Recent Post

মাসিক বন্ধ থাকার চিকিৎসা, ৪১ টি লক্ষণ ও রেপার্টরি।

মাসিক বন্ধ থাকার চিকিৎসা

মাসিক না হওয়া বা মাসিক বন্ধ থাকাকে এমেনোরিয়া বলে। মহিলাদের এটি প্রায়ই হতে দেখা যায় । সধারনত পিটুইটারি গ্ল্যান্ড, অভারি, জরায়ুর বিকৃতির কারণে মাসিক বন্ধ থাকে। মাসিক বন্ধ থাকার চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।

ঋতুস্রাব অনুপস্থিত থাকার কারণ :-

  • ডিম্বাশয়ের রোগ যথা- পলিসিসটিক অভারী ও অন্যান্য রোগ
  • ক্রোমোজোমের বিকৃতি সাথে গোনাডাল ডিসজেনেসিস
  • যোনি এবং জরায়ুর অস্বাভাবিকতা
  • শারীর বৃত্তিক কারণে দেরিতে বয়ঃসন্ধির আগমন
  • এন্ড্রোকাইন গ্রন্থির অস্বাভাবিকতা কারণে
  • কেন্দ্রীয় বিকৃতি যথা- পিটুইটারি গ্লান্ডের বিকৃতি, টিউমার, হাইড্রোকেফালাস
  • শারীরবৃত্তীক কারণ যথা গর্ভধারণ, পুষ্টিহীনতা, মানসিক চাপ, এবং অতিরিক্ত কর্ম, অতিরিক্ত ভ্রমণ।
  • জরায়ু সম্পর্কিত বিকৃতি (যান্ত্রিক এবরশন করে জরায়ুর অন্তঃত্বক অতিরিক্ত চেঁছে ফেলার কারণে অথবা ইনফেকশনের কারণে।)
  • সময়ের আগেই রজোনিবৃত্তি

মাসিক বন্ধ হলে কি করতে হবে (হোমিওপ্যাথি চিকিৎসা) :-

স্ত্রীরোগ সমূহের চিকিৎসার জন্য পর্যাপ্ত কার্যকরী রেমেডি রয়েছে হোমিওপ্যাথিতে। তাই যে কোন স্ত্রী রোগের ক্ষেত্রে অভিজ্ঞ একজন হোমিওপ্যাথের সাথে যোগাযোগ করুন এবং চিকিৎসা নিন। আশা করি বিফল হবেন না।

লক্ষণ ও তার রেপার্টরি রুব্রিকঃ

হোমিওপ্যাথিতে মাসিক না হওয়া বা বন্ধ থাকার চিকিৎসার জন্য নিচে দেয়া ৪১ টি লক্ষণ ও তার রেপার্টরি রুব্রিক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটি লক্ষণের আলাদা আলাদা ঔষধ হোমিওপ্যাথিতে রয়েছে। যারা চিকিৎসা নিতে চান তারা এ লক্ষণ সমূহের সাথে কোনটা আপনার রোগের সাথে মিলে তা ডাক্তারকে স্পষ্ট করে জানালে চিকিৎসা পেতে সহজ হবে।

সফল রোগীর ভিডিও প্রমাণ

নোটঃ ঔষধের অপপ্রয়োগ হতে পারে, এ কারণে অনেক স্থানে ঔষধের নাম দেয়া হয়নি। ডাক্তার গন প্রদেয় ইংরেজি রুব্রিক দিয়ে রেপার্টরি থেকে ঔষধের নাম সমূহ খুঁজে পাবেন। যে ঔষধের নামের পার্শে ৩ লিখা আছে তা প্রথম গ্রেড, ২ হলে দ্বিতীয় গ্রেড, ১ হলে তৃতীয় গ্রেড এর ঔষধ বুঝতে হবে। বেরিকেট ( ) দেয়া স্থানের সংখ্যা, ঔষধ সংখ্যা হিসাবে বিবেচ্য।  সফল চিকিৎসা পেতে অথবা চিকিৎসা দিতে লিংকে ক্লিক করে বর্ণনাটি পড়ুন।

  1. ঋতুস্রাব অনুপস্থিত – AMENORRHEA, (168) 2 acon, 1 aesc, 1 agar, 1 agn, 1 alet, 1 all-c, 1 aln, 2 am-c, 1 am-m, 1 ammc, 2 anac, 2 ant-c, 2 apis, 2 apoc, 1 arg-n, 2 arist-cl, 2 ars, 2 ars-i, 1 asar, 3 AUR, 1 aur-i, 1 aven, 2 bar-c, 2 bell, 1 bell-p, 1 benz-ac, 1 berb, 2 bor, 1 brom, 2 bry, 2 calc, 1 calc-i, 1 calc-p, 1 calc-s, 1 calc-sil, 1 cann-s, 1 canth, 3 CARBN-S, 1 carb-v, 1 card-m, 2 caul, 2 caust, 2 cham, 1 chel, 2 chin, 1 chin-ar, 1 cic, 2 cimic, 1 cina, 2 coca, 2 cocc, 2 coch, 1 colch, 2 coll, 2 coloc, 3 CON, 1 cortiso, 1 cortico, 1 croc, 1 croto-t, 2 cupr, 2 cycl, 2 cypr, 1 dam, 1 dig, 2 dros, 3 DULC, 1 euph, 1 eupi, 3 FERR, 2 ferr-ar, 3 FERR-I, 2 ferr-m, 2 ferr-p, 1 gast, 1 gels, 2 glon, 2 goss, 3 GRAPH, 2 guai, 2 ham, 1 hedeo, 2 hell, 2 helon, 1 hyper, 2 hyos, 1 ictod, 3 IGN, 1 indg, 2 iod, 2 kali-ar, 3 KALI-C, 1 kali-i, 2 kali-n, 2 kali-p, 1 kali-s, 1 kreos, 1 lac-d, 2 lach, 1 lil-t, 1 linu-c, 1 lob, 3 LYC, 2 mag-c, 2 mag-m, 1 mag-s, 1 mang, 2 merc, 2 merl, 1 mill, 2 mit, 1 nat-c, 2 nat-m, 1 nat-p, 1 nat-sil, 1 nat-s, 1 nep, 2 nux-m, 2 nux-v, 1 ol-an, 2 ol-j, 1 op, 1 ovi-g-p, 1 parth, 1 ph-ac, 2 phos, 2 phyt, 1 pin-l, 2 plat, 1 plb, 1 podo, 2 polyg, 3 PULS, 2 rhus-t, 2 sabad, 1 sabin, 1 sang, 1 sanic, 1 sec, 3 SENEC, 3 SEP, 1 sieg, 3 SIL, 2 sin-n, 1 spong, 2 staph, 1 stram, 3 SULPH, 1 sul-i, 1 symph, 1 tanac, 1 tep, 1 thiop, 2 thuj, 1 thyr, 3 TUB, 1 urt-u, 1 ust, 2 valer, 1 verat, 1 verat-v, 2 vib, 1 wies, 1 wye, 1 x-ray, 1 xan, 2 zinc, 1 zinc-p
  2. ঋতুস্রাব অনুপস্থিত যুবতী বালিকাদের – AMENORRHEA, (menses absent) girls, in young (2)
  3. ঋতুস্রাব অনুপস্থিত তার সহিত স্তনে দুধ আসে – AMENORRHEA, (menses absent) milk in breasts, with (2)
  4. ঋতুস্রাব অনুপস্থিত তার সহিত যৌন চাহিদার বিলুপ্তি – AMENORRHEA, (menses absent) sexual desire absent (2)
  5. ঋতুস্রাব অনুপস্থিত আধ্যাত্মিক ও শারীরিক চাপের পড়ে – AMENORRHEA, (menses absent) strain, after psychical and physical (2)
  6. ঋতুস্রাব অনুপস্থিত দুর্বলকায় স্ত্রীলোকের – AMENORRHEA, (menses absent) women, in, feeble (3)
  7. ঋতুস্রাব অনুপস্থিত হিস্টিরিয়া গ্রস্ত দুর্বলকায় স্ত্রীলোকের – AMENORRHEA, (menses absent) women, in, feeble hysterical (3)
  8. ঋতুস্রাব অনুপস্থিত রক্তাধিক্যপূর্ণ দুর্বলকায় স্ত্রীলোকের – AMENORRHEA, (menses absent) women, in, feeble plethoric (2)
  9. ঋতুস্রাব অনুপস্থিত সোরা প্রবণ দুর্বলকায় স্ত্রীলোকের – AMENORRHEA, (menses absent) women, in, feeble psoric (2)
  10. ঋতুস্রাব অনুপস্থিত গণ্ডমালা রোগ গ্রস্থ দুর্বলকায় স্ত্রীলোকের – AMENORRHEA, (menses absent) women, in, feeble scrofulous (2)
  11. হৃত্স্পন্দন, বিশৃঙ্খল তার সহিত আড়াই মাস ঋতুস্রাব অনুপস্থিত – HEARTBEATS, tumultuous menses absent two and a half months (1)
  12. সঞ্চরণশীল, বেদনা ঋতুস্রাব অনুপস্থিত থাকা অবস্থায় – WANDERING, pains amenorrhea, in (1)
  13. বালিকাদের, শোথ অবস্থা, ঋতুস্রাব অনুপস্থিত থাকার কাড়নে – GIRLS, dropsical condition, amenorrhea (1)
  14. ভ্রমণ সম্পর্কিত পেশা জীবীদের, ঋতুস্রাব অনুপস্থিত ও কোষ্ঠকাঠিন্য – OCCUPATIONS, emigrants, amenorrhea, constipation (1)
  15. রক্তাল্পতাগ্রস্ত স্ত্রীলোকের ঋতুস্রাব অনুপস্থিত – WOMEN, anemic amenorrhea (1)
  16. মুখমণ্ডল স্ফীত ঋতুস্রাব অনুপস্থিত থাকা অবস্থায় – Face SWELLING edematous amenorrhea, in (1)
  17. সাদা স্রাব, ঋতুস্রাব অনুপস্থিত থাকা অবস্থায় – DISCHARGE, vagina, amenorrhea, in (1)
  18. অবিরত সাদা স্রাব, তার সহিত ঋতুস্রাব অনুপস্থিত – DISCHARGE, vagina, constant amenorrhea, with (1)
  19. হাতের দুর্বলতা ঋতুস্রাব অনুপস্থিত থাকা অবস্থায় – WEAK, hands menses, during amenorrhea, in (1)
  20. শব্দে স্পর্শকাতরতা ঋতুস্রাব অনুপস্থিত থাকা অবস্থায় – SENSITIVE to sounds amenorrhea, in (1)
  21. সন্ধি স্থানে বেদনা তার সহিত ঋতুস্রাব অনুপস্থিত – PAIN, joints amenorrhea, with (1)
  22. ঋতুস্রাব অনুপস্থিত থাকার কাড়নে এলবোমিন জনিত শোথ ও কিডনিতে পুর্নতা বোধ – Kidneys CONGESTION albuminuria, with, from amenorrhea (1)
  23. নিদারুণ মানসিক যন্ত্রণা, ঋতুস্রাব অনুপস্থিত থাকা অবস্থায় – AGONY, amenorrhea, in (3)
  24. দুশ্চিন্তা, ঋতুস্রাব অনুপস্থিত থাকা অবস্থায় – ANXIETY, menses, amenorrhea, in (2)
  25. বিষণ্নতা, ঋতুস্রাব অনুপস্থিত থাকা অবস্থায় – DEPRESSION, (sadness), amenorrhea, in (8)
  26. ভয় পাওয়ার ফলে, ঋতুস্রাব অনুপস্থিত – FEAR, amenorrhea, from fear (2)
  27. মৃত্যু ভয়, ঋতুস্রাব অনুপস্থিত থাকা অবস্থায় – FEAR, death, of amenorrhea, in (1)
  28. হিস্টিরিয়া গ্রস্ত, ঋতুস্রাব অনুপস্থিত থাকা অবস্থায় – HYSTERICAL, amenorrhea, in (2)
  29. পাগলামো করে, ঋতুস্রাব অনুপস্থিত থাকার কাড়নে – INSANITY, amenorrhea, from (1)
  30. অলসতা, ঋতুস্রাব অনুপস্থিত থাকা অবস্থায় – LAZINESS, amenorrhea, in (1)
  31. হতাশা হতে অসুস্থতা, ঋতুস্রাব অনুপস্থিত থকার কারণে – LOVE, (ailments from disappointed), amenorrhea, causes (2)
  32. আক্ষেপ, ঋতুস্রাব অনুপস্থিত থাকা অবস্থায় – CONVULSIONS, amenorrhea, in (2)
  33. মুর্ছাকল্পতা, নির্জীবতা, ঋতুস্রাব অনুপস্থিত থাকা অবস্থায় – FAINTING, faintness, amenorrhea, in (1)
  34. নাসিকার রক্তস্রাব, তার সহিত ঋতুস্রাব অনুপস্থিত – NOSEBLEEDS, epistaxis amenorrhea, with (9)
  35. দ্রুত, নাড়ি স্পন্ধন ১২০ বার, ঋতুস্রাব অনুপস্থিত থাকা অবস্থায় – FAST, pulse amenorrhea, in, 120 (1)
  36. গভীর, নিদ্রা ঋতুস্রাব অনুপস্থিত থাকা অবস্থায় – DEEP, sleep amenorrhea, in (1)
  37. অনিদ্রা, ঋতুস্রাব অনুপস্থিত থাকা অবস্থায় – INSOMNIA, amenorrhea, in (2)
  38. দীর্ঘক্ষণ নিদ্রা তার সহিত ঋতুস্রাব অনুপস্থিত – PROLONGED, sleep amenorrhea, with (1)
  39. আক্ষেপিক ভাবে হাই তোলে ঋতুস্রাব অনুপস্থিত থাকা অবস্থায় – YAWNING, spasmodic amenorrhea, in (1)
  40. প্রস্রাব প্রচুর পরিমানে হয়, তার সহিত ঋতুস্রাব অনুপস্থিত – Urine COPIOUS amenorrhea with (7)
  41. প্রস্রাব অত্যল্প পরিমাণে হয়, তার সহিত ঋতুস্রাব অনুপস্থিত – Urine SCANTY amenorrhea, with (10)

 

লক্ষণ সমূহের তথ্য সূত্রঃ মার্ফি রেপার্টরি।

 

অনলাইনে আমাদের অবিজ্ঞ দাক্তারদের থেকে মাসিক বন্ধ থাকার চিকিৎসা নিতে এখানে ক্লিক করুন  এপয়েন্টমেন্ট

 

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts