ডেইলি স্টাডি অব হোমিওপ্যাথি | পাঠ – ৯ | Daily Study of Homeopathy

পাঠ -৯

অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)

. জীবনী শক্তি ও রোগ লক্ষণ
এফোরিজম ১৬: কেবলমাত্র রোগোৎপাদক সূক্ষ্ণশক্তি দ্বারাই জীবনীশক্তি পীড়িত হয়,  আবার সেভাবেই ঔষধের সূক্ষ্ণ ক্রিয়া দ্বারাই আরোগ্যলাভ হয়।
এফোরিজম ১৭: চিকিৎসকের প্রয়োজন কেবল রোগলক্ষণকে দূরীভূত করা, তা হলেই সমগ্র রোগ দূরীভূত হবে।
এফোরিজম ১৮: ঔষধ নির্বাচনের জন্য লক্ষণ সমষ্টিই একমাত্র পথ প্রদর্শক।

 

মেটেরিয়া মেডিকা (মূল কথা)

49 CACTUS GRANDIFLORUS [Cact]
Cact উৎকণ্ঠা, মৃত্যুভয় ও সহজে ভয় পাবার প্রবণতা।
Cact শরীরের বিভিন্ন স্থানে সংকোচন ও আড়ষ্টতা, কষে বাঁধা আছে এরূপ অনুভূতি।
Cact মাথার তালুতে কোন ভারী জিনিস আছে এরূপ ব্যথা।
Cact মাথায় রক্তের চাপ বৃদ্ধির ফলে ব্যথা, মাথার শিরগুলি ফোলা ও মাথা কষে বাঁধা আছে এরূপ অনুভূতি।
Cact হৃৎপিণ্ডটি যেন লোহার সাঁড়াশি দিয়ে চেপে ধরে আছে এরূপ অনুভূতি।
Cact হৃৎপিণ্ডে ধড়ফড়ানি, বিশেষত বাম পাশে শুলে।
Cact বাম বাহু ফোলা ও অসাড় অনুভূতি।
50 CADMIUM SULPHURATUM [Cadm-s]
Cadm-s অত্যন্ত শীত অনুভূতি, এমনকি আগুনের কাছে গেলেও শীত দূর হয় না।
Cadm-s বমি ভাব, বমির বর্ণ কালো, কোন জিনিস ঠোটে লাগালে বমির উদ্রেক হয়, উদগারের সাথে আঠার মত শ্লেষ্মা নির্গত হয়।
Cadm-s উঠতে গেলে মূর্ছার ভাব।
Cadm-s মুখের স্বাদ আলকাতরার মত, খাদ্যে নোনতা আস্বাদ।
Cadm-s ব্রাইওনিয়ার মত স্থির ভাবে থাকার ইচ্ছা, আর্সেনিকের মত অস্থিরতা ও পাকস্থলীর উপদাহ (irritability)।
51 CHIRATA GENTIANA [Chir]
Chir উৎসাহশূন্য মন, আলস্য, সর্বদা শুয়ে থাকার ইচ্ছা, প্রথমে দুই রগে, পরে সমস্ত মাথায় বেদনা, মাথায় শীত বোধ।
Chir অত্যন্ত দুর্বলতা, বিশেষত পায়ে, হাঁটতে গেলে যেন পা ভেঙে পরে, আঙুলে ঝিঁ ঝিঁ লাগে।
Chir চোখে প্রচুর জ্বালা, নাক হতে গরম ঝলকা বের হতে থাকে, কানের মধ্যে শোঁ শোঁ, গুম গুম শব্দ হয়।
Chir সকালে মুখে তিতা স্বাদ ও দুর্গন্ধ, জিহ্বা ভারি, কথা বলতে বলতে জড়িয়ে আসে, জিহ্বার মাঝখানে পুরু হলুদ ময়লা।
Chir প্লীহা ও লিভারে বেদনা, পেটে বায়ু জমে।
Chir কিডনিতে বিশেষত ডান কিডনিতে চিনচিনে ব্যথা, প্রস্রাব করবার সময় জ্বালা ও লালচে বর্ণের প্রস্রাব।
52 CALCAREA FLUORATA [Calc-f]
Calc-f পাথরের মত শক্ত স্ফীতি। সকল গ্রন্থি, টনসিল, ‍অর্শ, টিউমার, ক্ষতের ধার ফুলো ও শক্ত।
Calc-f ক্ষত চিহ্ন লালচে দেখায় ও চুলকায়, ঠাণ্ডায় ক্ষতের উপশম।
Calc-f আঘাত লাগার পরে অস্থি বৃদ্ধি টিউমার।
Calc-f ভেরিকোস ভেইন ও কেপিলারীতে নরম টিউমার হওয়ার প্রবণতা।
Calc-f দাঁতের গোঁড়া অস্বাভাবিক নড়বড়ে হয়ে পরে।
Calc-f বিছানায় শুইলে বৃদ্ধি, স্যাঁতসেঁতে ও ঠাণ্ডা আবহাওয়ায় বৃদ্ধি।
53 CALCAREA IODATUM [Calc-i]
Calc-i ক্যালকেরিয়া ও আওডিন উভয় ঔষধের লক্ষণ একসাথে পেলে ক্যান্সার, যক্ষ্মা, পেটে বায়ু জমা, গ্লান্ড ফোলা, মাথা ব্যথা ও স্তনে টিউমার প্রভৃতি অসুস্থতায় ব্যাবহার হয়।
Calc-i গ্লান্ড ফোলা, বিশেষত টনসিল বড় হয়ে তাতে বহু ছিদ্র থাকলে ক্যাল আয়োড বিশেষ উপকারী।
Calc-i পুরাতন কাশি, নৈশঘর্ম ও হেকটিক জ্বর (পচা জ্বর) সহ দিনরাত্রি কাশি।
Calc-i স্তনে টিউমার, হাত নাড়ালে টিউমারে ব্যথা লাগে।
54 CALCAREA SULPHURICA [Calc-s]
Calc-s সহজেই ঠাণ্ডা সহ্য করতে পারে, শীতের সময়ও গায়ে কাপড় রাখতে চায়না।
Calc-s শরীরের নানাস্থানে পুঁজ হওয়ার প্রবণতা।
Calc-s ঘন, হলদে, ডেলা ডেলা রক্তাক্ত পুঁজ।
Calc-s ডান ওভেরিতে কেটে ফেলার মতো ব্যথা।
Calc-s পায়ে দুর্গন্ধযুক্ত শীতল ঘাম, পায়ের তলায় জ্বালা ও চুলকানি।
Calc-s কাশলে অতি সহজে ঘাম হয়।

Mind অধ্যায়ের ৪০১ থেকে ৪৫০ পর্যন্ত মূল রুব্রিক:

401 Mind গুরুত্বপূর্ণ, তার মতামত গুরুত্বপূর্ণ মনে করে IMPORTANCE, feels his (5)
402 Mind সহজে প্রভাবিত হয় IMPRESSIONABLE (10)
403 Mind অপরিণামদর্শী বা অদূরদর্শী IMPROVIDENT (3)
404 Mind নির্লজ্জতা IMPUDENCE (4)
405 Mind ঝোঁকের বসে IMPULSE (0)
406 Mind আবেগপ্রবণ IMPULSIVE (24)
407 Mind নিষ্ক্রিয়তা, মানসিক INACTIVITY, mental (3)
408 Mind অমনোযোগে বৃদ্ধি INATTENTION, agg. (2)
409 Mind অমনোযোগী INATTENTIVE (10)
410 Mind উস্কানি দেয়, অন্যদের INCITING, others (1)
411 Mind সান্ত্বনা বা থামানো যায় না এমন INCONSOLABLE (0)
412 Mind অনিত্যতা, পরিবর্তনশীলতা INCONSTANCY (31)
413 Mind সিদ্ধান্তহীনতা INDECISION (141)
414 Mind স্বাধীন চিন্তাশীল INDEPENDENT (7)
415 Mind অযত্ন বা অবহেলা INDIFFERENCE (238)
416 Mind ধিক্কার দেয় INDIGNATION (28)
417 Mind হঠকারিতা INDISCRETION (31)
418 Mind শ্রমবিমুখতা INDOLENCE (0)
419 Mind পরিশ্রমী, কাজ পাগল INDUSTRIOUS, mania for work (0)
420 Mind ছোট শিশুদের মত আচরণ INFANTILE, behavior (4)
421 Mind বাধাদেয় INHIBITED (7)
422 Mind অভ্যাসিত কাজে অনাগ্রহ, সামাজিকতার অভাব INHIBITION, lack of social (2)
423 Mind অমানসিকতা INHUMANITY (4)
424 Mind প্রথম পদক্ষেপ গ্রহণের, অভাব INITIATIVE, lack of (11)
425 Mind আঘাত করা INJURE (0)
426 Mind আঘাত লাগার ফলে মানসিক উপসর্গ INJURIES, mental symptoms from (14)
427 Mind অন্যায় অবিচার বরদাস্ত করতে পারেনা INJUSTICE, cannot tolerate (5)
428 Mind অনুসন্ধিৎসু INQUISITIVE (11)
429 Mind পাগলামি INSANITY (153)
430 Mind নিরাপত্তা হীনতা INSECURITY (8)
431 Mind দাম্ভিক INSOLENT (27)
432 Mind মেধাবী INTELLECTUAL (30)
433 Mind অসংযমে বৃদ্ধি INTEMPERANCE, agg. (2)
434 Mind বাধা পেলে বৃদ্ধি হয়, মানসিক লক্ষণ সমূহ INTERRUPTION, agg. mental symptoms (6)
435 Mind অসহিষ্ণুতা INTOLERANCE (13)
436 Mind মাতালের মত অনুভূতি যেন INTOXICATED, sensation, as if (17)
437 Mind চক্রান্তকারী INTRIGUER (7)
438 Mind অন্তর্দর্শন INTROSPECTION (54)
439 Mind পরিহাস, বিদ্রূপ, করার ইচ্ছা IRONY, satire, desire for (2)
440 Mind দ্বিধাগ্রস্ততা IRRESOLUTION (0)
441 Mind খিটখিটে ভাব IRRITABILITY (361)
442 Mind একাকিকত্বের অনুভূতি ISOLATION, feelings (17)
443 Mind হিংসা JEALOUSY (35)
444 Mind ঠাট্টা করে, রহস্যপ্রিয়তা JOKING, jesting (47)
445 Mind আনন্দ, অত্যধিক আনন্দ থেকে অসুস্থতা JOY, ailments from excessive (12)
446 Mind নিরানন্দ JOYLESS (0)
447 Mind লাফালাফি করা JUMPING (0)
448 Mind লাথি মারা KICKING (11)
449 Mind হত্যা করার, ঝোঁক বা ইচ্ছা KILL, impulse or desire to (33)
450 Mind হত্যা হওয়ার ইচ্ছা KILLED, desires to be (7)

Chest অধ্যায়ের ১৪১ টি মূল রুব্রিক:

1 Chest ফোড়া বগলে ও বক্ষে ABSCESS, axilla and chest  (29)
2 Chest অবিরাম বেদনা ACHING, pain (59)
3 Chest লেগে থাকা, প্লুরার তরুণ প্রদাহের পরে ADHESIONS, pleura, after acute pleuritis (3)
4 Chest বাতাস, অত্যধিক বাতাস প্রবেশ করে অথবা বলপূর্বক প্রবেশ করে AIR, entering too much, or forced in (3)
5 Chest জীবন্ত কিছু নড়াচড়া করার অনুভূতি ALIVE, sensation of something moving (2)
6 Chest পর্যায়ক্রমে ALTERNATING, with (0)
7 Chest হৃদশূল ANGINA, pectoris (89)
8 Chest দুশ্চিন্তা বক্ষে ANXIETY, in (110)
9 Chest অমঙ্গল আশঙ্কা APPREHENSION (3)
10 Chest বলের মত কিছু পাঁজর কাঠি বরাবর যেন বৃত্তাকারে ঘুরে BALL, ribs, along, round, as if rolling to and fro (1)
11 Chest ভারী দণ্ড, বক্ষ কেন্দ্র জুড়ে যেন লোহার ভারী দণ্ড রয়েছে BAR, of iron, across the centre of chest (1)
12 Chest নলের আকার BARREL-shaped (1)
13 Chest রক্তপাত ফুসফুস এবং বক্ষ থেকে BLEEDING, from lungs and chest (120)
14 Chest লোমফোড়া BOILS, on (10)
15 Chest ছিদ্র করার মত বেদনা BORING, pain (19)
16 Chest ভেঙ্গে যাওয়ার মত বেদনা পাঁজর কাঠি যেন BROKEN, pain, as if ribs were (9)
17 Chest জ্বালাকর বেদনা BURNING, pain (122)
18 Chest ফেটে যাওয়ার মত বেদনা BURSTING, pain (15)
19 Chest ক্যান্সার, কণ্ঠাস্থিতে ছত্রাক জাত হেমাটুডস CANCER, clavicles, fungus haematodes (1)
20 Chest কৈশিক নাড়ীর জালিকা, বক্ষের CAPILLARY, network, chest (1)
21 Chest উপাস্থির পীড়া CARTILAGES, affections, of the (1)
22 Chest ক্ষতচিহ্ন CICATRICES (0)
23 Chest নখাঘাত বেদনা বক্ষে CLAWING, pain, chest (1)
24 Chest ভিতরের দিকে চাপা বক্ষ CLOSE to back (1)
25 Chest বস্ত্রাবরনে বৃদ্ধি CLOTHING, agg. (16)
26 Chest লেপাবৃত্ত যেন এমন অনুভূতি COATED, sensation, as if (4)
27 Chest ঠাণ্ডা, কাশি দিলে বুকের উপরে ঠাণ্ডা ব্যথা লাগার অনুভূতি COLD, pain in, on coughing (1)
28 Chest শীতলতা COLDNESS (50)
29 Chest রক্তাধিক্য, ফুসফুসে রক্তাধিক্য CONGESTION, hyperemia of lungs (80)
30 Chest আক্ষেপ CONVULSIONS (19)
31 Chest কটকট করে বক্ষাস্থিতে, পিছন দিকে ভাজ হলে CRACKING, sternum, in, on bending chest backwards (1)
32 Chest খিল ধরা CRAMP (41)
33 Chest খিল ধরা বেদনা CRAMPY, pain (9)
34 Chest চূর্ণ বা নিষ্পেষণ করে যেন বক্ষাস্থির পিছন থেকে উপরে উঠছে CRUSHING, sternum, behind on ascending (2)
35 Chest কাটছে যেন এমন বেদনা CUTTING, pain (84)
36 Chest নীলরোগ CYANOSIS (7)
37 Chest ক্ষয়প্রাপ্ত কণ্ঠাস্থি DECAY, clavicles (1)
38 Chest বক্ষ ও উদরের মধ্যবর্তী পর্দা DIAPHRAGM (0)
39 Chest খনন করার মত বেদনা DIGGING, pain (15)
40 Chest বর্ণবিকৃতি DISCOLORATION (0)
41 Chest ফাঁপা বা ফোলা DISTENSION (11)
42 Chest টেনে ধরার মত বেদনা DRAWING, pain (40)
43 Chest আকৃষ্ট হচ্ছে বক্ষ যেন পিঠের দিকে DRAWN, toward back, chest feels (2)
44 Chest শোথ DROPSY (0)
45 Chest শুষ্কতা DRYNESS (11)
46 Chest নিস্তেজ বেদনা বক্ষাস্থিতে DULL, pain in sternum (1)
47 Chest একজিমা ECZEMA (11)
48 Chest রস সঞ্চয় স্ফীতি শোথ EDEMA, dropsy (56)
49 Chest শীর্ণতা EMACIATION (3)
50 Chest শূন্যতাবোধ অনুভূতি EMPTINESS, sensation (29)
51 Chest উদ্ভেদ ERUPTIONS (75)
52 Chest অস্থিবৃদ্ধি বা অর্বুদ EXOSTOSES, on (1)
53 Chest প্রসারণ, শিরা প্রসারিত হওয়ার অনুভূতি EXPANSION, of vessels, sensation (1)
54 Chest পড়ে যাওয়া, বক্ষের সামনের দিকে কিছু একটা যেন পড়েযাচ্ছে এমন অনুভূতি, বিছানায় পার্শ্ব ফিরার সময় FALLING, sensation of something, forward in chest when turning in bed (2)
55 Chest উঠা-নামা বোধ FLUCTUATION, feeling of (1)
56 Chest দাপাদাপি বা ডানা ঝাপটানোর মত অবস্থা, বক্ষে FLUTTERING, in (2)
57 Chest বহিরাগত বস্তু যেন উপর দিকে উঠছে FOREIGN body, sensation, ascending (1)
58 Chest সুড়সুড়িলাগা অনুভূতি FORMICATION, sensation (18)
59 Chest পূর্ণতাবোধ অনুভূতি FULLNESS, sensation (74)
60 Chest চিবানোর মত বেদনা GNAWING, pain (8)
61 Chest আকড়েধরার মত বেদনা GRIPING, pain (13)
62 Chest গড়গড় শব্দ শ্বাসক্রিয়ার সময় GURGLING, breathing, when (3)
63 Chest উত্তাপ HEAT (116)
64 Chest হার্পিস HERPES (8)
65 Chest গতিহীন IMMOVABLE (2)
66 Chest চুলকানি ITCHING (67)
67 Chest ঝাঁকি দিয়ে উঠা বেদনা JERKING, pain (4)
68 Chest ঝাঁকি দিয়ে উঠা JERKS (10)
69 Chest শিথিল-ঢিলা অনুভূতি LOOSE, sensation (2)
70 Chest পিণ্ড থাকার অনুভূতি LUMPS, sensation, of (18)
71 Chest শ্লেষ্মা ডানদিকে MUCUS, in right (1)
72 Chest নখ যেন ডান বক্ষের গভীরে NAIL, deep in right (1)
73 Chest সরু-সংকীর্ণ যেন NARROW, as if too (3)
74 Chest বমিভাব অনুভূত NAUSEA, felt in (1)
75 Chest অস্থি পচন বক্ষাস্থির NECROSIS, sternum (1)
76 Chest গুটিকা বা ক্ষুদ্র স্ফীতি NODULES (7)
77 Chest অসাড়তা NUMBNESS (13)
78 Chest খোলা, এমন অনুভূতি যেন OPEN, sensation as if (1)
79 Chest চাপবোধ OPPRESSION (230)
80 Chest অত্যধিক উত্তেজনা রক্তের ORGASM, of blood (34)
81 Chest বেদনা PAIN (192)
82 Chest ঘাম PERSPIRATION (52)
83 Chest পিটচেই PETECHIAE (3)
84 Chest চিমটি কাটার ন্যায় বেদনা PINCHING, pain (30)
85 Chest ছিপি দ্বারা বন্ধ করা অনুভূতি PLUG, sensation of (8)
86 Chest চেপে ধরার মত বেদনা PRESSING, pain (143)
87 Chest স্পন্দিত হওয়া PULSATION (50)
88 Chest ধুম্ররোগ PURPURA (2)
89 Chest ফুসকুড়ি RASH (20)
90 Chest খড়খড় শব্দ করা RASPING (1)
91 Chest কাঁচা হাজা বেদনা RAW, pain (86)
92 Chest অস্থিরতা RESTLESSNESS, in (4)
93 Chest বাতজ বেদনা RHEUMATIC pain (33)
94 Chest গুড়গুড়-গজরানি, বাম বক্ষে নিজ, কানে শোনাযায় RUMBLING, audible, left (1)
95 Chest ক্ষতচিহ্ন পেকে উঠা SCARS, suppurating (1)
96 Chest চাঁচার মত বেদনা SCRAPING, pain (1)
97 Chest চুলকান বেদনা SCRATCHING, pain (4)
98 Chest স্পর্শকাতর SENSITIVE (11)
99 Chest কম্পন অনুভূত হয়, কাশি দিলে SHAKING, of, during cough (6)
100 Chest তীক্ষ্ণ বেদনা SHARP, pain (199)
101 Chest অভিঘাত SHOCKS, in (28)
102 Chest থরথর কম্পন SHUDDERING (2)
103 Chest বক্ষ যেন অনেক ছোট, এমন মনে হয় SMALL, chest feels too (3)
104 Chest ধোঁয়া যেন SMOKE, as if (5)
105 Chest প্রদাহিত স্পর্শকাতর বেদনা SORE, pain (126)
106 Chest আক্ষেপিক নড়াচড়া করে উঠে বক্ষে SPASMODIC, motion in (1)
107 Chest আক্ষেপ বক্ষে SPASMS, chest (55)
108 Chest গোঁজ বিদ্ধ বেদনা, ডানদিকের নিম্ন পাঁজর কাঠিতে SPLINTER, pain, in right lower ribs (1)
109 Chest ক্ষুদ্র স্থানে চুলকানি SPOTS, itching (3)
110 Chest মচকানো যেন SPRAIN, as from (10)
111 Chest পিষণ করার অনুভূতি SQUEEZING, sensation (13)
112 Chest ছুরিকাঘাত বেদনা STABBING, pain (3)
113 Chest স্থিরতা-অবরুদ্ধতা রক্তের STAGNATION, of blood (1)
114 Chest লাঠিপেটা বেদনা ফুসফুসে, যেন পাঁজর কাঠির নিচে STICKING, pain, lung, as if ribs into (1)
115 Chest শক্তভাব STIFFNESS (4)
116 Chest হুল ফুটার ন্যায় বেদনা STINGING, pain (5)
117 Chest অতিভোজন করেছে যেন, এমন অনুভূতি STUFFED up, as if (3)
118 Chest পুঁজ হওয়া, বক্ষের গভীরে SUPPURATION, deep in (1)
119 Chest স্ফীতি SWELLING (11)
120 Chest ছিন্নকর বেদনা TEARING, pain (44)
121 Chest টানবোধ কণ্ঠাস্থিতে TENSION, clavicles (3)
122 Chest সুড়সুড়কর অনুভূতি, ডান পার্শ্বের ছোট পাঁজর কাঠিতে TICKLING, sensation, in ticking, in short ribs, right (1)
123 Chest ঝিনঝিন কর TINGLING (11)
124 Chest কম্পিত TREMBLING (32)
125 Chest ক্ষুদ্র স্ফীতি TUBERCLES (4)
126 Chest ঘোর-পাক খাচ্ছে কোনো কিছু যেন, বক্ষে TURNING, over, chest, as if something were (12)
127 Chest মোচড়ানো TWISTING (1)
128 Chest আকস্মিক টান, পেশীতে TWITCHING, muscles, in (21)
129 Chest ক্ষতকর বেদনা ULCERATIVE, pain (12)
130 Chest ক্ষত ULCERS (3)
131 Chest আমবাত URTICARIA (5)
132 Chest বাষ্প যেন VAPOUR, in, as if (1)
133 Chest মখমলের কোমল পোশাকের মত অনুভূতি, বক্ষে VELVETY, sensation, in chest (1)
134 Chest ফোস্কা VESICLES (15)
135 Chest উষ্ণতা অনুভূতি WARMTH, sensation, of (11)
136 Chest আঁচিল, বক্ষাস্থিতে WARTS, sternum (1)
137 Chest পানি রয়েছে, এমন অনুভূতি WATER, sensation of, in (5)
138 Chest দুর্বল বক্ষ WEAK, chest (69)
139 Chest ভারী কিছু যেন, বক্ষগহ্বর থেকে উদরে পরে যাওয়ার অনুভূতি WEIGHT, weight seems to fall from pit of chest to abdomen (1)
140 Chest মদ্য পানে বৃদ্ধি WINE, agg. (1)
141 Chest স্টার্নামের অগ্রাংশ অনুপস্থিত XYPHOID bone, absent (1)

Breathing অধ্যায়ের ৫৪ টি মূল রুব্রিক:

1 Breathing উদর ঘটিত ABDOMINAL (13)
2 Breathing দ্রুততর ACCLERATED (134)
3 Breathing উদ্বিগ্নের মত ANXIOUS (51)
4 Breathing শ্বাসরোধ ASPHYXIA (0)
5 Breathing হাঁপানির মত শ্বাসক্রিয়া ASTHMATIC, breathing (0)
6 Breathing শ্বাসক্রিয়া ঠাণ্ডা BREATH, cold (21)
7 Breathing শ্বাসক্রিয়া গরম BREATH, hot (39)
8 Breathing আগ্রহের সহিত শ্বাস গ্রহণ করছে CATCHING, respiration (19)
9 Breathing ফুসফুসের স্ট্রোক CHEYNE strokes (38)
10 Breathing কর্কশ শব্দ কর CROAKING (2)
11 Breathing নীলরোগ CYANOSIS (112)
12 Breathing গভীর শ্বাসক্রিয়া DEEP, breathing (98)
13 Breathing কষ্টকর শ্বাসক্রিয়া DIFFICULT, breathing (286)
14 Breathing শ্বাসত্যাগের সময় উপশম EXPIRATION, during amel. (33)
15 Breathing বলপূর্বক FORCIBLE (3)
16 Breathing খাবি খাওয়ার মত (মুমূর্ষু) অবস্থা বাতাসের জন্য GASPING, for air (50)
17 Breathing ফেঁসফেঁসে হিসহিস ধ্বনি হয় HOARSE, hissing (1)
18 Breathing চেপে রাখলে, শ্বাসক্রিয়া চেপে রাখলে বৃদ্ধি HOLDING, breath, agg. (5)
19 Breathing গরম বাতাস গ্রহণ করার ফলে অসুস্থতা HOT air, ailments from inspiration of (1)
20 Breathing গরম শ্বাসক্রিয়া যেন HOT breath, as if (1)
21 Breathing আটকে যাওয়া প্রতিরোধিত হওয়া IMPEDED, obstructed (82)
22 Breathing ক্ষীণ IMPERCEPTIBLE (18)
23 Breathing শ্বাসগ্রহণের সময় উপশম INSPIRATION, during amel. general (30)
24 Breathing থেমে-থেমে হওয়া অসম শ্বাসক্রিয়া INTERMITTENT, unequal (19)
25 Breathing বাধাপ্রাপ্ত INTERRUPTED (0)
26 Breathing অনিয়মিত IRREGULAR (60)
27 Breathing ঝাঁকি দিয়ে উঠা JERKING (15)
28 Breathing দীর্ঘ LONG (5)
29 Breathing উচ্চ আত্তয়াজ বিশিষ্ট শ্বাসক্রিয়া LOUD, breathing (50)
30 Breathing ঝিল্লি থাকার অনুভূতি MEMBRANE, sensation (1)
31 Breathing গোঙরান MOANING (28)
32 Breathing বেদনাদায়ক PAINFUL (20)
33 Breathing ঊর্ধ্বশ্বাস PANTING (43)
34 Breathing আকস্মিক আক্রমণ PAROXYMAL (32)
35 Breathing দ্রুত শ্বাসত্যাগ QUICK, expiration (3)
36 Breathing ঘর্ঘর শব্দকর RATTLING (136)
37 Breathing রুক্ষ ROUGH (7)
38 Breathing ছোট ছোট শ্বাসগ্রহণ SHORT, inspiration (3)
39 Breathing তীক্ষ্ণ SHRILL (4)
40 Breathing দীর্ঘশ্বাস ফেলা SIGHING (79)
41 Breathing ধীরগতি SLOW (73)
42 Breathing নাক ডাকা SNORING (54)
43 Breathing ককানি বা ফুঁপানি SOBBING (24)
44 Breathing স্পঞ্জের মত শুষ্ক শ্বাসক্রিয়া যেন SPONGE, dry, breathing as through (1)
45 Breathing নাসিকাধনি STERTOROUS (63)
46 Breathing বন্ধ হয়ে যাওয়া শ্বাসক্রিয়া STOPPED, breathing (75)
47 Breathing ঝিঝি পোকার ডাকের মত STRIDULUS (17)
48 Breathing দম বন্ধ SUFFOCATION (0)
49 Breathing অগভীর SUPERFICIAL (7)
50 Breathing কম্পমান TREMULOUS (2)
51 Breathing নল- শ্বাসনালী মনে হয় ধাতুঘটিত নল TUBE, breathing as through a metal (1)
52 Breathing প্রবলভাবে শ্বাসত্যাগ VEHEMENT, expiration (5)
53 Breathing সাইসাই শব্দকারী WHEEZING (72)
54 Breathing শিস দেয়ার মত WHISTLING (57)

Food – APPETITE এর ১৮ টি সাব রুব্রিক:

1 Food ক্ষুধা APPETITE (19)
2 Food ক্ষুধা, ক্যান্সার রোগীদের APPETITE, cancer patients, in (5)
3 Food ক্ষুধা, গুরুতর রোগ অবস্থার পরে APPETITE, disease, after severe (3)
4 Food ক্ষুধা, প্রচুর কিন্তু শরীর শুকিয়ে যায় APPETITE, loses flesh, yet hungry (7)
5 Food ক্ষুধা, অনিয়মিত APPETITE, capricious (46)
6 Food ক্ষুধা, পরিবর্তনশীল APPETITE, changeable (25)
7 Food ক্ষুধা, অবিরত APPETITE, constant (13)
8 Food ক্ষুধা, কম APPETITE, diminished (116)
9 Food ক্ষুধা, অল্পতেই পেট ভরে যায় APPETITE, easy, satiety (71)
10 Food ক্ষুধার সহিত খাদ্য খেতে অক্ষমতা APPETITE, eat, with inability to (4)
11 Food ক্ষুধা, চিবাতে থাকে APPETITE, gnawing (7)
12 Food ক্ষুধা, বর্ধিত APPETITE, increased, hunger (175)
13 Food ক্ষুধা, অতৃপ্ত APPETITE, insatiable (22)
14 Food ক্ষুধা, মন্দা APPETITE, loss, of appetite (209)
15 Food ক্ষুধা, খুটে খুটে খাওয়া APPETITE, nibbling (9)
16 Food ক্ষুধা, অত্যন্ত ক্ষুধার্ত APPETITE, ravenous (142)
17 Food ক্ষুধা, খাবারে রুচি ব্যতীত APPETITE, relish, without (66)
18 Food ক্ষুধার সহিত পিপাসা APPETITE, thirst, with (3)

Hands – NAILS এর ৪৩ টি সাব রুব্রিক:

1 Hands হাতের নখ NAILS, fingers (0)
2 Hands হাতের নখ, কামড়ানোর অভ্যাস NAILS, fingers, biting, fingernails, habit of (24)
3 Hands হাতের নখ, হতে রক্ত রসানি ঝরে NAILS, fingers, blood, fingernails, oozing from (1)
4 Hands হাতের নখ, ভঙ্গুর NAILS, fingers, brittle, nails (3)
5 Hands হাতের নখ, জ্বালাকর NAILS, fingers, burning, nails (12)
6 Hands হাতের নখ, খসখসে ফাটাফাটা NAILS, fingers, chapped, skin, about the nails (1)
7 Hands হাতের নখ, পাখির নখের মত NAILS, fingers, claw-like, fingernails (1)
8 Hands হাতের নখ, ঢেউখেলানো NAILS, fingers, corrugated, nails (5)
9 Hands হাতের নখ, ফাটা NAILS, fingers, cracked, nails (4)
10 Hands হাতের নখ, বিকৃত NAILS, fingers, crippled (9)
11 Hands হাতের নখ, টুকরা টুকরা হয়ে পড়ে NAILS, fingers, crumbling (4)
12 Hands হাতের নখ, বাঁকা NAILS, fingers, curved, fingernails (1)
13 Hands হাতের নখের বর্ণবিকৃতি NAILS, fingers, discoloration, nails (5)
14 Hands হাতের নখের বিকৃত অবস্থা NAILS, fingers, distorted, nails (11)
15 Hands হাতের নখের নিচে টেনে ধরার মত বেদনা NAILS, fingers, drawing, pain, under nails (1)
16 Hands হাতের নখের শুষ্কতা NAILS, fingers, dryness (2)
17 Hands হাতের নখের উদ্ভেদ NAILS, fingers, eruptions, nails, about (3)
18 Hands হাতের নখের চামড়ার স্তর উঠে NAILS, fingers, exfoliation, nails, of (20)
19 Hands হাতের নখের নিচে ছত্রাক NAILS, fingers, fungus, under (4)
20 Hands হাতের নখ, বড় হয়না NAILS, fingers, grow, nails, do not (3)
21 Hands হাতের নখ মূলের চামড়ার ছাল NAILS, fingers, hangnail, nails (11)
22 Hands হাতের নখের শক্তভাব NAILS, fingers, hardness, fingernails (1)
23 Hands হাতের নখের নিচে শৃঙ্গাকার কিছু জন্মানো NAILS, fingers, horny, nails, growth under (2)
24 Hands হাতের নখের প্রদাহ NAILS, fingers, inflammation, fingernails (1)
25 Hands হাতের নখ, ভিতরের দিকে বর্ধমান NAILS, fingers, ingrowing, nails (16)
26 Hands হাতের নখে আঘাত লাগা NAILS, fingers, injuries, fingernails (3)
27 Hands হাতের নখে বেদনা NAILS, fingers, pain, nails (23)
28 Hands হাতের নখ, নখকুনি NAILS, fingers, panaritium, nails (53)
29 Hands হাতের নখের অসমতা NAILS, fingers, roughness, fingernails (2)
30 Hands হাতের নখ, স্পর্শকাতর NAILS, fingers, sensitive, fingernails (7)
31 Hands হাতের নখে তীক্ষ্ণ বেদনা NAILS, fingers, sharp, pain, nails (14)
32 Hands হাতের নখে তীর বা গুলি বিদ্ধবৎ বেদনা NAILS, fingers, shooting, pain, fingernails (1)
33 Hands হাতের নখ, ভঙ্গুর NAILS, fingers, spilt, nails (4)
34 Hands হাতের নখের নিচে যেন গোঁজ রয়েছে NAILS, fingers, splinters, nails, as from, under the (10)
35 Hands হাতের নখে ক্ষুদ্র দাগ NAILS, fingers, spotted, nails (8)
36 Hands হাতের নখের নিকটে পুঁজ হওয়া NAILS, fingers, suppuration, nails, around (5)
37 Hands হাতের নখের নিচে পুঁজ হওয়া NAILS, fingers, suppuration, nails, around under (1)
38 Hands হাতের নখে ছিন্নকর বেদনা NAILS, fingers, tearing, pain, nails (9)
39 Hands হাতের নখ, ঘন মোটা NAILS, fingers, thick, nails (10)
40 Hands হাতের নখ, পাতলা NAILS, fingers, thin, nails (2)
41 Hands হাতের নখ, শক্ত NAILS, fingers, tough, fingernails (1)
42 Hands হাতের নখে ক্ষতকর বেদনা, বৃদ্ধাঙ্গুলির নখে NAILS, fingers, ulcerative, pain, thumbnails (2)
43 Hands হাতের নখে ক্ষত NAILS, fingers, ulcers, nails (27)

Hearing – IMPAIRED এর ১১১ টি সাব রুব্রিক:

1 hearing ক্ষীণ শ্রবণশক্তি IMPAIRED, hearing (172)
2 hearing ক্ষীণ শ্রবণশক্তি, গলরসগ্রন্থির অসুস্থতার ফলে IMPAIRED, hearing adenoids, from (3)
3 hearing ক্ষীণ শ্রবণশক্তি, বিকেলে IMPAIRED, hearing afternoon (2)
4 hearing ক্ষীণ শ্রবণশক্তি, বাতাসে উপশম IMPAIRED, hearing air, amel. (2)
5 hearing ক্ষীণ শ্রবণশক্তি, খোলা বাতাসে বৃদ্ধি IMPAIRED, hearing air, amel. open, agg. (1)
6 hearing ক্ষীণ শ্রবণশক্তি, মদ্যপ ব্যক্তির IMPAIRED, hearing alcoholism, in (1)
7 hearing ক্ষীণ শ্রবণশক্তি, তার সহিত পর্যায়ক্রমে তমসাচ্ছন্ন দৃষ্টি IMPAIRED, hearing alternating with, obscuration of sight (1)
8 hearing ক্ষীণ শ্রবণশক্তি, কানে যেন বন্ধনী রয়েছে এমন অনুভূতির সহিত IMPAIRED, hearing band, as if caused by a band over the ears (1)
9 hearing ক্ষীণ শ্রবণশক্তি, ঢেঁকুর-উদ্গার দেয়ার সময় IMPAIRED, hearing belching, during (1)
10 hearing ক্ষীণ শ্রবণশক্তি, দ্বিভাজ হলে, পিছনদিকে বাঁকা হলে উপশম IMPAIRED, hearing bending, backward, amel. (1)
11 hearing ক্ষীণ শ্রবণশক্তি, জন্মগত IMPAIRED, hearing birth, from (2)
12 hearing ক্ষীণ শ্রবণশক্তি, নাক ঝাড়লে উপশম IMPAIRED, hearing blowing, nose amel. (5)
13 hearing ক্ষীণ শ্রবণশক্তি, জ্বালাকর ও হুল ফুটার ন্যায় ব্যথার পরে IMPAIRED, hearing burning, and stinging, after (1)
14 hearing ক্ষীণ শ্রবণশক্তি, স্টেচিয়েন টিউব সংক্রান্ত সর্দির ফলে IMPAIRED, hearing catarrh of eustachian tube (31)
15 hearing ক্ষীণ শ্রবণশক্তি, পোশাক পরিবর্তন করলে IMPAIRED, hearing change, of clothing (1)
16 hearing ক্ষীণ শ্রবণশক্তি, আবহাওয়ার পরিবর্তনে বৃদ্ধি IMPAIRED, hearing change, of clothing change of weather agg. (2)
17 hearing ক্ষীণ শ্রবণশক্তি, ঘড়ির নিকটে IMPAIRED, hearing clock, near (1)
18 hearing ক্ষীণ শ্রবণশক্তি, ঠাণ্ডার পরে IMPAIRED, hearing cold, after a (9)
19 hearing ক্ষীণ শ্রবণশক্তি, ঠাণ্ডার পরে আর্দ্র আবহাওয়ায় বৃদ্ধি IMPAIRED, hearing cold, after a wet weather, agg. (8)
20 hearing ক্ষীণ শ্রবণশক্তি, তার সহিত উদরে ঠাণ্ডা অনুভূতি IMPAIRED, hearing cold, sensation in abdomen, with (1)
21 hearing ক্ষীণ শ্রবণশক্তি, প্রচণ্ড ধাক্কা লাগার ফলে IMPAIRED, hearing concussions, from (5)
22 hearing ক্ষীণ শ্রবণশক্তি, শব্দসমূহ গুলিয়ে ফেলে IMPAIRED, hearing confusion, of sounds (3)
23 hearing ক্ষীণ শ্রবণশক্তি, কাশি দেয়ার সময় IMPAIRED, hearing cough, during (2)
24 hearing ক্ষীণ শ্রবণশক্তি, কাশি দেওয়ার সময় উপশম IMPAIRED, hearing cough, during cough, amel. (1)
25 hearing ক্ষীণ শ্রবণশক্তি, স্যাঁতসেঁতে আবহাওয়ায় বৃদ্ধি IMPAIRED, hearing damp, weather agg. (7)
26 hearing ক্ষীণ শ্রবণশক্তি, কমে যাওয়ার সহিত অলীক ধারণা IMPAIRED, hearing decreased, with hallucination (1)
27 hearing ক্ষীণ শ্রবণশক্তি, সম্পর্কিত মেনিয়ারস্ রোগ IMPAIRED, hearing deficient, in meniere’s disease (1)
28 hearing ক্ষীণ শ্রবণশক্তি, কমান IMPAIRED, hearing diminished (1)
29 hearing ক্ষীণ শ্রবণশক্তি, ঘন ঘন মাথা ব্যথা ও দন্তশূলের সহিত IMPAIRED, hearing diminished frequent pain in head and toothache, with (1)
30 hearing ক্ষীণ শ্রবণশক্তি, বাম পার্শ্বের কানে IMPAIRED, hearing diminished left, in (2)
31 hearing ক্ষীণ শ্রবণশক্তি, মাথায় গর্জন শব্দের ফলে IMPAIRED, hearing diminished roaring in head, from (1)
32 hearing ক্ষীণ শ্রবণশক্তি, দ্রুত শ্রবণশক্তি কমতে থাকে IMPAIRED, hearing diminution, rapid (1)
33 hearing ক্ষীণ শ্রবণশক্তি, দুপুরের খাবারের পরে IMPAIRED, hearing dinner, after (1)
34 hearing ক্ষীণ শ্রবণশক্তি, শব্দ কোন দিক থেকে এসেছে তা বলতে পারে না IMPAIRED, hearing direction, of sound, cannot tell (1)
35 hearing ক্ষীণ শ্রবণশক্তি, কতদূর থেকে শব্দ এসেছে তা বলতে পারে না IMPAIRED, hearing distance, when at a (1)
36 hearing ক্ষীণ শ্রবণশক্তি, দূরের শব্দ শুনলে উপশম IMPAIRED, hearing distance, when at a amel. (2)
37 hearing ক্ষীণ শ্রবণশক্তি, প্রতি শব্দ মনে হয় দূর থেকে আসছে IMPAIRED, hearing distance, when at a all sounds seem far off (3)
38 hearing ক্ষীণ শ্রবণশক্তি, বাত রোগের জন্য বেশি মাত্রার ঔষধ খেয়ে শ্রবণশক্তির বিশৃঙ্খলতা IMPAIRED, hearing disturbed, when given in large doses for rheumatism (1)
39 hearing ক্ষীণ শ্রবণশক্তি, কানের খৈল অপসারণের পরে উপশম IMPAIRED, hearing earwax, after removal of, amel. (1)
40 hearing ক্ষীণ শ্রবণশক্তি, খাবার খেলে বৃদ্ধি IMPAIRED, hearing eating, agg. (3)
41 hearing ক্ষীণ শ্রবণশক্তি, বৃদ্ধ লোকের IMPAIRED, hearing elderly, people (5)
42 hearing ক্ষীণ শ্রবণশক্তি, সন্ধ্যায় IMPAIRED, hearing evening (8)
43 hearing ক্ষীণ শ্রবণশক্তি, সন্ধ্যা ৯ টায় IMPAIRED, hearing evening 9 p.m. (1)
44 hearing ক্ষীণ শ্রবণশক্তি, পূর্বাহ্ণে IMPAIRED, hearing forenoon (5)
45 hearing ক্ষীণ শ্রবণশক্তি, পূর্বাহ্ণে ১১ টায় IMPAIRED, hearing forenoon 11 a.m. (1)
46 hearing ক্ষীণ শ্রবণশক্তি, পূর্বাহ্ণ হতে সন্ধ্যা ৮ টা পর্যন্ত IMPAIRED, hearing forenoon lasting till 8 p.m. (1)
47 hearing ক্ষীণ শ্রবণশক্তি, ভয় পাওয়ার পরে IMPAIRED, hearing fright, after (1)
48 hearing ক্ষীণ শ্রবণশক্তি, জ্বরের সময় IMPAIRED, hearing fever, during (1)
49 hearing ক্ষীণ শ্রবণশক্তি, দুঃখ শোক অব্যাহত, অধিক পরিশ্রম, মাত্রাতিরিক্ত যৌনক্রিয়া অথবা রুটিন পরিবর্তন হওয়ার ফলে IMPAIRED, hearing grief, from continued, overexertion, sexual excesses, or drain on system (2)
50 hearing ক্ষীণ শ্রবণশক্তি, মস্তক পশ্চাৎে ব্যথার সহিত IMPAIRED, hearing headache, in occiput, with (1)
51 hearing ক্ষীণ শ্রবণশক্তি, হিক্কার পরে IMPAIRED, hearing hiccough, after (1)
52 hearing ক্ষীণ শ্রবণশক্তি, অপমানিত হওয়ার পরে IMPAIRED, hearing humiliation, after (1)
53 hearing ক্ষীণ শ্রবণশক্তি, মস্তিষ্কে একুইট জল সঞ্চয়ের ফলে IMPAIRED, hearing hydrocephalus, acute, in (1)
54 hearing ক্ষীণ শ্রবণশক্তি, বৃদ্ধি ও কমা ধীর গতিতে IMPAIRED, hearing increasing, and decreasing slowly (1)
55 hearing ক্ষীণ শ্রবণশক্তি, থেমে-থেমে হওয়া IMPAIRED, hearing intermittent (2)
56 hearing ক্ষীণ শ্রবণশক্তি, পাতা বা ঝিল্লির মত কিছু কানে রয়েছে এমন অনুভূতি IMPAIRED, hearing leaf or membrane, like, before the ear (32)
57 hearing ক্ষীণ শ্রবণশক্তি, বাম কানে IMPAIRED, hearing left (10)
58 hearing ক্ষীণ শ্রবণশক্তি, প্রথমে বাম কানে তারপর ডান কানে IMPAIRED, hearing left then right (1)
59 hearing ক্ষীণ শ্রবণশক্তি, কম হয় IMPAIRED, hearing lessening (1)
60 hearing ক্ষীণ শ্রবণশক্তি, হাম রোগের পরে IMPAIRED, hearing measles, after (9)
61 hearing ক্ষীণ শ্রবণশক্তি, পুনরায় আক্রান্ত হয় ও ঘন ঝিল্লি নির্গত হয় IMPAIRED, hearing membrane retracted and thickened (2)
62 hearing ক্ষীণ শ্রবণশক্তি, ঋতুস্রাবের সময় IMPAIRED, hearing menses, during (3)
63 hearing ক্ষীণ শ্রবণশক্তি, ঋতুস্রাবের পূর্বে IMPAIRED, hearing menses, during before (2)
64 hearing ক্ষীণ শ্রবণশক্তি, ঋতুস্রাব চাপা পড়লে বৃদ্ধি IMPAIRED, hearing menses, during suppressed, agg. (1)
65 hearing ক্ষীণ শ্রবণশক্তি, পারদ অপব্যবহারের ফলে IMPAIRED, hearing mercury, abuse of (6)
66 hearing ক্ষীণ শ্রবণশক্তি, পূর্ণিমায় বৃদ্ধি IMPAIRED, hearing moon, full agg. (1)
67 hearing ক্ষীণ শ্রবণশক্তি, সকালে IMPAIRED, hearing morning (6)
68 hearing ক্ষীণ শ্রবণশক্তি, রাতে IMPAIRED, hearing night (2)
69 hearing ক্ষীণ শ্রবণশক্তি, নাইট্রিক এসিড অপব্যবহারের ফলে IMPAIRED, hearing nitric acid, abuse of (2)
70 hearing ক্ষীণ শ্রবণশক্তি, কানে শব্দ হওয়ার সহিত IMPAIRED, hearing noises, with (15)
71 hearing ক্ষীণ শ্রবণশক্তি, শব্দে উপশম IMPAIRED, hearing noises, with amel. (5)
72 hearing ক্ষীণ শ্রবণশক্তি, অনুভূতিশক্তিহীন IMPAIRED, hearing obtuse (1)
73 hearing ক্ষীণ শ্রবণশক্তি, অতিমাত্রায় উত্তপ্ত হলে IMPAIRED, hearing overheated, from becoming (2)
74 hearing ক্ষীণ শ্রবণশক্তি, কানে বেদনার সহিত IMPAIRED, hearing pain, in ear, with (2)
75 hearing ক্ষীণ শ্রবণশক্তি, অডিটরি নার্ভের পক্ষাঘাতের ফলে IMPAIRED, hearing paralysis, of the auditory nerve, from (20)
76 hearing ক্ষীণ শ্রবণশক্তি, নির্দিষ্ট সময় পর পর আক্রান্ত IMPAIRED, hearing periodic (3)
77 hearing ক্ষীণ শ্রবণশক্তি, কান যেন ছিপি দ্বারা বন্ধ IMPAIRED, hearing plug, as from a (1)
78 hearing ক্ষীণ শ্রবণশক্তি, গর্ভধারণ অবস্থায় নির্দিষ্ট সময় পর পর আক্রান্ত IMPAIRED, hearing pregnancy, during periodic (1)
79 hearing ক্ষীণ শ্রবণশক্তি, কানে চাপলে উপশম IMPAIRED, hearing pressing, on ear amel. (1)
80 hearing ক্ষীণ শ্রবণশক্তি, কুইনাইন অপব্যবহার করার পরে IMPAIRED, hearing quinine, after abuse of (2)
81 hearing ক্ষীণ শ্রবণশক্তি, উচ্চ আওয়াজে পড়াশোনা করার সময় IMPAIRED, hearing reading, aloud, while (1)
82 hearing ক্ষীণ শ্রবণশক্তি, উচ্চ আত্তয়াজে বলার ফলে বধিরতা IMPAIRED, hearing report, loud, followed by deafness (1)
83 hearing ক্ষীণ শ্রবণশক্তি, উচ্চ আত্তয়াজে বলার পরে উপশম IMPAIRED, hearing report, loud, followed by deafness relieved after (5)
84 hearing ক্ষীণ শ্রবণশক্তি, গেঁটেবাত প্রবণ ব্যক্তিদের IMPAIRED, hearing rheumatic-gouty diathesis (7)
85 hearing ক্ষীণ শ্রবণশক্তি, যানবাহনে পরিভ্রমণ করলে উপশম IMPAIRED, hearing riding, in a carriage amel. (3)
86 hearing ক্ষীণ শ্রবণশক্তি, ডান কানে IMPAIRED, hearing right (9)
87 hearing ক্ষীণ শ্রবণশক্তি, প্রথমে ডান কানে তারপর বাম কানে IMPAIRED, hearing right right, then left (1)
88 hearing ক্ষীণ শ্রবণশক্তি, ঘরের ভিতরে IMPAIRED, hearing room, in a (1)
89 hearing ক্ষীণ শ্রবণশক্তি, ঘর্ষণে উপশম IMPAIRED, hearing rubbing, amel. (1)
90 hearing ক্ষীণ শ্রবণশক্তি, টিস্যু ক্ষত হওয়ার ফলে IMPAIRED, hearing scar tissue, from (1)
91 hearing ক্ষীণ শ্রবণশক্তি, আরক্তিম জ্বরের পরে IMPAIRED, hearing scarlet fever, after (11)
92 hearing ক্ষীণ শ্রবণশক্তি, মাত্রাতিরিক্ত যৌনক্রিয়ার ফলে IMPAIRED, hearing sexual, excesses (1)
93 hearing ক্ষীণ শ্রবণশক্তি, সঙ্গীত চর্চার পরে IMPAIRED, hearing singing, after (1)
94 hearing ক্ষীণ শ্রবণশক্তি, অবনত হলে বৃদ্ধি IMPAIRED, hearing stooping, agg. (2)
95 hearing ক্ষীণ শ্রবণশক্তি, ঝড় হওয়ার পূর্বে IMPAIRED, hearing storm, before (1)
96 hearing ক্ষীণ শ্রবণশক্তি, হঠাৎ IMPAIRED, hearing sudden (9)
97 hearing ক্ষীণ শ্রবণশক্তি, সর্দি বা কানের স্রাব চাপা পরার পরে IMPAIRED, hearing suppressed, coryza or otorrhea, after (1)
98 hearing ক্ষীণ শ্রবণশক্তি, ঢোক গিললে IMPAIRED, hearing swallowing, on (3)
99 hearing ক্ষীণ শ্রবণশক্তি, ক্লান্ত অবস্থায় IMPAIRED, hearing tired, when (1)
100 hearing ক্ষীণ শ্রবণশক্তি, তার সহিত বৃহদাকার টনসিল IMPAIRED, hearing tonsils, enlarged, with (13)
101 hearing ক্ষীণ শ্রবণশক্তি, তার সহিত বৃহদাকার টনসিল ও গলরস গ্রন্থি IMPAIRED, hearing tonsils, enlarged, with hypertrophied tonsils and adenoids (7)
102 hearing ক্ষীণ শ্রবণশক্তি, ক্ষণকালীন IMPAIRED, hearing transient (2)
103 hearing ক্ষীণ শ্রবণশক্তি, টাইফয়েডের পরে IMPAIRED, hearing typhoid, after (5)
104 hearing ক্ষীণ শ্রবণশক্তি, মানুষের কণ্ঠ কম শুনে IMPAIRED, hearing voice, to the human (17)
105 hearing ক্ষীণ শ্রবণশক্তি, মানুষের কণ্ঠ ছাড়া বাকি সব শব্দ কম শুনে IMPAIRED, hearing voice, to the human except, for (1)
106 hearing ক্ষীণ শ্রবণশক্তি, হাঁটার সময় IMPAIRED, hearing walking, while (1)
107 hearing ক্ষীণ শ্রবণশক্তি, হাঁটাচলা করে উষ্ণ হলে IMPAIRED, hearing warm, from walking, on becoming (1)
108 hearing ক্ষীণ শ্রবণশক্তি, উষ্ণ ঘরে বৃদ্ধি IMPAIRED, hearing warm, room, agg. (1)
109 hearing ক্ষীণ শ্রবণশক্তি, ধৌত করলে বৃদ্ধি IMPAIRED, hearing washing, agg. (1)
110 hearing ক্ষীণ শ্রবণশক্তি, পানিতে কাজ করলে IMPAIRED, hearing working, in water (1)
111 hearing ক্ষীণ শ্রবণশক্তি, হাই তুললে উপশম IMPAIRED, hearing yawning, amel. (1)

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *