Agn: ইন্দ্রিয়ের অতিরিক্ত অত্যাচারের ফলে অকাল বার্ধক্য, সম্পূর্ণ ভাবে স্বাস্থ্য ধ্বংস হওয়ার ভয়। Agn: অতিরিক্ত হস্তমৈথুন করার ফলে ধাতুদৌর্বল্য, অল্প সময় স্থায়ী লিঙ্গ উত্থান। Agn: সর্বদা বিষণ্ণ, রোগী মনে করে কাজকর্ম করে কোনো লাভ নেই, কারণ শীঘ্রই মৃত্যু হবে, মরে যাব, এ কথা বার বার বলে। Agn: ঘরের ভিতরের বাতাস ঘন ও ভারী অনুভূত হয়। Agn: অমনোযোগী, কোনো কাজে, বিষয়ে বা পড়াশোনায় মনোযোগ দিতে পারেনা। Agn: কোনো বস্তুর দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকলে মাথাব্যথার উপশম।
বৃদ্ধি হয় | উপশম হয় |
< অতিরিক্ত যৌন ক্রিয়ায় < মচকে গেলে বা অতিরিক্ত ভার উত্তলন করলে < উষ্ণ ঘরে < স্পর্শে | > খোলা বাতাসে > চাপনে |
আমাদের ঠিকানাঃ ✅ HD হোমিও সদন, ১২, আর.কে মিশন রোড, প্রপার্টি হাইটস (প্রাণ ভবনের ২য় তলা), ব্রাদার্স ইউনিয়নের বিপরীতে, ইত্তেফাক মোড়, মতিঝিল, ঢাকা– 1203 🕙 রোগী দেখার সময়: শনি থেকে বৃহস্পতি বার দুপুর ১২ টা থেকে রাত ৮ টা। ➡️ বাড়িতে বসে অনলাইনে অথবা ➡️ চেম্বারে এসে রোগী দেখাতে পারবেন। ঔষধ কুরিয়ারে পাঠানো হবে। ✅ সাপোর্টের জন্য ফোন করুন প্লিজ: +8801978789494 ✅ ১. এপয়েন্টমেন্ট নেওয়ার লিংকঃ (অনলাইনে বা চেম্বারে এসে রোগী দেখাতে পারবেন) https://hdhealth.org/hospital/frontend/appointmentLink?id=1&onlinecenter_id=14 ✅ ২. আমাদের সফল চিকিৎসার প্রমাণ ও ডিপার্টমেন্ট পরিচিতি দেখার লিংকঃ https://www.hdhomeo.com ✅ ৩. ডাঃ এ আলম হোসাইনী সম্পর্কে জানার লিংকঃ https://www.hdhomeo.com/profile/alam ✅ ৪. অনলাইন সেন্টার স্থাপন করে হোমিওপ্যাথি শেখার পাশাপাশি ইনকাম করার পদ্ধতি জানার লিংকঃ https://www.hdhomeo.com/oc