ডেইলি স্টাডি অব হোমিওপ্যাথি | পাঠ – ১৫ | Daily Study of Homeopathy

পাঠ -১৫

অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)

১৫. বিসদৃশ চিকিৎসা দর্শন
এফোরিজম ৩৯: এজন্য অ্যান্টিপ্যাথিক ঔষধ দ্বারা প্রচণ্ড চিকিৎসায় চিররোগ আরোগ্য হয় না, কেবল যতদিন ঔষধের ক্রিয়া চলতে থাকে ততদিন চিররোগ চাপা থাকে। ঔষধের ক্রিয়া শেষ হলে পুরাতন রোগটি আবার পূর্বের মতো বা বর্ধিত আকারে পুনরায় প্রকাশিত হয়।
এফোরিজম ৪০, ৪১: অথবা পুনরায় প্রকাশিত রোগটি অনেকদিন অবস্থানের পর, বিসদৃশ ঔষধ শক্তি ও পুরাতন রোগটির সাথে মিলিত হয়ে একটি জটিল রোগের সৃষ্টি করে, একটি অপরটিকে দূর করে না।
এফোরিজম ৪২: এ সকল বিসদৃশ ব্যাধি পরস্পর জড়িত হয়ে দেহে আপন আপন স্থান বেছে নেয়।

 

মেটেরিয়া মেডিকা (মূল কথা)

85 COBALTUM METALLICUM [Cob]
Cob কোমরে ভয়ানক ব্যথা, বসে থাকলে বৃদ্ধি, কিন্তু উঠে দাঁড়ালে, চলাফেরা করলে ও শুয়ে থাকলে উপশম।
Cob প্রায়ই সপ্নদোষ হয়, লিঙ্গোচ্ছ্বাস না হয়েও স্বপ্নদোষ হয়।
Cob স্বপ্নদোষের পর পা দুর্বল অনুভূত হয় ও কোমরে ব্যথা হয়।
Cob মূত্রে তীব্র ঝাঁঝাল গন্ধ।
Cob খোলা বাতাস লাগলে চোখ দিয়ে পানি পড়ে।
86 COCCULUS INDICUS [Cocc]
Cocc রাত্রি জেগে কাজ করার ফলে নানাপ্রকার অসুস্থতা।
Cocc ককুলাসের প্রায় সমস্ত রোগে যথেষ্ট অবসাদ ও স্নায়বিক ক্লান্তি দেখা যায়।
Cocc মাথা ও শরীরের অন্যান্য স্থান ফাঁপাউ হালকা অনুভূত হয়, মাঝে মাঝে মাথায় ভারী অনুভূতি।
Cocc গাড়ি বা নৌকায় চড়লে অত্যন্ত বমিভাব, শীত শীত ভাবের সহিত বমি ভাব।
Cocc মেরুদন্ডের দুর্বলতার জন্য কোমর, অঙ্গ প্রতঙ্গ ও জিহ্বায় পক্ষাঘাতের মতো অনুভূত হয়।
Cocc পেটে অত্যান্ত বায়ু জমা ও ধারালো কোনযুক্ত পাথরের টুকরা আছে বা একে অন্যের সাথে ঘষাঘষি করছে এরুপ মনে হয়।
Cocc সামান্য মতানৈক্য হলে প্রচন্ড রেগে যায়।
Cocc সময় দ্রুত চলে যায় কিন্তু কাজ কর্ম ধিরে ধিরে করে।
87 COFFEA CRUDA [Coff]
Coff মন ও ইন্দ্রিয় সকলের প্রখরতা ও উত্তেজিত অবস্থা, দৃষ্টিশক্তির উন্নতি, খুব ছোট লেখাও পড়তে পারে, শ্রবণশক্তি প্রখর, সেজন্য সামান্য শব্দ অসহ্য, ঘ্রানশক্তি প্রবল।
Coff সামান্য বেদনা এত অসহ্য অনুভূত হয় যে রোগী বেদনায় হতাশ হয়ে পড়ে ও ক্রন্দন করে।
Coff অত্যধিক মানসিক ও শারীরিক উত্তেজনার জন্য রোগী ঘুমাতে পারে না।
88 COFFEA TOSTA [Coff-t]
Coff-t কফি পানে আফিমের বিষ দোষ নষ্ট হয়, ভাজা কফির ক্বাথ পানে নাক্স ভম, লাইকো, ইগ্নেসিয়া, কলোসিন্থ, ক্যামো ও বেলেডোনার ক্রিয়া নষ্ট হয়, সুতারাং উক্ত ঔষধ সমূহ ব্যবহারের সময় কফি পান করা উচিত নয়।
Coff-t দাঁতে ব্যথার সহিত মুখমণ্ডলে ব্যথা, ঠান্ডায় উপশম।
Coff-t গর্ভবতির যখন প্রসব বেদনা অসহ্য বোদ হয় তখন মন্ত্রশক্তির ন্যয় কাজ করে।
Coff-t স্নায়বিক উত্তেজনাসহ বুক ধরফড়ানি ও হ্রদশৃলে উপকারি।
89 COLCHICUM AUTUMNALE [Colch]
Colch বাতের ব্যথা, এক গাঁট থেকে অন্য গাঁটে, শরীরের এক স্থান হতে অন্য স্থানে, উপরের দিক হতে নিচের দিকে অথবা নিচের দিক হতে উপরের দিকে চলে বেড়ায়।
Colch গ্রীষ্মকালে ছিঁড়ে ফেলার মত ও শীতকালে সূচ ফোটানোর মতো ব্যথা।
Colch সমস্ত শরীরে স্পর্শানুভূতি, বিশেষত আক্রান্ত স্থানে সামান্য স্পর্শ করলে অথবা নড়লে ব্যথা।
Colch ঘ্রানশক্তি তীক্ষ্ণ্ন, রান্নার গন্ধ, বিশেষত মাছ ভাঁজার গন্ধ বা খাদ্যদ্রব্যের গন্ধে ভয়ানক বমিভাব।
Colch মুখের লালা ও প্রস্রাব বেশী হলে পায়খানার পরিমান কম হয়, আবার পায়খানা বেশী হলে লালা ও প্রস্রাবের পরিমান কম হয়।
Colch হাতের নখের নিচে ঝিনঝিনি অনুভূতি।
90 COLLINSONIA CANADENSIS [Coll]
Coll কোষ্ঠবদ্ধতা, মলদ্বারের ভিতরে যেন ক্ষুদ্র ক্ষুদ্র কাঠি পোরা আছে এরূপ মনে হয়।
Coll যখন অর্শের রক্তস্রাব হয় তখন হৃৎপিন্ডের অসুস্থতা থাকে না, আবার যখন রক্তস্রাব বন্ধ থাকে তখন হৃৎপিন্ডের অসুস্থতা বাড়ে।
Coll অর্শ, কোষ্ঠকাঠিন্য ও বেদনা যুক্ত ঋতুস্রাবের কারণে পেলভিক অর্গানে রক্তাধিক্য।

Mind অধ্যায়ের ৭০১ থেকে ৭৫০ পর্যন্ত মূল রুব্রিক:

701 Mind সমাজ SOCIETY (0)
702 Mind জাঁকজমকপূর্ণ SOLEMN (3)
703 Mind নির্জনতা, অনুরাগী SOLITUDE, fond of (4)
704 Mind ঘুমন্ত অবস্থায় জাগ্রত ব্যক্তির ন্যায় ঘোরাফেরা করা SOMNAMBULISM (0)
705 Mind দুঃখিত SORROWFUL (0)
706 Mind শব্দ শুনতে পায়, যেন বনের ভিতরে বিভিন্ন প্রকার শব্দ, নাচের অনুষ্ঠানের শব্দ SOUNDS, goes wild on hearing any sound, dances about, must be held (1)
707 Mind স্থান থেকে বাহিরে এমন অনুভূতি SPACED out feeling (4)
708 Mind ভাবনা, দার্শনিকের মত SPECULATION, mind dwells on philosophical (4)
709 Mind বাকশক্তি SPEECH (17)
710 Mind বানান করতে ভুল করে SPELLING, errors (0)
711 Mind ব্যক্তিত্বশূন্য SPINELESS (6)
712 Mind থুতু দিতে ইচ্ছা SPIT, desire to (18)
713 Mind আক্রোশপূর্ণ SPITEFUL (0)
714 Mind একরোখা তসনসে অসভ্য পয়মাল শিশু SPOILED, children (10)
715 Mind কথা বলুক কেউ তার সাথে, তাতে অনীহা SPOKEN to, averse to being (62)
716 Mind গোয়েন্দাগিরি করে, সবকিছুতে SPYING, everything (6)
717 Mind অপচয় করে, টাকা SQUANDERS, money (15)
718 Mind মঞ্চ ভিতি STAGE-fright (12)
719 Mind ছাপ ফেলে, পায়ের STAMPING, feet (3)
720 Mind একদৃষ্টে তাকিয়ে থাকে, চিন্তাশূন্যভাবে STARING, thoughtlessly (18)
721 Mind চমকিত হওয়া STARTLED (116)
722 Mind চুরি করা, স্বভাব STEALING, behavior (0)
723 Mind অদ্ভুত, সবকিছু যেন STRANGE, everything seems (16)
724 Mind অপরিচিতের অনুভূতি, যেন সে একজন অপরিচিত ব্যক্তি হয়েছিল STRANGER, sensation, as if one were a (5)
725 Mind অচেনা লোকের উপস্থিতিতে শিশুর রোগ লক্ষণ বৃদ্ধি STRANGERS, presence of, agg. (19)
726 Mind শক্তি, মানসিক শক্তির উন্নতি STRENGTH, mental increased (19)
727 Mind আকর্ষণীয় STRIKING (42)
728 Mind একগুঁয়ে STUBBORN (0)
729 Mind অধ্যয়নে অনীহা STUDY, aversion to (14)
730 Mind অচৈতন্য STUPEFACTION (214)
731 Mind নির্বুদ্ধিতা STUPIDITY (0)
732 Mind অসাড়তা বা নিশ্চলতা STUPOR (0)
733 Mind অনুগত, ক্রীতদাসসুলভ আজ্ঞাবহ SUBMISSIVE, servile, obsequious (5)
734 Mind সফল হয় না SUCCEEDS, never (10)
735 Mind পরামর্শ, গ্রহণ করেনা SUGGESTIONS, will not receive (3)
736 Mind আত্মঘাতী SUICIDAL (93)
737 Mind গোমড়ামুখো SULKY (45)
738 Mind চাপা ক্রোধ SULLEN (0)
739 Mind অংক করা বা যোগ করা কষ্টকর SUMS, adding, difficult (3)
740 Mind কুসংস্কারাচ্ছন্ন SUPERSTITIOUS (11)
741 Mind চাপাপড়া, চর্মরোগ বা অর্শরোগ চাপাপড়ার ফলে, মানসিক উপসর্গের বৃদ্ধি SUPPRESSED, skin diseases or hemorrhoids, mental symptoms agg. after (19)
742 Mind বিস্ময়কর মনোজ্ঞ পরিবেশে অসুস্থ SURPRISES, ailments from pleasant (6)
743 Mind সত্যকে মেনে নেয়ার মানসিকতা SUSCEPTIBLE, mentally (5)
744 Mind সন্দেহপ্রবণ, SUSPICIOUS (105)
745 Mind আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে SWEARING (2)
746 Mind সহানুভূতিশীল SYMPATHETIC (29)
747 Mind সহানুভূতিতে সাধারণ বৃদ্ধি SYMPATHY, general, agg. (9)
748 Mind মৌন স্বভাব, চুপচাপ TACITURN, silent (38)
749 Mind কথাবার্তা TALK (0)
750 Mind বাচালতা TALKATIVE (0)

Eye অধ্যায়ের ২৪৩ টি মূল রুব্রিক:

1 Eye ঘষা লাগা, কর্নিয়াতে ABRASION, cornea (5)
2 Eye ফোড়া, কর্নিয়াতে ABSCESS, cornea, of (4)
3 Eye অবিরাম ACHING (114)
4 Eye আঠা দ্বারা জোড়া লাগা যেন চোখ AGGLUTINATED, eyes (70)
5 Eye তিমির দৃষ্টি রোগ AMAUROSIS (74)
6 Eye রক্তাল্পতা, নেত্রবর্ত্মকলায় ANEMIA, conjunctiva, of (2)
7 Eye অসাড়করণ অবস্থা রেটিনাতে, যার ফলে তাকালে অন্ধকার লাগে ANESTHESIA of retina from looking at eclipse (2)
8 Eye চোখে বার্ধক্যমন্ডল ARCUS senilis (0)
9 Eye বিষমদৃষ্টি ASTIGMATISM (5)
10 Eye ক্রমিক ক্ষয়প্রাপ্তি, অপটিক নার্ভের ATROPHY, optic nerve (10)
11 Eye বিতৃষ্ণা, চোখের নিকটে কিছু আনতে বিতৃষ্ণা AVERSION, to bringing objects near the eyes (2)
12 Eye বন্ধনী, অক্ষিগোলকের চারিদিকে বন্ধনী থাকার অনুভূতি BAND, around the eyeballs, sensation of (2)
13 Eye রক্তপাত, চোখ থেকে BLEEDING, from eyes (28)
14 Eye চোখের পাতার প্রদাহ BLEPHARITIS, inflammation, eyelids (68)
15 Eye অন্ধত্ব BLINDNESS (0)
16 Eye অনৈচ্ছিক স্পন্দন BLINKING (11)
17 Eye মেদবহুল চোখের পাতা BLOATED, eyelids (0)
18 Eye আরক্ত BLOODSHOT (0)
19 Eye নীলচে চোখের কোণ BLUENESS, canthi (3)
20 Eye লোমফোড়া BOILS (2)
21 Eye বিরক্তিকর BORING (21)
22 Eye কাচ ভেঙ্গে পড়ে এমন অনুভূতি, চোখ খোলার সময় BREAKING glass, sensation of, on opening eyes (1)
23 Eye চকচকে BRILLANT (32)
24 Eye জ্বালাকর BURNING (199)
25 Eye পুড়ে যাওয়া, কর্নিয়া BURNS, cornea (3)
26 Eye গর্ত করার মত বেদনা, চোখের উপরে BURROWING, pain, eyes, over (3)
27 Eye ফেটে যাওয়া BURSTING (14)
28 Eye ক্যান্সার চোখে CANCER, eyes (8)
29 Eye চোখের ছানি CATARACT (57)
30 Eye চেমসিস বা স্ক্লেরার স্ফীতি CHEMOSIS (31)
31 Eye নখাঘাত বেদনা, চোখে CLAWING, pain, in (1)
32 Eye বন্ধ করা CLOSE (0)
33 Eye বন্ধ চোখ CLOSED, eyes (11)
34 Eye ঠাণ্ডায় বৃদ্ধি COLD, agg. (6)
35 Eye শীতলতা COLDNESS, in (39)
36 Eye বর্ণ অন্ধত্ব COLOR, blindness (5)
37 Eye গুপ্তাঙ্গের আঁচিল CONDYLOMATA, growths (8)
38 Eye রক্তাধিক্য CONGESTION (0)
39 Eye কনিক্যাল, কর্নিয়া CONICAL, cornea (2)
40 Eye নেত্রবর্ত্মকলার, প্রদাহ CONJUNCTIVITIS, infection (74)
41 Eye সংকোচনকর CONSTRICTING (8)
42 Eye আকুঁচিত CONTORTED (0)
43 Eye সংকুচিত চোখের সহিত মাথা ব্যথা CONTRACTED, eyes, with headache (1)
44 Eye সংকোচিত, চোখের পাতা CONTRACTION, eyelids (37)
45 Eye সংকোচন বোধ বেদনা CONTRACTIVE, pain (10)
46 Eye সংকোচন বোধ অনুভূতি CONTRACTIVE, sensation (13)
47 Eye কর্নিয়া সংক্রান্ত পীড়া CORNEA, affections in general (11)
48 Eye ফাটা, চোখের কোণ CRACKS, canthi, in (17)
49 Eye খিল ধরা, চোখে CRAMPS, eyes (1)
50 Eye পোকা হাটার মত অনুভূতি CRAWLING (13)
51 Eye বাঁকা বস্তু সমূহ মনে হয় CROOKED, objects seem (1)
52 Eye চূর্ণকরণ বেদনা CRUSHING, pain (3)
53 Eye কাটছে CUTTING (50)
54 Eye গভীরে যেন DEEP, as if too (1)
55 Eye ক্ষয় কর্নিয়ার DEGENERATION, cornea (2)
56 Eye অধঃস্তক স্ফীতি, নেত্রবর্ত্মকলার DERMOID, swelling, conjunctiva (1)
57 Eye বিচ্ছিন্নতা কোরয়েডের DETACHMENT, choroid, of (3)
58 Eye খনন করার মত বেদনা DIGGING, pain (6)
59 Eye প্রসারণ DILATATION (0)
60 Eye স্রাব শ্লেষ্মা পুঁজ DISCHARGES, mucus, pus (78)
61 Eye বর্ণবিকৃতি DISCOLORATION (0)
62 Eye ফাঁপাবোধ DISTENDED, feeling (32)
63 Eye বিকৃত অবস্থা DISTORTED (45)
64 Eye টানতে থাকার মত বেদনা DRAGGING, pain (3)
65 Eye টেনে ধরার মত DRAWING (62)
66 Eye আকৃষ্ট হওয়া পিছনদিকে DRAWN, backward (1)
67 Eye আকৃষ্ট হওয়া, পরস্পরের দিকে আকৃষ্ট হওয়ার অনুভূতি DRAWN, together, sensation of (5)
68 Eye শুষ্কতা DRYNESS, of (89)
69 Eye নীরসতা DULLNESS (77)
70 Eye রক্তপূর্ণ কালশিটে ECCHYMOSIS (29)
71 Eye একজিমা চোখের পাতায় ECZEMA, eyelids (15)
72 Eye চোখের আর্টারির বিঘ্নতা EMBOLISM (1)
73 Eye বৃহদাকার লেন্স ENLARGED, lens (1)
74 Eye বর্ধিত হওয়া অনুভূতি ENLARGEMENT, sensation (35)
75 Eye উদ্ভেদ ERUPTIONS (0)
76 Eye বিসর্প ERYSIPELAS (12)
77 Eye নিকট দর্শন ESOPHORIA (2)
78 Eye উল্টিয়ে যাওয়া, চোখের পাতা EVERSION, eyelids (19)
79 Eye ত্বকের লেয়ার ক্ষতিগ্রস্ত হওয়া, চোখের কোণে EXCORIATION, canthi (8)
80 Eye ত্বকের লেয়ার ক্ষতিগ্রস্ত হওয়া, চোখের পাতায় EXCORIATION, eyelids (11)
81 Eye পরিশ্রম EXERTION (1)
82 Eye টেরা চোখ EXOPHORIA (0)
83 Eye ছানাবড়া চোখ EXOPHTHALMUS (20)
84 Eye ভাবলেশশূন্য EXPRESSIONLESS (0)
85 Eye রসানি ক্ষরণ, চোখের মণির পিছনের আলোকসংবেদী পর্দা হতে EXUDATION of retina (1)
86 Eye চোখের আঠা EYE, gum (17)
87 Eye চোখের রোগ আরোগ্যকারী ঔষধ EYE, remedies (54)
88 Eye চোখের ভ্রু হতে চুল পড়ে যায় EYEBROWS, hair, falling from (17)
89 Eye চোখের পাতার লোম পড়ে যাওয়া EYELASHES, hair, falling from (19)
90 Eye চোখের পরিশ্রমে ক্লান্তি, দৃষ্টির পরিশ্রমে বৃদ্ধি EYESTRAIN, exertion of vision, agg. (89)
91 Eye পড়ে যাওয়া, চোখের পাতা FALLING of eyelids (55)
92 Eye চর্বি থাকার অনুভূতি, চোখে FAT, sensation of, in eye (1)
93 Eye পাতলা আস্তরণের মত FILMY (2)
94 Eye আগুন দেখলে বৃদ্ধি FIRE, looking into, agg. (2)
95 Eye ফাটল, চোখের কোণে FISSURE, canthi (0)
96 Eye নালীক্ষত, কর্নিয়ার FISTULA, cornea, of (1)
97 Eye স্থির দৃষ্টি FIXED, look (0)
98 Eye বহিরাগত বস্তু রয়েছে যেন, এরূপ বেদনা FOREIGN body, pain, as from (49)
99 Eye ভয়ঙ্কর দৃষ্টি FRIGHTFUL, look (0)
100 Eye পূর্ণতাবোধ অনুভূতি FULLNESS, sensation of (25)
101 Eye ছত্রাক অকুলি FUNGUS, oculi (0)
102 Eye গ্রেওনটক্সিন GERONTOXON (0)
103 Eye কাচের মত চকচকে আকৃতি GLASSY, appearance (46)
104 Eye গ্লুকোমা GLAUCOMA (45)
105 Eye চকচকে GLAZED (8)
106 Eye জিলিওমা টিউমার, রেটিনাতে GLIOMA, retina (1)
107 Eye চিকচিকে GLISTENING (0)
108 Eye চিবানোর মত বেদনা GNAWING, pain (6)
109 Eye দানাময়, চোখের পাতায় GRANULAR, eyelids (37)
110 Eye সবুজ বর্ণ GREEN, color (2)
111 Eye চুল HAIR (0)
112 Eye শক্তভাব HARDNESS (4)
113 Eye উত্তাপে বৃদ্ধি HEAT, agg. (9)
114 Eye ভারবোধ অনুভূতি HEAVINESS, sensation (27)
115 Eye রক্তক্ষরণ HEMORRHAGE (0)
116 Eye হার্পিস HERPES (19)
117 Eye চোখের অঞ্জনি HORDEOLEUM (0)
118 Eye বিকৃত দর্শন HYPERPHORIA (0)
119 Eye অতিসংবেদনশীলতা রেটিনাতে HYPERSENSITIVE, retina (12)
120 Eye বিবৃদ্ধি নেত্রবর্ত্মকলার HYPERTROPHY, conjunctiva, of (1)
121 Eye হাইপোপিয়ন HYPOPION (0)
122 Eye সঞ্চালন ক্ষমতার অভাব IMMOBILITY (0)
123 Eye কাঠিন্য INDURATION (0)
124 Eye ইনফ্যান্ট শিশুদের চোখের অভিযোগ INFANTS, eye complaints of (0)
125 Eye পরিশ্রুতকারী INFILTRATION (0)
126 Eye প্রদাহ INFLAMMATION (136)
127 Eye সূচিপ্রয়োগ INJECTED (17)
128 Eye আঘাত লাগা INJURIES (28)
129 Eye অনুভূতিশূন্যতা INSENSIBILITY (7)
130 Eye উল্টানো, চোখের পাতা INVERSION of eyelids (12)
131 Eye আইরিশ IRITIS (49)
132 Eye উপদাহ চোখে IRRITATION, to eyes (17)
133 Eye চুলকানি ITCHING (108)
134 Eye খাঁজকাটা আইরিশ JAGGED, iris (4)
135 Eye হেঁচকা টানলাগে, ডান চোখের পাতায় জ্বলে JERK, of eyelid, burning, right (1)
136 Eye ঝাঁকি দিয়ে উঠা বেদনা JERKING, pain (4)
137 Eye অশ্রুসংক্রান্ত নালীর অসুস্থতা LACHRYMAL duct, ailments (9)
138 Eye অশ্রুপাত LACHRYMATION (161)
139 Eye লেন্সের অসুস্থতা LENS, ailments (6)
140 Eye আলোতে সংবেদনশীলতা LIGHT, sensitivity to (0)
141 Eye চোখে রেখা, হিস্টিরিয়া গ্রস্ত বালিকা শিশুদের LINE, in young, girls, hysterical children (4)
142 Eye কলিজা বর্ণ LIVID (1)
143 Eye তাকিয়ে থাকে অটলভাবে LOOKING, steadily (10)
144 Eye শিথিল-ঢিলা, এমন অনুভূতি যেন LOOSE, sensation as if (1)
145 Eye লুপাস চর্মরোগ, চোখের ভ্রুতে LUPUS, eyebrows (3)
146 Eye অনুজ্জ্বল LUSTRELESS (0)
147 Eye ত্বক কালো হয়ে যাওয়ার রোগ MELANOSIS (1)
148 Eye দ্রবীভূত হওয়ার অনুভূতি, দূরবর্তী স্থানে MELT, away, feel as would (1)
149 Eye ঝিল্লি এমন অনুভূতি যেন ঝিল্লি দ্বারা চোখ আকৃষ্ট হয় MEMBRANE, sensation as if, drawn over eyes (5)
150 Eye চাঁদের আলোতে, চোখের লক্ষণের উপশম MOONLIGHT, amel. eye symptoms (1)
151 Eye নড়াচড়া MOVEMENT (0)
152 Eye নখ যেন রয়েছে NAIL, in, as if (1)
153 Eye সরু-সংকীর্ণ হওয়া, চোখের পাতার মধ্যবর্তী স্থান NARROWING, of intervals between eyelids (7)
154 Eye গুটিকা বা ক্ষুদ্র স্ফীতি, চোখের পাতায় NODULES, eyelids (6)
155 Eye অসাড়তা, চোখের নিকটে NUMBNESS, around eyes (1)
156 Eye চোখের চলমান গোলক বিপর্যয় NYSTAGMUS (0)
157 Eye মণি আইরিশের প্রদাহ ONYX, inflammation, iris (3)
158 Eye অস্বচ্ছতা কর্নিয়া OPACITY, of cornea (47)
159 Eye খোলা চোখের পাতা OPEN, eyelids (21)
160 Eye খুলে যায় আক্ষেপিকভাবে OPENNESS, spasmodic (22)
161 Eye অক্ষিপ্রদাহ OPHTHALMIA (1)
162 Eye বেদনা PAIN (189)
163 Eye চোখের পাতার ফাটল PALPEBRAL, fissure (0)
164 Eye আরক্ত ও মাংসল হওয়া কর্নিয়া PANNUS, cornea (24)
165 Eye পক্ষাঘাত PARALYSIS (0)
166 Eye ঘাম ভ্রু ও চোখের পাতায় PERSPIRATION, on brows and eyelids (1)
167 Eye ফটোমেনিয়া PHOTOMANIA (9)
168 Eye আলোকাতঙ্ক রোগ PHOTOPHOBIA (138)
169 Eye চিমটি কাটার ন্যায় বেদনা PINCHING, pain (3)
170 Eye পলিপস নেত্রবর্ত্মকলায় POLYPS, conjunctiva, of (3)
171 Eye চেপে ধরার মত বেদনা PRESSING, pain (175)
172 Eye কাটা বা সুচ ফোটার মত অনুভূতি PRICKLING (3)
173 Eye স্থানচ্যুতি আইরিশের, চোখের ছানি অপারেশনের পরে PROLAPSE of iris after cataract operation (3)
174 Eye প্রসারিত অবস্থা PROTRUSION, of (77)
175 Eye সোরিয়াসিস, চোখের ভ্রুতে PSORIASIS, eyebrows, about (1)
176 Eye অনুপক্ষ রোগ PTERYGIUM (23)
177 Eye কুচকে যাওয়া, নেত্রবর্ত্মকলা PUCKERED, conjunctiva (0)
178 Eye বাইরে টানা বেদনা যেন PULLED out, pain, as if being (3)
179 Eye টেনে ধরার মত অনুভূতি PULLING, sensation (4)
180 Eye স্পন্দিত হওয়া চোখে PULSATION, in eyes (37)
181 Eye চক্ষুর তারা PUPILS (0)
182 Eye পুঁজবটি PUSTULES (42)
183 Eye কম্পিত হওয়া QUIVERING (18)
184 Eye ফুসকুড়ি RASH (1)
185 Eye লালচে REDNESS (164)
186 Eye অস্থিরকর চোখ RESTLESS, eyes (9)
187 Eye রেটিনার প্রদাহ RETINITIS (19)
188 Eye ঘূর্ণায়মান ROLLING (0)
189 Eye রুক্ষ কর্নিয়া ROUGH, cornea (1)
190 Eye ঘষতে ইচ্ছা RUB, desire to (21)
191 Eye বালু, যেন চোখে বালু রয়েছে এমন বেদনা SAND, pain as if sand in eyes (89)
192 Eye সারকোমা টিউমার SARCOMA (2)
193 Eye গণ্ডমালা রোগ গ্রস্থ পীড়া SCROFULOUS, affections (26)
194 Eye স্পর্শকাতর, ধৌত করায় SENSITIVE, bathing, to (2)
195 Eye তীক্ষ্ণ বেদনা SHARP, pain (143)
196 Eye তীর বা গুলি বিদ্ধবৎ বেদনা SHOOTING, pain (20)
197 Eye ছোট, যেন চোখের পেশী SHORT, as if muscles are (1)
198 Eye রোগাটে দেখতে, চোখের চতুর্দিকে SICKLY, look around the eyes (2)
199 Eye নিদ্রালুতা বোধ, চোখে SLEEPY, feeling in the eyes (4)
200 Eye স্বাভাবিকের তুলনায় ছোট চোখ, এমন অনুভূতি SMALLER, sensation of eyes (6)
201 Eye প্রদাহিত স্পর্শকাতর বেদনা SORE, pain (105)
202 Eye অগ্নিস্ফুলিঙ্গের মত জ্বালা, চোখের পাতায় SPARKS, burning on eyelids (1)
203 Eye আক্ষেপ, ক্লিয়ারি পেশীতে SPASMS, ciliary muscle (17)
204 Eye গোঁজ বিদ্ধ যেন SPLINTER, as from a (6)
205 Eye দাগ SPOTS (41)
206 Eye স্টেফাইলোমা STAPHYLOMA (15)
207 Eye একদৃষ্টে তাকিয়ে থাকা STARING (115)
208 Eye চটচটে চোখের পাতা STICKY, eyelids (7)
209 Eye শক্তভাব STIFFNESS of (23)
210 Eye হুল ফুটার ন্যায় বেদনা STINGING, pain (16)
211 Eye পাথর, ছোট পাথর নিকটে যেন রয়েছে STONES, little, around, as if (1)
212 Eye টেরা দৃষ্টি STRABISMUS (61)
213 Eye সঙ্কীর্ণতা, অশ্রুসংক্রান্ত নালীর STRICTURE, lachrymal duct (0)
214 Eye অঞ্জনি STYES (50)
215 Eye অন্তঃপ্রবিষ্ট SUNKEN (96)
216 Eye স্ফীতি অনুভূতি SWELLING, sensation of (18)
217 Eye ফোলা-স্ফীতি SWOLLEN (58)
218 Eye ছিন্নকর বেদনা TEARING, pain (79)
219 Eye চোখের পানি TEARS (0)
220 Eye টানবোধ TENSION (49)
221 Eye ঘন হতে ঘনতর হওয়া, নেত্রবর্ত্মকলা THICKENING, of conjunctiva (1)
222 Eye সুড়সুড় করণ, অক্ষিকোটরের আবরকের TICKLING, periosteum of orbit (1)
223 Eye ঝিনঝিন কর TINGLING (5)
224 Eye ক্লান্ত অভিব্যক্তি TIRED, expression (5)
225 Eye ক্ষুদ্র স্ফীতি TUBERCLES (6)
226 Eye অর্বুদ TUMORS (18)
227 Eye ঘোরার অনুভূতি, চোখ যেন ঘোরছে TURN, sensation, as if they would (2)
228 Eye ঘূর্ণিত চোখ TURNED, eyes (7)
229 Eye মোচড়ান অনুভূতি TWISTED, sensation (6)
230 Eye আকস্মিক টান TWITCHING (55)
231 Eye ক্ষতসৃষ্টি ULCERATION (2)
232 Eye স্থির থাকেনা, দৃষ্টি UNSTEADY, look (10)
233 Eye ফোস্কা VESICLES (1)
234 Eye দৃষ্টিশক্তি সাধারণ VISION, general (0)
235 Eye উষ্ণতার অনুভূতি WARMTH, sensation of (1)
236 Eye দুর্বল চোখ WEAK, eyes (107)
237 Eye বন্য বা হিংস্র চাহনি WILD, look (32)
238 Eye বায়ু, শীতল বায়ুর অনুভূতি যা চোখের উপর দিয়ে প্রবাহিত হয় WIND, sensation of cool, blowing on it (1)
239 Eye মদ্য পানে বৃদ্ধি WINE, agg. (3)
240 Eye চোখ পিটপিট করে WINKING (28)
241 Eye চোখ মুছার প্রবৃত্তি WIPE, inclination to (14)
242 Eye ভাজপড়া, নেত্রবর্ত্মকলা WRINKLED, conjunctiva (2)
243 Eye হলদেভাব YELLOWNESS, of (58)

Mind – ANGER এর ১০৮ টি সাব রুব্রিক:

1 Mind রাগ ANGER (242)
2 Mind রাগ, অনুপস্থিত মানুষের প্রতি, যখন তাদের কথা চিন্তা করে ANGER, absent persons while thinking of them, at (4)
3 Mind রাগ, শারীরিক মহান কার্যকলাপের সহিত ANGER, activity, with great physical (1)
4 Mind রাগ, বিকেলে ANGER, afternoon (5)
5 Mind রাগান্বিত হলে বৃদ্ধি ANGER, agg. from anger (7)
6 Mind রাগান্বিত হওয়ার পরে অসুস্থতা ANGER, ailments, after anger (93)
7 Mind রাগ, হওয়ার সহিত পর্যায়ক্রমে ANGER, alternating with (0)
8 Mind রাগ, যখন উত্তর দিতে বাধ্য হয় ANGER, answer, when obliged to (9)
9 Mind রাগ, দুশ্চিন্তার সহিত ANGER, anxiety, with (31)
10 Mind রাগ, তর্কের সময় ANGER, argued with, if (1)
11 Mind রাগ, যখন চেতনা বা নিদ্রা হতে জাগ্রত হয় ANGER, aroused, when (3)
12 Mind রাগ, অভিযোগ করা হলে ANGER, blame, on (1)
13 Mind রাগ, ব্যবসা সম্পর্কিত ANGER, business, about (3)
14 Mind রাগ, ব্যবসায় ব্যর্থতার ফলে ANGER, business, failure, from (10)
15 Mind রাগ, আদর সোহাগ করার ফলে ANGER, caressing, from (4)
16 Mind রাগ, কারণহীন ANGER, causeless (5)
17 Mind রাগ, শিশুদের ANGER, children, in (8)
18 Mind রাগ, শীত লাগার সময় ANGER, chill, during (1)
19 Mind রাগ, কফি পান করলে বৃদ্ধি ANGER, coffee agg. (5)
20 Mind রাগ, ঠাণ্ডা গ্রহণ করার পরে ANGER, cold, after taking (1)
21 Mind রাগ, সান্ত্বনা দেয়ার সময় ANGER, consoled, when (8)
22 Mind রাগ, মতানৈক্য হওয়ার ফলে ANGER, contradiction, from (34)
23 Mind রাগ, কথোপকথনের ফলে ANGER, conversation, from (2)
24 Mind রাগ, খিঁচুনির পূর্বে ANGER, convulsion, before (1)
25 Mind রাগ, কাশি দেয়ার ফলে ANGER, cough, from (12)
26 Mind রাগ, বেদনার কারনে ক্রন্দন করার সহিত ANGER, crying from pain, with (4)
27 Mind রাগ, প্রলাপ বকার সময় ANGER, delirium, in (4)
28 Mind রাগ, ঋতুলোপকালে ভ্রান্ত বিশ্বাসের সহিত ANGER, delusions during menopause, with (3)
29 Mind রাগ, উদরাময়ের সময় ANGER, diarrhea, during (1)
30 Mind রাগ, ডিনারের সময় ANGER, dinner, during (1)
31 Mind রাগ, স্বপ্ন দেখার পরে ANGER, dreams, after (1)
32 Mind রাগ, সহজে ANGER, easily (32)
33 Mind রাগ, যখন খাবার খেতে বাধ্য করা হয় ANGER, eat, when obliged to (1)
34 Mind রাগ, খাবার খাওয়ার পরে উপশম ANGER, eating, amel. after (1)
35 Mind রাগ, মৃগীরোগে আক্রান্ত হওয়ার পূর্বে ANGER, epileptic attack, before (1)
36 Mind রাগ, সন্ধ্যায় ANGER, evening (20)
37 Mind রাগ, মুখমণ্ডল ANGER, face (0)
38 Mind রাগ, নিজের রাগ, সম্পর্কে ভয় ANGER, fear, of their own anger (2)
39 Mind রাগ, জ্বরের সময় ANGER, fever, during (1)
40 Mind রাগের কারনে ফিট হয়ে যায় ANGER, fits of (2)
41 Mind রাগ, পূর্বাহ্ণে ANGER, forenoon (3)
42 Mind রাগ, কোন কিছু ভুলে গেলে ANGER, forgetfulness, during (2)
43 Mind রাগ, পূর্বেকার হয়রানি সম্পর্কে ভাবলে ANGER, former vexations, thinking about (7)
44 Mind রাগ, ভয় পাওয়ার সহিত ANGER, fright, with (23)
45 Mind রাগ, নীরব দুঃখ শোকের সহিত ANGER, grief, with silent (27)
46 Mind রাগ, তার সাথে কিছু ঘটবে এরূপ চিন্তা করে ANGER, happen, at what he thinks may (1)
47 Mind রাগ, মাথা ব্যথার ফলে ANGER, headache, from (22)
48 Mind রাগ, নিজের সহিত ANGER, himself, with (9)
49 Mind রাগ, ধিক্কার দেয়ার সহিত ANGER, indignation, with (12)
50 Mind রাগ, বাধা বা প্রতিবন্ধকতার ফলে ANGER, interruption, from (8)
51 Mind রাগ, অসাড়ে ANGER, involuntary (1)
52 Mind রাগের সহিত হিংসা ও অসংলগ্ন কথা বলে ANGER, jealousy and incoherent talk, with (2)
53 Mind রাগের সহিত হাসির বিস্ফোরণ ANGER, laughing, with bursts of (1)
54 Mind রাগ, উজ্জ্বল আলোতে বৃদ্ধি ANGER, light, bright, agg. (1)
55 Mind রাগ, লাঞ্চ করার সময় ANGER, lunch, during (1)
56 Mind রাগ, ঋতুস্রাবের সময় ANGER, menses, during (6)
57 Mind রাগ, মানসিক পরিশ্রমের পরে ANGER, mental exertion, after (1)
58 Mind রাগ, ভুল করার ফলে ANGER, mistakes, over his (9)
59 Mind রাগ, ভুল বোঝাবুঝির সময় ANGER, misunderstood, when (2)
60 Mind রাগ, সকালে ANGER, morning (13)
61 Mind রাগ, খারাপ সংবাদ সম্পর্কিত ANGER, news, bad, about (3)
62 Mind রাগ, রাতে ANGER, night (4)
63 Mind রাগ, শব্দে ANGER, noise, at (3)
64 Mind রাগ, মধ্যাহ্নে ANGER, noon (2)
65 Mind রাগ, গন্ধে বৃদ্ধি ANGER, odors, agg. (2)
66 Mind রাগ, বেদনা সম্পর্কিত ANGER, pains, about (8)
67 Mind রাগ, বেদনার কারনে ANGER, pains, from the (6)
68 Mind রাগ, যেন পক্ষাঘাতের অনুভূতি ANGER, paralysed, felt as (2)
69 Mind রাগ, পূর্বেকার ঘটনাবলী সম্পর্কিত ANGER, past events, about (8)
70 Mind রাগ, চিমটি কাটা সম্পর্কিত ANGER, pinched, on being (1)
71 Mind রাগ, গর্ভধারণ অবস্থায় ANGER, pregnancy, during (3)
72 Mind রাগ, তার বলা কথা যদি কেউ সংশোধন করে ANGER, recovery, if one spoke of her complete (1)
73 Mind রাগ, অনুশোচনা করতে করতে ANGER, remorse, followed by (2)
74 Mind রাগ, তিরস্কার করার ফলে ANGER, reproaches, from (6)
75 Mind রাগের ফলে নিজের হাতকে চেপে রাখে ANGER, seizes, the hands of those about him (1)
76 Mind রাগ, এমন অনুভূতি যেন তাকে রাগান্বিত হতে হবে ANGER, sensation, as if he should be angry (1)
77 Mind রাগ, সহবাসের পরে ANGER, sex, after (2)
78 Mind রাগ, নিদ্রার পরে ANGER, sleep, after (1)
79 Mind রাগ, কথা বলার সময় ANGER, spoken to, when (4)
80 Mind রাগ, যেই আসুক তাকেই কোপাবো বা ছুড়ি মারব ANGER, stabbed anyone, so that he could have (9)
81 Mind রাগ, সেলাই করার মত মাথা ব্যথার কারনে ANGER, stitches in head, from (1)
82 Mind রাগ, মলত্যাগের পূর্বে ANGER, stool, before (1)
83 Mind রাগ, হঠাৎ করে ANGER, sudden (3)
84 Mind রাগ, শ্বাসরোধে আক্রান্ত হত্তয়ার সহিত ANGER, suffocative attack, with (1)
85 Mind রাগ, চাপাপড়ার ফলে অসুস্থতা ANGER, suppressed, ailments from (13)
86 Mind রাগ, সহানুভূতিতে বৃদ্ধি ANGER, sympathy, agg. (4)
87 Mind রাগান্বিত হয়ে বাক শক্তি হারিয়ে ফেলে ANGER, talk, indisposed to (9)
88 Mind রাগান্বিত হয়ে নিজেকে ছিন্ন বিচ্ছিন্ন করতে পারে ANGER, tear himself to pieces, could (1)
89 Mind রাগ, বদমেজাজি ANGER, temper tantrums (5)
90 Mind রাগ, তার মত করে না হলে ANGER, things, do not go his way (3)
91 Mind রাগ, তার অসুস্থতার চিন্তা করলে ANGER, thinking of his ailments (1)
92 Mind রাগান্বিত হয়ে বস্তু সমূহ ছোড়েমারে ANGER, throws things away (5)
93 Mind রাগ সুড়সুড়ি দেয়া সম্পর্কিত ANGER, tickled, on being (2)
94 Mind রাগ, স্পর্শ করলে ANGER, touched, when (4)
95 Mind রাগ, শান্তিপূর্ণ অবস্থা অনুসরণ করে ANGER, tranquility, followed by (1)
96 Mind রাগের সহিত কম্পন ANGER, trembling, with (23)
97 Mind রাগ, খুঁটিনাটি বিষয়ে ANGER, trifles, at (59)
98 Mind রাগ, যখন কিছু বুঝত না পারে ANGER, understood, when not (3)
99 Mind রাগ, যত তাড়াতাড়ি সম্ভব যোনিস্রাব বন্ধ করা প্রসঙ্গে ANGER, vaginal discharge ceases, as soon as (1)
100 Mind রাগ, অন্যদের বিরক্ত করার প্রবল আগ্রহ ANGER, vex others, inclined to (1)
101 Mind রাগ, বিরক্তির ফলে ANGER, vexation, from (69)
102 Mind রাগ, অত্যধিক ANGER, violent (80)
103 Mind রাগ, মানুষের কথার আওয়াজ শুনলে ANGER, voices of people (5)
104 Mind রাগ, জাগ্রত হলে ANGER, waking, on (17)
105 Mind রাগ, দুর্বলতার সহিত রাগ, বৃদ্ধি ANGER, weakness, anger followed by (2)
106 Mind রাগ, মনের মত না হলে ANGER, will, if things do not go after his (2)
107 Mind রাগ, কাজ সম্পর্কিত ANGER, work, about (4)
108 Mind রাগ, ক্রিমি সংক্রান্ত রোগের সহিত ANGER, worm, affections, with (2)

Mind – ANSWERS এর ৪৫ টি সাব রুব্রিক:

1 Mind উত্তর দেয়া, ANSWERS (0)
2 Mind উত্তর দেয়, আকস্মিকভাবে ANSWERS, abruptly (18)
3 Mind উত্তর দিতে চায় না ANSWERS, aversion to (78)
4 Mind উত্তর দেয়া, ভদ্রভাবে উত্তর দেয় না ANSWERS, civil, cannot be (1)
5 Mind উত্তর দেয়া, ধারনা ও বস্তু সম্পর্কে বিভ্রান্তিকর উত্তর দেয় ANSWERS, confusedly as though thinking of something else (3)
6 Mind উত্তর দেয়া, অচেতন অবস্থায় যখন কথা বলে তখন সঠিক উত্তর দেয় ANSWERS, correctly when spoken to, during unconsciousness (3)
7 Mind উত্তর দেয়, শাসকতুল্য ANSWERS, dictatorial (1)
8 Mind উত্তর দেয়া, কষ্টকর ANSWERS, difficult (14)
9 Mind উত্তর দেয়, প্রশ্নের সাথে অসঙ্গতিপূর্ণ ANSWERS, disconnected (6)
10 Mind উত্তর দেয়, বিভ্রান্তিকর ANSWERS, distracted (2)
11 Mind উত্তর দেয়, চাতুরীদ্বারা এড়িয়ে যায় এমন ছলনাপূর্ণ ANSWERS, evasively (1)
12 Mind উত্তর দেয়, বিচার বুদ্ধিহীন ANSWERS, foolish (3)
13 Mind উত্তর দেয়, দ্রুত ANSWERS, hastily (12)
14 Mind উত্তর দেয়, দ্বিধাগ্রস্ত ANSWERS, hesitating (2)
15 Mind উত্তর দেয়, কল্পিত প্রশ্নের ANSWERS, imaginary questions (6)
16 Mind উত্তর দেয়, অসম্পূর্ণ ANSWERS, imperfect (2)
17 Mind উত্তর দেয়, অভদ্র ANSWERS, impolite (1)
18 Mind উত্তর দেয়, অসংগত বা অনুপযুক্ত ANSWERS, inappropriate (2)
19 Mind উত্তর দেয়, অসংলগ্নভাবে ANSWERS, incoherently (12)
20 Mind উত্তর দেয়, ভুল ANSWERS, incorrectly (14)
21 Mind উত্তর দেয়, উদাসীন হয়ে ANSWERS, indifferent (1)
22 Mind উত্তর দেয়, অপ্রাসঙ্গিক ANSWERS, irrelevantly (11)
23 Mind উত্তর দেয়, মনোসিলেবলে ANSWERS, monosyllable (18)
24 Mind উত্তর দেয়া, প্রত্যেক প্রশ্নের উত্তরে না বলে ANSWERS, “no” to all questions (4)
25 Mind উত্তর দেয়া, মাথা নাড়িয়ে ANSWERS, nods, by (1)
26 Mind উত্তর দেয়, আক্রমণাত্মক ANSWERS, offensive (1)
27 Mind উত্তর দেয়া, প্রত্যেক প্রশ্নের উত্তরে সম্ভবত বলে ANSWERS, “perhaps” to all questions (1)
28 Mind উত্তর দেয়ার পূর্বে প্রশ্নটি প্রথমে বলে নেয় ANSWERS, question, repeats first (7)
29 Mind উত্তর দেয়া, যখন প্রশ্ন করা হয় তখন কি উত্তর দিবে তা জানেনা ANSWERS, questioned, when, does not know what to answer (1)
30 Mind উত্তর দেয়, প্রশ্ন থেকে ANSWERS, questions, in (1)
31 Mind উত্তর দেয়, দ্রুত ANSWERS, rapidly (4)
32 Mind উত্তর দেয়া, অনেক সময় ধরে পর্যালোচনা করে ANSWERS, reflects long (10)
33 Mind উত্তর দেয়া, প্রত্যাখ্যান করে ANSWERS, refuses to (33)
34 Mind উত্তর দেয়, হাত দ্বারা সংকেত দিয়ে ANSWERS, signs with hands, by (1)
35 Mind উত্তর দেয়া, ঘুমানোর সময় ANSWERS, sleep, during (1)
36 Mind উত্তর দেয়া, একসঙ্গে ঘুমায় এমন ব্যক্তির প্রশ্নের উত্তর দেয়, অতঃপর মনস্তাপ ANSWERS, sleeps at once, anguish then (2)
37 Mind উত্তর দেয়া, ধীরগতিতে ANSWERS, slowly (34)
38 Mind উত্তর দেয়, খিটখিটে ANSWERS, snappishly (3)
39 Mind উত্তর দেয়া, বিষয়টি এখনও কেউ জানে না এমন বাক্য দ্বারা ANSWERS, spoken to, when, yet knows no one (1)
40 Mind উত্তর দেয়ার পরে পুনরায় নির্বাক হয়ে যায় ANSWERS, stupor returns quickly after (9)
41 Mind উত্তর দিতে অক্ষম ANSWERS, unable to answer (3)
42 Mind উত্তর দেয়, চেতনাশূন্য যেন ANSWERS, unconscious, as if (3)
43 Mind উত্তর দেয়, অবোধগম্যভাবে ANSWERS, unintelligibly (6)
44 Mind উত্তর দেয়, অসন্তোষজনক ANSWERS, unsatisfactory (1)
45 Mind উত্তর দেয়, অস্পষ্টভাবে ANSWERS, vaguely (2)

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *