Recent Post

গ্র্যাটিওলা GRATIOLA OFFICINALIS [Grat]

খিটখিটে মেজাজ, দম্ভ ও অহংকারের ফলে মানুষিক অসুস্থতা।
মহিলাদের অত্যন্ত যৌন আকাঙ্ক্ষার সহিত হস্তমৈথুন করার প্রবণতা।
মাথায় রক্ত ওঠার সাথে সাথে দৃষ্টিশক্তি লোপ।
ঝুঁকান অবস্থা থেকে মাথা উঠালে মাথা ঘোরে, খাওয়ার সময় মাথা ঘোরে।
আহারের পরেই পেট খালি খালি অনুভূতি সহ ক্ষুধা, পাকস্থলিতে ব্যথা আরাম্ভ হয়ে সমস্ত শরীরে ছড়িয়ে পরে।

এই ঔষধটি বিশেষ করে পাকাশ অন্ত্র নলীর উপর কাজ করে। পুরাতন সর্দিজ অবস্থা, প্রদরস্রাব ও গণোরিয়ার। দুর্দমনীয় ক্ষত সমূহ। বৃথা অভিমানযুক্ত অহঙ্কার থেকে উদ্ভূত মানসিক রোগে ভাল কাজ করে। বিশেষ করে স্ত্রীলোকের উপর ভালো কাজ করে। স্ত্রীলোকের মধ্যে নাক্সের লক্ষণ পাওয়া গেলে এবং সেক্ষেত্রে গ্যাটিওলা প্রয়োগ করা হলে প্রায়ই ভালো ফল পাওয়া যায়।

মাথা আধকপালে। মাথায় রক্তাধিক্য তৎসহ দৃষ্টিলোপ। মনে হয় যেন মস্তিষ্ক সঙ্কুচিত হচ্ছে এবং মাথাটি ক্রমশঃ ছোট হচ্ছে। কপালে কষে বাঁধার মত অনুভূতি, তৎসহ চামড়া কুঁচকিয়ে যায়। চোখ শুষ্ক, জ্বালা করে। অদূর দৃষ্টি বা মায়োপিয়া।

পাকস্থলী – আহারের সময় ও পরে মাথাঘোরা, আহারের পরে ক্ষুধা ও পেটের ভিতর শূন্যবোধ। অগ্নিমান্দ্য, তৎসহ পাকস্থলীর ভিতর বায়ু সঞ্চয় হেতু স্ফীতি। নৈশ ভোজের পরেও রাত্রে খিলধরা ও শূলবেদনা, তৎসহ উদর স্ফীতি ও কোষ্ঠকাঠিণ্য। কষ্টকর গলাধঃকরণ, বিশেষ করে তরল পদার্থ।

মল উদরাময়, সবুজ, ফেনাযুক্ত জলের মত, মলত্যাগের পরে মলদ্বারে জ্বালা, বেদনাহীনভাবে মল সবেগে বেরিয়ে আসে, কোষ্ঠকাঠিণ্য, তৎসহ অম্বল, অর্শ, তৎসহ রোগ ও নিজের স্বাস্থ্য সম্বন্ধীয় চিন্তা। সরলান্ত্রের সঙ্কোচন।

ঘুম অনিদ্রা।

স্ত্রীরোগ কামোন্মত্ততা। ঋতুস্রাব অস্বাভাবিকভাবে প্রচুর, আগে আগে হয় ও দীর্ঘস্থায়ী। প্রদর স্রাব।

কমাবাড়াবৃদ্ধি অতিরিক্ত জল পান করলে।

সম্বন্ধ-তুলনীয় ডিজিট্যালিস; ইউফ্রেশিয়া; ট্যাবেকাম, ক্যামোমিলা, এমন পিক্রিকাম; নাক্সভমিকা।

