Acet-ac | মনের বিশৃঙ্খলা, রোগী নিজের সন্তানকে পর্যন্ত চিনতে পারে না, সম্প্রতি ঘটেছে তাও ভুলে যায়। |
Acet-ac | মর্মবেদনার কারণে শ্বাসরোধ অনুভূতি, মেঝেতে হামাগুড়ি দেয়, প্রলাপ বকার সহিত পর্যায়ক্রমে অচৈতন্য। |
Acet-ac | অত্যন্ত পিপাসা, যথেষ্ট পানি পান করেও তৃপ্ত হয়না, উদরী, বহুমূত্র ও পুরাতন উদরাময়ে ঐরূপ পিপাসা দেখা যায় কিন্তু জ্বরে পিপাসা থাকেনা। |
Acet-ac | অত্যন্ত অবসাদ, আঘাত লাগা বা অস্ত্রেপচারের পরে। |
Acet-ac | চিৎভাবে শুয়ে ঘুমাতে পারেনা, উপুর হয়ে শুলে ঘুম হয়। |
Repertorisation Sheet – Zomeo 3.0 | |||||
Physician Name : Dr. A Alam Hossaini , Patient Name : ACETICUM ACIDUM [Acet-ac] | |||||
Remedy | Acet-ac | Ars | Sulph | Phos | Caust |
Totality | 38 | 30 | 28 | 24 | 17 |
Symptoms Covered | 12 | 9 | 8 | 8 | 8 |
[Complete ] [Mind]Recognize:Does not:People, anyone:Children, her: | 3 | 0 | 0 | 0 | 0 |
[Complete ] [Mind]Forgetfulness: | 4 | 4 | 4 | 4 | 4 |
[Complete ] [Mind]Crawling, rolling: | 3 | 3 | 3 | 0 | 1 |
[Complete ] [Mind]Delirium:Alternating with:Sleep, deep: | 1 | 0 | 0 | 0 | 0 |
[Complete ] [Stomach]Thirst:Extreme: | 4 | 4 | 4 | 4 | 4 |
[Complete ] [Abdomen]Dropsy, ascites: | 3 | 4 | 4 | 3 | 1 |
[Knerr ] [Desires, Aversion Appetite, Thirst]Thirst:Excessive:Diabetes mellitus, in: | 4 | 3 | 0 | 3 | 0 |
[Knerr ] [Desires, Aversion Appetite, Thirst]Thirst:Diarrhoea, in: | 4 | 4 | 3 | 4 | 1 |
[Complete ] [Stomach]Thirstlessness:Fever, during: | 3 | 4 | 4 | 4 | 4 |
[Complete ] [Mind]Prostration of mind:Injuries, from: | 3 | 0 | 0 | 0 | 0 |
[Complete ] [Sleep]Position:Back, on:Impossible: | 3 | 3 | 3 | 1 | 1 |
[Complete ] [Sleep]Position:Abdomen, on: | 3 | 1 | 3 | 1 | 1 |
ফ্যাকাশে, শীর্ণ ব্যক্তি, যাদের পেশী শিথিল, থলথলে, মুখমন্ডল বিবর্ণ, মামের মত (ফেরাম) ।
রক্তস্রাব— দেহের প্রতিটি শ্লৈষ্মিক (Mucous) ঝিল্লীযুক্ত পথ যেমন— নাক, গলা, ফুসফুস, পাকস্থলী, অন্ত্র, জরায়ু হতে (ফেরাম, মিলিফো), অতিরিক্ত রজোস্রাব জরায়ু থেকে, বিকল্প ঋতুস্রাব (vicarious); আঘাত জনিত নাক হতে রক্তস্রাব (আর্নিকা) হলে উপযোগী ।
শিশুদের পূঁয়ে পাওয়া ও শরীরের অন্য ক্ষয়কারী রোগ (এব্রোটে, আইওডি, স্যানিকি, টিউবার) ।
দারুণ অবসন্নতা— আঘাতের পর (এসিড-সালফ); অস্ত্রোপচারের পরে মানসিক শক্ হলে; অনুভূতিলোপকারক ওষুধ প্রয়োগের পরে ।
তৃষ্ণা- প্রচুর, জ্বালাকারী, শোথরোগে, বহুমূত্ররোগে ও পুরাতন উদরাময়ে প্রচুর জলপানেও তৃষ্ণার নিবৃত্তি হয় না ।জ্বরে কিন্তু পিপাসা থাকে না ।
গর্ভাবস্থায়- টক উদ্গার ও বমন, গলা বেয়ে জলীয় পদার্থ ওঠে যাতে গলাবুক জ্বালা করে এবং দিনরাত্রি সবসময় প্রচুর লালাস্রাব (ল্যাকটিক এসি, লালাস্রাব রাত্রে বাড়ে -মার্কসল) ।
উদরাময়- প্রচুর দুর্বলতা আনে; অত্যন্ত পিপাসাসহ;—শোথ রোগে, টাইফাস জ্বরে,
যক্ষ্মারোগে—সাথে নিশাঘর্ম থাকে ।
প্রকৃত ক্রুপ— শ্বাসক্রিয়ায় সাঁইসাঁই শব্দ, কাঁশি— শ্বাস গ্রহণকালে (স্পঞ্জিয়া); শেষ অবস্থায় প্রযোজ্য ।
সিডার ভিনিগারের বাষ্প গ্রহণহেতু ক্রুপকাশি ও সাংঘাতিক ডিপথেরিয়া রোগে সাফল্য পাওয়া গেছে । চিৎ হয়ে ঘুমাতে পারে না (চিৎ হয়ে ভাল ঘুমায়—আর্স);
শ্বাসকষ্ট- উদরে শূন্যতাবোধ সহ; উপুড় হয়ে শুলে আরাম পায় (এমন-কার্ব) ।একটানা ক্ষয়কারী জ্বর, চামড়া শুকনো এবং গরম, বাঁ-গালে লাল লাল দাগ এবং নৈশঘর্মে সমস্ত দেহ ভিজে যায় ।
সম্বন্ধ– অনুভূতিলোপী বাষ্পের (এমিল-নাই); কয়লা বা গ্যাসের ধোঁয়ার; ওপিয়াম ও ষ্ট্র্যামোনিয়ামের দোষঘ্ন, সিডার ভিনিগার কার্বলিক এ্যাসিডের ক্রিয়ানাশক ।
ভাল খাটে- রক্তস্রাবে সিঙ্কোনার পর; শোথরোগে ডিজিটালিসের পরে।
ইহা আর্নিকা, বেল, ল্যাকে ও মার্কসলের লক্ষণসমূহ বিশেষতঃ বেলেডোনা হতে উৎপন্ন শিরঃপীড়ার বৃদ্ধি করে ।
শক্তি-৩, ৬, ৩০, ২০০।
এই ঔষধটি মারাত্মক ধরনের রক্তাসল্পতা তৈরী করে, তৎসহ কিছু সো্থ ঘটিত লক্ষণ, প্রচন্ড দুর্বলতা, বারে বারে মূর্চ্ছা, শ্বাসকষ্ট, হৃদপিন্ডের দুর্বলতা, বমি, প্রচুর প্রস্রাব এবং প্রচুর ঘাম জাতীয় লক্ষণ তৈরী করে। যে কোন স্থান থেকে রক্তস্রাব। ফ্যাকাশে, রোগা, থলথলে ও শিথিল পেশী যুক্ত ব্যক্তির ক্ষেত্রে বিশেষভাবে নির্দেশিত হয়। ক্ষয়িষ্ণু ও দুর্বলতা। অ্যাসিটিক অ্যাসিড অ্যালবুমিন ও ফিব্রিন যুক্ত পদার্থকে তরলে পরিণত করতে পারে। আভ্যন্তরীণ অথবা স্থানীক ত্বকের কর্কটরোগ (ওয়েন্সের মতানুসারে)। সাইকোসিস তৎসহ সন্ধিস্থানে গুটির সৃষ্টি হওয়া। কঠিন উপদংশ বা শ্যাঙ্কার। ঔষধটির ১শক্তি উপদংশ গুটি নরম করে এবং পুজোৎপত্তি ঘটায়ন।
মন- খিটখিটে মেজাজ, ব্যাবসা সংক্রান্ত বিষয়ে আতঙ্কগ্রস্ত।
মাথা – মাদকদ্রব্য সেবনের কুফলে স্নায়বিক বেদনা। রক্ত মাথার দিকে প্রবাহিত হয়, তৎসহ ভুলবকা। রাতের দিকের রক্ত বহানালীর প্রসারণ। জিহ্বা মূলে বেদনা।
মুখমন্ডল – ফ্যাকাশে, মোমের ন্যায় চকচকে, শীর্ণ, চোখ কোঠরগত, চোখের চারিপাশে কালচে আভা। উজ্জ্বল লালবর্ণ, ঘামযুক্ত, ঠোঁটের অবর্বুদ, গাল উষ্ণ এবং লালচে। বামদিকের চোয়ালে তীক্ষ্ণ বেদনা।
পাকস্থলী – লালাক্ষরণ। পেটের ভিতর খাদ্যবস্তু গেঁজে ওঠে। প্রচন্ড জ্বালাকর পিপাসা। ঠান্ডা পাণীয় কষ্ট দায়ক। যে কোন প্রকার খাদ্যবস্তু খাবার পর বমি। পেটের উপর অংশে হাত দিয়ে টিপলে ব্যাথা। জ্বালাকর যন্ত্রণা, যে রকমটা পাকস্থলীর ক্ষতে দেখা যায়। পাকস্থলীর ক্যান্সার বা কর্কটরোগ। টক ঢেকুর ও বমি। মুখের ভিতর জ্বলাকর জল ওঠা এবং প্রচুর লালাক্ষরণ। পাকস্থলীতে ও বুকে তীব্র জ্বালাকর যন্ত্রণা এবং এর পরেই শরীরের চামড়া ঠান্ডা হয়ে আসে ও কপালে ঠান্ডা ঘাম। রোগীনির মনে হয় সে প্রচুর পরিমানে ভিনিগার খেয়েছে।
উদর – উদর নীচের দিকে নেমে আসার ন্যায় অনুভূতি। বারে বারে জলের মত পায়খানা, সকালে বৃদ্ধি। পেটের ভিতর বায়ু জমা হওয়া। পেটে জল জমা। অন্ত্র থেকে রক্ত ক্ষরণ।
প্রস্রাব – প্রচুর পরিমানে ফ্যাকাশে প্রস্রাব। বহুমূত্র রোগ, তৎসহ প্রচুর পিপাসা এবং প্রচন্ড দুর্বলতা (ফসফরিক অ্যাসিড)।
স্ত্রী রোগ – প্রচুর পরিমানে ঋতুস্রাব। প্রস্রাবের পর রক্ত স্রাব। গর্ভকালে বমি বমি ভাব। দুধ জমা হওয়ার ফলে স্তন দ্বয়ের যন্ত্রণাদায়ক ভাবে স্ফীত হওয়া। স্তন দুগ্ধ বিকৃত, নীলচে, স্বচ্ছ, টক, স্তন্যদায়িনী মায়ের রক্তাপ্লতা।
শ্বাস-প্রশ্বাস – স্বরভঙ্গ, শ্বাস-প্রশ্বাসের সময় হিসহিস শব্দ; কষ্টকর শ্বাস-প্রশ্বাস ; শ্বাস নেবার সময় কাশি ; ঘুংড়ি কাশি, শ্বাস নলী ও বায়ুনলীর অস্বস্তি। গলার ভিতর, কৃত্রিম ঝিল্লী। প্রচুর শ্লেষ্মস্রাব, পচা গলক্ষত (এই ঔষধের সাহায্যে গার্গল করা হয়)।
পিঠ – পিঠের দিকে যন্ত্রণা, পেটের উপর চাপা দিয়ে শুলে কেবলমাত্র যন্ত্রণার উপশম হয়।
অঙ্গ-প্রত্যঙ্গ – শীর্ণতা। পা ও পায়ের পাতার শোথ।
চামড়া ফ্যাকাশে, মোমের মত, শোথ যুক্ত। জ্বালাকর, শুষ্ক, উষ্ণ চর্ম অথবা প্রচুর ঘামে চামড়া ভিজে যায়। শরীরের উপরিভাগের অনুভূতির হ্রাস পাওয়া। হুল ফোটানো, কামড়, প্রভৃতি ভাল কাজ করে। শিরা স্ফীতি। স্কার্ভি, সর্বাঙ্গীণ শোথ, আঘাত লেগে রক্ত জমা হওয়া, মচকিয়ে যাওয়া।
জ্বর — হেটিক জাতীয়, তৎসহ প্রচুর রাত্রিকালীন ঘাম। বামদিকের গালে লাল দাগ। জ্বরে পিপাসা হীন। ঘাম প্রচুর, ঠান্ডা।
সম্বন্ধ – অ্যাসেটিক অ্যাসিড সকল প্রকার স্পর্শলোপ কারক ঔষধের অ্যান্টিডেটি হিসাবে কাজ করে। অ্যাসিড বিষক্রিয়া নষ্ট করে থাকে। তুলনীয় অ্যামোন এসেট (প্রচুর পরিমানে শর্করা যুক্ত প্রস্রাব, রোগী ঘামে ভিজে যায়। বেজ্ঞোয়িন ও ডেরিফেরাম-স্পাইস – উড (রাত্রি কালীন ঘাম)। আর্সেনিক; চায়না ; ডিজিট্যালিস্ ;লিয়েট্রিস। (সব্বাঙ্গীন শোথ, হৃদপিন্ড এবং কিডনীর রোগে, শোথ, এবং পুরাতন উদরাময়)।
শক্তি – ৩য় থেকে ৩০ শক্তি।
খুব ঘন-ঘন পুনঃ প্রয়োগ নিষেধ, কেবলমাত্র ঘুংড়ি কাশি ব্যতীত।
এই ঔষধটি পান্ডুর, রোগা ব্যক্তিগণের পক্ষে উপযোগী। তাহারা বহু বৎসর যাবৎ দুর্ব্বল এবং বংশগত যক্ষ্মারোগের অধিকারী হয়। শীর্ণতা, দুর্ব্বলতা, রক্তশূন্যতা, ক্ষুধাহীনতা, প্রবল তৃষ্ণা এবং প্রচুর বিবর্ণ মূত্রপাতের একত্র
সমাবেশ—এসেটিক এসিডের প্রয়োগক্ষেত্র। রক্তোচ্ছ্বাসের ন্যায় একবার আসিতেছে আবার চলিয়া যাইতেছে— এরূপ উত্তাপবোধ, যুবতীদিগের হরিৎ পান্ডুরোগ, সাধারণভাবে শোথরোগ, হুলফোটা ও দংশনের কুফল—এই ঔষধ দ্বারা আরোগ্য হইয়াছে। ক্লোরোফৰ্ম্মের কুফল নিবারণে ভিনিগার একটি প্রাচীন ঔষধ। ইহা রক্তস্রাবী কোষ্ঠবদ্ধতায় উপযোগী। বিভিন্ন শ্লৈষ্মিক ঝিল্লী, নাসিকা, পাকস্থলী, সরলান্ত্র, ফুসফুস এবং ক্ষত হইতে রক্তস্রাব। রোগী ঠান্ডায় অনুভূতি-সম্পন্ন।
মানসিক বিশৃঙ্খলা অবস্থা; নিজের সন্তানদিগকে চিনিতে পারে না; অল্প দিন পূর্বে যাহা ঘটিয়াছে, তাহা ভুলিয়া যায়; মানসিক উদ্বেগ;—সৰ্বদা কষ্ট ডাকিয়া আনে, মনে করে কিছু যেন ঘটিতে চলিতেছে; খিটখিটে স্বভাব, সব কিছুতেই অসন্তোষ।
দুর্ব্বল ও রক্তহীন ব্যক্তির মূৰ্ছার আক্রমণ, শিরঃপীড়া, পান্ডুর ও মোমের ন্যায় মুখমন্ডল, নাসাপথে রক্তস্রাব, এক গন্ড পান্ডুর এবং অপর গন্ডস্থল লাল, গলা অথবা কণ্ঠনালীর ডিপথেরিয়া, অদম্য তৃষ্ণা, পাকস্থলীতে স্পর্শকাতরতা, রক্ত ও ভক্ষিত সমস্ত খাদ্য বমন, পাকস্থলীতে ক্ষত, গরম ও টক ঢেকুর, ফেনা ফেনা বমন, কামড়ান বেদনা, পাকস্থলীর স্ফীতি, তৎসহ অবিরত পেটডাকা, পাকস্থলী এবং উদরে জ্বালা,উপুড় হইয়া শুইলে উহার উপশম।
উদরে অত্যন্ত যন্ত্রণা, স্ফীতি, বায়ুসঞ্চয় ও শোথ থাকে; স্পর্শ করিলে ব্যথা লাগে;
উদরাময়—পাতলা, রক্তাক্ত বা তাজা রক্তযুক্ত; অর্শ হইতে প্রচুর রক্তপাত; পুরাতন উদরাময় ।
প্রভূত জলবৎ প্রস্রাব। প্রচুর তৃষ্ণা, দুর্বলতা, পান্ডুরতা এবং মাংসক্ষয় থাকিলে, ইহা দ্বারা শর্করাযুক্ত অথবা শর্করাবিহীন বহুমূত্র রোগ আরোগ্য হইয়াছে।
শুক্রক্ষয়জনিত দুর্বলতা, ইন্দ্রিয়ের শিথিলতা এবং পায়ের পাতার স্ফীতি। জরায়ুর রক্তস্রাব, প্রচুর ঋতুস্রাব অথবা জলবৎ ঋতুপ্রবাহ; স্বল্প রজঃ, তৎসহ হরিৎ পান্ডুরোগ।
স্বরযন্ত্রের দুর্ব্বলতা, ক্রুপ কাশি, ডিপথেরিয়া। ইহা স্বরযন্ত্র সংক্রান্ত ডিপথেরিয়ার বহু রোগীকে আরোগ্য করিয়াছে। বিবর্ণ শ্লৈষ্মিক ঝিল্লীসহ স্বরভঙ্গ; দুৰ্বল পান্ডুর ব্যক্তি, যাহারা বংশগত যক্ষ্মারোগের অধিকারী হইয়াছে তাহাদের পুরাতন, শুষ্ক, খকখকে কাশি, তৎসহ হস্তপদের শোথ; উদরাময়, শ্বাসকৃচ্ছ্রতা অথবা নৈশ-ঘৰ্ম্ম, ফুসফুস হইতে রক্তস্রাব; বক্ষে এবং পাকস্থলীতে জ্বালা, বুকে ঘড়ঘড় শব্দ, পুরাতন ব্রঙ্কাইটিস।
হস্ত-পদের দুর্ব্বলতা এবং খঞ্জতা, তৎসহ বাতজনিত অথবা শোথজনিত স্ফীতি, উদরাময়ের সহিত অঙ্গ-প্রত্যঙ্গের শোথ। ইহা একটি দীর্ঘক্রিয় ধাতুদোষ-সংশোধক ঔষধ এবং ভালভাবে অধ্যয়ন করিলে বিশেষ উপযোগী বলিয়া বিবেচিত হইবে। ভিনিগার, কফি, সাধারণ লবণ প্রভৃতি বহু পদার্থ খাদ্যরূপে অপব্যবহৃত হইলেও, উহারাই শক্তিশালী ঔষধ হইয়া থাকে। দুর্দ্দম্য পুরাতন ব্যাধিগুলির জন্য এইগুলির দিকে আরও বেশী দৃষ্টি দেওয়া উচিত।
ACETICUM ACIDUM [Acet-ac] |
|||||||||||||||||||||||||||||||||||||||||||
|