Recent Post

হাত ও পায়ের টিউমারের ৩১ টি হোমিওপ্যাথি লক্ষণ, ছবি, ঔষধ ও রেপার্টরি।

চিকিৎসা:

হোমিওপ্যাথি পদ্ধতিতে এ রোগের সফল ও কার্যকরী চিকিৎসা রয়েছে। কোন প্রকার অপারেশন ছাড়াই অধিকাংশ রোগী মূল থেকে পুর্নাঙ্গ ভাবে আরোগ্য হয়।

সূচি
1. টিউমার
2. ব্রেস্ট টিউমার।
3. হাত ও পায়ের টিউমার।
4. অস্থি বা হাড়ের টিউমার।
5. আভ্যন্তরীণ অঙ্গের টিউমার।
6. পুরুষ ও স্ত্রী যননাঙ্গের টিউমার।
7. রক্তনালীর ব্লক বা এনোরিজম টিউমার।
8. ব্রেইন, মাথা, নাক, কান, চোখ, মুখ ও গলার টিউমার।

 

লক্ষণ ও তার রেপার্টরি রুব্রিকঃ

হোমিওপ্যাথিতে হাত ও পায়ের টিউমারের চিকিৎসার জন্য নিচে দেয়া ৩১ টি লক্ষণ ও তার রেপার্টরি রুব্রিক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যারা চিকিৎসা নিতে চান তারা এ লক্ষণ সমূহের সাথে কোনটা আপনার রোগের সাথে মিলে তা ডাক্তারকে স্পষ্ট করে জানালে চিকিৎসা পেতে সহজ হবে। (লক্ষণ সমূহের গাইডলাইন-নির্দেশনা পোস্টের নিচে দেয়া আছে)

এ পর্বটি বুঝতে হলে মূল টিউমার পাতাটি পড়তে হবে। 

সফল রোগীর ভিডিও প্রমাণ

হাতে টিউমার – Hands Tumors

  1. টিউমার, মেটাকারপাল অস্থির মধ্যখানে – TUMORS, hands, metacarpal bones, between (2)enchondroma
  2. টিউমার, আঙ্গুলের মেটাকারপাল অস্থির মধ্যখানে অস্থিমজ্জার টিউমার – TUMORS, hands, metacarpal bones, between enchondroma, fingers (1)
  3. অস্থিবৃদ্ধি, হাতের আঙ্গুলের – EXOSTOSES, fingers (2)
  4. হাতে অস্থি বৃদ্ধি টিউমার – EXOSTOSES, forearms (1)
  5. থেতলানোবৎ বেদনা, তার সহিত সংযোগ মধ্যখানে, যেন অস্থিবৃদ্ধি হয়েছে এমন অনুভূতি – BRUISED pain, beaten, as if exostoses, on skull, with (1)
  6. কব্জিতে উদ্ভেদ, পুজবটি টিউমার – Wrists ERUPTIONS pustules pustular tumors (1)ganglion
  7. কব্জির অস্থিবৃদ্ধি – Wrists EXOSTOSES (3)
  8. কব্জিতে টিউমার,গ্যাংগলিয়ন প্রকৃতির – TUMORS, general, ganglion (19)
  9. টিউমার,কনুইএরবিন্দুতে, স্টেটোমা প্রকৃতির – TUMORS, point of, steatoma (1)
  10. টিউমার,কনুইএরবিন্দুতে, বেদনা যুক্ত স্টেটোমা প্রকৃতির – TUMORS, point of, steatoma painful (1)Atheroma steatoma
  11. স্কন্ধে টিউমার, মেদবহুল – TUMORS, fatty (1)
  12. বগলেটিউমার, মেদবহুল – TUMORS, fatty tumors, axilla (6)
  13. বগলে টিউমার, মেদবহুল, এনসিস্টেড – TUMORS, fatty tumors, axilla encysted (1)
  14. বগলেটিউমার, মেদবহুল, শক্ত নীলাভআব – TUMORS, fatty tumors, axilla hard bluish lump (1)
  15. বগলের গ্লান্ডেটিউমার, মেদবহুল – TUMORS, fatty tumors, axillary glands (11)1 aster, 2 carb-an, 3 CON, 2 cund, 1 kali-i, 2 lach, 2 phos, 2 phyt, 1 sang, 1 sec, 2 silaxilla encysted

 

পায়ের টিউমার – Legs Tumors

  1. আঙ্গুলে, টিউমার এন্ডোকনড্রোমা প্রকৃতির – TUMORS, toes, endochondroma (1)
  2. গোড়ালির টিউমার – Ankles TUMORS (1)
  3. গোড়ালিতে উদ্ভেদ, পুজবটি টিউমার – ERUPTIONS pustular tumors (2)
  4. টিউমার, পায়ের পিছনের পেশিতে – TUMORS, calves (2)
  5. টিউমার, পায়ের পিছনের পেশিতে, নিচের দিকে – TUMORS, calves tumors, lower (1)
  6. টিউমার, পায়ের উরুতে – TUMORS, calves tumors, thighs (2)
  7. টিউমার, পায়ের উরু এবং স্ত্রী জননাঙ্গের মধ্যবর্তী স্থানে – TUMORS, calves tumors, thighs between thigh and vulva (1)
  8. টিউমার, পায়ের টিবিয়া স্থানে,অস্টিওসারকোমা প্রকৃতির – TUMORS, calves tumors, tibia, osteosarcoma (1)Osteosarcoma
  9. অস্থিবৃদ্ধি, টিবিয়া আস্থির – EXOSTOSES, tibia (16)2 ang, 2 aur, 2 aur-m, 1 bad, 1 calc-f, 2 calc-f, 2 calc-p, 2 cinnb, 2 dulc, 2 hecla, 1 merc, 3 NIT-AC, 1 phos, 2 phyt, 1 rhus-t, 1 sars
  10. টিউমার, পায়ের টিবিয়া স্থানে,অস্টিওসারকোমা প্রকৃতির ও শিরাস্ফীতি – TUMORS, calves tumors, tibia, osteosarcoma varicose (1)
  11. হাঁটুতে টিউমার – Knees TUMORS (5)
  12. টিউমার, হাটুর পেছনের গর্তাকার অংশে – TUMORS tumors, hollow of (3)
  13. অস্থিবৃদ্ধি, পেটেলার – EXOSTOSES, patella (1)
  14. অঙ্গপ্রত্যঙ্গেরঅস্থিবৃদ্ধি –Limbs EXOSTOSES (10) 1 aur, 1 aur-m, 3 CALC-F, 1 dulc, 3 HECLA, 1 mez, 1 ph-ac, 1 rhus-t, 3 SIL, 1 sulph
  15. অস্থিবৃদ্ধি, সেকরাম অস্থির – EXOSTOSES, sacrum (3)
  16. টিউমার, ডান ইলিক ফসাতে, যেন একটি নারিকেল, যার ফলে, তাতে কেটেফেলার মত, ছুড়িকাঘাত করার মত, বেদনা – TUMOR, in right iliac fossa, as large as a cocoanut, at times cutting pain, like a stab, causing her (1)

 

লক্ষণ সমূহের তথ্য সূত্রঃ মার্ফি রেপার্টরি।

 

 

 

পাঠকদের জন্য নির্দেশনা

১. বেরিকেট ( ) দেয়া স্থানের সংখ্যা, ঔষধ সংখ্যা হিসাবে বিবেচ্য।
২. ঔষধের অপপ্রয়োগ হতে পারে, এ কারনে অনেক স্থানে ঔষধের নাম দেয়া হয়নি।
৩. ডাক্তারগণ প্রদেয় ইংরেজি রুব্রিক দিয়ে রেপার্টরি থেকে ঔষধের নাম সমূহ খুঁজে পাবেন।
৪. যে ঔষধের নামের পার্শে ৩ লিখা আছে তা প্রথম গ্রেড, ২ হলে দ্বিতীয় গ্রেড, ১ হলে তৃতীয় গ্রেড এর ঔষধ বুঝতে হবে।
৫. সফল চিকিৎসা পেতে অথবা চিকিৎসা দিতে লিংকে ক্লিক করে বর্ণনাটি পড়ুন।

 

 

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts