Course Content
গাইনী, প্রসূতি ও স্তনের রোগ সমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতা
0/25
গাইনী, প্রসূতি ও স্তনের রোগ সমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতার প্রমাণ দেখুন।
About Lesson

খাদিজা বেগম নামে একজন রোগীর পরীক্ষার রিপোর্ট অনুসারে ডান অভারিতে সিস্ট ধরা পরে। সিস্টের পরিমাণ ৩৯ মিলি x ৩১ মিলি।

উল্লেখ্য যে, ২০১৫ সালে বাম অভারিতে সিস্ট হওয়ার কারণে অপারেশন করেছে তার ১ বৎসর পর আবার ডান অভারিতে সিস্ট ধরা পরে। সিস্টের এধরেনের চরিত্র ভয়ংকর রুপ নিতে পারে। এমনকি পরিবর্তীতে ক্যানসারও হতে পারে।

এছাড়াও রোগীর ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে পর পর ৩ বছর বাচ্চা কনসেপ করে এবোর্শন হয়ে যায়। প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় রোগীকে আবারো সার্জারি করার পরামর্শ দেওয়া হয়। ক্যানসার হয়ে যাবে এরুপ ভয় রোগী ও তার পরিবারের মনে দেখাদেয়, আমাদের নিকট চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে এমন একজনের পরামর্শে, রোগী এইচডি হোমিও সদনে চিকিৎসা নিয়ে সম্পূর্ণ আরোগ্য হন।

এবং পুনরায় পরীক্ষা করার ফলে রোগীর আরোগ্য প্রমাণিত হয়। প্রিয় হোমিওপ্যাথি শিক্ষার্থীগন এধরণের রোগীদের চিকিৎসা করার কৌশল শিখতে প্রতি রবিবার রাতে আমাদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করুন। অংশগ্রহণ লিংক পোস্টে দেওয়া আছে। এবং আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন প্লিজ

এ রোগীর চিকিৎসা করেছেন ডাঃ এ আলম হোসাইনী Dr. A Alam Hossaini.

আমাদের ঠিকানাঃ

✅ HD হোমিও সদন, ১২, আর.কে মিশন রোড, প্রপার্টি হাইটস (প্রাণ ভবনের ২য় তলা), ব্রাদার্স ইউনিয়নের বিপরীতে, ইত্তেফাক মোড়, মতিঝিল, ঢাকা- 1203 🕙 রোগী দেখার সময়: শনি থেকে বৃহস্পতি বার দুপুর ১২ টা থেকে রাত ৮ টা। ➡️ বাড়িতে বসে অনলাইনে অথবা ➡️ চেম্বারে এসে রোগী দেখাতে পারবেন। ঔষধ কুরিয়ারে পাঠানো হবে।

✅ সাপোর্টের জন্য ফোন করুন প্লিজ: +8801978789494

✅ ১. এপয়েন্টমেন্ট লিংকঃ (অনলাইনে বা চেম্বারে এসে রোগী দেখাতে পারবেন) https://hdhealth.org/hospital/fronten…

✅ ২. অনলাইন ক্লাসে অংশগ্রহণ লিংকঃ https://meet.google.com/chk-exjq-smt

✅ ৩. আমাদের সফলতার প্রমাণ দেখার লিংকঃ https://hdhealth.org/

Join the conversation