শক্তি ২য় থেকে ৩য় শক্তি।

ইহা স্নায়বিক অবসন্নতার একটি বড় ঔষধ, সুস্পষ্ট অবসন্নতা, তাহার সহিত মানসিক ও শারীরিক দুর্বলতা। ইহা কফিয়া’ ও ‘নাক্স ভমিকা’র সহিত ঘনিষ্ঠ সম্বন্ধ বিশিষ্ট, এবং কফিপায়ীদের ইচ্ছাশক্তির দুর্বলতা ও স্নায়ুশূলে বিশেষভাবে উপযোগী। অবসাদবায়ু রোগে এবং স্ত্রীলোকদিগের বিষাদ বায়ুরোগে ও প্রসবের পরবর্তী কামোন্মাদনায় প্রযোজ্য। সংজ্ঞালোপ ব্যতীত আক্ষেপবিশিষ্ট অবস্থা। রোগগুলি খোলা বাতাসে ভাল থাকে, কিন্তু সে উষ্ণ গৃহে শীতার্ত হয় (পালসেটিলা’র ন্যায়), বামদিকেই রোগগুলির প্রাধান্য থাকে, অবিরত শরীর হইতে বাষ্পের ন্যায় উত্তাপ উঠে। আক্ষেপিক উপদ্রবগুলির সহিত পাকস্থলী ও অন্ত্রাদির সর্দিজ অবস্থা। ইচ্ছাশক্তির অভাব ও কাজকর্মে অপ্রবৃত্তি থাকে, মানসিক অবসন্নতা ও খামখেয়ালি ভাব দেখা দেয়। সে অত্যন্ত ক্রোধপরায়ণ ও অবসাদবায়ুগ্রস্ত হয় এবং ভবিষ্যতের ভয়ে ভীত হয়। অহঙ্কারজনিত রোগ। কফি ও সুরাপানের কুফল, পাকস্থলী ও অন্ত্রাদির রোগের সহিত সংশ্লিষ্ট স্নায়বিক রোগসকল। শিরোঘূর্ণন আহারের সময় ও পরে, চক্ষু বুজিলে, পড়িবার সময়, আসন হইতে উঠিলে, সঞ্চালনে, মস্তিষ্কে রক্তাধিক্যহেতু শিরোঘূর্ণন মাথায় পূর্ণতা ও উত্তাপ বোধ, মাথা যেন ছোট হইয়া গিয়াছে, এরূপ অনুভূতি, মাথার মধ্যে ও শঙ্খস্থানে দপদপানি। হেঁট হইলে এবং আসন হইতে উঠিলে মাথায় রক্তের প্রধান। খোলা বাতাসে মস্তক-লক্ষণগুলি ভাল থাকে, গরম ঘরে উপস্থিত হয় বা বাড়ে। প্রাতে জাগিয়া উঠিলে মস্তকের পশ্চাদ্দিকে যন্ত্রণা, উঠিয়া বসিলে এবং উপুড় হইয়া শুইলে উপশম হয়। সবমন শিরঃপীড়া, বমি বমিভাব, বমন অথবা খাদ্যে বিতৃষ্ণা, তৎসহ শিরোঘূর্ণন, খোলা বাতাসে উহার উপশম।

হাঁচিয়া হাঁচিয়া মস্তকের পশ্চাদ্দিকে বেদনা, মাথা ঠান্ডা বোধ হয় এবং ঠান্ডা বাতাসে অনুভূতিবিশিষ্ট থাকে। মস্তক-শীর্ষে শীতলতা বোধ। শিরঃপীড়ার সময় কপাল কুঞ্চিত হয়। মস্তক-ত্বকে চুলকায়, চক্ষু ও কর্ণের চুলকানি। পড়িবার সময় চক্ষুর সম্মুখে ঝাপসা দেখে এবং সবুজ জিনিষ সাদা দেখায়।

চক্ষে বালি পড়ার ন্যায় যন্ত্রণা, নাকের মধ্যে চুলকানি। মুখমন্ডলে জ্বালাযুক্ত উত্তাপের অনুভূতি, কিন্তু হাত দিলে উহা ঠান্ডা বোধ হয়।

প্রাতঃকালে ওষ্ঠের স্ফীতি। মুখমন্ডলে একরূপ টান টানভাব ও ঝিনঝিন ভাব থাকে এবং স্ফীত বোধ হয়। মুখমন্ডল লাল থাকে, মুখের মধ্যে ঠান্ডা কিছু লইলে দাঁতে যন্ত্রণা করে। মস্তিষ্করোগে দাঁত কড়মড় করে।

গলায় ব্যথা, সৰ্ব্বদা ঢোক গিলিতে বাধ্য হয়, গলায় প্রচুর শ্লেষ্মা জমে, কিন্তু সে তাহা তুলিয়া ফেলিতে পারে না। অত্যন্ত তৃষ্ণা, আহারের পর পাকস্থলীতে শূন্যতা বোধ, তখন খাদ্যের আবশ্যকতা থাকে না, বা খাদ্যের ইচ্ছা থাকে না, তখনও শূন্যতা বোধ। রুটি ভিন্ন আর কিছুই আকাক্ষা করে না।

আহারের পর বমনেচ্ছা এবং ঢেকুর উঠিলে উপশম হয়। বমন তিক্ত, টকজল ও শ্লেষ্মা। পাকস্থলীর মধ্যে উৎকণ্ঠার অনুভূতি। আহারের পর পাকস্থলীতে খালধরা এবং সে এপাশ-ওপাশ করিলে বমনেচ্ছা ও উদারের সহিত মনে হয়, যেন একটি ভারি বোঝা এপাশে-ওপাশে নড়িতেছে। আহারের পর উদরস্ফীতি। আহারের পর পাকস্থলীতে চাপবোধ। পাকস্থলীতে স্পষ্ট শীতলতা। পাকস্থলীতে খালধরা এবং তীব্র কলকলানি। যন্ত্রণা দ্রুত বাড়িয়া উঠে এবং মনে হয়, যেন পৃষ্ঠে ও মূত্রপিন্ডে ছড়াইয়া পড়িতেছে।

উদরে শীতলতার অনুভূতি। বমনেচ্ছার সহিত শূলব্যথার ন্যায় খালধরা। অপরাহ্নে এবং সন্ধ্যাকালে উদরে ফাপের সহিত, পেট গড়গড় করা, মধ্যান্ত্রত্বচগ্রন্থিগুলির স্ফীতি। উদরে চিমটিকাটার ন্যায় যন্ত্রণা, বাতকর্ম হইলে উপশম। হলদে বা সবুজাভ হলদে, ফেনা ফেনা, জলের ন্যায়, বেগে নির্গমনশীল মলবিশিষ্ট উদরাময়; সাঙ্ঘাতিক কলেরার ন্যায় প্রচুর জলবৎ বমন ও ভেদ, প্রচুর সবুজ জলবৎ মল। অত্যন্ত তৃষ্ণার জন্য অত্যধিক জলপান করার ফলে উদরাময় উদরাময়ের সময় সে সচরাচর বায়ুপ্রবাহে অত্যনুভূতিযুক্ত থাকে এবং তাহার মলপ্রবৃত্তি উপস্থিত হয়। ইহা পূর্ণ বিকশিত এসিয়াটিক কলেরা আরোগ্য করিয়াছে। সবুজ মল এবং সবুজ বমন, অসাড়ে মলত্যাগ।

মলত্যাগের পূর্বে বমনেচ্ছা, পেট গড়গড় করা, কৰ্ত্তনবৎ যন্ত্রণা, কোঁথানি। মলত্যাগের সময় বমি বমিভাব, সরলান্ত্রে জ্বালা, কুন্থন, পিকচক্ অস্থিতে যন্ত্রণা, শিরশির করা শীত, উদরে বেদনা হুল ফুটানর ন্যায়, যন্ত্রণাপূর্ণ ও জ্বালাকর অর্শবলির বহির্নির্গমন। মলদ্বারে ছিন্নকর, কাটা বেঁধার ন্যায় যন্ত্রণা। মলদ্বারে সঙ্কোচনবোধ, মলদ্বারে চুলকানি। সূত্রক্রিমি। মূত্রত্যাগকালে ও পরে মূত্রনলীতে জ্বালা, স্বল্পমূত্র, মূত্র কিছুক্ষণ থাকিলে ঘোলা হইয়া যায়, অজ্ঞাতসারে মূত্র নির্গমন হয়। বামদিকের শুক্রবাহী নালী হইতে উদর ও বুক পর্যন্ত সূচফোটার ন্যায় যন্ত্রণা।

জননযন্ত্রাদির স্পষ্ট উপদাহিতা থাকিলে এবং সঙ্গমপ্রবৃত্তির অত্যন্ত বৃদ্ধি থাকিলে, ইহা স্ত্রীলোকদিগের একটি অত্যন্ত উপযোগী ঔষধ ইহা প্রসবের পরবর্তী কামোত্তেতায় আমাদের একটি শ্রেষ্ঠ ঔষধ। যখন সঙ্গমেচ্ছা এত ভীষণ হয় যে, তিনি হস্তমৈথুন করিতে বাধ্য নয়, তখনকার ঔষধ জেলসিমিয়াম’, ‘গ্র্যাটিওলা, অরিগেনাম’, ‘নাক্স ভমিকা, ফসফরাস, ‘প্ল্যাটিনা এবং জিঙ্কাম।

ঋতুস্রাব অতি শীঘ্র এবং প্রচুর পরিমাণ হয়। অবনত হইলে ডানস্তনে তীরবিদ্ধবৎ যন্ত্রণা, ঋতুকালে এবং উঠিয়া দাঁড়াইলে উহা বৃদ্ধি; ত্রিকাস্থিপ্রদেশে বেদনাসহ প্রদরস্রাব।

বুকের মধ্যে চাপবোধসহ, মলত্যাগের পর বুকের মধ্যে প্রবল ধড়ফড়ানি (কোনিয়াম), বুকে, মাথায় ও হাতে উত্তাপবোধ, তৎসহ মুখমন্ডল লালবর্ণ।

ঊর্ধ্বঙ্গে বাতজ বেদনা, হাঁটার পর নিম্নাঙ্গগুলিতে ক্ষতবৎ, থেঁৎলানবৎ বেদনা; বসিয়া থাকিবার সময় দীর্ঘাস্থিতে ছিন্নকর বেদনা, চলিয়া বেড়াইলে উপশম।

আহারের পর নিদ্রালুতা, গভীর নিদ্রা।

চুলকাইবার পর চৰ্ম্মে চুলকানি ও জ্বালা।

অপর নাম – হেজ হিসপ (Hedge-hyssop)।

ইহা একপ্রকার স্ক্রোফিউলারিয়েসী জতীয় বৃক্ষ। সমগ্র বৃক্ষ থেকেই মূল অরিষ্ট তৈরী করা হয়।

* গ্লাটিওলা অফিসিনেলিসও একটি ঔষধ যার উদরাময় হলদে জলের মত এবং একেবারে খুব জোরে নির্গত হয়। ইহা গ্রীষ্মকালীন উদরাময়ে কখন কখন বিশেষ উপযোগী বিশেষ করে যখন রোগী অত্যধিক পরিমাণে শীতল জল পান করে, তখন গ্র্যাটিওলা উপযোগী। গ্যাটিওলা কোন কোন বিষয়ে অ্যালোর  সদৃশ, কিন্তু এতে অর্শ নেই।

 

Grat : Gratiola Officinalis
Mental troubles from overweening pride.G.I.T. symptoms (diarrhoea and dyspepsia) < drinking too much water.Nymphomania.


COMMON NAME:

Hedge Hyssop.


FAMILY:

Scrophulariaceae.


SOURCE:

Tincture of fresh plant.


A/F:

– Mental troubles from overweening pride (pride of others).

– Cold/ hot weather.

– Thinking too much, drinking too much water.

– Coffee.


MODALITIES:

< Motion

< In warm room or summer

< During and after eating

< Drinking too much water

< Coffee

< Dinner

> Rest

> In open air

> By the emission of flatulence


MIND:

-A/F pride of others.

-Aversion to everything at 1 p.m.

-Haughty.

-Irresolute, want of perseverance.

-Sadness, despondency. Ill humour, tired of life.

-Apprehensive of future, hypochondriasis.

-Sighing in hydrocephalus, in loquacity, and gaiety.


GUIDING INDICATIONS:

-Left side is more affected than right.

-Paralytic pains.

-Head-Sick headache.

-Rush of blood with vanishing of sight.

-Sensation as if brain was contracting and head became smaller.

-Tightness in forehead, with wrinkles in skin.

-Eyes-Dry, burn, feels as if sand were in them.

-Myopia on reading, sees distant objects better than near ones > by closing eyes but constantly returns.

-G.I.T.-Vertigo during and after meals, hunger and feeling of emptiness after meals.

-Dyspepsia with much distention of the stomach.

-Cramps and colic after supper and during night, with swelling of abdomen and constipation.

-Dysphagia for liquids.

-Sensation of loose heavy load or cold water in the stomach.

-Stool-Diarrhoea, profuse, yellowish green, frothy water, followed by anal burning.

-Forcibly evacuated, without pain, discharge of ascarides.

-Constipation with gouty acidity. Faeces hard, scanty and tenacious, expelled with great difficulty and effort.

-Blind haemorrhoids, burning pain in the rectum during and after the evacuation.

-Shooting, itching, smarting and throbbing in the anus.

-Haemorrhoids with hypochondriasis.

-Rectum constricted.

-Female genitalia-Nymphomania, irritable condition of sexual organs with congestion.

-Menses too profuse, premature and too long.

-Sleep-Insomnia.


KEYNOTES:

-Rush of blood to head, with vanishing of sight.

-Mental symptoms from over weaning pride.

-Acts on the gastrointestinal tract with catarrhal condition, diarrhoea forcible, with evacuation of green frothy stools.

CONFIRMATORY SYMPOMS:

-Diarrhoea forcibly evacuated out from drinking too much of water.


CLINICAL:

-Diarrhoea, Dyspepsia, Gonorrhoea, Haemorrhoids, Headache (sick), Insomnia, Leucorrhoea, Myopia, Nymphomania, Ulcers (obstinate), Vertigo.

-It is to be considered in the unstable female, it has all male irritability of Nux Vomica- Dr. William Boericke.


REMEDY RELATIONSHIPS:

Compare : Apis, Bell, Calc, Casc, Cham, Cina, Cinch, Dig, Elat, Euphr, Gels, Hell, Laur, Nux-v, Podo, Scroph-m, Tab.

Similar : Apis, Bell, Cham, Hell, Nux-v.

Antidoted By : Bell, Caust, Euph, Iod, Nux-v.

It Antidotes : Iod.


About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *