Course Content
টিউমার, ক্যান্সার ও সিস্ট রোগ সমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতার প্রমাণ
0/25
টিউমার, ক্যান্সার ও সিস্ট রোগ সমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতার প্রমাণ দেখুন।
About Lesson

নাভির পুরাতন এবসেস বা এডিনোমা টিউমার | Umbilical Adenoma and Old Abscess | Homeopathic Treatment ইউনুস আলি নামে একজন রোগীর পরীক্ষার রিপোর্ট অনুসারে নাভির ভিতরের অংশে ‘পুরাতন এবসেস বা এডিনোমা জাতীয় টিউমার’ রোগ ধড়া পড়ে। যার কাড়নে রোগীর নাভি দিয়ে, মোটা সুতার মতো ময়লা বের হত, প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় রোগীকে অপারেশন করার সিদ্ধান্ত দেয়া হয়। রোগী ভীত হয়ে ১ বৎসর ব্যাপী বিভিন্ন চিকিৎসা নিয়েও সুস্থ হননি। অতঃপর রোগী “HD হোমিও সদন”( www.hdhomeo.com ) থেকে নিয়মিত চিকিৎসা বিনা অপারেশনে সম্পূর্ণ সুস্থ হন। উল্লেখ্য যে, হোমিওপ্যাথিতে ১০০ জন রোগী ‘নাভির এডিনোমা বা পুরাতন এবসেস’ রোগের জন্য চিকিৎসা নিলে প্রায় ৬৫ জন রোগী অল্প খরচে ও বিনা অপারেশনে সম্পূর্ণ সুস্থ হয়। অবগতি পত্র: এ ভিডিওর মাধ্যমে হোমিওপ্যাথির সাফল্য অকাট্য ভাবে প্রমাণিত হয়েছে। কারণ ভিডিওতে দেয়া রোগীর তথ্য সমূহ বিশ্বাস যোগ্য পন্থায় সংরক্ষণ করা হয়েছে। উল্লেখ্য যে, আমরা রোগীকে শিখিয়ে দিয়ে কোন বক্তব্য রেকর্ড করিনা। প্রয়োজনে সত্যকে প্রতিষ্ঠা করার স্বার্থে, আমাদের অফিসে এসে বা রোগীর বাড়িতে গিয়ে সরেজমিন অনুসন্ধান করার জন্য অনুরোধ রইল। 🔴 হোমিওপ্যাথি শেখার পাশাপাশি ইনকাম করুন | অনলাইন সেন্টার স্থাপন করুন ✅ প্রথম ভিডিও- কি শিখবো, কেন শিখবো ও কিভাবে শিখবো?    • ১ হোমিওপ্যাথি শেখার পাশাপাশি ইনকাম কর…   ✅ দ্বিতীয় ভিডিও- সফটওয়ার টিউটোরিয়ালঃ    • ২ হোমিওপ্যাথি শেখার পাশাপাশি ইনকাম কর…  

✅ তৃতীয় ভিডিও- কিভাবে ইনকাম করবোঃ    • অনলাইন সেন্টার নিতে কত টাকা লাগে? | র…  

🏠 HD হোমিও সদন, ১২ আর.কে মিশন রোড, প্রপার্টি হাইটস (প্রাণ ভবনের ২য় তলা), ব্রাদার্স ইউনিয়নের বিপরীতে, ইত্তেফাক মোড়, মতিঝিল, ঢাকা ১২০৩

⏰ রোগী দেখার সময়: শনি থেকে বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে রাত ৯ টা। 📞 ফোন- 01978789494, 01978789393

Whatsapp: https://wa.me/+8801978789494

Facebook: https://www.facebook.com/hdhomeo1

2nd Facebook: https://www.facebook.com/hdhomeostudies

3rd Facebook: https://www.facebook.com/hdhealth.org

Website: https://www.hdhomeo.com/

2nd Website: https://hdhealth.org/

Appointment: https://www.hdhomeo.com/appointment/ #HD_Homeo_Sadan, #Homeopathy, #Umbilical_Adenoma, #Umbilical_Abscess,

Join the conversation