চিকিৎসা:
হোমিওপ্যাথি পদ্ধতিতে এ রোগের সফল ও কার্যকরী চিকিৎসা রয়েছে। কোন প্রকার অপারেশন ছাড়াই অধিকাংশ রোগী মূল থেকে পুর্নাঙ্গ ভাবে আরোগ্য হয়।
সূচি
1. টিউমার।
2. ব্রেস্ট টিউমার।
3. হাত ও পায়ের টিউমার।
4. অস্থি বা হাড়ের টিউমার।
5. আভ্যন্তরীণ অঙ্গের টিউমার।
6. পুরুষ ও স্ত্রী যননাঙ্গের টিউমার।
7. রক্তনালীর ব্লক বা এনোরিজম টিউমার।
8. ব্রেইন, মাথা, নাক, কান, চোখ, মুখ ও গলার টিউমার।
লক্ষণ ও তার রেপার্টরি রুব্রিকঃ
হোমিওপ্যাথিতে হাত ও পায়ের টিউমারের চিকিৎসার জন্য নিচে দেয়া ৩১ টি লক্ষণ ও তার রেপার্টরি রুব্রিক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যারা চিকিৎসা নিতে চান তারা এ লক্ষণ সমূহের সাথে কোনটা আপনার রোগের সাথে মিলে তা ডাক্তারকে স্পষ্ট করে জানালে চিকিৎসা পেতে সহজ হবে। (লক্ষণ সমূহের গাইডলাইন-নির্দেশনা পোস্টের নিচে দেয়া আছে)
এ পর্বটি বুঝতে হলে মূল টিউমার পাতাটি পড়তে হবে।
সফল রোগীর ভিডিও প্রমাণ
হাতে টিউমার – Hands Tumors
- টিউমার, মেটাকারপাল অস্থির মধ্যখানে – TUMORS, hands, metacarpal bones, between (2)
- টিউমার, আঙ্গুলের মেটাকারপাল অস্থির মধ্যখানে অস্থিমজ্জার টিউমার – TUMORS, hands, metacarpal bones, between enchondroma, fingers (1)
- অস্থিবৃদ্ধি, হাতের আঙ্গুলের – EXOSTOSES, fingers (2)
- হাতে অস্থি বৃদ্ধি টিউমার – EXOSTOSES, forearms (1)
- থেতলানোবৎ বেদনা, তার সহিত সংযোগ মধ্যখানে, যেন অস্থিবৃদ্ধি হয়েছে এমন অনুভূতি – BRUISED pain, beaten, as if exostoses, on skull, with (1)
- কব্জিতে উদ্ভেদ, পুজবটি টিউমার – Wrists ERUPTIONS pustules pustular tumors (1)
- কব্জির অস্থিবৃদ্ধি – Wrists EXOSTOSES (3)
- কব্জিতে টিউমার,গ্যাংগলিয়ন প্রকৃতির – TUMORS, general, ganglion (19)
- টিউমার,কনুইএরবিন্দুতে, স্টেটোমা প্রকৃতির – TUMORS, point of, steatoma (1)
- টিউমার,কনুইএরবিন্দুতে, বেদনা যুক্ত স্টেটোমা প্রকৃতির – TUMORS, point of, steatoma painful (1)
- স্কন্ধে টিউমার, মেদবহুল – TUMORS, fatty (1)
- বগলেটিউমার, মেদবহুল – TUMORS, fatty tumors, axilla (6)
- বগলে টিউমার, মেদবহুল, এনসিস্টেড – TUMORS, fatty tumors, axilla encysted (1)
- বগলেটিউমার, মেদবহুল, শক্ত নীলাভআব – TUMORS, fatty tumors, axilla hard bluish lump (1)
- বগলের গ্লান্ডেটিউমার, মেদবহুল – TUMORS, fatty tumors, axillary glands (11)1 aster, 2 carb-an, 3 CON, 2 cund, 1 kali-i, 2 lach, 2 phos, 2 phyt, 1 sang, 1 sec, 2 sil
পায়ের টিউমার – Legs Tumors
- আঙ্গুলে, টিউমার এন্ডোকনড্রোমা প্রকৃতির – TUMORS, toes, endochondroma (1)
- গোড়ালির টিউমার – Ankles TUMORS (1)
- গোড়ালিতে উদ্ভেদ, পুজবটি টিউমার – ERUPTIONS pustular tumors (2)
- টিউমার, পায়ের পিছনের পেশিতে – TUMORS, calves (2)
- টিউমার, পায়ের পিছনের পেশিতে, নিচের দিকে – TUMORS, calves tumors, lower (1)
- টিউমার, পায়ের উরুতে – TUMORS, calves tumors, thighs (2)
- টিউমার, পায়ের উরু এবং স্ত্রী জননাঙ্গের মধ্যবর্তী স্থানে – TUMORS, calves tumors, thighs between thigh and vulva (1)
- টিউমার, পায়ের টিবিয়া স্থানে,অস্টিওসারকোমা প্রকৃতির – TUMORS, calves tumors, tibia, osteosarcoma (1)
- অস্থিবৃদ্ধি, টিবিয়া আস্থির – EXOSTOSES, tibia (16)2 ang, 2 aur, 2 aur-m, 1 bad, 1 calc-f, 2 calc-f, 2 calc-p, 2 cinnb, 2 dulc, 2 hecla, 1 merc, 3 NIT-AC, 1 phos, 2 phyt, 1 rhus-t, 1 sars
- টিউমার, পায়ের টিবিয়া স্থানে,অস্টিওসারকোমা প্রকৃতির ও শিরাস্ফীতি – TUMORS, calves tumors, tibia, osteosarcoma varicose (1)
- হাঁটুতে টিউমার – Knees TUMORS (5)
- টিউমার, হাটুর পেছনের গর্তাকার অংশে – TUMORS tumors, hollow of (3)
- অস্থিবৃদ্ধি, পেটেলার – EXOSTOSES, patella (1)
- অঙ্গপ্রত্যঙ্গেরঅস্থিবৃদ্ধি –Limbs EXOSTOSES (10) 1 aur, 1 aur-m, 3 CALC-F, 1 dulc, 3 HECLA, 1 mez, 1 ph-ac, 1 rhus-t, 3 SIL, 1 sulph
- অস্থিবৃদ্ধি, সেকরাম অস্থির – EXOSTOSES, sacrum (3)
- টিউমার, ডান ইলিক ফসাতে, যেন একটি নারিকেল, যার ফলে, তাতে কেটেফেলার মত, ছুড়িকাঘাত করার মত, বেদনা – TUMOR, in right iliac fossa, as large as a cocoanut, at times cutting pain, like a stab, causing her (1)
লক্ষণ সমূহের তথ্য সূত্রঃ মার্ফি রেপার্টরি।
পাঠকদের জন্য নির্দেশনা |
১. বেরিকেট ( ) দেয়া স্থানের সংখ্যা, ঔষধ সংখ্যা হিসাবে বিবেচ্য। |
২. ঔষধের অপপ্রয়োগ হতে পারে, এ কারনে অনেক স্থানে ঔষধের নাম দেয়া হয়নি। |
৩. ডাক্তারগণ প্রদেয় ইংরেজি রুব্রিক দিয়ে রেপার্টরি থেকে ঔষধের নাম সমূহ খুঁজে পাবেন। |
৪. যে ঔষধের নামের পার্শে ৩ লিখা আছে তা প্রথম গ্রেড, ২ হলে দ্বিতীয় গ্রেড, ১ হলে তৃতীয় গ্রেড এর ঔষধ বুঝতে হবে। |
৫. সফল চিকিৎসা পেতে অথবা চিকিৎসা দিতে লিংকে ক্লিক করে বর্ণনাটি পড়ুন। |