ডিপ্রেশন বা বিষণ্ণতা কি? | What is Depression?
বিষণ্ণতা রোগটি “মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার” নামেও পরিচিত, এটি একটি মুড ডিসঅর্ডার যারফলে ক্রমাগত দুঃখ অনুভব হয় এবং জীবনের প্রতি বিতৃষ্ণা দেখা দেয়।
বেশিরভাগ মানুষই মাঝে মাঝে দুঃখিত বা বিষণ্ণ বোধ করেন। এটি মানব জীবনের স্বাভাবিক প্রতিক্রিয়া। কিন্তু যখন তীব্র দুঃখ, অসহায় বোধ, আশাহীন জীবনের অনুভূতি একাধারে কয়েক দিন ধরে চলতে থাকে যারফলে দৈনন্দিন কাজ কর্ম ও জীবনযাপনের উপভোগ্যতা আগের মতো স্বাভাবিক থাকে না তখন এটা মানসিক রোগ হিসাবে বিবেচ্য হয় এবং চিকিৎসাযোগ্য রোগাবস্থা।
শিশুদের মধ্যে বিষণ্ণতা
শিশুরা সামান্য কারণে দুঃখিত ও কষ্ট পায়, রাগ করে থাকে আবার পরোক্ষনেই স্বাভাবিক হয়ে যায়, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু যদি কোন শিশু তার কষ্ট সহজে ভুলতে না পারে এবং এরফলে অস্বাভাবিক আচরণ করতে থাকে তখন তা রোগ হিসাবে বিবেচ্য হয়।
বিষণ্ণতার কারণসমূহ কি? What are the causes of Depression?
চিকিৎসা বিজ্ঞান বিষণ্ণতার সঠিক কারণ এখনো নির্ণয় করতে পারেনি। তবে তারা মনে করেন বিষণ্ণতা বিভিন্ন বিষয়ের সংমিশ্রণে হতে পারে। যেমন:
- মস্তিষ্কের গঠনঃ বিষণ্ণতায় আক্রান্ত ব্যক্তিদের মস্তিষ্ক ও বিষণ্ণতা নেই এমন ব্যক্তিদের মস্তিষ্কে কিছুটা পার্থক্য রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করেন।
- মস্তিষ্কের রসায়নঃ মস্তিষ্কের নিউরোট্রান্সমিটার নামক রাসায়নিক উপাদান আমাদের মেজাজে ভূমিকা রাখে। যখন আমাদের বিষণ্ণতা থাকে, তখন হয়ত উক্ত রাসায়নিক উপাদানসমূহ যেভাবে কাজ করা উচিত সেভাবে কাজ করে না।
- হরমোনঃ গর্ভাবস্থা, প্রসবোত্তর সমস্যা, থাইরয়েড সমস্যা, মেনোপজ বা অন্যান্য কারণে আপনার হরমোনের মাত্রা পরিবর্তিত হয়, এরফলে আমাদের হতাশার লক্ষণসমূহ প্রকট হতে পারে।
- জেনেটিকঃ বংশগতভাবে এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থেকে।
বিষণ্ণতার লক্ষণসমুহ | Symptoms of Depression:
একজন রোগীর বিষণ্ণতা নির্ণয় করার জন্য চিকিৎসকগণ DSM-5 ম্যানুয়াল এর অধীন পর্যবেক্ষন করেন। যদি বিষণ্ণতায় আক্রান্ত রোগীর মধ্যে নিম্নে উল্লেখিত ৫ টি বা তার থেকে বেশি লক্ষণ এক টানা ২ সাপ্তাহের বেশি স্থায়ী হয় তাহলে চিকিৎসার প্রয়োজন।
- দিনের বেশিরভাগ সময়, বিশেষ করে সকালে মেজাজ বিষণ্ণ থাকে।
- প্রায় প্রতিদিন ক্লান্ত বোধ করেন।
- প্রায় প্রতিদিন নিজেকে মূল্যহীন বা অপরাধী বোধ করেন।
- আশাহীন বা হতাশায় ভুগতে থাকেন।
- রোগী বলবে আমি কঠিন সময় পার করছি, স্মৃতিচারণ করবে, বিভিন্ন সিদ্ধান্ত নিবে।
- ঘুমাতে পারবে না অথবা বেশি বেশি ঘুমাবে।
- কাজকর্মে কোন আগ্রহ বা আনন্দ থাকবে না।
- প্রায়ই মৃত্যু বা আত্মহত্যার কথাভাবে।
- কাজে কর্মে অস্থিরতা বা মন্থরতা বোধ করেন।
- ওজন কমবে বা বাড়বে।
রেপার্টরি রুব্রিক ও তার ঔষধ:
রুব্রিক | DEPRESSED, CHILDREN: (12) |
অর্থ | বিষাদগ্রস্ত শিশু |
ঔষধ | 2 Calc, 1 Sulph, 3 Nat-m, 1 Lyc, 2 Ars, 1 Carc, 1 Caust, 1 Kali-br, 2 Lach, 1 Abrot, 1 Rhus-t, 3 Aur, |
যে কোনো জটিল ও কঠিন রোগের সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে এখানে ক্লিক করুন
সকল পদ্ধতির চিকিৎসা পেতে ও যে কোনো রোগের বিষয়ে জ্ঞান অর্জন করতে এখানে ক্লিক করুন