Course Content
গাইনী, প্রসূতি ও স্তনের রোগ সমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতা
0/25
গাইনী, প্রসূতি ও স্তনের রোগ সমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতার প্রমাণ দেখুন।
About Lesson

নাম প্রকাশের অনিচ্ছুক একজন রোগী যিনি দীর্ঘ ৭/৮ বৎসর ধরে বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছেন। আমরা রোগী ও তার মায়ের কাছ থেকে রোগের বৃত্তান্ত নিয়েছি। পরীক্ষার রিপোর্ট অনুযায়ী – রোগীর পিটুইটারি গ্রন্থির বৃদ্ধি, থাইরয়েড হরমোনের সমস্যা, বগলের লিম্ফ গ্লান্ডের স্ফীতি ও ওভারিয়ান সিস্ট ধরা পড়ে। যার ফলে রোগী নানা ধরণের হরমোনাল জটিলতায় ভুগতে থাকেন। যেমন রোগীর মুখে ও শরীরে অবাঞ্ছিত লোম বৃদ্ধি পেতে থাকে, মুখে ব্রণের আধিক্য দেখা দেয়, ঋতুস্রাবের সময় তলপেটের ডান পার্শে ব্যথা, মাসিকে অপর্যাপ্ত ব্লিডিং, পড়ার সময় মাথা ব্যথা, সর্দি প্রবণতা, খাবার খাওয়ার পরে বমি ভাব সহ নানাবিধ মানসিক জটিলতা দেখা দেয়। রোগীর মানসিক সমস্যা এতটাই প্রকট যে, তার মতের বিপরীতে কোন কিছু মেনে নিতে পারে না, রাগারাগি করে, মাঝে মাঝে তা অতিরিক্ত আকার ধারণ করে আত্মহত্যার প্রবণতার জন্ম দেয়, রোগীর কথায় আমি যদি মুসলিম না হতাম তাহলে বহু পূর্বেই আত্মহত্যা করতাম, মায়ের বর্ণনা মতে রোগী কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছে, রোগী নির্জনতা পছন্দ করে। রোগী সর্বদা তার শারীরিক সমস্যা নিয়ে চিন্তায় নিমজ্জিত থাকে, সামান্য চুল পড়ার কথা বলতে গিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে, অথচ মায়ের নিকট থেকে জানতে পারলাম চুল তেমন পরেনা, অতীতে ভালো চিকিৎসা হয়নি বলে বার বার আফসোস করে ও পরিবারকে দোষারোপ করে যদিও বাবা মা তার চিকিৎসার ত্রুটি করছে না। অতীত ঘটনা বিশ্লেষণ করলে জানা যায়, রোগীর বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র না পাওয়ার আকাঙ্ক্ষা গুলি অপূর্ণ (যেমন: পছন্দের পুতুল কিনে না দেয়া, গান শিখতে না দেওয়া ) থাকার কারনে রোগীর মনে প্রবল ভাবে কষ্টের দাগ একে দিয়েছে যার ফলে পিতা মাতার প্রতি অশ্রদ্ধা বোধ প্রদর্শন করে।

Mind – GRIEF, sorrow, general – hair, falls off

MIND – CONTRADICTION – intolerant of contradiction

MIND – IRRITABILITY

MIND – HYPOCHONDRIASIS

MIND – HYPOCHONDRIASIS – weeping, with

MIND – SUICIDAL disposition

MIND – DELUSIONS – hair; of – falling out

Mind – DOMINATION, by others, ailments from – history, of, a long MIND – INDIGNATION

Mind – COMPANY, general – aversion, to

Face – HAIR, facial

Nose – COLDS, tendency to take

FACE – ERUPTIONS – acne

STOMACH – NAUSEA – eating – after – agg.

Female – MENSES, general – short, too

Shoulders – SWELLING,

shoulder – axillary,

glands Headaches – READING, general – agg.

Glands – thyroid, gland, general

FEMALE GENITALIA/SEX – TUMORS – Ovaries – cysts

FEMALE GENITALIA/SEX – PAIN – Ovaries – right

Join the conversation