Recent Post

খিঁচুনির হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষধ

খিঁচুনি কি? | What is Convulsion?

খিঁচুনি হল একটি রোগ যা ব্রেইনের স্নায়ু কোষের কার্যকলাপ ব্যাহত হয়ে সৃষ্ট হয়। যারফলে পেশীগুলি অনিচ্ছাকৃতভাবে সংকুচিত হয় ও খিঁচুনি হয় অর্থাৎ শরীরের হঠাৎ তীব্র ঝাঁকুনি ও কম্পন হতে থাকে।

মাথায় আঘাত, গুরুতর জ্বর, মস্তিষ্কের সংক্রমণ, বিষাক্ত পদার্থের সংস্পর্শ, কিছু ঔষধের কুফল সহ নানাবিধ কারণে খিঁচুনি হতে পারে। 

খিঁচুনির লক্ষণসমূহ কি? | Symptoms of Convulsion:

খিঁচুনি সমস্ত শরীরে হতে পারে আবার নির্দিষ্ট কিছু অঙ্গেও হতে পারে। অল্প কয়েক সেকেন্ড থেকে শুরু করে দীর্ঘ সময় পর্যন্ত হতে পারে। নিম্নে খিঁচুনির কতিপয় লক্ষণ তুলে ধরা হলো।

  • অনিচ্ছাকৃত শারীরিক ঝাঁকুনি বা খিঁচুনি
  • হঠাৎ সারা শরীর কাঁপতে থাকা 
  • সমস্ত শরীর শক্ত হয়ে উঠা।
  • চোয়াল আঁকড়ে ধরা বা দাঁতি লাগা 
  • স্মৃতি গুলিয়ে ফেলা
  • মুখ থেকে লালা পোড়া 
  • অন্ত্র বা মূত্রাশয়ের নিয়ন্ত্রণ হারানো
  • বাকরোধ হওয়া
  • শ্বাসরোধ হওয়া 
  • আংশিক বা সম্পূর্ণ অচেতন হওয়া 
  • সবকিছু অন্ধকার হয়ে আসা। 

খিঁচুনির প্রকারভেদ | Types of Convulsions:

খিঁচুনির নানাবিধ কারণ রয়েছে নিম্নে তা উল্লেখ করা হলো। 

১. এপিলেপটিক (Epileptic)

এপিলেপটিক খিঁচুনি (Epileptic seizures) হলো ব্রেইনের বৈদ্যুতিক তরঙ্গের ব্যাঘাত। এটা কয়েক প্রকারের হতে পারে। যেমন: 

  • সাধারণ টনিক-ক্লোনিক খিঁচুনি (Generalized tonic-clonic seizures): এটি গ্র্যান্ড ম্যাল খিঁচুনি নামেও পরিচিত, যারফলে একজনের শরীরে ২ রকম অবস্থা হয়। ১. টনিকঃ শরীর শক্ত হয়ে যায় ২. ক্লোনিকঃ শরীর প্রচণ্ডভাবে ঝাঁকাতে থাকে। 
  • মায়োক্লোনিক খিঁচুনি (Myoclonic seizures): মাঝে মাঝে হঠাৎ ঝাঁকি দিয়ে উঠে। সাধারণত শরীরের উভয় পার্শ্বে এ ঝাঁকুনি হয়। 
  • টনিক খিঁচুনি (Tonic seizures): শুধুমাত্র শরীর শক্ত হয়ে যাওয়াকে বুঝায়। 
  • ক্লোনিক খিঁচুনি (Clonic seizures): শুধুমাত্র শরীর ঝাঁকুনি দেয়াকে বুঝায়। 
  • অ্যাটোনিক খিঁচুনি (Atonic seizures): মায়োক্লোনিক খিঁচুনি হওয়ার পূর্বে হঠাৎ করে শরীরের মাংসপেশি নিয়ন্ত্রণ ক্ষমতা নষ্ট হয়ে যায়। 
  • সাধারণ আংশিক খিঁচুনি (Simple partial seizures): কখনও কখনও শরীর ঝাঁকুনি দিয়ে উঠা, মাংসপেশি লাফাতে থাকা, শরীর শক্ত হয়ে যাওয়া, পেশীর শক্ত হয়ে যাওয়া ও  ঘাড় বেঁকে যাওয়া দেখা দেয়। 
  • দ্বিতীয় স্তরের আংশিক খিঁচুনি (Partial seizures with secondary generalization): প্রায়শই টনিক-ক্লোনিক খিঁচুনির সাথে আনুষঙ্গিক রূপে দেখা দেয়। 

২. জ্বর ঘটিত খিঁচুনি (Febrile)

উচ্চ জ্বরের কারণে এ খিঁচুনি হয়। ৬ মাস থেকে ৫ বছরের শিশুদের মধ্যে এ খিঁচুনি সবচেয়ে বেশি দেখা যায়। মাত্র কয়েক মিনিট স্থায়ী হয়।

৩. নন-এপিলেপটিক (Non-Epileptic)

মস্তিষ্কে বৈদ্যুতিক তরঙ্গের ব্যাঘাতজনিত কারণ ছাড়া খিঁচুনি হওয়াকে নন-এপিলেপটিক (Non-Epileptic) বলে। যেমন: 

  • ব্রেইনে আঘাত
  • এনকেফালাইটিস (মস্তিষ্কের প্রদাহ)
  • মেনিনজাইটিস (ব্রেইন ও স্পাইনাল কর্ডের আবরক ঝিল্লির প্রদাহ)
  • সেপসিস (সংক্রমণের কারণে শরীরের চরম প্রতিক্রিয়া)
  • ব্রেইন টিউমার
  • স্ট্রোক
  • ডায়াবেটিক কিটোএসিডোসিস 
  • হিটস্ট্রোক
  • ইলেক্ট্রোলাইটের তীব্র ভারসাম্যহীনতা (প্রায়শই কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে দেখা যায়)
  • একুইট কিডনি ফেলিউর
  • পেডিয়াট্রিক সিলিয়াক রোগ

৪. ঔষধ দ্বারা সৃষ্ট (Medication-Induced)

ঔষধের অভার ডোজ, এলকোহল বিষাক্ততা ও ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে খিঁচুনি হতে পারে। 

রেপার্টরি রুব্রিক ও তার ঔষধ:

রুব্রিকCONVULSIONS, CHILDREN:  (75)
অর্থশিশুদের খিঁচুনি
ঔষধ2 Cham, 2 Nux-v, 3 Calc, 2 Lyc, 2 Sil, 1 Ars, 1 Phos, 3 Bell, 2 Calc-p, 1 Acon, 1 Caust, 3 Cina, 2 Sulph, 3 Op, 2 Ign, 3 Verat, 1 Merc, 2 Mag-p, 2 Coff, 1 Kreos, 2 Hyos, 2 Aeth, 3 Zinc, 2 Gels, 2 Lach, 3 Stram, 2 Cic, 2 Kali-br, 1 Bufo, 2 Hep, 3 Hell, 1 Bry, 1 Ant-t, 2 Camph, 2 Cupr, 2 Stann, 2 Ip, 1 Kali-p, 1 Ph-ac, 1 Arn, 3 Art-v, 2 Cypr, 1 Kali-c, 1 Plat, 1 Agar, 1 Nux-m, 2 Apis, 1 Colch, 2 Hydr-ac, 1 Meli, 1 Dol, 1 Ter, 1 Cimic, 1 Passi, 1 Scut, 1 Sec, 1 Asaf, 2 Cupr-acet, 1 Laur, 2 Verat-v, 2 Ambr, 1 Canth, 1 Absin, 1 Glon, 1 Upa, 2 Aml-n, 2 Chlol, 2 Crot-c, 2 Guare, 2 Zinc-cy, 2 Zinc-val, 1 Cocc, 1 Mosch, 1 Oena, 1 Zinc-s,
রুব্রিকCONVULSIONS, CHILDREN: Approach, of strangers, from:  (3)
অর্থঅপরিচিত ব্যক্তি কাছে আসলে শিশুর খিঁচুনি হয়
ঔষধ1 Op, 1 Tarent, 1 Lyss,
রুব্রিকCONVULSIONS, CHILDREN: Dentition, during:  (38)
অর্থদন্তোদ্গমের সময় শিশুর খিঁচুনি
ঔষধ3 Cham, 3 Calc, 2 Bell, 2 Calc-p, 2 Acon, 2 Caust, 2 Cina, 1 Sulph, 2 Ign, 1 Merc, 1 Mag-p, 1 Coff, 2 Kreos, 1 Hyos, 2 Aeth, 2 Zinc, 1 Gels, 2 Lach, 1 Rheum, 2 Stram, 2 Cic, 3 Kali-br, 2 Podo, 2 Cupr, 2 Stann, 2 Ip, 1 Art-v, 2 Cypr, 1 Nux-m, 2 Colch, 2 Meli, 1 Passi, 2 Cupr-acet, 1 Sin-n, 2 Verat-v, 1 Thyr, 1 Mill, 1 Arum-t,
রুব্রিকCONVULSIONS, CHILDREN: Diarrhea, with:  (1)
অর্থশিশুর খিঁচুনির সহিত ডায়রিয়া
ঔষধ1 Nux-m,
রুব্রিকCONVULSIONS, CHILDREN: Holding, child, when, amel.:  (1)
অর্থশিশুকে চেপে ধরলে খিঁচুনির উপশম হয় 
ঔষধ1 Nicc,
রুব্রিকCONVULSIONS, CHILDREN: Playing, or laughing excessively from:  (1)
অর্থঅতিরিক্ত খেলাধুলা ও হাসাহাসি করার ফলে শিশুর খিঁচুনি হয়
ঔষধ1 Coff,
রুব্রিকCONVULSIONS, INFANTS, IN:  (10)
অর্থইনফ্যান্ট শিশুর খিঁচুনি
ঔষধ2 Cham, 3 Bell, 2 Caust, 2 Mag-p, 1 Bufo, 3 Hell, 2 Cupr, 2 Art-v, 2 Hydr-ac, 2 Meli,
রুব্রিকCONVULSIONS, INFANTS, IN: Newborns, in:  (4)
অর্থনবজাতক শিশুর খিঁচুনি
ঔষধ1 Nux-v, 2 Bell, 2 Cupr, 2 Art-v,
রুব্রিকCONVULSIONS, INFANTS, IN: Nursing, angry or frightened mother:  (1)
অর্থইনফ্যান্ট শিশুর মা রাগান্বিত বা ভীত হওয়ার ফলে শিশুর খিঁচুনি হয় 
ঔষধ1 Bufo,
রুব্রিকCONVULSIONS, INFANTS, IN: Epileptic, attacks:  (1)
অর্থইনফ্যান্ট শিশু মৃগীরোগে আক্রান্ত হয়ে খিঁচুনি হয় 
ঔষধ2 Cham,
রুব্রিকCONVULSIONS, INFANTS, IN: Epileptic, attacks: Epileptic because mother had fright or anger during nursing period:  (1)
অর্থইনফ্যান্ট শিশু মৃগীরোগে আক্রান্ত হয়ে খিঁচুনি হয়েছে, কারণ তার মা ভয় পেয়েছিল বা রাগান্বিত হয়েছিল
ঔষধ2 Bufo,
রুব্রিকCONVULSIONS, INFANTS, IN: Incipient:  (1)
অর্থইনফ্যান্ট শিশুর খিঁচুনির প্রাথমিক স্তরে
ঔষধ2 Cham,
রুব্রিকCONVULSIONS, INFANTS, IN: Tetanic:  (1)
অর্থধনুষ্টংকারে আক্রান্ত হয়ে ইনফ্যান্ট শিশুর খিঁচুনি
ঔষধ3 Camph,

যে কোনো জটিল ও কঠিন রোগের সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে এখানে ক্লিক করুন

সকল পদ্ধতির চিকিৎসা পেতে ও যে কোনো রোগের বিষয়ে জ্ঞান অর্জন করতে এখানে ক্লিক করুন

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *