Recent Post

এডেনয়েড গ্রন্থি বৃদ্ধির হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষধ

এডেনয়েড গ্রন্থি বড় হওয়া কি? | What are enlarged Adenoids?

এডেনয়েড হল নাক বরাবর গলনালীর পিছনে ও টনসিল থেকে কিছুটা উপরে ছোট একটি গ্রন্থি। মুখ হাঁ করলে টনসিল দেখা যাবে কিন্তু এডেনয়েড দেখা যাবে না।

এডেনয়েড গ্রন্থি শরীরের নানাবিধ সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এ গ্রন্থি ৫ বছরের কম বয়সি শিশুদের জন্য সবচেয়ে সহায়ক। এডেনয়েড স্পঞ্জের মতো, শ্বাসপ্রশ্বাসের সাথে গ্রহণ করা ক্ষতিকর জীবাণু ধ্বংস করে। এ গ্রন্থি যদি অতিরিক্ত জীবাণু দ্বারা সংক্রমিত হয় তাহলে আকারে বড় হয়ে উঠে আবার সুস্থতা পেলে স্বাভাবিক আকারে ফিরে আসে। ৫ বছর বয়সের পরে এডেনয়েড গ্রন্থি আকারে সংকুচিত হয়।

এডেনয়েড গ্রন্থি বড় হওয়ার লক্ষণ: | Symptoms of enlarged Adenoids:

এডেনয়েড গ্রন্থি বড় হলে নিম্নে উল্লেখিত লক্ষণসমূহ থাকতে পারে:

  • গলা ব্যথা ও ঢোক গিলতে ব্যথা 
  • সর্দি ও নাক বন্ধ
  • কানে তালা লাগার অনুভূতি 
  • ঘুমাতে অসুবিধা
  • গিলতে অসুবিধা
  • ঘাড়ের গ্রন্থি ফুলে যাওয়া
  • নাক ডাকা
  • স্লিপ অ্যাপনিয়া (ঘুমানোর সময় অল্প সময়ের জন্য শ্বাস বন্ধ হয়ে যাওয়া)
  • শ্বাসপ্রশ্বাসে দুর্গন্ধ আসা

এডেনয়েড গ্রন্থি বড় হওয়া রোগ নির্নয় করব কি করে? | How are enlarged Adenoids diagnosed?

চিকিৎসক যদি সন্দেহ করেন যে এডেনয়েড গ্রন্থি বড় হয়েছে তাহলে রোগীকে lateral neck x-ray করার পরামর্শ দিয়ে থাকেন 

রেপার্টরি রুব্রিক ও তার ঔষধ:

রুব্রিকADENOIDS, PROBLEMS WITH:  (20)
অর্থএডেনয়েডস গ্রন্থির রোগ (রোগ পরিচিতি পর্বের ৩ নং রোগ দেখুন)
ঔষধ2 Calc, 3 Carc, 1 Sulph, 1 Calc-p, 2 Thuj, 2 Bar-c, 1 Merc, 3 Tub, 1 Iod, 1 Psor, 1 Calc-f, 1 Mez, 1 Kali-s, 2 Bar-m, 1 Phyt, 1 Agra, 1 Calc-i, 1 Chr-ac, 1 Lob-s, 1 Sanguin-n,
রুব্রিকADENOIDS, PROBLEMS WITH: Postnasal:  (1)
অর্থএডেনয়েডস গ্রন্থির রোগ, নাকের অভ্যন্তরে
ঔষধ1 Mez,
রুব্রিকADENOIDS, PROBLEMS WITH: Removal, after:  (2)
অর্থএডেনয়েডস গ্রন্থি অপসারণের পরে অসুস্থতা 
ঔষধ2 Carc, 1 Kali-s,

যে কোনো জটিল ও কঠিন রোগের সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে এখানে ক্লিক করুন

সকল পদ্ধতির চিকিৎসা পেতে ও যে কোনো রোগের বিষয়ে জ্ঞান অর্জন করতে এখানে ক্লিক করুন

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *