ছেদ ভালো ভাবে পড়বেন এ আমাদের অনুরোধ। আপনার রোগের সাথে কোনটা মিলে গেলে নাম্বার সহ আমাদের জানাবেন। আসা করি সু চিকিৎসা পাবেন।

  • যে লক্ষণের শেষে ১ বা ২ আছে তা অসাধারণ লক্ষণ। এ লক্ষণের কোন একটি যদি আপনার লক্ষণের সাথে হুবহু মিলে যায়, তা হলে রোগ আরোগ্য হওয়ার সম্ভাবনা সর্বাধিক।
  • হোমিওপ্যাথি লক্ষণ ভিত্তিক চিকিৎসা। অসাধারণ লক্ষণ মিলিয়ে চিকিৎসা দিলে রোগের নাম যাই হোক আরোগ্য হবে। তাই অসাধারণ লক্ষণ তালাস করুণ।
  • হোমিওপ্যাথিকে তার নিজস্ব্য দৃষ্টি ভঙ্গি দিয়ে বিবেচনা করুণ। অন্যের দৃষ্টিভঙ্গি হোমিওপ্যাথি ডাক্তারের উপরে চাপানোর চেষ্টা করবেননা।

সফল রোগীর ভিডিও প্রমাণ

মাথার রুব্রিক বা পরিচ্ছেদ সমূহঃ (মার্ফি রেপার্টরি হতে সংগ্রহীত)

  1. অনাবৃত করলে, মাথার সমস্যা বৃদ্ধি (61) UNCOVERING, head agg. (61)
  2. অনমনীয় বোধ, মাথা (3) RIGID, feeling (3)
  3. অর্বুদ / টিউমার, মাথায় (23) TUMORS, (23)
  4. অর্বুদ আব, মাথায় (0) WENS, (0)
  5. অসাড়তার অনুভূতি, মাথায় (73) NUMBNESS, sensation, (73)
  6. অস্থি কাঠামোর অস্বাভাবিক বৃদ্ধি, মাথার (3) ACROMEGALY (3)
  7. অস্থি বৃদ্ধি টিউমার, মাথায় (15) EXOSTOSES (15)
  8. অস্থিরতা, মাথায় (10) RESTLESSNESS (10)
  9. অস্বস্তিকর অবস্থানে, যেন শয়ন করেছে (3) LYING, in an uncomfortable position, as if (3)
  10. আক্ষেপ, মাথার ডান পার্শে (1) CONVULSIONS, right side of head (1)
  11. আকৃষ্ট হওয়া, মাথা (0) DRAWN, (0)
  12. আকস্মিক টান, মস্তক পেশীর (45) TWITCHING, muscles of the head (45)
  13. আঘাত করে বার বার, বিছানাতে, মাথা (12) BEATS, head against the bed, (12)
  14. আঘাত করে, মাথা দেয়াল অথবা বিছানাতে (13) STRIKES, the head against the wall or bed (13)
  15. আঘাত লাগা, অনুভূতি, মাথায় (25) BLOWS, sensation, as from, (25)
  16. আঘাত লাগা, প্রচণ্ড ধাক্কা লাগা, ইত্যাদি, মাথায় (70) INJURIES, blows, concussions, etc. (70)
  17. আমবাত, মাথায় (1) URTICARIA (1)
  18. ইরিসিপিলাস (বিসর্প) মাথায় (21) ERYSIPELAS (21)
  19. উকুন, মাথায় (18) LICE, head (18)
  20. উচ্চগুটিকা জন্মানো, কপালে (1) NODOSITIES, forehead (1)
  21. উত্তাপ অনুভূতি, মাথায় (200) HEAT, sensation (200)
  22. উদ্ভেদ, মাথায় (54) ERUPTIONS (54)
  23. একজিমা, মাথায় (50) ECZEMA (50)
  24. কাটা বা সুচ ফোটার মত অনুভূতি, মাথায় (26) PRICKLING, sensation (26)
  25. কূজন গুঞ্জন, মাথায় (1) WHARBLING (1)
  26. কট্ করে কামড়ান বেদনা, ভার্টেক্সে, প্রতিটি পদক্ষেপে (1) SNAPPING, in vertex, at every step (1)
  27. কটকট করা, অনুভূতি, মাথায় (12) CRACKING, sensation in (12)
  28. কপাল গরম (1) BODY, hot in forehead (1)
  29. কপালের ত্বক গরম, এমন অনুভূতি (1) HOT body, in forehead, sensation (1)
  30. কম্পণ অনুভূতি, মাথায় (28) TREMBLING, sensation (28)
  31. ক্লান্তি বোধ, মাথায় (13) TIRED, feeling (13)
  32. ক্ষয়প্রাপ্ত, মাথার হাড়ে (14) DECAY, of bones (14)
  33. ক্ষত মাথায় (11) ULCERS (11)
  34. ক্ষুদ্র আব, মস্তকত্বকে (3) NODULES, in scalp (3)
  35. ক্ষুদ্র স্ফীতি, মস্তকত্বকে (13) TUBERCLES, on scalp (13)
  36. খুশকি, মস্তক ত্বকে (38) DANDRUFF (38)
  37. গ্রন্থি স্ফীতি, দুই ভ্রুর মধ্যবর্তী স্থানের (1) GLANDS, swollen, of, glabella (1)
  38. গ্রন্থিগুল্ম হয় মাথা ব্যথা, অবস্থায় (3) NODES, headache, during (3)
  39. গড়গড় শব্দ, মাথায় (3) GURGLING (3)
  40. গুড়গুড়-গজরানি শব্দ মাথায় (3) GRUMBLING (3)
  41. ঘোর-পাক খাওয়া এবং মোচড়ানো অনুভূতি, মাথায় (11) TURNING, and twisting, sensation of (11)
  42. ঘূর্ণায়মান অনুভূতি, মাথায় (6) ROLLING, sensation, in (6)
  43. ঘর্ম, মস্তকত্বকের (76) PERSPIRATION, scalp (76)
  44. চাঁচাবৎ অনুভূতি, নড়াচড়ায় উপশম, শয়ন করা অবস্থায় বেদনা মাথার পার্শরেখায় চলেযায় (1) SCRAPED, sensation, amel. on motion, while lying the pain shifts to side lain on (1)
  45. চাপা উত্তেজনা, মাথায় (1) TENSION, (1)
  46. চেপটা অনুভূতি, যেন কপাল (1) FLATTENED, sensation, forehead (1)
  47. চর্মদল উদ্ভেদ মাথায় (14) IMPETIGO (14)
  48. চুল ধরে টানছে এমন অনুভূতি, মাথায় (30) PULLED, sensation as if, hair were (30)
  49. চুল স্পর্শ করলে, বৃদ্ধি (23) HAIR, toching, agg. (23)
  50. চুলকানি, মস্তকত্বকে (121) ITCHING, scalp (121)
  51. ছিটকে যাত্তয়া, অনুভূতি, মস্তকশীর্ষ (12) FLY off, sensation, vertex (12)
  52. ছিপি, খোঁটা বা গোঁজ যেন রয়েছে, মস্তকে (19) PLUG, peg or wedge, as from a, (19)
  53. ছোট ফোড়া, মাথায় (25) BOILS (25)
  54. ছত্রাক, মাথায় (6) FUNGUS, (6)
  55. জান্তব চর্বিময় পুঁজকোষ, অর্বুদ, আব, মাথায় (12) SEBACEOUS cysts, wens (12)
  56. জীবন্ত কিছু থাকার অনুভূতি, মাথায় (8) ALIVE, sensation, (8)
  57. ঝাঁকি দিয়ে উঠা মাথা (23) JERKING, of head (23)
  58. ঝাঁকুনি দেয়া অনুভূতি, মাথায় (70) SHAKING, sensation, (70)
  59. ঝিনঝিন কর অনুভূতি, মাথায় (31) TINGLING, sensation (31)
  60. টুংটাং শব্দ, মাথায় যেন, পিয়ানোর তার ছিড়ে যাওয়ার শব্দ (1) TWANGING, as from, breaking, a piano, string (1)
  61. টানটান ভাবযুক্ত অনুভূতি, মাথায় (0) TIGHTNESS, (0)
  62. টানতে থাকার মতো অনুভূতি, মাথায় (9) DRAGGING, sensation, in (9)
  63. টুপি পড়তে, বিতৃষ্ণা (10) HAT, aversion to (10)
  64. ঠকঠক শব্দ মাথায়, (2) KNOCKING, in head, (2)
  65. ঠাণ্ডা বাতাস, মাথায় স্পর্শকাতর (41) COLD, air, head sensitive to (41)
  66. ঠেলামারা অনুভূতি, মাথায় (4) PUSHES, sensation, (4)
  67. ডুবে যাওয়া অনুভূতি, মাথা (1) SINKING, sensation (1)
  68. ঢেউখেলার মতো অনুভূতি, মাথায় (48) WAVING, sensation, (48)
  69. তক্তা বা কাঠ অথবা ভারী দণ্ডের, অনুভূতি, যেন মাথার সামনে (17) BOARD or bar, sensation, as if before the head (17)
  70. তৈলাক্ত কপাল (2) OILY, forehead (2)
  71. তুলছে আবার নামাচ্ছে এরুপ অনুভূতি, মাথায় (3) HEAVING, up and down sensation (3)
  72. দাদ, মাথায় (8) RINGWORM (8)
  73. দুর্বলতা অনুভূতি, মাথায় (44) WEAKNESS, sensation (44)
  74. দুশ্চিন্তা, মাথায় (3) ANXIETY, in head (3)
  75. দুষ্টব্রণ, মাথায় (6) CARBUNCLES (6)
  76. ধাক্কা, সামনের দিকে ধাক্কা লাগার অনুভূতি, মাথায় (8) PUSHED, forward, sensation (8)
  77. নখর দ্বারা আঁচড়ান, মাথা (1) SCRATCHING, head (1)
  78. নিদ্রালুতার মতো মাথা ঝোঁকান, (0) NODDING, (0)
  79. নিদ্রিত যেন মাথা এমন অনুভূতি (12) ASLEEP, sensation, as if (12)
  80. নড়াচড়া করে, কিছু একটা এমন অনুভূতি, মাথায় (71) MOVEMENTS, sensations, in head (71)
  81. পক্ষাঘাত অনুভূতি মাথায়, শুক্রপাতের পরে (1) PARALYSIS, sensation, after emissions (1)
  82. পাকস্থলী থেকে, ক্রমবর্ধমান (4) STOMACH, as if, rising from (4)
  83. পাতলা মনেহয় মাথার খুলি (3) THIN, cranium seemed thin (3)
  84. পাথর থাকার অনুভূতি, মাথায় (0) STONE, sensation, (0)
  85. পানি ছিটিয়ে দেত্তয়া অনুভূতি, মাথায় (9) SPLASHING, sensation (9)
  86. পানি থাকার অনুভূতি, মাথায় (12) WATER, sensation, of (12)
  87. পানি পড়ার মতো অনুভূতি, মাথায় (23) SWASHING, sensation (23)
  88. পিণ্ড থাকার অনুভূতি, মাথায় (6) LUMP, sensation, as of (6)
  89. পিপড়ে চলে বেড়ানোর মতো অনুভূতি, মাথায় (45) FORMICATION, sensation (45)
  90. পোকা হাটা বা গড়িয়ে চলার মতো অনুভূতি, মাথায় (0) CRAWLING, sensation, (0)
  91. পোকার স্বরের মতো তীক্ষ্ণ শব্দ, মাথায় (1) CHIRPING (1)
  92. প্রচণ্ড ধাক্কা লাগা, ব্রেইনে (24) CONCUSSION, brain (24)
  93. প্রদাহ মাথার অস্থি আবরকের (18) INFLAMMATION, of, periosteum (18)
  94. পুর্নতাবোধ অনুভূতি, মাথায় (153) FULLNESS, sensation, (153)
  95. ফোলা-স্ফীতি, পুর্নতাবোধ অনুভূতি, মাথায় (62) SWOLLEN, distended, sensation (62)
  96. ফোস্কা, মাথায় (11) VESICLES (11)
  97. ফোড়া, মাথায় (5) ABSCESS (5)
  98. ফুটছে এমন অনুভূতি, মাথায় (21) BOILING, sensation, (21)
  99. ফুসকুড়ি কপালে (6) RASH, forehead (6)
  100. বায়ু থাকার অনুভূতি, মাথায় (3) AIR or wind, sensation, in (3)
  101. বিহ্বলকর, স্তম্ভিতকর বেদনা, মাথায় (0) STUNNING, pain, stupefying, (0)
  102. বুদবুদ উঠার অনুভূতি, মাথায় (14) BUBBLING, sensation, in (14)
  103. বন্ধ হয়ে যাওয়া অনুভূতি, মাথা (1) STOPPED, sensation (1)
  104. বন্ধনী, মাথায় (62) BAND, (62)
  105. বমিভাব, মাথায় (1) NAUSEA, in (1)
  106. বর্ধনশীল, অনুভূতি, মাথায় (6) RISING, sensation, in (6)
  107. বলের মতো কিছুর অনুভূতি, হাঁটতে শুরু করার সময় যেন একটি বল মাথার খুলিতে আঘাত করে (1) BALL, sensation, a ball beating against skull on beginning to walk (1)
  108. বহিরাগত বস্তু থাকার অনুভূতি, মাথায় (6) FOREIGN body, sensation (6)
  109. বৃহদাকার অনুভূতি, মাথা (62) ENLARGED, sensation, (62)
  110. বয়ঃব্রন, কপালে (26) ACNE, forehead (26)
  111. ভঙ্গুর অনুভূতি, মাথা (7) BRITTLE, sensation (7)
  112. ভাজপড়া কপালে (21) WRINKLED, forehead (21)
  113. ভারবোধ অনুভুতি, মাথায় (227) HEAVINESS, sensation, (227)
  114. ভিজা মাথা (8) WET, getting head (8)
  115. মাতলামি অনুভূতি, মাথায় (66) INTOXICATION, sensation, as from (66)
  116. মাথা আলগে রাখতে অক্ষম (35) HOLD, head up, unable to (35)
  117. মাথা উঠানো, (0) RAISE, (0)
  118. মাথা উপর নিচ হচ্ছে এমন, অনুভূতি (1) MOVE, up and down, sensation (1)
  119. মাথা একদিকে পড়ে যাওয়া (0) FALLING (0)
  120. মাথা খোলা এবং বন্ধ হওয়া, অনুভূতি (5) OPENING and shutting, sensation (5)
  121. মাথা ঘর্ষন করা (4) RUBBING (4)
  122. মাথা যেন খোলা (4) OPEN, as if (4)
  123. মাথা যেন নিক্ষেপ করছে (0) THROWING, head about (0)
  124. মাথা ঠোকে কোন বস্তুর সাথে (9) KNOCKS, head against things (9)
  125. মাথা ধৌত করলে বৃদ্ধি (25) WASHING, agg. (25)
  126. মাথা নাড়ানো (19) MOTIONS, of head (19)
  127. মাথা পিছনদিকে বাকিয়ে রাখতে বাধ্য হয় (3) BENDS, head backward must (3)
  128. মাথা বাম পার্শে ঘোরে, আক্ষেপের সময় (2) TURNED, to left, in convulsions (2)
  129. মাথা বালিশে ঘসা (19) BORES, head in pillow (19)
  130. মাথা বেধে রাখা হয়েছে, এমনটি মনেহয় যেন (1) TIED, feels as though (1)
  131. মাথা বড় এমন অনুভূতি, (7) LARGE, sensation, (7)
  132. মাথা মোচড়ানোর অনুভূতি (1) TWISTING, sensation, head (1)
  133. মাথা লম্বা হওয়া, অনুভূতি (3) ELONGATED, sensation (3)
  134. মাথা স্থির রাখা, কষ্টকর (1) BALANCING, difficult (1)
  135. মাথা হেলান দিতেচায় কোনো কিছুতে (3) LEAN, on something, desire to (3)
  136. মাথা হতে দেহ যেন বিচ্ছিন্ন এমন অনুভূতি (10) SEPARATED, sensation, as if, head and body, were (10)
  137. মাথার খুলী উপর দিকে উঠছে এমন অনুভূতি (2) LIFTING, up of the skull, sensation of (2)
  138. মাথার তালুর অস্থিসংযোগ খোলা (13) FONTANELLES, open (13)
  139. মাথার শিথিলতা (0) LOOSENESS, (0)
  140. মাথায় উষ্ণ আচ্ছাদনে, বৃদ্ধি (32) WARM, coverings on head, agg. (32)
  141. মাথায় টুপি থাকার মতো, অনুভূতি (24) SKULL-cap, sensation (24)
  142. মাথায় রক্ত যেন স্থির এমন অনুভূতি (1) STAGNATION, blood, sensation (1)
  143. মানুষিক আঘাত, মাথায় (81) SHOCKS, in head (81)
  144. মানসিক উত্তেজনা, বেদনা শূন্য, মাথায় (1) COMMOTION, painless, in (1)
  145. মচকান অনুভূতি, মাথায় (1) SPRAINED, sensation (1)
  146. মুরগী ডাকার ন্যায় শব্দ, মাথায় (1) CLUCKING, in (1)
  147. মস্তকহীন শরীর এমন অনুভূতি (3) HEADLESS, sensation of being (3)
  148. মস্তিষ্ক-মেরুদণ্ডীয় অক্ষের, অসুস্থতা (8) CEREBRO-spinal axis, ailments of (8)
  149. মস্তিষ্কসংক্রান্ত রক্তক্ষরণ, (35) CEREBRAL hemorrhage, (35)
  150. মস্তিস্কে জল সঞ্চয় (54) HYDROCEPHALUS (54)
  151. রক্ত পূর্ন স্ফীতি (5) HEMATOMA (5)
  152. রক্তজমা, কপালে (15) CONGESTION, forehead (15)
  153. রক্তজমা, মাথায় (178) CONGESTION, hyperemia, (178)
  154. রক্ত-শিরা, ফাঁপা বা ফোলা (12) BLOOD-vessels, distension (12)
  155. রস সঞ্চয়শূণ্য স্ফীতি, দুই ভ্রুর মধ্যবর্তী স্থানে (1) EDEMA, glabella (1)
  156. লঘুমস্তিষ্ক রোগ (2) CEREBELLAR disease (2)
  157. লেগেথাকার, অনুভূতি, মস্তক ত্বকে (1) ADHESION, sensation, scalp to the skull (1)
  158. লুপাস চর্মরোগ (2) LUPUS (2)
  159. শংখাস্থি স্থানে, ফোড়া হয়েছে যেন (8) MASTOID process, abscess, threatened of (8)
  160. শক্ত অবরোধের অনুভূতি, কপালে (2) BLOCK solid, sensation as of a, forehead (2)
  161. শক্ত বষ্টিযুক্ত দাদ, মাথায় (28) TINEA, favosa, (28)
  162. শক্ত ভাব, অনুভূতি, মাথায় (5) STIFFNESS, sensation (5)
  163. শীতলতা অনুভূতি, মাথায় (107) COLDNESS, sensation (107)
  164. শীতশীত ভাব, মাথায় (0) CHILLINESS, (0)
  165. শূন্যতা অনুভূতি, মাথায় (64) EMPTY, sensation (64)
  166. শূন্যতাবোধ অনুভূতি, মাথায় (2) VACANT, sensation (2)
  167. শব্দ, মাথায়, (9) NOISES, in, head, (9)
  168. শুস্কতা মস্তকত্বকের (5) DRYNESS, scalp (5)
  169. সংকোচন অনুভূতি, মস্তকত্বক (12) CONTRACTION, sensation, scalp (12)
  170. সংকোচন, টানবোধ, মাথার (162) CONSTRICTION, tension, (162)
  171. সংবেদনশীলতা বাহ্যিক মাথায় (19) SENSITIVENESS of head, external (19)
  172. সেবোরিয়া চর্মরোগ, মাথায় (27) SEBORRHEA (27)
  173. সৌর তাপে স্ট্রোক-সর্দিগর্মি (41) SUNSTROKE (41)
  174. সুড়সুড় করে, মাথায় (2) TICKLING, in (2)
  175. স্থির থাকেনা মাথা, এমন অনুভূতি (6) UNSTEADY, feeling (6)
  176. স্পন্দিত অনুভূতি, মাথায় (0) VIBRATING, sensation, (0)
  177. স্পন্দিত অনুভূতি, মাথায় (162) PULSATING, sensation (162)
  178. স্পন্দিত হওয়া অনুভূতি, মাথায় (3) QUIVERING, sensation (3)
  179. স্ফীত মাথা (4) SWELLING, of head (4)
  180. স্ফুটন, বুদবুদ রাতে (1) EBULLITIONS, night (1)
  181. স্বাভাবিকের তুলনায় ছোট মনেহয়, মাথা (4) SMALLER, head, feels (4)
  182. সম্প্রসারিত হওয়ার অনুভূতি, মাথা (9) EXPANDED, sensation, (9)
  183. সরানো হচ্ছে যেন খুলির উপরিভাগ (2) REMOVED, as if calvarium (2)
  184. হাত দিয়ে মাথায় চেপে ধরার সহিত (2) HANDS, holds head with (2)
  185. হার্পিস, মস্তক ত্বকে (17) HERPES (17)
  186. হালকা ভাব, এর অনুভূতি, মাথায় (8) LIGHTNESS, sensation, of (8)
  187. হিমায়িত, অনুভূতি, যেন মাথা ও ব্রেইন (1) FROZEN, sensation, head and brain, as if (1)
  188. হুহু করে বাড়ছে এমন অনুভূতি, মাথায় (19) SURGING, sensation (19)
  189. CEPHALAHEMATOMA (7) CEPHALAHEMATOMA (7)

কারো নিকট অনুবাদে ত্রুটি ধড়া পড়লে, অনুগ্রহ করে আমাদের জানালে উপকৃত হব।

 

 

 

 

[PGPP id=1214]

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

6 Comments

  1. Hasib

    আমার মাথার ভেতরে অস্থিরতা কাজ করে।।।রাতে ঘুম ধরেনা।। এটা থেকে মুক্তি পাওয়ার উপায় গুলো আমাকে দয়া করে জানাবেন।।।।

    Reply
  2. Sazzad

    ভাই আমার মাথায় ডান পাশে কানের দিকে কোন কিছু পরিক্ষায় দরা পরেনি।এটা কি হতে পারে

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *