Recent Post

এলিয়াম স্যাটাইভাম ALLIUM SATIVUM [All-s]

All-s উৎকন্ঠা, রোগ আরোগ্য হবে না ও ঔষধ সহ্য হবে না বলে রোগীর দৃঢ় ধারনা।
All-s আহারের সামান্য অনিয়মেই পেটের অসুস্থতা।
All-s ভীষণ ক্ষুধা অনুভূতি, আহারের পর তন্দ্রালুতা, জ্বালাযুক্ত উদগার।
All-s ঘুমের মধ্যে ক্রন্দন করে, সকালে বিছানায় শায়িত অবস্থায় মাথার পিছনদিকে মৃদু ব্যথা।
All-s জিহ্বায় চুল লেগে থাকার অনুভূতি।

এই ঔষধটি সরাসরি অন্ত্রের শ্লৈষ্মিক ঝিল্লীর উপর কাজ করে এবং অন্ত্রের ভিতর ঢেউয়ের মত যে তরঙ্গের সৃষ্টি হয়, তা বাড়িয়ে থাকে। বৃহদন্ত্রের প্রদাহ বা কোলাইটিস। এই ঔষধটিতে রক্তবহানলীর প্রসারণ করার মত গুনাবলী আছে। এই ঔষধের অরিষ্ট ২০ থেকে ৪০ ফোঁটা মাত্রায় খেলে ৩০ থেকে ৪৫ মিনিটের মধ্যে রক্তচাপ কমে যায় বা আর্টারিয়াল হাইপোটেনসন দেখা দেয়।

মোটা লোকদের যাদের শ্লেষ্মা সংক্রান্ত রোগ ও অজীর্ন রোগ আছে তাদের ক্ষেত্রে ভালো কাজ করে। যকৃত উঁচু হয়ে থাকে। যে সকল রোগীরা জলপানের থেকে অধিক মাত্রায় খাবার খায়। বিশেষতঃ মাংস তাদের ক্ষেত্রে উপযোগী। হিপজয়েন্ট, সোয়াশ ও ঈপিয়্যাক স্থানের পেশীর যন্ত্রণা। বুকের যক্ষ্মা রোগ।

এই ঔষধ প্রয়োগে রোগীর কাশি কমে, কাশির সঙ্গে শ্লেষ্মা উঠার পরিমান কমে, শরীরের তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় আসে, শারীরিক ওজন বাড়তে থাকে এবং ঘুম স্বাভাবিক ভাবে হয়। কাশির সঙ্গে রক্ত।

মাথা — ভারী, মাথার দুটি রগে দপদপ করে, সর্দিজনিত বধিরতা ।

মুখগহ্বর – খাবার পর ও রাত্রিতে মুখ দিয়ে প্রচুর মিষ্ট স্বাদ যুক্ত লালাস্রাব। জিহ্বাতে বা গলায় চুল জড়িয়ে থাকার ন্যায় অনুভূতি।

পাকস্থলী – পেটুকের মত খিদে। জ্বালাকর ঢেকুর দৈনিক খাদ্য তালিকায় সামান্য পরিবর্তন করা হলে কষ্ট হয়। কোষ্ঠকাঠিণ্য, তৎসহ সারাক্ষন বৃহদন্ত্রে এক প্রকার অস্বস্তিকর মৃদু বেদনা। জিহ্বা ফ্যাকাশে, প্যাপিলা লালবর্ণ।

শ্বাস-প্রশ্বাস — সর্বদা শ্বাসনলী শ্লে,মার ঘড়ঘড়ানি। সকালে শোবার ঘর থেকে বেরবার পর কাশি শুরু হয়, তৎসহ শ্লেষ্মা উঠতে থাকে, শ্লেষ্মা চটচটে ও তুলে ফেলতে কষ্ট হয়। ঠাণ্ডা বাতাসে অনুভূতি প্রবন। বায়ুনলী প্রসারিত, তৎসহ দূর্গন্ধযুক্ত শ্লেষ্মা। বুকে তীরবিদ্ধ হবার ন্যায় বেদনা।

স্ত্রী-রোগ – স্তন ফোলা ও বেদনাদায়ক। যোনি পথে, স্তনে ও যোনিকপাটে, ঋতুস্রাব চলাকালীন অবস্থায় উদ্ভেদ দেখা দেয়।

সম্বন্ধ – এলিয়াম স্যাট, টেন্টির মতানুসারে এই ঔষধটি ব্রায়োনিয়া শ্রেনীভূক্ত, যে শ্রেনীর মধ্যে লাইকোপোডিয়াম, নাক্স, কালাসিন্থ, ডিজিট্যালিস এবং ইগ্নোশিয়াও পড়ে, এই ঔষধগুলি সকল মাংসাশী জন্তুর উপর ভালো কাজ করে এবং নিরামিষ ভোজীদের উপর প্রায় কোন কাজ করেই না। এই কারণে এই গুলির বিশেষ উপযোগিতা নিরামিষ ভোজীদের থেকে মাংসাশীদের উপর রোগ দেখা যায়।

তুলনীয় – ক্যাপসিকাম, আর্সেনিক, সেনেসা, কেলিনাইট।

দোষঘ্ন – লাইকোপোডিয়াম।

শক্তি – ৩য় থেকে ৬ষ্ঠ শক্তি। যক্ষ্মারোগের ক্ষেত্রে, ৪ থেকে ৫ গ্রাম পরিমান ঔষধ। কয়েকটি মাত্রায় ভাগ করে খাওয়া হবে।

 

All-s : Allium Sativum
High livers and fleshy subjects, who eat a great deal more than they drink, especially meat.Causes arterial hypotension. Pulmonary tuberculosis with haemoptysis.Pain in hip, psoas and iliac muscles.


COMMON NAME:

Garlic.


PREPARATION:

Tincture of fresh bulb.


FAMILY:

Liliaceae


A/F:

-Drinking bad water

-Gluttony


MODALITIES:

< Change of temperature

< Evening and night

< Cold, wet weather

< Drinking bad water

< After eating

< Walking

< Reading

< Open air

< Gluttony

< Pressure

> Sitting bent


MIND:

– Fear he will never get well; not bear any medicine; of being poisoned.

– Wants many things, pleased with nothing.

– Impatient and restless; must move; impulse to run.

– < when alone [Sadness; fear; restlessness]


GUIDING INDICATIONS:

-Adapted to fleshy persons, used to high living, who suffer from dyspepsia, catarrhal affections.

-The child is drowsy, lifeless, extremely pale, bowels torpid, will not walk.

-Stinging burning pains; increase gradually till they reach their climax, then decline gradually.

-Head- Aches before menses, ceases during, < afterwards.

-Mouth- Tongue pale, red papillae.

-Hair sensation on tongue < reading.

-G.I.T.-Acts on intestinal mucous membranes; increasing peristalsis.

-Patients who eat a great deal more, especially meat, than they drink.

-Voracious appetite. Disposed to excesses at table.

-Desire for butter.

-Digestion is disordered by slightest error in diet.

-Much sweetish saliva, after meals, at night.

-Incarcerated flatus; pressing pain in epigastrium and transverse colon; > sitting bent and lying.

-Distensive pains; pressing from within outwards.

-Respiratory system-Pulmonary tuberculosis. Haemoptysis.

-Cough in morning after leaving bedroom, with much difficult expectoration cough when smoking.

-Foetid sputum.

-Female genitalia-Suppurating pimples and eruptions in vagina, on breasts, vulva, during menses.

-Extensive excoriation of skin of internal portion of thighs.

-Extremities-The legs do not grow as rapidly as rest of the body.

-Rheumatism of hips.

-Intolerable pain in hips; in common tendon of psoas and iliacus muscles < least movement; on attempting to cross legs, unbearable pain causing him to cry out; but no pain, if he lifts the limb gently with his hand.


KEYNOTES:

1. Voracious appetite. Patients who eat a great deal more than they drink, especially meat.

2. Much sweetish saliva, after meals, and at night.

3. Hair sensation on tongue < reading.


NUCLEUS OF REMEDY:

– Fleshy persons.

– High living.

– Voracious appetite.

– Craving meat.

– Dyspepsia.

– Sweetish saliva.

– Foetid sputum.


CONFIRMATORY SYMPTOMS:

– Voracious appetite. Patients eat a great deal more than they drink, especially meat.


CLINICAL:

-Appetite voracious, Arterial hypotension, Colitis, Dyspepsia (in fleshy subjects), Haemoptysis, Hip joint disease, Kochs, Peristalsis increased, Vaso-dilatation.

-Affects deeply all flesh eating animals and hardly at all vegetarians. Hence, its special applicability to meat eaters rather than to exclusive vegetarians.


REMEDY RELATIONSHIPS:

Complementary : Ars.

Inimical : All-c, Aloe, Squil.

Compare : All-c, Bry, Caps, Coloc, Hyos, Ign, Kali-bi, Lyc, Nux-v, Orni, Rhus-t, Seneg.

Similar : Bry, Caps, Coloc, Ign, Lyc, Nux-v, Seneg.

Antidoted By : Lyc.


About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *