Course Content
ক্লাস রুটিন
0/1
অর্গানন অব মেডিসিন- শনিবার রাত ১০.১৫টা
0/32
মেটেরিয়া মেডিকা – রবিবার রাত ১০.১৫টা
0/32
এনাটমী পার্ট ২- সোমবার রাত ৯টা
0/19
ফিজিওলজী পার্ট ২- সোমবার রাত ১০টা
0/20
রোগলিপি ও রেপার্টরী- মঙ্গলবার রাত ১০টা
0/22
হোমিওপ্যাথিক ফার্মাসী ও ফার্মাকোপিয়া- বুধবার রাত ১০.১৫টা
0/23
কমিউনিটি মেডিসিন এন্ড পাবলিক হেলথ- বুধবার রাত ১০.১৫টা
0/16
DHMS Course Online Tuition, Second Year 2024 | ডি.এইচ.এম.এস. কোর্স অনলাইন টিউশন, দ্বিতীয় বর্ষ ২০২৪
About Lesson

বিষয় : এনাটমী পার্ট – ২

থিওরি ক্লাশ: ২২ টি    প্র্যাকটিকেল: ২টি

ক্লাশের সময়: ফেব্রুয়ারী – আগষ্ট, ১ সপ্তাহ পর পর সোমবার- রাত ৯.৩০টা – ১০.৩০টা

সেপ্টেম্বর-ডিসেম্বর: পরীক্ষা প্রস্তুতি, প্র্যাক্টিক্যাল খাতা প্রস্তুত, এসাইনমেন্ট লেখা ও বক্তব্য শিক্ষা।

শিক্ষক: ডা. মো: আল-আমিন মৃধা

ক্রমিক নং পাঠের নাম ক্লাশ সংখ্যা
এনাজিওলজী : রক্তবাহী নালীর গঠন এবং আদর্শ বক্ষ গহ্বর ও পেরিকার্ডিয়াম বা হৃদপিন্ডের চৌহদ্দি ঝিল্লী। হৃদপিন্ড, আর্চ অব্ এওটা, থোরাসিক এওটা বা বক্ষ মহাধমনী, উদরের মহাধমনী, শাখাসহ পালমোনারী ট্রাঙ্ক, মাথা ও ধড়ের ধমনী সমূহ, উর্ধ্বাঙ্গের ধমনীসমূহ, নিম্নাঙ্গের ধমনীসমূহ, উর্ধ্ব ও নিম্ন মহাশিরা, পালমোনারী ভেইনস বা ফুসফুসীয় শিরা, শিরা সমূহের প্রবেশ দ্বার লসিকানালী, লসিকা গ্রন্থি ও তরল পদার্থ বহনকারী অঞ্চল, বক্ষনালী, প্লীহা। ৫টি
এলিমেন্টারী সিস্টেম বা পৌষ্টিকতন্ত্র : দাঁত, জিহ্বা, গলকক্ষ, অন্ননালী, পাকাশয়িক অঞ্চল, তলপেট, পেরিটনীয়াম বা উদরের উপরের ঝিল্লী, যকৃত, পিত্তথলী, পেনক্রিয়াস বা ক্লোমগ্রন্থি। ৩টি
শ্বাসতন্ত্র : ল্যারিং বা স্বরযন্ত্র, শ্বাসনালী, ব্রঙ্কাই, মেডিয়াসটিনাম বা মধ্যকা, ফুসফুস, পুরা। ৩টি
মূত্র জননতন্ত্র : ক. ইউরিনারী ট্র্যাক্ট – মূত্রগ্রন্থি, মূত্রবাহী নালী, মূত্রথলী, মূত্রনালী   খ. পুরুষ যৌনাঙ্গ, অন্ডকোষ, শুক্রনালী, বীর্যথলী, প্রোস্টেট, পুরুষাঙ্গ, স্ক্রোটাম বা অন্ডদ্বয়  গ. স্ত্রী জননাঙ্গ : স্তন, ডিম্বকোষ, ডিম্ববাহী নালী, জরায়ু, যৌননালী, যৌনিকপাট ৪টি
স্নায়ুতন্ত্র : স্নায়ুকলা, নিউরণ, সিনপস্, স্নায়ুধার, স্নায়ুমন্ডলীর শ্রেণিবিভাগ, কেন্দ্রিয় স্নায়ুমন্ডলী, মস্তিষ্ক, সুষুম্মা কান্ড, ব্রেইনের আবরণ, পেরিফেরাল স্নায়ুমন্ডলী, প্রত্যক্ষ মস্তিষ্কের স্নায়ু, স্পাইনাল নার্ভস, অটোনমিক নার্ভাস সিস্টেম। ৫টি
বিশেষ অনুভূতিশীল অঙ্গ : গ্যাসটাটরী এপারেটাস, ঘ্রানেন্দ্রিয় অঙ্গ, দর্শন অঙ্গ, শ্রবনেন্দ্রিয় ও কর্ণোন্দ্রিয় ছিদ্র, ইনটেগুমেন্টস বা বহি:ত্বক, চর্ম ২টি
প্র্যাকটিকেল: ১. মানবদেহের অভ্যন্তরীণ অঙ্গসমূহের চিহিৃতকরণ – মস্তিষ্ক, হৃদপিন্ড, ফূসফুস, যকৃত, পাকস্থলী, ডিওডেনাম, প্লীহা, কিডনী, যৌনাঙ্গ সমূহ। ২. সারফেস এনাটমী : হৃদপিন্ড, এওটা বা মহাধমনী, এপেনডিক্স, প্যানক্রিয়াস, পাকস্থলী, ফিমোরাল ধমনী। (সকাল ১০.০০টা-১.০০টা) ২টি
Join the conversation
0% Complete