Agar: সমস্ত শরীরে ঝাঁকুনি ও কাঁপুনি, মাতালের মত টলমল করে চলে, মাথা কাঁপতে থাকে। Agar: মানসিক পরিশ্রম করলে শরীর চুলকায়, খোঁচা মারা ব্যথা ও ঝিনঝিন করে কিন্তু শারীরিক পরিশ্রমে উপশম। Agar: মেরুদণ্ডে আড়ষ্ট অনুভূতি, চাপ দিলে ব্যথা, পিঠে শীত ও পিঁপড়া হাঁটার মত অনুভূতি। Agar: যৌনক্রিয়ার পর সকল রোগের বৃদ্ধি। Agar: শরীরে যেন ঠাণ্ডা বরফের মত সুঁচ ফুটছে এমন অনুভূতি। Agar: কোণাকুণিভাবে রোগ লক্ষণ দেখা দেয়, যেমন ডান হাতে ও বাম পায়ে বা তার বিপরীত লক্ষণ প্রকাশ পায়।
বৃদ্ধি হয় | উপশম হয় |
< বজ্রপাতের পূর্বে < সহবাস করলে < মেরুদণ্ডে চাপ পড়লে < মাসিকের সময় < খোলা ঠাণ্ডা বাতাসে < সূর্যালোকে < মানসিক অবসাদের ফলে < অ্যালকোহল পানে < স্পর্শে < ঠাণ্ডা বাতাসে < ভয়ে | > হালকা নড়াচড়ায় > বিছানার গরম হলে > নর্তন রোগ হলে > ঘুমের সময় |
আমাদের ঠিকানাঃ ✅ HD হোমিও সদন, ১২, আর.কে মিশন রোড, প্রপার্টি হাইটস (প্রাণ ভবনের ২য় তলা), ব্রাদার্স ইউনিয়নের বিপরীতে, ইত্তেফাক মোড়, মতিঝিল, ঢাকা– 1203 🕙 রোগী দেখার সময়: শনি থেকে বৃহস্পতি বার দুপুর ১২ টা থেকে রাত ৮ টা। ➡️ বাড়িতে বসে অনলাইনে অথবা ➡️ চেম্বারে এসে রোগী দেখাতে পারবেন। ঔষধ কুরিয়ারে পাঠানো হবে। ✅ সাপোর্টের জন্য ফোন করুন প্লিজ: +8801978789494 ✅ ১. এপয়েন্টমেন্ট নেওয়ার লিংকঃ (অনলাইনে বা চেম্বারে এসে রোগী দেখাতে পারবেন) https://hdhealth.org/hospital/frontend/appointmentLink?id=1&onlinecenter_id=14 ✅ ২. আমাদের সফল চিকিৎসার প্রমাণ ও ডিপার্টমেন্ট পরিচিতি দেখার লিংকঃ https://www.hdhomeo.com ✅ ৩. ডাঃ এ আলম হোসাইনী সম্পর্কে জানার লিংকঃ https://www.hdhomeo.com/profile/alam ✅ ৪. অনলাইন সেন্টার স্থাপন করে হোমিওপ্যাথি শেখার পাশাপাশি ইনকাম করার পদ্ধতি জানার লিংকঃ https://www.hdhomeo.com/oc