ডেইলি স্টাডি অব হোমিওপ্যাথি | পাঠ – ২৪ | Daily Study of Homeopathy

পাঠ -২৪

অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)

২৪. রোগ ও আরোগ্য
এফোরিজম ৭৫: অ্যান্টিপ্যাথিক ঔষধের ক্ষতিকর প্রভাবে আক্রান্ত চিররোগ সর্বাপেক্ষা অসাধ্য।
এফোরিজম ৭৬: জীবনীশক্তির যদি যথেষ্ট পরিমাণে শক্তি থাকে তবেই অ্যান্টিপ্যাথিক ঔষধের ক্ষতিকর প্রভাবের ক্ষতিপূরণ সম্ভব এবং তাও সময় সাপেক্ষ।
এফোরিজম ৭৭: অযথা নামের চিররোগসমূহ।
এফোরিজম ৭৮: চিররোগবীজ হতে প্রকৃত চিররোগসমূহ উৎপন্ন হয়।
এফোরিজম ৭৯: সিফিলিস ও সাইকোসিস সম্পর্কিত আলোচনা।
এফোরিজম ৮০, ৮১: সোরা সকল প্রকৃত চিররোগসমূহের প্রসূতি।
এফোরিজম ৮২: সোরা ঘটিত চিররোগের ঔষধ নির্বাচন প্রক্রিয়া।

 

মেটেরিয়া মেডিকা (মূল কথা)

139 KALI BICHROMICUM [Kali-bi]
Kali-bi নিয়মানুবর্তী, প্রথা অনুসারী ও অনুগামী ব্যাক্তি।
Kali-bi রাত ২ থেকে ৫ টা পর্যন্ত বৃদ্ধি।
Kali-bi আঠালো শ্লেষ্মা তা টানলে রাবারের মত লম্বা হয়, যত একুইট তত হলুদ ও যত ক্রনিক তত সাদা।
Kali-bi স্পটের মত সামান্য পরিমান স্থানে ব্যথা।
Kali-bi পর্যায়শীল বেদনা- যখন বাতের ব্যথা থাকে তখন পাকস্থলির গোলযোগ বা আমাশয় থাকে না আবার পাকস্থলির গোলযোগ বা আমাশয় থাকলে তখন বাতের ব্যথা থাকে না।
Kali-bi নাকের ভিতর মামড়ির মত শক্ত শ্লেষ্মা জমে অথবা ঢেলার মত হয়ে নাসিকা বন্ধ হয়ে যায়। নাকের হাড়ে ক্ষত হয়।
Kali-bi জিহ্বার গোড়ার দিকে অথবা নাকের ভিতর চুল আছে এরুপ অনুভূতি।
140 KALI BROMATUM [Kali-br]
Kali-br স্নায়বিক, অস্থির, বিচলিত এবং হাত ও আঙ্গুল সর্বদা ব্যস্ত থাকে।
Kali-br স্মৃতিশক্তি লোপ, মস্তিষ্ক অসাড় অনুভূতি, কি বলবে তা মনে করতে পারেনা, শব্দ বলতে পারে কিন্তু সম্পূর্ণ কথা বলতে পারেনা।
Kali-br নৈতিক বিষয়ে অবনতি ঘটেছে এরুপ ধারনা।
Kali-br অত্যধিক যৌন চাহিদা, ঋতুস্রাবের সময় বৃদ্ধি, প্রসব পরবর্তি সময়ে কামউম্মাদনা।
141 KALI CARBONICUM [Kali-c]
Kali-c পিঠ ব্যথার সহিত ঘর্ম ও দুর্বলতা, বুদ্ধিবৃত্তি, মাংসপেশি, হ্রদপিন্ড, পিঠ ও হাতের দুর্বলতা।
Kali-c চোখের পাতা ও ভ্রুর মাঝামাঝি স্থানে থলের মত ফোলা।
Kali-c স্পর্শ সহ্য করতে পারেনা, বিশেষত পায়ের নিচে সামান্ন স্পর্শে চমকে ওঠে, শরীরের ভীতর সূচ ফোটানো ব্যথা।
Kali-c ভয় পেলে পেটে অসস্তি অনুভূতি, এত ভয় যে একা থাকতে পারে না।
Kali-c রতিক্রিয়ার পর সমস্ত রোগের বৃদ্ধি।
Kali-c শেষ রাতে (২ টা হতে ৪ টা প্রর্যন্ত) সমস্ত রোগের বৃদ্ধি।
Kali-c নাড়ী অনিয়মিত, দ্রুতগতিবিশিষ্ট অথবা অত্যন্ত দুর্বল।
142 KALI PHOSPHORICUM [Kali-p]
Kali-p সামান্য পরিশ্রমকে অনেক ভারী বা কঠিন মনে হয়।
Kali-p স্নায়বিক দূর্বলতা জনিত ভয়, লোকজনের সাথে দেখা করতে অনিচ্ছা, খিটখিটে মেজাজ, সহজে ভয় পেয়ে চমকে ওঠে, শিশুরা নিদ্রার মধ্যে ভয় পেয়ে তীব্র চিৎকার করে জেগে উঠে।
Kali-p শ্বাস – প্রশ্বাসে দুর্গন্ধ, জিহ্বায় সরিষা বাটার মত হলদে ময়লা।
Kali-p প্রচুর পরিমাণে সোনালী হলদে বর্ণের স্রাব ও প্রস্রাব হয়।
Kali-p ঋতুস্রাবের পরে তীব্র যৌন আকাঙ্ক্ষা।
Kali-p মাথাঘোরার সহিত মাথার পিছনে ব্যথা।
143 KALI SULPHURICUM [Kali-s]
Kali-s সর্বদা খিটখিটে, সর্বদা ক্ষুধার্ত, সর্বদা কোষ্টকাঠিন্য।
Kali-s প্রদাহের তৃতীয় স্তরে কার্যকরী, প্রচুর পরিমানে খোলসের মত পাতলা চামড়া উঠে।
Kali-s হলদে পিচ্ছিল জিহ্বা ও অনুরূপ শরীর নির্গত স্রাব।
Kali-s তীর বা গুলি বিদ্ধ হওয়ার মত ও সুচ ফোটানোর মত ব্যথা, শরীরের এক স্থান হতে অন্য স্থানে চলে বেড়ায়।
Kali-s গরম ঘরে বৃদ্ধি, খোলা বাতাসে রোগের উপশম, প্রচুর ঘর্ম।
144 KALMIA LATIFOLIA [Kalm]
Kalm হেলান দিলে বা চিত হয়ে শয়ন করলে সৃতিশক্তি ও মানসিক দক্ষতার উন্নতি হয়।
Kalm স্নায়ুশূলের, আক্রমনের সময় বা পরে আক্রান্ত স্থানটি অসাড় হয়।
Kalm ব্যথা চলে বেড়ায়, ব্যথা সাধারনত উপরের দিক হতে নীচের দিকে নামে, ব্যথার সহিত অসাড়তা, কখন কখন ব্যথা ঘার হতে মাথা ও মুখমন্ডলে বিস্তৃত হয়, চলাফেরা করলে ব্যথা বৃদ্ধি।
Kalm নড়লে চড়লে মাথা ঘোরে।
Kalm অল্প পরিশ্রম করলেই শ্বাসকষ্ট হয় (হ্রদরোগজনিত)।

Mind অধ্যায়ের ৩০১ থেকে ৩৫০ পর্যন্ত মূল রুব্রিক:

301 Delusions সে যেন পাগল হয়ে যাবে INSANE, that she will become (28)
302 Delusions পোকামাকড় দেখে INSECTS, sees (13)
303 Delusions অপমানিত হয়েছেন এমনটি মনে করে INSULTED, thinks he is (12)
304 Delusions অপমান করার সহিত INSULTING, with (1)
305 Delusions আয়োডিনের ধোঁয়ার বিভ্রম IODINE, illusions of fumes of (1)
306 Delusions দূরে কোথাও দ্বীপ আছে ISLAND, is on a distant (1)
307 Delusions হিংসার সহিত JEALOUSY, with (3)
308 Delusions জেলির তৈরি যেন JELLY, as made of (1)
309 Delusions সে ভ্রমণ করছে JOURNEY, that he is on a (12)
310 Delusions নিজেকে যাদুকর মনে করে JUGGLER, thinks himself a (1)
311 Delusions সমস্ত রকমের জিনিস পত্র তার সামনে দিয়ে লাফিয়ে লাফিয়ে চলে JUMPED, up on the ground before her, all sorts of things (2)
312 Delusions হাঁটুতে ভর করে যেন হাঁটছে KNEES, that he walks on (2)
313 Delusions তিনি অসীম জ্ঞানে আবিষ্ট KNOWLEDGE, thought he possessed infinite (1)
314 Delusions তার প্রসব বেদনা হয়েছে এমনটি বলে বা মনে করে LABOR, pretends to be in, or thinks she has pains (1)
315 Delusions বড় LARGE (0)
316 Delusions লম্পট LASCIVIOUS (7)
317 Delusions তাকে উপহাস করা হচ্ছে এমনটি ভাবে LAUGHED, at, imagines she is (5)
318 Delusions হাঁসির সহিত LAUGHTER, with (4)
319 Delusions একটি মামলায় জড়িত করা হয়েছে LAWSUIT, being engaged in a (1)
320 Delusions পা একটি পূর্ণ টিনের বাক্স তার সহিত লাঠি যুক্ত সিঁড়ি LEG, tin case filled with stair rods, is (1)
321 Delusions পা LEGS (0)
322 Delusions সবাই ভাবে, সে মিথ্যা বলেছে LIE, thinks all she said is a (1)
323 Delusions জন্ম থেকে জন্মান্তর হয়েছে LIFE, careering from life to life (1)
324 Delusions উপরে উঠছে এমন অনুভূতি যেন LIFTED up, sensation as if (3)
325 Delusions আলো LIGHT (0)
326 Delusions অঙ্গপ্রত্যঙ্গ LIMBS (0)
327 Delusions নিচের ঠোঁট ফোলে গেছে LIP, lower is swollen (1)
328 Delusions মনে হয় পারস্পরিক সম্পর্ক বজায় নেই LIVING, under ordinary relations, thinks is not (1)
329 Delusions নিজকে ভ্রমণ সহায়ক যন্ত্র মনে করে LOCOMOTIVE, imagines himself to be (1)
330 Delusions বস্তু সমূহ দীর্ঘতম মনে হয় LONGER, things seem (7)
331 Delusions তাকে হেয় বা উপেক্ষা করা হয়েছে LOOKED, down upon, that she is (1)
332 Delusions প্রত্যেকেই তাকে লক্ষ্য করছে LOOKING, at her, that everyone is (7)
333 Delusions নিজেকে হারিয়েছে এমন কল্পনা করে LOST, fancies herself (5)
334 Delusions নিজেকে নিচে বা তলদেশে মনে হয় LOW down, things beneath him seem (2)
335 Delusions হাস্যকর LUDICROUS (5)
336 Delusions তার নিকটে অন্যকেউ শুয়ে আছে এমনটা ভাবে LYING, near him, fancies some one is (1)
337 Delusions সে মেশিনের মত কাজ করছে এমনটি ভাবে MACHINE, thinks he is working a (1)
338 Delusions আধ্যাত্মিক ভাবে ব্যাপক ও ধ্বংস কর প্রভাব বহন করছে MAELSTROM, seemed carried down a psychical (1)
339 Delusions একজন যাদুকর MAGICIAN, is a (1)
340 Delusions মানুষ MAN (0)
341 Delusions একজন চীনা বন্ধু ভুল করেছে MANDARIN, mistook friend for a (1)
342 Delusions সে যেন মার্বেল নির্মিত মূর্তি ছিল MARBLE, statue, felt as if he were (1)
343 Delusions অবশ্যই বিবাহ বিচ্ছেদ করতে হবে MARRIAGE, must dissolve (1)
344 Delusions বিবাহিত MARRIED (0)
345 Delusions মুখোশ দেখে MASKS, sees (3)
346 Delusions মনমরা ভাব MELANCHOLY (6)
347 Delusions গলে যাচ্ছে এমন অনুভূতি, অবস্থান পরিবর্তন করলে আরো খারাপ হয়, হেলান দিলে তুলনামূলক ভালো বোধ করে MELTING, away, sensation of, worse from change, better in recumbent position (1)
348 Delusions অনুপস্থিত আধ্যাত্মিক ব্যক্তি দ্বারা সম্মোহিত হয়েছে MESMERIZED, that she is, by her absent pastor (1)
349 Delusions ইঁদুর দেখে MICE, sees (12)
350 Delusions দেহ হতে মন বিচ্ছিন্ন MIND, and body separated (3)

Headach অধ্যায়ের ৩৫৮ টি মূল রুব্রিক:

1 Headache অবিরাম বেদনা, মাথায় ACHING, pain (0)
2 Headache টক খাওয়ার ফলে মাথা ব্যথা ACIDS, from (4)
3 Headache বিকেলে মাথা ব্যথা AFTERNOON (132)
4 Headache ঠাণ্ডা বাতাসে মাথা ব্যথা air, cold (3)
5 Headache ঠাণ্ডা বাতাসের ফলে মাথা ব্যথা AIR, cold, from (47)
6 Headache এলকোহল সুরাযুক্ত কড়া মদ পান করার ফলে মাথা ব্যথা ALCOHOL, spirituous liquors, from (50)
7 Headache পর্যায়ক্রমে আগত মাথা ব্যথা ALTERNATING, with (0)
8 Headache উচ্চতর স্থানে মাথা ব্যথা ALTITUDES, in high (1)
9 Headache রক্তাল্পতাগ্রস্ত ব্যক্তির মাথা ব্যথা ANEMIC (10)
10 Headache রাগ হলে মাথা ব্যথা ANGER, from (22)
11 Headache দুশ্চিন্তার সহিত মাথা ব্যথা ANXIETY, with (4)
12 Headache ধমনী সংক্রান্ত উত্তেজনা, টানবোধের সহিত মাথা ব্যথা ARTERIAL excitement, tension, with (9)
13 Headache সিঁড়ি দিয়ে উপরে উঠলে মাথা ব্যথা ASCENDING, steps, on (44)
14 Headache গভীরভাবে মনোযোগে মাথা ব্যথা ATTENTION, from too eager (4)
15 Headache শরৎকালে মাথা ব্যথা বৃদ্ধি AUTUMN agg. (2)
16 Headache জেগে থাকতে চেষ্টা করার সময় মাথা ব্যথা AWAKE, when trying to keep (1)
17 Headache পিঠে বেদনা, মাথা ব্যথার সহিত BACK, pain in, headaches, with (18)
18 Headache বলের মত কিছু দিয়ে যেন আঘাত করছে খুলিতে, হাটতে শুরু করার সময় BALL, were beating against the skull on beginning to walk, as if (1)
19 Headache পটি জড়ালে BANDAGING (0)
20 Headache গোসল করার পরে মাথা ব্যথা BATHING, after (11)
21 Headache বিছানায় শুতে গেলে মাথা ব্যথা BED, on going to (10)
22 Headache গরুর গোস্ত খাওয়ার পরে মাথা ব্যথা BEEF, after (1)
23 Headache বিয়ার খাওয়ার ফলে মাথা ব্যথা BEER, from (12)
24 Headache ঢেঁকুর-উদ্গারে মাথা ব্যথার উপশম BELCHING, amel. (9)
25 Headache পিছনদিকে মাথা বাঁকালে ব্যথা BENDING, head, backward, while (31)
26 Headache পিত্তরস প্রধান (খিটখিটে মেজাজবিশিষ্ট) ব্যক্তির মাথা ব্যথা BILIOUS (21)
27 Headache দাঁতে কাটার মত বেদনা মাথায় BITING, pain (13)
28 Headache দৃষ্টি আচ্ছন্নকারী মাথা ব্যথা BLINDING (19)
29 Headache অন্ধত্ব মাথা ব্যথার সহিত BLINDNESS (21)
30 Headache নাক ঝাড়লে মাথা ব্যথা বৃদ্ধি BLOWING, nose agg (14)
31 Headache নৌকাতে আরোহণ করলে মাথা ব্যথা BOAT, from riding in a (5)
32 Headache মাথার হাড়ে বা অস্থিতে ব্যথা BONES, in (43)
33 Headache ছিদ্র করার মত বেদনা মাথায় BORING (96)
34 Headache রুটি খাওয়ার ফলে মাথা ব্যথা BREAD, from eating (2)
35 Headache নাস্তা করার পরে মাথা ব্যথা BREAKFAST, after (19)
36 Headache শ্বাসক্রিয়া চেপে রাখার সময় মাথা ব্যথা BREATH, holding, when (1)
37 Headache গভীরভাবে শ্বাস নিলে মাথা ব্যথা BREATHING, deeply, on (5)
38 Headache উজ্জ্বল বস্তু দেখলে মাথা ব্যথা বৃদ্ধি BRIGHT objects, agg. (5)
39 Headache থেঁতলানোর মত অনুভূতি মস্তকত্বকে, তার সহিত মাথা ব্যথা BRUISED, feeling, scalp, with headaches (4)
40 Headache জ্বালাকর মাথা ব্যথা BURNING (105)
41 Headache গর্ত করার মত বেদনা মাথায় BURROWING, pain (19)
42 Headache ফেটে যাওয়ার মত মাথা ব্যথা BURSTING (107)
43 Headache ব্যবসায়ী ব্যক্তির মাথা ব্যথা BUSINESS people, in (4)
44 Headache চকলেট খাওয়ার পরে মাথা ব্যথা CANDY, after (2)
45 Headache সর্দি প্রবণ ব্যক্তির মাথা ব্যথা CATARRHAL (0)
46 Headache তাপমাত্রা পরিবর্তন হলে মাথা ব্যথা CHANGES in, temperature (1)
47 Headache চিবানোর সময় মাথা ব্যথা CHEWING, while (11)
48 Headache শীত লাগার সময় মাথা ব্যথা CHILL, during (82)
49 Headache শীত শীত ভাবের সহিত মাথা ব্যথা CHILLINESS, with (7)
50 Headache কোরিয়া রোগগ্রস্থ ব্যক্তির মাথা ব্যথা CHOREIC, persons, in (1)
51 Headache পুরাতন মাথা ব্যথা CHRONIC (28)
52 Headache আটকানো একসাথে CLAMPED together (3)
53 Headache চোখ বন্ধ করে রেখেছে যেন কোনো কিছু দিয়ে, মাথা ব্যথার সময় এমন অনুভূতি CLOSED, eyes, as if something (2)
54 Headache চোখ বন্ধকরলে মাথা ব্যথা CLOSING, eyes, on (21)
55 Headache ঘাড়ে বস্ত্র রাখলে মাথা ব্যথা বৃদ্ধি CLOTHING, about the neck agg (6)
56 Headache মেঘলা আবহাওয়ায় মাথা ব্যথা CLOUDY, weather, in (11)
57 Headache কফি পান করার ফলে মাথা ব্যথা COFFEE, from (26)
58 Headache ঠাণ্ডা প্রয়োগে মাথা ব্যথার উপশম COLD, amel. in general (12)
59 Headache শূলবেদনার সহিত মাথা ব্যথা COLIC, with (4)
60 Headache চুল আঁচড়ালে মাথা ব্যথা COMBING, the hair (13)
61 Headache মাথার শীর্ষদেশটি খসে পড়বে এমন মনে হয়, বেদনার চোটে COME OFF, as if, top of head would (12)
62 Headache লোকসঙ্গ অথবা মানুষের ভিড়ে মাথা ব্যথা COMPANY, or crowd, while in (4)
63 Headache প্রচণ্ড ধাক্কা লাগার ফলে মাথা ব্যথা CONCUSSION, from (0)
64 Headache মানসিক ভারসাম্য গুলিয়ে ফেলার সহিত মাথা ব্যথা CONFUSION, mental, with (10)
65 Headache মাথায় রক্তাধিক্য বেদনা যেন CONGESTION, pain, as from (2)
66 Headache রক্তসঞ্চয়জনিত মাথা ব্যথা CONGESTIVE (24)
67 Headache অবিরত অব্যাহত মাথা ব্যথা CONSTANT, continued (24)
68 Headache কোষ্ঠকাঠিন্য অবস্থায় মাথা ব্যথা CONSTIPATED, while (31)
69 Headache সঙ্কুচিত বেদনা মাথায় CONTRACTING, pain (10)
70 Headache সত্যতা অস্বীকার করার পরে মাথা ব্যথা CONTRAD-BRICTION, after (9)
71 Headache তামা অপব্যবহারের ফলে মাথা ব্যথা COPPER, abuse of (2)
72 Headache ক্ষয়কারক বেদনা মাথায় CORROSIVE, pain (1)
73 Headache সর্দির সহিত মাথা ব্যথা CORYZA, with (83)
74 Headache কাশি দিলে মাথা ব্যথা COUGHING, on (102)
75 Headache খিলধরার মত (অবশ কর) মাথা ব্যথা CRAMPING, pain (37)
76 Headache নিষ্পিষ্ট প্রকৃতির মাথা ব্যথা CRUSHED (48)
77 Headache চিৎকার করে কান্না করে মাথা ব্যথার কারণে CRY OUT, pains compel one to (17)
78 Headache কান্না চেপে রাখার ফলে মাথা ব্যথা CRYING, from suppressing (3)
79 Headache চুল কাটার পরে মাথা ব্যথা CUTTING, hair, after (6)
80 Headache স্যাঁতসেঁতে বাড়িতে বসবাস করার ফলে মাথা ব্যথা DAMP, houses, living in, from (11)
81 Headache নৃত্য করলে মাথা ব্যথা DANCING (1)
82 Headache চোখের সামনে কালচে দাগ দেখার সহিত মাথা ব্যথা DARK spots, before eyes, with (1)
83 Headache অন্ধকারময়তায় মাথা ব্যথা বৃদ্ধি DARKNESS, agg. (6)
84 Headache দিবাভাগে মাথা ব্যথা DAYTIME (32)
85 Headache বধিরতার সহিত মাথা ব্যথা DEAFNESS, with (2)
86 Headache পানি শূন্যতা জৈব তরল পদার্থ ক্ষয় হয়ে মাথা ব্যথা DEHYDRATION, from loss of fluids (20)
87 Headache প্রলাপ বকার সহিত মাথা ব্যথা DELIRIUM, with (7)
88 Headache দন্তোদ্গমের সময় মাথা ব্যথা DENTITION, during (14)
89 Headache নিচের দিকে নামার সময় মাথা ব্যথা DESCENDING, on (5)
90 Headache ডায়রিয়ার সহিত মাথা ব্যথা DIARRHEA, with (16)
91 Headache ডিনারের পরে মাথা ব্যথা DINNER, after (34)
92 Headache কুকুরে কামড়ানোর পরে মাথা ব্যথা DOGS, after bites of (2)
93 Headache টেনে ধরার মত বেদনা মাথায় DRAWING (111)
94 Headache অপ্রীতিকর স্বপ্ন দেখার পরে মাথা ব্যথা DREAMS, after unpleasant (2)
95 Headache পানি পান করার ফলে মাথা ব্যথা DRINKING, from (8)
96 Headache তন্দ্রাচ্ছন্নভাবের সহিত মাথা ব্যথা DROWSINESS, with (9)
97 Headache ঔষধ অপব্যবহারের পরে মাথা ব্যথা DRUGS, after abuse of (15)
98 Headache নিস্তেজ বেদনা মাথায় DULL, pain (102)
99 Headache খাবার খাওয়ার সময় মাথা ব্যথা EATING, while (32)
100 Headache বৃদ্ধ মানুষের মাথা ব্যথা ELDERLY, people, of (4)
101 Headache শুক্রপাতের পরে মাথা ব্যথা EMISSIONS, after (2)
102 Headache মানসিক বিশৃঙ্খলা হতে মাথা ব্যথা EMOTIONAL disturbances, from (17)
103 Headache পাকস্থলীতে খালি খালি বোধের সহিত মাথা ব্যথা EMPTY feeling in stomach, with (3)
104 Headache মৃগীরোগে আক্রান্ত হওয়ার পরে মাথা ব্যথা EPILEPTIC attacks, after (6)
105 Headache ক্ষয়শীল বেদনা মাথায় EROSIVE, pain (2)
106 Headache উদ্ভেদ চাপাপরে মাথা ব্যথা ERUPTIONS, suppressed (10)
107 Headache সন্ধ্যায় মাথা ব্যথা EVENING (153)
108 Headache মানসিক উত্তেজনার পরে মাথা ব্যথা EXCITEMENT, emotional, after (41)
109 Headache দৈহিক পরিশ্রমে মাথা ব্যথা বৃদ্ধি EXERTION, of body, agg. (34)
110 Headache নির্জীবতা শক্তিহীনতার সহিত মাথা ব্যথা EXHAUSTION, asthenia, with (13)
111 Headache বিস্তৃত হয় মাথা ব্যথা EXTENDING to (0)
112 Headache চোখের ভ্রু যেন চাপছে, মাথা ব্যথার সহিত EYEBROWS, as if pressing down (1)
113 Headache চোখ যেন বেরহয়ে আসবে, মাথা ব্যথার সময় EYES, as would be forced out (1)
114 Headache চোখের ক্লান্তির ফলে মাথা ব্যথা EYESTRAIN, headaches, from (39)
115 Headache মুখমণ্ডল হতে উত্তাপ বিচ্ছুরিত হয়, মাথা ব্যথার সহিত FACE, flushed, hot (14)
116 Headache মুর্ছাকল্পতার পরে মাথা ব্যথা FAINTING, after (1)
117 Headache মুর্ছাকল্পতার সহিত মাথা ব্যথা FAINTNESS, with (16)
118 Headache পড়ে যাওয়ার পরে মাথা ব্যথা FALL, after a (7)
119 Headache উপবাস করার ফলে মাথা ব্যথা FASTING, from (19)
120 Headache চর্বিময় খাবার খাওয়ার ফলে মাথা ব্যথা FATTY food, from (10)
121 Headache জ্বরের সহিত মাথা ব্যথা FEVER, with (70)
122 Headache পেটফাঁপার সহিত মাথা ব্যথা FLATULENCE, with (6)
123 Headache অধোবায়ু নির্গমনে মাথা ব্যথার উপশম FLATUS, emission of, amel. (3)
124 Headache পদক্ষেপের সময় মাথা ব্যথা FOOTSTEPS (3)
125 Headache কপাল ব্যথা FOREHEAD, headaches, general (251)
126 Headache মাথায় যেন বহিরাগত বস্তু রয়েছে এমন অনুভূতির সহিত মাথা ব্যথা FOREIGN body, as if (3)
127 Headache পূর্বাহ্ণে মাথা ব্যথা FORENOON (55)
128 Headache সুড়সুড়কর বেদনা কপালে FORMICATING, pain, forehead (1)
129 Headache ভয় পাওয়ার পরে মাথা ব্যথা FRIGHT, after (15)
130 Headache ভ্রূকুটি বা কপাল কুঁচকায় মাথা ব্যথার ফলে FROWNING, from (3)
131 Headache পাকস্থলীর বেদনার অনুবর্তী অথবা পরবর্তী মাথা ব্যথা GASTRALGIA, attending or following (1)
132 Headache পাকস্থলীসংক্রান্ত মাথা ব্যথা GASTRIC, headaches (75)
133 Headache চিবানোর মত বেদনা, মাথায় GNAWING, pain (11)
134 Headache গেঁটে বাতগ্রস্ত ব্যক্তির মাথা ব্যথা GOUTY (3)
135 Headache হাত দিয়ে চেপে ধরা বা খাবি খাওয়া বেদনা, মাথায় GRASPING, pain (7)
136 Headache দুঃখ শোকের ফলে মাথা ব্যথা GRIEF, from (9)
137 Headache পিষণ করার ন্যায় বেদনা, মাথায় GRINDING, pain (4)
138 Headache আকড়েধরার মত বেদনা, মাথায় GRIPING, pain (5)
139 Headache চুল কাটার পরে মাথা ব্যথা HAIR, cutting, after (6)
140 Headache হাতুড়ি মারার মত বেদনা, মাথায় HAMMERING, pain (41)
141 Headache পা নিম্ন দিকে ঝুলিয়ে রাখলে মাথা ব্যথা HANG down, letting feet (1)
142 Headache টুপির চাপ লেগে মাথা ব্যথা HAT, from pressure of (29)
143 Headache গলা খোকারি দিলে মাথা ব্যথা বৃদ্ধি HAWKING, agg. (1)
144 Headache মাথা বেদনা সাধারণ HEADACHES, head pain, general (261)
145 Headache মনের কঠিন কাজের সহিত HEART’S, action labored, with (1)
146 Headache উত্তাপে মাথা ব্যথার উপশম HEAT, amel. (34)
147 Headache উত্তপ্ত হওয়ার ফলে মাথা ব্যথা HEATED, from becoming (45)
148 Headache মাত্রাতিরিক্ত রক্তক্ষরণ অথবা জৈব পদার্থের ক্ষয় হেতু মাথা ব্যথা HEMORRHAGE, excesses or vital losses (5)
149 Headache অর্শের সহিত HEMORRHOIDS (2)
150 Headache উচ্চতর স্থানে মাথা ব্যথা HIGH, altitudes, in (1)
151 Headache মাথা চেপে ধরতে বাধ্য হয়, ব্যথার সময় HOLD must, head (1)
152 Headache মাথার নিকটে নিয়ে হাত হাত চেপেধরলে মাথা ব্যথার উপশম HOLDING, hands near head amel. (4)
153 Headache গরম পানীয় পানে মাথা ব্যথা বৃদ্ধি HOT, drinks agg (4)
154 Headache অপমানিত হওয়ার ফলে মাথা ব্যথা HUMILIATION, from (7)
155 Headache গুণগুণ শব্দকর মাথা ব্যথা HUMMING, pain (5)
156 Headache ক্ষুধা লাগলে মাথা ব্যথা HUNGER, with (7)
157 Headache হিস্টিরিয়া গ্রস্ত ব্যক্তির মাথা ব্যথা HYSTERICAL, headache (40)
158 Headache আইসক্রিম খাওয়ার পরে মাথা ব্যথা ICE cream, after (2)
159 Headache বৃদ্ধি ধীরে ধীরে INCREASING, gradually (8)
160 Headache ইনফ্লুয়েঞ্জার সহিত মাথা ব্যথা INFLUENZA, with (7)
161 Headache যান্ত্রিক আঘাত লাগার পরে মাথা ব্যথা INJURIES, mechanical, after (23)
162 Headache শ্বাসগ্রহণের সময় মাথা ব্যথা INSPIRATION, during an (4)
163 Headache থেমে-থেমে হওয়া মাথা ব্যথা INTERMITTENT pains (26)
164 Headache মাতলামির পরে মাথা ব্যথা INTOXICATION, after (14)
165 Headache লোহা অপব্যবহারের ফলে মাথা ব্যথা IRON, from abuse of (3)
166 Headache ইস্ত্রি করার ফলে মাথা ব্যথা IRONING, from (2)
167 Headache চুলকানি বেদনা মাথায় ITCHING, pain (3)
168 Headache যেকোনো ঝাঁকুনি লাগলে মাথা ব্যথা JAR, from any (55)
169 Headache ঝাঁকি দিয়ে উঠা বেদনা মাথায় JERKING, pain (68)
170 Headache অতিরিক্ত আনন্দ হতে মাথা ব্যথা JOY, from excessive (6)
171 Headache ব্যথার কারণে মাথা নিচের দিকে নামে LAIN, with head to low, as if (1)
172 Headache বল্লম দ্বারা বিদ্ধ করার মত বেদনা মাথায় LANCINATING, pain (25)
173 Headache হাসি দিলে মাথা ব্যথা LAUGHING, from (11)
174 Headache হেলান দেয়া অবস্থায় মাথা ব্যথা LEANING, against something, while (4)
175 Headache বাম পার্শ্বিক মাথা ব্যথা LEFT, sided headaches (96)
176 Headache লেবুর শরবত খাওয়ার ফলে মাথা ব্যথা LEMONADE, from (1)
177 Headache শুয়ে থাকতে বাধ্য হয় মাথা ব্যথার সময় LIE down, must (49)
178 Headache কিছু উঠালে মাথা ব্যথা LIFTING, from (15)
179 Headache আলোতে মাথা ব্যথা বৃদ্ধি LIGHT, agg. in general (56)
180 Headache অঙ্গপ্রত্যঙ্গ ক্রস করলে মাথা ব্যথা বৃদ্ধি LIMBS crossing, agg. (1)
181 Headache পড়াশোনা ও কথা বার্তার আওয়াজ শুনলে মাথা ব্যথা LISTENING, to reading and talking (1)
182 Headache কলিজার বিশৃঙ্খলার সহিত মাথা ব্যথা LIVER derangements, with (8)
183 Headache তাকিয়ে থাকলে মাথা ব্যথা LOOKING (0)
184 Headache শয়ন করার সময় মাথা ব্যথা LYING, while (72)
185 Headache উন্মাদক বেদনা মাথায় MADDENING, pains (28)
186 Headache ম্যালেরিয়া জ্বরের সময় মাথা ব্যথা MALARIA, in (9)
187 Headache হাম রোগের পরে মাথা ব্যথা MEASLES, after (8)
188 Headache মাংস খাওয়ার পরে মাথা ব্যথা MEAT, after (3)
189 Headache ঋতুলোপকালে মাথা ব্যথা MENOPAUSE, during (18)
190 Headache ঋতুস্রাবের সময় মাথা ব্যথা MENSES, during (90)
191 Headache মানসিক পরিশ্রমের ফলে মাথা ব্যথা MENTAL, exertion (0)
192 Headache পারদ সেবন করার ফলে মাথা ব্যথা MERCURY, from (20)
193 Headache ধাতব পদার্থ অপব্যবহারের ফলে মাথা ব্যথা METALLIC substances, from abuse of (2)
194 Headache মাইগ্রেন ব্যথা MIGRAINE, headaches (59)
195 Headache দুধ পান করার পরে মাথা ব্যথা MILK, after drinking (3)
196 Headache সকালে মাথা ব্যথা MORNING, headaches (157)
197 Headache নড়াচড়ায় মাথা ব্যথা বৃদ্ধি MOTION, agg. (138)
198 Headache মাথা নড়াচড়া করলে ব্যথা MOVING, head, on (83)
199 Headache পেশীতে তীব্র স্পর্শকাতর বেদনার সহিত মাথা ব্যথা MUSCULAR soreness, with (2)
200 Headache মিউজিক শ্রবণ করার ফলে মাথা ব্যথা MUSIC, from (10)
201 Headache নখে বেদনার অনুভূতি মাথা ব্যথার ফলে NAIL, pain, sensation, as if from a (24)
202 Headache নিদ্রাকারক ঔষধ অপব্যবহারের পরে মাথা ব্যথা NARCOTICS, after abuse of (15)
203 Headache বমিভাব অবস্থায় মাথা ব্যথা NAUSEA, during (118)
204 Headache ঘাড় বেদনার সহিত মাথা ব্যথা NECK, pain in, with headaches (66)
205 Headache স্নায়বিক মাথা ব্যথা NERVOUS (76)
206 Headache স্নায়ুশূল প্রকৃতির মাথা ব্যথা NEURALGIC, pains (24)
207 Headache দু:খদায়ক সংবাদ শ্রবণের পরে মাথা ব্যথা NEWS, depressing or sad, after (7)
208 Headache রাতে মাথা ব্যথা NIGHT (111)
209 Headache নিদ্রালুতার মত মাথা ঝোঁকায় ব্যথার সময় NODDING, the head, on (3)
210 Headache গোলমাল, শব্দের ফলে মাথা ব্যথা NOISE, from (71)
211 Headache মধ্যাহ্নে মাথা ব্যথা NOON (44)
212 Headache নাসিকার রক্তস্রাবের পরে মাথা ব্যথা NOSEBLEEDS, after (2)
213 Headache অসাড়তার সহিত মাথা ব্যথা NUMBNESS, with (3)
214 Headache শিশুদের দুগ্ধ পান করানোর পরে মাথা ব্যথা NURSING, infant, after (11)
215 Headache মস্তকের পশ্চাৎে বেদনা OCCIPUT (233)
216 Headache কর্মব্যস্ততায় মাথা ব্যথার উপশম OCCUPATION, amel. (1)
217 Headache ঝাঁঝালো গন্ধের ফলে মাথা ব্যথা ODORS, from, strong (18)
218 Headache এক পার্শ্বিক মাথা ব্যথা ONE-sided, headaches (173)
219 Headache মুখ খোলা বা হাঁ করলে মাথা ব্যথা OPENING, mouth (2)
220 Headache আফিম অপব্যবহারের ফলে মাথা ব্যথা OPIUM, from abuse of (5)
221 Headache অতিমাত্রায় উত্তাপ মাথা ব্যথার সহিত OVERHEATED (0)
222 Headache মাথা ব্যথা PAIN, head (0)
223 Headache মাথা ব্যথার সহিত শারীরিক ব্যথা PAINS, with headache (0)
224 Headache বুক ধড়ফড় করার সহিত মাথা ব্যথা PALPITATIONS, with (5)
225 Headache আকস্মিক ভাবে আক্রান্ত মাথা ব্যথা PAROXYSMAL (62)
226 Headache ঠোকর মারার মত বেদনা মাথায় PECKING, pain (5)
227 Headache নির্দিষ্ট সময় পর পর আক্রান্ত মাথা ব্যথা PERIODIC, headaches (62)
228 Headache ঘর্মাবস্থায় মাথা ব্যথা PERSPIRATION, during (29)
229 Headache চিমটি কাটার ন্যায় বেদনা মাথায় PINCHING, pain (13)
230 Headache অস্বস্তিকর অবস্থানের ফলে মাথা ব্যথা POSITION, as from wrong (1)
231 Headache গর্ভধারণ অবস্থায় মাথা ব্যথা PREGNANCY, during (16)
232 Headache চাপছে এমন বেদনা মাথায় PRESSING (204)
233 Headache মাথায় চাপ দিলে ব্যথা বৃদ্ধি PRESSURE, external, agg. (38)
234 Headache কাটা বা সুচ ফোটার মত অনুভূতি মাথায় PRICKLING, sensation (0)
235 Headache টান দিয়ে ভিতরে নেয়ার ন্যায় বেদনা PULLING, pain (3)
236 Headache দপদপকর বেদনা PULSATING, pain (0)
237 Headache বৃষ্টিতে মাথা ব্যথা বৃদ্ধি RAIN, agg. (3)
238 Headache মাথা উঠালে ব্যথার উপশম RAISING, amel. (8)
239 Headache পড়াশোনা করলে মাথা ব্যথা বৃদ্ধি READING, agg. (52)
240 Headache শ্বাস-প্রশ্বাস-সম্বন্ধীয় পীড়ার সহিত মাথা ব্যথা RESPIRATORY affections, with (1)
241 Headache বিশ্রামে মাথা ব্যথা বৃদ্ধি REST, agg. (0)
242 Headache বিশ্রাম করলে, বাহুর উপরে, মাথা ব্যথা RESTING, on arm, while (1)
243 Headache বাতজ মাথা ব্যথা RHEUMATIC, pain (63)
244 Headache যানবাহনে পরিভ্রমণ করে মাথা ব্যথা RIDING, in a carriage (28)
245 Headache ডান পার্শ্বিক মাথা ব্যথা RIGHT, sided, headaches (74)
246 Headache শোয়া বসা থেকে উঠার পরে মাথা ব্যথা RISING, after (8)
247 Headache কানে গর্জন ধ্বনির সহিত মাথা ব্যথা ROARING in ears, with (5)
248 Headache মাথা এপাশ ওপাশ করলে ব্যথা উপশম ROLLING, head from side to side amel (4)
249 Headache ঘরের ভিতরে মাথা ব্যথা ROOM, in (11)
250 Headache ঘর্ষণে মাথা ব্যথা বৃদ্ধি RUBBING, agg. (5)
251 Headache দৌড়ানোর ফলে মাথা ব্যথা RUNNING, from (8)
252 Headache লালাস্রাবের সহিত মাথা ব্যথা SALIVATION, with (3)
253 Headache আরক্ত জ্বরের পরে মাথা ব্যথা SCARLATINA, after (11)
254 Headache স্কুলে পড়ুয়া মেয়েদের মাথা ব্যথা SCHOOL girl, headache (16)
255 Headache আঁচড়ালে মাথা ব্যথার উপশম SCRATCHING, amel (1)
256 Headache সেলাই করার মত মাথা ব্যথা SEWING (2)
257 Headache সহবাসের পরে মাথা ব্যথা SEX, after (21)
258 Headache মাথা ঝাঁকালে ব্যথা SHAKING, head (52)
259 Headache তীক্ষ্ণ বেদনা মাথায় SHARP, pain (162)
260 Headache চূর্ণবিচূর্ণ কর বেদনা মাথায় SHATTERING, pain (2)
261 Headache আঘাত মাথায় SHOCKS, in head (0)
262 Headache তীর বা গুলি বিদ্ধবৎ বেদনা মাথায় SHOOTING, pain (69)
263 Headache বাজার করার ফলে মাথা ব্যথা SHOPPING, from (2)
264 Headache মাথার পার্শ্বদেশে ব্যথা SIDES, of head, general (174)
265 Headache গান গাইলে মাথা ব্যথা SINGING, from (2)
266 Headache সাইনাস সংক্রান্ত মাথা ব্যথা সর্দি প্রবণতার ফলে SINUS, headaches, from catarrhal (68)
267 Headache বসে থাকা অবস্থায় মাথা ব্যথা SITTING (64)
268 Headache ঘুমানোর সময় মাথা ব্যথা SLEEP, during (14)
269 Headache নিদ্রালুতার সহিত মাথা ব্যথা SLEEPINESS, with (8)
270 Headache তীব্র যন্ত্রণাকর বেদনা মাথায় SMARTING, pain (9)
271 Headache হাঁচি দিলে মাথা ব্যথা বৃদ্ধি SNEEZING, agg. (21)
272 Headache প্রদাহিত স্পর্শকাতর থেঁতলান বেদনা মাথায় SORE, pain, bruised (141)
273 Headache মেরুদণ্ডীয় মাথা ব্যথা SPINAL (3)
274 Headache সেলাই করার ফলে মাথা ব্যথা SPINNING, from (1)
275 Headache সুরাযুক্ত কড়া মদ্য পান করার ফলে মাথা ব্যথা SPIRITUOUS liquors, from (0)
276 Headache থুতু ফেলে, বার বার থুতু ফেলার সহিত মাথা ব্যথা SPITTING, with (1)
277 Headache মাথার ক্ষুদ্র অল্পস্থানে বেদনা SPOT, pain in small (34)
278 Headache মচকানো অনুভূতির মত মাথা ব্যথা SPRAINED, sensation (1)
279 Headache দাঁড়িয়ে থাকা অবস্থায় মাথা ব্যথা STANDING, while (28)
280 Headache পদক্ষেপের সময় ব্যথা STEPPING (12)
281 Headache উত্তেজক পদার্থ গ্রহণে মাথা ব্যথা STIMULANTS (0)
282 Headache পাকস্থলী থেকে উদিত যেন মাথা ব্যথা STOMACH, as from (4)
283 Headache মলত্যাগের পরে মাথা ব্যথা STOOL, after (25)
284 Headache অবনত হলে মাথা ব্যথা STOOPING, from (124)
285 Headache চুলার উত্তাপে মাথা ব্যথা STOVE, heat of (0)
286 Headache চোখের চাপে মাথা ব্যথা STRAINING eyes, from (0)
287 Headache বিহ্বলকর স্তম্ভিতকর বেদনা, মাথায় STUNNING, pain, stupefying (99)
288 Headache হঠাৎ মাথা ব্যথা SUDDEN, pains (19)
289 Headache গ্রীষ্মকালে মাথা ব্যথা বৃদ্ধি SUMMER, agg. (14)
290 Headache রোদ লাগার ফলে মাথা ব্যথা SUN, from exposure to (49)
291 Headache সৌর তাপে স্ট্রোক জনিত মাথা ব্যথা SUNSTROKE (0)
292 Headache রাতের খাবার খেলে মাথা ব্যথা উপশম SUPPER, amel. (4)
293 Headache চর্ম উদ্ভেদ চাপা পরে মাথা ব্যথা SUPPRESSED eruptions (8)
294 Headache সিরনসন্ধি অনুসরণ করে মাথা ব্যথা SUTURES, pain follows (2)
295 Headache ঢোকগেলার সময় মাথা ব্যথা SWALLOWING, when (3)
296 Headache মিষ্টান্ন খাওয়ার ফলে মাথা ব্যথা SWEETS, from (4)
297 Headache ফোলা-স্ফীতি পূর্ণতাবোধ অনুভূতির সহিত মাথা ব্যথা SWOLLEN, distended, sensation (0)
298 Headache সিফিলিস জাত মাথা ব্যথা SYPHILITIC (16)
299 Headache কথা বলার সময় মাথা ব্যথা TALKING, while (48)
300 Headache মেরুদণ্ডে টোকা মারলে মাথা ব্যথা TAPPING, on spine (1)
301 Headache চা পান করার ফলে মাথা ব্যথা TEA, from (8)
302 Headache ছিন্নকর বেদনা মাথায় TEARING, pain (131)
303 Headache টেমপেলে ব্যথা TEMPLES (205)
304 Headache চাপা উত্তেজনা কর মাথা ব্যথা TENSION (0)
305 Headache মাথা ব্যথার কথা চিন্তা করলে বৃদ্ধি THINKING, of pain, agg. (19)
306 Headache ধকধককর মাথা ব্যথা THROBBING (162)
307 Headache বজ্রবিদ্যুৎপূর্ণ ঝড়বৃষ্টির সময় মাথা ব্যথা THUNDERSTORMS, during (2)
308 Headache টানটান ভাবযুক্ত মাথা ব্যথা TIGHTNESS (0)
309 Headache ঝিনঝিন কর অনুভূতি মাথা ব্যথার সময় TINGLING, sensation (0)
310 Headache ধূমপান করার ফলে মাথা ব্যথা TOBACCO, smoking, from (34)
311 Headache দন্তশূলের সহিত মাথা ব্যথা TOOTHACHE, with (12)
312 Headache ছিঁড়ে ফেলার মত বেদনা মাথায় TORN, pain, as if (48)
313 Headache স্পর্শ করার ফলে মাথা ব্যথা TOUCH, pain from (61)
314 Headache চুল স্পর্শ করার ফলে মাথা ব্যথা TOUCHING the hair, from (3)
315 Headache মানসিক আঘাত হতে মাথা ব্যথা TRAUMA, from (5)
316 Headache সর্বশরীর কম্পনের সহিত মাথা ব্যথা TREMBLING, with, all over (3)
317 Headache দেহ ঘোরালে মাথা ব্যথা TURNING, body (9)
318 Headache টুংটাং শব্দ যেন পিয়ানোর তার ছিরেগেছে এমন বেদনা TWANGING, as from breaking a piano string (1)
319 Headache আকস্মিক টান লাগা বেদনা মাথায় TWITCHING, pain (10)
320 Headache ক্ষতকর বেদনা মাথায় ULCERATIVE, pain (24)
321 Headache অজ্ঞানতা মাথা ব্যথার সহিত UNCONSCIOUSNESS, with headache (39)
322 Headache অনাবৃত হওয়ার ফলে মাথা ব্যথা UNCOVERING body, from (2)
323 Headache রক্তে অতিরিক্ত মূত্র থাকার ফলে মাথা ব্যথা UREMIA, in (8)
324 Headache মূত্রত্যাগ অবস্থায় মাথা ব্যথা URINATION, during (5)
325 Headache জরায়ুর সমস্যা হলে মাথা ব্যথা বৃদ্ধি UTERINE complaints, agg. (5)
326 Headache টিকা গ্রহণের পরে মাথা ব্যথা VACCINATION, after (2)
327 Headache রক্তনালী সংক্রান্ত মাথা ব্যথা VASCULAR, headaches (6)
328 Headache গুম্বজ-পর্বতগুহা ভূগর্ভস্থ ঘর ইত্যাদি স্থানে মাথা ব্যথা VAULTS, cellars, etc. (6)
329 Headache বাছুরের গোস্ত খাওয়ার ফলে মাথা ব্যথা VEAL, eating, from (1)
330 Headache মস্তকশীর্ষে বেদনা VERTEX, headaches (156)
331 Headache শিরোঘূর্ণনের সহিত মাথা ব্যথা VERTIGO, with (18)
332 Headache বিরক্তির পরে মাথা ব্যথা VEXATION, after (19)
333 Headache ভিনেগার খেলে মাথা ব্যথা বৃদ্ধি VINEGAR, agg. (1)
334 Headache অত্যধিক বেদনা মাথায় VIOLENT, pains (86)
335 Headache সাড়াশি যেন মাথায় রয়েছে ব্যথার সহিত VISE, as if in a (50)
336 Headache দৃষ্টিসংক্রান্ত বিশৃঙ্খলার সহিত মাথা ব্যথা VISUAL disturbances (0)
337 Headache বমির সহিত মাথা ব্যথা VOMITING, with headaches (34)
338 Headache হাঁটার সময় মাথা ব্যথা WALKING, while (100)
339 Headache সঞ্চরণশীল মাথা ব্যথা WANDERING, pains (21)
340 Headache উষ্ণ ঘরে মাথা ব্যথা বৃদ্ধি WARM, room, agg. (81)
341 Headache উষ্ণতায় মাথা ব্যথা বৃদ্ধি WARMTH, general, agg. (14)
342 Headache ধৌত করলে ঠাণ্ডা পানি দিয়ে মাথা ব্যথার উপশম WASHING, cold water, amel. (25)
343 Headache পানি পতিত হওয়ার শব্দে মাথা ব্যথা WATER, on hearing running (1)
344 Headache ঢেউ খেলানো বেদনা মাথায় WAVES of pain (14)
345 Headache আবহাওয়ার পরিবর্তনে মাথা ব্যথা WEATHER, changes, headaches from (22)
346 Headache কাঁধে ভারবহন করার ফলে মাথা ব্যথা WEIGHT on the shoulders, from carrying (1)
347 Headache ভিজে অবস্থায় থাকার ফলে মাথা ব্যথা WET, from getting (18)
348 Headache বায়ুর প্রভাবে মাথা ব্যথা WIND, exposure to (32)
349 Headache বায়ুময় ঝড়ো আবহাওয়ায় মাথা ব্যথা WINDY, stormy, weather, headaches from (14)
350 Headache মদ্য পানের ফলে মাথা ব্যথা WINE, from (34)
351 Headache চোখ পিটপিট করে মাথা ব্যথার সময় WINKING (1)
352 Headache শীতকালে মাথা ব্যথা WINTER, headaches (8)
353 Headache কাজ করার ফলে মাথা ব্যথা WORK, from (4)
354 Headache ক্রিমির অভিযোগ সহ মাথা ব্যথা WORMS, complaints (10)
355 Headache আবৃত করলে মাথা ব্যথা বৃদ্ধি WRAPPING, up head, agg. (33)
356 Headache কপাল কুঁচকালে মাথা ব্যথা বৃদ্ধি WRINKLING, forehead agg. (1)
357 Headache লিখালিখি করার ফলে মাথা ব্যথা WRITING, from (29)
358 Headache হাইতোলা অবস্থায় মাথা ব্যথা YAWNING, when (7)

Mind – FRIGHTENED এর ২৩ টি সাব রুব্রিক:

1 Mind ভীত FRIGHTENED (137)
2 Mind ভীত, রক্ত দেখার ফলে FRIGHTENED, blood, at sight of (1)
3 Mind ভীত, শীত লাগার সময় FRIGHTENED, chill, during (1)
4 Mind ভীত, ক্রন্দন করলে উপশম FRIGHTENED, crying amel. (2)
5 Mind ভীত, ভ্রান্ত বিশ্বাসের ফলে FRIGHTENED, delusions, from (3)
6 Mind ভীত, সন্ধ্যায় FRIGHTENED, evening (7)
7 Mind ভীত, চোখ বন্ধ করলে FRIGHTENED, eyes, on closing (2)
8 Mind ভীত, হয়ে ঘুমিয়ে পরে FRIGHTENED, falling asleep, on (5)
9 Mind ভীত, জ্বরের সময় FRIGHTENED, fever, during (5)
10 Mind ভীত, ঋতুস্রাবের সময় FRIGHTENED, menses, during (10)
11 Mind ভীত, রাতে FRIGHTENED, night (14)
12 Mind ভীত, রাত্রিকালীন শুক্রপাতের পরে FRIGHTENED, nocturnal emissions, after (1)
13 Mind ভীত, তন্দ্রার পরে FRIGHTENED, nap, after (4)
14 Mind ভীত, মধ্যাহ্নে FRIGHTENED, noon (1)
15 Mind ভীত, বেদনার ফলে FRIGHTENED, pains, from (3)
16 Mind ভীত, ধাতু নির্গত হওয়ার পরে FRIGHTENED, pollutions, after (1)
17 Mind ভীত, প্রজ্বলিত অবস্থায় FRIGHTENED, roused, when (2)
18 Mind ভীত, নিজের ছায়া দেখে FRIGHTENED, shadow, his own (1)
19 Mind ভীত, হাঁচি দেয়ার সময় FRIGHTENED, sneezing, at (1)
20 Mind ভীত, স্পর্শ করলে FRIGHTENED, touch, from (3)
21 Mind ভীত, খুঁটিনাটি বিষয়ে FRIGHTENED, trifles, at (27)
22 Mind ভীত, প্রস্রাব করার পূর্বে FRIGHTENED, urinating, before (1)
23 Mind ভীত, জাগ্রত হলে FRIGHTENED, waking, on (40)

Mind – GLOOMY এর ৬৪ টি সাব রুব্রিক:

1 Mind মনমরা বা বিষণ্ণ GLOOMY (262)
2 Mind মনমরা, বিকেলে GLOOMY, afternoon (30)
3 Mind মনমরা, খোলা বাতাসে GLOOMY, air, in open (6)
4 Mind মনমরার সহিত পর্যায়ক্রমে GLOOMY, alternating with (0)
5 Mind মনমরা, ব্যবসা দ্রুত অগ্রসর হচ্ছেনা GLOOMY, business does not proceed fast, when (1)
6 Mind মনমরা, আদর সোহাগে বৃদ্ধি GLOOMY, caressing, agg. (3)
7 Mind মনমরা, কারণহীন GLOOMY, causeless (5)
8 Mind মনমরা, শিশুদের GLOOMY, children, in (17)
9 Mind মনমরা, শীত লাগার সময় GLOOMY, chill, during (13)
10 Mind মনমরা, মেঘলা আবহাওয়ার ফলে GLOOMY, cloudy weather, from (3)
11 Mind মনমরা, কফি পান করার পরে GLOOMY, coffee, after (1)
12 Mind মনমরা, মতানৈক্যের ফলে GLOOMY, contradiction, by (3)
13 Mind মনমরা, কথোপকথনে উপশম GLOOMY, conversation, amel. (1)
14 Mind মনমরা, আক্ষেপের পূর্বে GLOOMY, convulsions, before (2)
15 Mind মনমরা, কাশি শুরু হওয়ার পূর্বে GLOOMY, cough, before fits of (3)
16 Mind মনমরা, দিবাভাগে GLOOMY, daytime (17)
17 Mind মনমরা, দন্তোদ্গমের সময় GLOOMY, dentition, in (1)
18 Mind মনমরা, স্বপ্ন দেখে GLOOMY, dreams, by (1)
19 Mind মনমরা, মাতাল অবস্থায় GLOOMY, drunkenness, during (4)
20 Mind মনমরা, কানের লতি গরম হওয়ার সহিত GLOOMY, ear lobes, with hot (1)
21 Mind মনমরা, খাবার খাওয়ার পরে GLOOMY, eating, after (21)
22 Mind মনমরা, সন্ধ্যায় GLOOMY, evening (30)
23 Mind মনমরা, জ্বরের সময় GLOOMY, fever, during (12)
24 Mind মনমরা, fly in wall by GLOOMY, fly in wall, by (1)
25 Mind মনমরা, পূর্বাহ্ণে GLOOMY, forenoon (18)
26 Mind মনমরা, ভুলে যাওয়ার ফলে GLOOMY, forgetfulness, from (1)
27 Mind মনমরা, মাথার ভিতরে উত্তাপ বোধের সহিত GLOOMY, heat, in head, with (1)
28 Mind মনমরা, ঘরের ভিতর বৃদ্ধি কিন্তু খোলা বাতাস হাঁটাচলা করলে উপশম GLOOMY, house, agg in, amel. on walking in open air (3)
29 Mind মনমরা, তাড়াহুড়ার সহিত GLOOMY, hurry, with (2)
30 Mind মনমরা, স্বাস্থ্য সম্পর্কে অস্বাভাবিক উদ্বেগ বা ব্যাধি কল্পনার ফলে GLOOMY, hypochondriasis, in (4)
31 Mind মনমরা, বাধা বা প্রতিবন্ধকতার ফলে GLOOMY, interruption, from (1)
32 Mind মনমরা, অট্টহাসিকে অনুসরণ করে GLOOMY, laughing, followed by loud (1)
33 Mind মনমরা, ঋতুলোপ কালে GLOOMY, menopausal period, at (1)
34 Mind মনমরা, ঋতুস্রাবের সময় GLOOMY, menses, during (9)
35 Mind মনমরা, সকালে GLOOMY, morning (40)
36 Mind মনমরা, করুণ মিউজিকের সময় GLOOMY, music, during sad (1)
37 Mind মনমরা, রাতে GLOOMY, night (16)
38 Mind মনমরা, মধ্যাহ্নে GLOOMY, noon (1)
39 Mind মনমরা, নাসিকার রক্তস্রাব হলে উপশম GLOOMY, nosebleeds, amel. (1)
40 Mind মনমরা, নিজেকে নিয়ে GLOOMY, oneself, with (2)
41 Mind মনমরা, বেদনার পরে GLOOMY, pain, after (4)
42 Mind মনমরা, ঘর্মাবস্থায় GLOOMY, perspiration, during (1)
43 Mind মনমরা, ধাতু নির্গত হওয়ার পরে GLOOMY, pollutions, after (3)
44 Mind মনমরা, বয়ঃসন্ধিকালে GLOOMY, puberty, in (2)
45 Mind মনমরা, প্রশ্নবিদ্ধ অবস্থায় GLOOMY, questioned, when (1)
46 Mind মনমরা, বৃষ্টিময় আবহাওয়ার ফলে GLOOMY, rainy weather, from (1)
47 Mind মনমরা, যত অনুশোচনা তত মনমরা GLOOMY, repentance, followed by (1)
48 Mind মনমরা, সহবাসের পরে GLOOMY, sex, after (7)
49 Mind মনমরা, নিদ্রার সময় GLOOMY, sleep, in (3)
50 Mind মনমরা, নিদ্রালুতার সহিত GLOOMY, sleepiness, with (9)
51 Mind মনমরা, মলত্যাগের পূর্বে GLOOMY, stool, before (2)
52 Mind মনমরা, ঝড়ের সময় GLOOMY, storm, during (1)
53 Mind মনমরা, বাক শক্তি হারিয়ে ফেলে GLOOMY, talk, indisposed to (3)
54 Mind মনমরা, অন্যদের সাথে কথা বলার সময় GLOOMY, talking of others, on (1)
55 Mind মনমরা, নিজের অসুস্থতার চিন্তা করার সময় যখন একাকী থাকে GLOOMY, thinking of his ailments, when alone, on (1)
56 Mind মনমরা, বজ্রবিদ্যুৎপূর্ণ ঝড়বৃষ্টির ফলে GLOOMY, thunderstorm, from (1)
57 Mind মনমরা, খুঁটিনাটি বিষয়ে GLOOMY, trifles, about (13)
58 Mind মনমরা, গোধূলির সময় GLOOMY, twilight, in (1)
59 Mind মনমরা, জাগ্রত হলে GLOOMY, waking, on (31)
60 Mind মনমরা, খোলা বাতাসে হাঁটাচলা করার পরে GLOOMY, walking in open air, after (1)
61 Mind মনমরা, খারাপ আবহাওয়ার ফলে GLOOMY, weather, from bad (1)
62 Mind মনমরা, স্ত্রীলোকের GLOOMY, women, in (5)
63 Mind মনমরা, কাজের প্রতি অনুরাগের সহিত GLOOMY, work, with inclination to (1)
64 Mind মনমরা, ক্রিমিতে আক্রান্ত হওয়ার ফলে GLOOMY, worm affection, in (3)

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *