Course Content
কিডনি, মুত্র, প্রোস্টেট গ্ল্যান্ড ও পুরুষ জননাঙ্গের রোগসমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতা
0/20
কিডনি, মুত্র, প্রোস্টেট গ্ল্যান্ড ও পুরুষ জননাঙ্গের রোগসমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতার প্রমাণ দেখুন।
About Lesson

সিস্টাইটিস, ব্লাডারে পাথর ও কিডনি পাথরে আক্রান্ত একজন রোগীর পরীক্ষার রিপোর্ট দেখতে পাচ্ছেন, এতে রোগীর নানাবিধ সমস্যা ধরা পরে যেমন

1. Mild fullness in right renal sinus. ডান কিডনির সাইনাস ফুলে উঠেছে।

2. Pelvis with few tiny calcifications / calculi in both kidneys. উভয় কিডনির পেলভিস রিজনে ছোট ছোট অনেকগুলো পাথর।

3. Suggestive of mild cystitis with calculus in right VUJ. ডান ইউরেটার ও মূত্রস্থলীর সংযোগ স্থলে পাথর ও সিস্টাইটিস।

সব মিলিয়ে রোগীর অবস্থা জটিল। এ রোগগুলোর কারণে রোগীর যে সিমটম দেখাদেয় তা হলো।

১. ডান কিডনি রিজনে সর্বদা হালকা জ্বলা জ্বলা ব্যথা হয়

২. সর্বদা প্রস্রাবের ব্যাগ লেগে থাকে।

৩. প্রস্রাবের সময় তলপেটে শিরশিরে ব্যথা অনুভব হয়ে নাভি পর্যন্ত ছড়িয়ে পরে।

প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় রোগীকে সার্জারি করার পরামর্শ দেওয়া হয়। এর ফলে রোগী ভীত হয়ে পরেন অতঃপর রোগী হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন এবং এইচডি হোমিও সদনে চিকিৎসা নিয়ে সম্পূর্ণ আরোগ্য হন। উল্লেখ্য যে, আমাদের চিকিৎসা চলাকালীন রোগীর প্রস্রাবের সাথে পাথর পরে যায়, সে পাথর তিনি নিয়ে এসে আমাদের দেখান। রোগীর মুখেই শুনুন তার অভিজ্ঞতার কথা।

প্রিয় হোমিওপ্যাথি শিক্ষার্থীগন এধরণের রোগীদের চিকিৎসা করার কৌশল শিখতে প্রতি রবিবার রাতে আমাদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করুন। অংশগ্রহণ লিংক পোস্টে দেওয়া আছে।

এবং আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন প্লিজ

এ রোগীর চিকিৎসা করেছেন ডাঃ এ আলম হোসাইনী Dr. A Alam Hossaini.

আমাদের ঠিকানাঃ

✅ HD হোমিও সদন, ১২, আর.কে মিশন রোড, প্রপার্টি হাইটস (প্রাণ ভবনের ২য় তলা), ব্রাদার্স ইউনিয়নের বিপরীতে, ইত্তেফাক মোড়, মতিঝিল, ঢাকা- 1203 🕙 রোগী দেখার সময়: শনি থেকে বৃহস্পতি বার দুপুর ১২ টা থেকে রাত ৮ টা। ➡️ বাড়িতে বসে অনলাইনে অথবা ➡️ চেম্বারে এসে রোগী দেখাতে পারবেন। ঔষধ কুরিয়ারে পাঠানো হবে।

✅ সাপোর্টের জন্য ফোন করুন প্লিজ: +8801978789494

✅ ১. এপয়েন্টমেন্ট লিংকঃ (অনলাইনে বা চেম্বারে এসে রোগী দেখাতে পারবেন) https://hdhealth.org/hospital/fronten…

✅ ২. অনলাইন ক্লাসে অংশগ্রহণ লিংকঃ https://meet.google.com/chk-exjq-smt

✅ ৩. আমাদের সফলতার প্রমাণ দেখার লিংকঃ https://hdhealth.org/

Join the conversation