ব্রেইনের নার্ভের ইনজুরি এবং প্রতিরক্ষামূলক আবরণ ধ্বংস হওয়ার (Leukodystrophy) সফল চিকিৎসা। তাহসিন নামে এ শিশুটির পরীক্ষার রিপোর্ট অনুসারে ৫ টি রোগ ধরা পরে
১. হাইড্রোসেফালাস USG: Obstructive hydrocephalus.
২. মেনিনজাইটিস, USG: Meningitis.
৩. লিউকোডিসট্রফি বা লিউকোমেলাসিয়া CT: Leukodystrophy/Periventricular leukomalacia. ব্রেইনের নার্ভের নার্ভের প্রতিরক্ষামূলক আবরণ ধ্বংস হচ্ছে যেমন আপনারা ছবিতে দেখছেন।
৪. বাম কিডনি স্বাভাবিকের চেয়ে ছোট KUB: Left kidney is small.
৫. বাম পার্শের ইঙ্গুইনাল হার্নিয়া left Inguinal Hernia
এতগোলো রোগের ফলে তাহসিনের যে লক্ষণ সমূহ দেখাদেয় তা হল
১. মাথা অনেক ভারি, স্বাভাবিকের চেয়ে বড়, হেলান দিয়ে বসালে বসতে পারে, নিজে নিজে মাথা উঠিয়ে বসতে পারে না। ডাকলে সারা দেয় না, হাঁসি ও চাঞ্চল্য নেই। এক কথা বলা যায় শিশুটি সেমি কোমাতে থাকে সর্বদা।
মাথা সর্বদা গরম হয়ে থাকে
চোখের নিচের পাতা ফোলা
সর্দি প্রবণ ও শ্বাসকষ্ট হয়
প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় Leukodystrophy কোন সন্তোষ জনক চিকিৎসা নেই, এছাড়াও হাইড্রোসেফালাসের জন্য সার্জারি করার পরামর্শ দেওয়া হয় কিন্তু সার্জারি সফল হওয়ার ব্যাপারে কোনো নিশ্চয়তা দেওয়া হয় না। সার্জারি সফল হলেও ৫ বছর পর পর মাথা অপারেশন করে শাংট পরিবর্তন করতে হবে। এর ফলে শিশুর অভিভাবক ভীত হয়ে পরেন।
অতঃপর তাহসিন এইচডি হোমিও সদনে চিকিৎসা নিয়ে অনেকটাই সুস্থ। এখন সে মাথা উঁচু করে বসতে পারে, হাঁটতে পারে, তার মাঝে চঞ্চলতা ফিরে এসেছে। এটা নিঃসন্দেহে হোমিওপ্যাথির অনেক বড় সাফল্য।
প্রিয় হোমিওপ্যাথি শিক্ষার্থীগন এধরণের রোগীদের চিকিৎসা করার কৌশল শিখতে প্রতি রবিবার রাতে আমাদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করুন। অংশগ্রহণ লিংক পোস্টে দেওয়া আছে। এবং আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন প্লিজ এ রোগীর চিকিৎসা করেছেন ডাঃ এ আলম হোসাইনী Dr. A Alam Hossaini.
আমাদের ঠিকানাঃ
✅ HD হোমিও সদন, ১২, আর.কে মিশন রোড, প্রপার্টি হাইটস (প্রাণ ভবনের ২য় তলা), ব্রাদার্স ইউনিয়নের বিপরীতে, ইত্তেফাক মোড়, মতিঝিল, ঢাকা- 1203 🕙 রোগী দেখার সময়: শনি থেকে বৃহস্পতি বার দুপুর ১২ টা থেকে রাত ৮ টা। ➡️ বাড়িতে বসে অনলাইনে অথবা ➡️ চেম্বারে এসে রোগী দেখাতে পারবেন। ঔষধ কুরিয়ারে পাঠানো হবে।
✅ সাপোর্টের জন্য ফোন করুন প্লিজ: +8801978789494
✅ ১. এপয়েন্টমেন্ট লিংকঃ (অনলাইনে বা চেম্বারে এসে রোগী দেখাতে পারবেন) https://hdhealth.org/hospital/fronten…
✅ ২. অনলাইন ক্লাসে অংশগ্রহণ লিংকঃ https://meet.google.com/chk-exjq-smt
✅ ৩. আমাদের সফলতার প্রমাণ দেখার লিংকঃ https://hdhealth.org/