গুয়েইকাম GUAIACUM OFFICINALE [Guai]

অত্যন্ত দূর্বলতার সহিত অনিদ্রা।
জ্বালা সহ সঙ্কোচন ও পাকস্থলির প্রান্ত ভাগে সঙ্কোচন অনুভূতি।
মল, মূত্র, ঘর্ম সহ সকল স্রাবে দুর্গন্ধ।
গলার ভিতরে জ্বালা ও শুষ্ক অনুভূতি, বার বার টন্সিলে ব্যথা হয়।
রোগী গরম চায় কিন্তু শরীরের বিশেষ কোন স্থানে উত্তাপ প্রয়োগে রোগের বৃদ্ধি।
সূচ ফোটানোর মত বেদনা বুক হতে পিঠের দিকে ছড়িয়ে পড়ে অথাবা নীচের দিক হতে উপরের দিকে উঠে, ফুসফুসের এপেক্সে এরুপ ব্যথা।

ফাইব্রাস তন্তুর উপর এই ঔষধের প্রধান কাজ এবং বিশেষ করে গ্রন্থিজ বাত ঋতুগ্রস্ত ব্যক্তির উপর, বাতরোগে ও টনসিলের প্রদাহে, কাজ করে। সেকেন্ডারী সিফিলিস। তরুন বাত রোগে খুবই মূল্যবান ঔষধ। প্রবহমান দূর্গন্ধযুক্ত স্রাব। সারা শরীর থেকে বিশ্রী গন্ধ বেরিয়ে থাকে। ফোঁড়া সমূহে পুঁজোৎপত্তিতে সাহায্য করে। বাহ্যিক উত্তাপে অনুভূতি প্রবন ও কষ্টের বৃদ্ধি। অঙ্গ, সমূহের সঙ্কোচন। আড়ষ্টতা ও অচলতা। অঙ্গ-প্রত্যঙ্গ প্রসারিত করার অদম্য ইচ্ছা।

মন বিস্মৃতি প্রবণ; চিন্তাহীনতা; একদৃষ্টে তাকিয়ে থাকা। কোন কিছু ধীরে বোঝে।

মাথা মাথায় বাতজ বেদনা ও মুখমন্ডলে, ঘাড় পর্যন্ত বেদনা প্রসারিত হয়। মাথার খুলিতে ছিঁড়ে ফেলার মত বেদনা; ঠান্ডা, ভিজে আবহাওয়ায় বৃদ্ধি। স্ফীতির অনুভূতি এবং রক্তবহা নলীর প্রসারণ। বামকানের ভিতর কনকনানী। বেদনার শেষভাগে সূঁচ ফোটার মত অনুভূতি, বিশেষতঃ মাথায়।

চোখ চোখের তারা বিস্ফারিত। চোখের পাতাগুলি দেখে ছোট বলে মনে হয়। চোখের চারিপাশে ফুস্কুড়ি।

গলা গলায় বাতযুক্ত ক্ষততা তৎসহ গলার পেশীর দুর্বলতা। গলা শুষ্ক, জ্বালাকর, স্ফীত, কানের দিকে সূঁচ ফোঁটার মত অনুভূতি। টনসিলের তরুন প্রদাহ। উপদংশজনিত গলা ক্ষত।

পাকস্থলী জিহ্বা ছাতলা পড়া। আপেল ও অন্যান্য ফল খাবার ইচ্ছা। দুধে অনিচ্ছা। পাকস্থলীর ভিতর জ্বলন। পেটের উপরের অংশের সঙ্কোচন।

উদর অন্ত্রের ভিতর খাদ্যবস্তু গেঁজিয়ে উঠে। অন্ত্রে প্রচুর বায়ু সঞ্চিত হয়। উদরাময়, শিশুদের কলেরা।

প্রস্রাবন্ত্রসমূহ প্রস্রাবের পরে তীক্ষ্ম সূঁচীবিদ্ধবৎ বেদনা। অবিরাম বেগ।

শ্বাসপ্রশ্বাস যন্ত্রসমূহ শ্বাসরোধের ন্যায় অনুভূতি। শুষ্ক শক্ত কাশি। কাশির পরে দূর্গন্ধযুক্ত শ্বাস-প্রশ্বাস। প্লুরার ভিতর সূঁচীবিদ্ধবৎ বেদনা। পঞ্জারাস্থির সন্ধি স্থানে বুকে বেদনা, তৎসহ ছোট ছোট শ্বাস-প্রশ্বাস যত সময় না শ্লেষ্মা উঠে।

স্ত্রীরোগ বাতের রোগীনির ডিম্বাশয়ের প্রদাহ তৎসহ মাসিক ঋতুস্রাবের অনিয়মিত ও বেদনাদায়ক ঋতু ও প্রস্রাবথলির অস্বস্তি।

পিঠ – মাথা থেকে ঘাড় পর্যন্ত বেদনা। গ্রীবাদেশে কনকনানী। ঘাড় আড়ষ্টও কাঁধ স্পর্শকাতর। দুটি স্কন্ধাস্থির মধ্যবর্তীস্থানে সূঁচীবিদ্ধবৎ বেদনা, মাথার পিছনের অংশ পর্যন্ত প্রসারিত হয়। দুটি স্কন্ধাস্থির মধ্যবর্তীস্থানে সঙ্কোচনের মত বেদনা।

অঙ্গপ্রত্যঙ্গ কাঁধে বাহুতে ও হাতে বাতের বেদনা। বৃদ্ধিপ্রাপ্ত বেদনা। (ফসফোরিক অ্যাসিড)। নিতম্বে খোঁচা মারার মত বেদনা। সায়েটিকা ও কোমরের বেদনা। ছিঁড়ে ফেলার মত গেঁটে বাতের বেদনা, তৎসহ সঙ্কোচনের অনুভূতি। নড়াচড়া করা যায় না এই জাতীয় আড়ষ্টতা। গোড়ালির বেদনা, পা পর্যন্ত প্রসারিত হয়। এর ফলে খোঁড়ার মত অনুভূতি। সন্ধিস্থান সমূহ স্ফীত, বেদনাদায়ক ও চাপ সহ্য করতে পারে না; কোন প্রকার গরম সহ্য হয় না। অঙ্গ সমূহে হুলফোটার মত বেদনা। সন্ধিবাতের জন্যে ছুরি দিয়ে কাটার মত বেদনা এর পরে সঙ্কোচনের অনুভূতি। আক্রান্ত অঙ্গে উত্তাপের অনুভূতি।

কমাবাড়াবৃদ্ধি, নড়াচড়ায়, উত্তাপে, ঠান্ডা-আদ্র আবহাওয়ায়; চাপে, স্পর্শে, সন্ধ্যা, ৬টা থেকে ভোর ৪টে পর্যন্ত।

উপশম গুয়েকোল (গণোরিয়া যুক্ত অন্ডকোষ প্রদাহের চিকিৎসায়), ২ ভাগ ঔষধ ও ৩০ ভাগ ভ্যাসেলিন, বাহ্যিক ভাবে প্রযোজ্য।

দোষঘ্ন – নাক্সভমিকা, এর পরে সিপিয়া।

তুলনীয় মার্কিউরিয়াস; কষ্টিকাম, রাসটক, মেজেরিয়াম; রোডোডেন্ড্রন।

শক্তি অরিষ্ট, থেকে ৬ষ্ঠ শক্তি।

ইহা একটি গভীরক্রিয় ঔষধ, এমনকি, বাতগ্রস্ত, গেঁটেবাতপ্রবণ, এবং পূর্ব পুরুষের নিকট হইতে যক্ষ্মারোগ প্রাপ্ত হইয়াছে, এরূপ ধাতুর ব্যক্তিগণের লক্ষণগুলিকে আরোগ্য করিয়া শৃঙ্খলা আনিবার মত গভীরভাবে কার্যকরী। এই সকল রোগীরা উদরাময়ের অধীন হয়, করাগুলি অত্যন্ত ছোট হইতে থাকে অথবা তাহাদের বড় বড় ফোড়া, সর্দিজ উপদ্রব বা ব্রঙ্কাইটিস থাকে। পেশীতন্তুগুলিতে আকর্ষণ, টানভাব এবং সঙ্কোচন। সন্ধিগুলির স্ফীতি ও বেদনা। বাতগ্রস্ত সন্ধিগুলি উত্তাপ পাইলে আরও বেশী যন্ত্রণাযুক্ত হয় (ল্যাক ক্যানি’, ‘লিডাম’, ‘পালস’) এবং ঠান্ডায় থাকিলে ভাল থাকে। সন্ধিস্থলে গেঁটেবাতজনিত বড় ফোড়া। অস্থিগুলি স্পঞ্জের ন্যায় হয় অথবা পুঁজোৎপত্তিবিশিষ্ট হয়। পায়ের ও পায়ের গাঁটের অস্থিই প্রধানতঃ আক্রান্ত হয়। অস্থিবেষ্টসমূহ স্পর্শকাতর হয়। সূচীবিদ্ধবৎ যন্ত্রণাই ঔষধটির চরিত্রগত, ‘আর্সেনিকের ন্যায় জ্বালা খুব স্পষ্ট থাকে। অঙ্গ-প্রত্যঙ্গগুলি আকুঞ্চিত ও আড়ষ্ট হয়। সকল প্রকার নিঃস্রাবই দুর্গন্ধ। আকর্ষণবৎ, ছিন্নকর বেদনা। তাহার অঙ্গ-প্রত্যঙ্গে ঠান্ডা বসে এবং সন্ধিগুলি বেদনাযুক্ত হয় এবং পেশীসমূহ আকৃষ্ট হয়। সামান্য সঞ্চালনে বা পরিশ্রমে তাহার যন্ত্রণা বাড়িয়া উঠে। ক্রমশঃ বর্ধনশীল অবসন্নতা। ক্রমিক শীর্ণতা। যক্ষ্মারোগের প্রথম অবস্থায়। লক্ষণ মিলিলে ইহা একটি আশ্চর্য্য ঔষধ। রোগের ক্রমবর্ধনশীল প্রকৃতি, মন ও দেহের  দুর্বলতা এবং গভীরমূল ধাতুগত রোগে সেরূপ লক্ষণগুলি দেখা যায়, তৎসমুদয় ইহাতে আছে। সোরাদোষযুক্ত রোগী সিফিলিস পারদ এবং অন্যান্য তীব্র ঔষধ দ্বারা জটিল হইয়া পড়িলে আমরা এই অবহেলিত ঔষধটি ব্যবহার ক্ষেত্র পাই। ইহা কষ্টিকাম’, ‘সালফার’ ও ‘টিউবারকুলিনামে’র সহিত ঘনিষ্ঠ সম্বন্ধযুক্ত।

প্রাতে অন্যমনস্ক । জড়প্রকৃতি ও বিষণচিত্ত। একগুয়ে; খিটখিটে ও বিস্মৃতিপরায়ণ। তিনি উঠিয়া দাঁড়াইলে শিরোঘূর্ণন।

মাথার একপার্শ্বে বাতজনিত যন্ত্রণা, উহা মুখ পর্যন্ত বিস্তৃত হয়। গেঁটেবাতজ শিরঃপীড়া। মস্তিষ্কের মধ্যে শিথিলতার অনুভূতি। মস্তকে সূচীবিদ্ধবৎ যন্ত্রণা। কপালে, মস্তকের পশ্চাদ্ভাগে। এবং মস্তিষ্কের গভীর স্থানে যন্ত্রণা। মস্তকে ছিন্নকর বেদনা। রক্তবহা নাড়ীগুলি, যেন স্ফীত হইয়া পড়িয়াছে, এরূপ অনুভূতি। মাথার ও মুখমন্ডলের বামপার্শ্বিক স্নায়ুশূল। দপদপকর বেদনা, চাপনে ও হাঁটিয়া বেড়াইলে উপশম, বসিলে এবং দাঁড়াইলে বৃদ্ধি। ইহা সাধারণ নিয়মের একটি ব্যতিক্রম, কারণ অধিকাংশ লক্ষণেরই সঞ্চালনে বৃদ্ধি হয়। খোলা বাতাসে বেড়াইবার সময় মাথায় ও মুখমন্ডলে ঘর্ম।

চক্ষু যেন ঠেলিয়া বাহির হইতেছে, এরূপ অনুভূতি। চক্ষুদ্বয়ের স্ফীতি। চক্ষু তারকাদ্বয় বিস্তৃত।

বাম কর্ণে ছিন্নকর যন্ত্রণা। কানের যন্ত্রণা আবেশে আবেশে আসে।

নাসিকার অস্তিতে যন্ত্রণা। নাক স্ফীত। গড়ান সর্দিস্রাব।

মুখমন্ডল ও নাকের হাড়ে এবং দাতে যন্ত্রণা। মুখমন্ডল লাল, এবং স্ফীত, দাগ দাগযুক্ত। সন্ধ্যাকালে মুখমন্ডলে উত্তাপ। দক্ষিণপার্শ্বের হনু অস্থিতে তীব্র বেদনা। মুখমন্ডলে, মাথায় ও ঘাড়ে নির্দিষ্টকালে আগত বেদনা, প্রত্যহ সন্ধ্যা ৬টা হইতে ভোর ৪টা পর্যন্ত। চোয়ালের বামপার্শ্বে মৃদু কনকনানি। দাঁতে ছিন্নকর, সূচীবিদ্ধবৎ যন্ত্রণা। চোয়ালে চোয়ালে চাপিলে দাঁতে যন্ত্রণা। টনসিলদ্বয়ের প্রদাহ, কিছু পান করিলে বৃদ্ধি, অত্যন্ত জ্বালা।

স্বাদ বিকৃত। জিহ্বা পুরু সাদা লেপাবৃত বা বাদামিবর্ণ। গলার মধ্যে জ্বালা। টনসিলাইটিস, ইহা দ্বারা পুজোৎপত্তি বারিত হয়।

খাদ্যে ও দুগ্ধে অপ্রবৃত্তি। অত্যন্ত তৃষ্ণা।

সাদা জলের ন্যায় শ্লেষ্মা বমি করে, পরে অবসন্নতা আসে, গলায় শ্লেষ্মা থাকার অনুভূতি হইতে বমনবেগ। পাকস্থলী ও উদরে জ্বালা।

পাকস্থলীতে আকুঞ্চনবোধ, তৎসহ উৎকণ্ঠা ও শ্বাসকষ্ট। উদরের অত্যধিক বায়ুস্ফীতি।

প্রাতঃকালীন উদরাময় (সালফ’)। মল জলবৎ। কোষ্ঠবদ্ধতা, মল শক্ত, ভাঙ্গিয়া ভাঙ্গিয়া পড়ে এবং দুর্গন্ধ। মূত্রবেগ, এমনকি মূত্রত্যাগের পরেও। মূত্র প্রচুর এবং দুর্গন্ধ। মূত্রপাতকালে মূত্রনলীতে কর্ত্তনবৎ যন্ত্রণা।

নিষ্ফল মূত্রত্যাগের প্রবৃত্তির পর, মূত্রস্থলীর গ্রীবায় সূচীবিদ্ধবৎ যন্ত্রণা। স্বপ্ন ব্যতীত শুক্রপাত। মূত্রনলী হইতে স্রাব।

ডিম্বকোষের পুরাতন প্রদাহ। ঋতু–দেখা দেয় না। ঝিল্লীপাতযুক্ত কষ্টরজঃ। স্তনের রুক্ষ চর্মরোগের সহিত আভ্যন্তরীণ কম্পনবোধ।

কণ্ঠনলীতে আক্ষেপ। কষ্টকর শ্বাসক্রিয়া। হৃৎস্পন্দন।

জ্বরের সহিত শুষ্ক কঠিন কাশি, অবশেষে গয়ের তুলিয়া উপশমিত হয়। প্রচুর, পচা গন্ধ, পুঁজের ন্যায় গয়ের উঠা। রক্তময় গয়ের উঠা।

বুকের পেশীতে বাত, নড়িলে অত্যন্ত বেদনা করে। সঞ্চালনে ও শ্বাসপ্রশ্বাসে বুকে সূচীবিদ্ধবৎ যন্ত্রণা। সূচীবিদ্ধবৎ যন্ত্রণাটি যেন বক্ষাবরক ঝিল্লীতে বলিয়া বোধ হয়। বাত বক্ষ পর্যন্ত বিস্তৃত হইলে, পুরাতন বায়ুভুজনলীর সর্দি, তৎসহ দুর্গন্ধ গয়ের। বাত ও গেঁটেবাগ্রস্ত ব্যক্তির রক্ত উঠা বিহীন ক্ষয়রোগ। খোলা বাতাসে গাড়ীঘোড়া চড়িলে বুকের যন্ত্রণা।

হৃৎস্পন্দন। হৃৎপিন্ডের বাত এবং দ্রুত, দুর্বল নাড়ী।

গ্রীবাপৃষ্ঠ এবং পৃষ্ঠের বাতজনিত আড়ষ্টতা। ঘাড়ে ও পিঠে সূঁচ ফোটানবৎ যন্ত্রণা। স্কন্ধাস্থিদ্বয়ের মধ্যে আকর্ষণবৎ যন্ত্রণা। সকল যন্ত্রণা সঞ্চালনে বৰ্দ্ধিত হয়, বিশ্রামকালে উপশমিত হয় এবং উত্তাপে বৃদ্ধিযুক্ত হয়।

ঊর্ধ্বাঙ্গগুলিতে টনিয়া ধরার ন্যায়, ছিঁড়িয়া ফেলার ন্যায় সূঁচ ফোটানোর ন্যায় যন্ত্রণা। ঊর্ধ্ববাহুতে ও স্কন্ধে বাতজনিত যন্ত্রণা। প্রথমে অঙ্গুলিসন্ধিগুলিতে এবং তারপর সমস্ত হাতে যন্ত্রণা। হস্তদ্বয় উত্তপ্ত। ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠে সূচীবিদ্ধবৎ যন্ত্রণা। সকল বেদনাই সঞ্চালনে বদ্ধিপ্রাপ্ত হয়, উত্তাপে বৃদ্ধিপ্রাপ্ত হয়।

জানুর পশ্চাদ্দিকের বৃহৎ কন্ডরাদ্বয়ের হ্রস্বতাপ্রাপ্তি। ঊরুদেশের যন্ত্রণা হাঁটু পর্যন্ত বিস্তৃত হয়। পায়ে ছিন্নকর, আকর্ষণবৎ যন্ত্রণা। টিবিয়া অস্থিতে যন্ত্রণা। হাঁটুতে গেঁটেবাতজনিত বড় ফোড়া। পায়ের পাতা হইতে জানু পর্যন্ত পা দুইটিতে তীরবিদ্ধবৎ যন্ত্রণা। টিবিয়া অস্থি ও পায়ের গাঁটের অস্থির কোমলতাপ্রাপ্তি। জানুর পশ্চাদ্বৰ্ত্তী বৃহৎ করার সঙ্কোচনের জন্য জানু সঙ্কুচিম হইয়া পড়ে। দক্ষিণ পদ স্ফীত এবং ঊরুর দিকে আকৃষ্ট। সর্বাঙ্গে বেদনা, সঞ্চালনে ও উত্তাপে বৃদ্ধি। বাহু ও পায়ের দুর্বলতা। নিম্নাঙ্গগুলির অসাড়তা। অঙ্গগুলির আড়ষ্টতা। পরিশ্রমের পর অঙ্গগুলির দুর্বলতা। সন্ধিগুলির বাত, উত্তাপে ও সঞ্চালনে বৰ্দ্ধিত হয়। ঠান্ডা লাগার পর অঙ্গপ্রত্যঙ্গে যন্ত্রণা।

অস্থির নিদ্রা। নিদ্রাহীনতা। পড়িয়া যাইবার মত হইয়া নিদ্রা হইতে জাগিয়া উঠে। চিৎ হইয়া শুইলে বুকচাপা স্বপ্ন। অতৃপ্তিকর নিদ্রা।

সন্ধ্যাকালে শীতবোধের পর জ্বর। জ্বালাকর জ্বর। হস্তদ্বয় উত্তপ্ত। নৈশ-ঘৰ্ম্ম। প্রচুর ঘর্ম। যে-সকল পরীক্ষাকারীর ঘর্ম হইয়াছিল, তাহাদের মূত্রযন্ত্র সংক্রান্ত কোন লক্ষণ প্রকাশ পায় নাই।

অপর নাম – লিগনাম ভাইটী (Lignum Vitae)

গুয়েইয়াকাম অফিসিনেলী (Guaiacum Officinale)।

জাইগোফাইলেসী জাতীয় উদ্ভিদ। এর ধূনা থেকে মূল অরিষ্ট তৈরী করা হয়।

দুর্গন্ধ পুঁজ ও গয়ার যুক্ত কাশি।

Guai : Guaiacum Officinale
Fibrous tissue affections.Rheumatism. Growing pains. Gout < local heat.Feeling of heat in the affected limbs.

Acute tonsillitis. Stiff neck and sore shoulders.

Free foul secretions. Unclean odour from whole body.


COMMON NAME:

Gum resin of Lignum Vitae.


SOURCE:

Tincture of gum resin.


FAMILY:

Zygophyllaceae.


MODALITIES:

< From motion

< Heat

< Cold, wet weather

< Pressure

< Rapid growth

< Touch

< Mercury

< 6 p.m. to 4 a.m.

> External pressure

> Yawning

> Stretching


MIND:

-Obstinacy.

-Strong desire to criticise, and to despise everything.

-Indolence and dread of movement.

-Weakness of memory and excessive forgetfulness, especially of names.

-Fixed look and absence of ideas, especially in the morning.

-Dreams of falling, nightmare.

-Shrieking, screaming, shouting, sleep during.

-Aversion to mental work.


GUIDING INDICATIONS:

-Chief action on fibrous tissue and especially adapted to the arthritic diathesis, rheumatism and tonsillitis.

-Contraction of limbs, stiffness and immobility.

-Remedy in gout and rheumatism.

-Free foul secretions.

-Unclean odour from whole body.

-Pains are tearing, stitching, gnawing.

-The affected part is extremely sensitive to touch and < from heat.

-Promotes suppuration of abscesses. Secondary syphilis.

-Burning sensation in general.

-Extremities-Contraction, causing distortion and immobility. Muscles seem too short.

-Arthritic lancinations followed by contraction of limbs, in the affected limbs.

-Rheumatic pain in shoulder, arms and hands.

-Growing pains.

-Gouty tearing with contractions. Gouty nodosities on joints.

-Joints swollen, painful, and intolerance to pressure, can bear no heat.

-Back-Lumbago, stiff neck and sore shoulders.

-Contractive pain between scapulae.


KEYNOTES:

-Affects the fibrous tissue.

-Rheumatic gouty diathesis, with sensitiveness and aggravation from local heat.

-Pains followed by contraction of limbs, stiffness and immobility.

-Gouty and rheumatic pain in head and face, extending to neck.

-Pains often end in a stitch, especially in head < cold wet weather.

-Rheumatic sore throat, with weak throat muscles.

-Throat dry, burns, swollen towards ear. Acute tonsillitis, syphilitic sore throat.

-Stomach affections returns every summer. Burning in stomach.

-Craving for apples which relieves gastric symptoms. Aversion to milk.

-Intestinal fermentation, much wind in bowels.

-Feels suffocated, pleuritic stitches. Dry, tight cough. Chest pain at articulation of ribs, with shortness of breathing till expectoration sets in.

-Sharp stitches after urinating, constant desire.

-Ovaritis in rheumatic patients, with irregular menstruation, and dysmenorrhoea, and irritable bladder.


NUCLEUS OF REMEDY:

-Free foul secretions and unclean odour from whole body.

-Craving for apples which relieves gastric symptoms. Burning in epigastrium.


CONFIRMATORY SYMPTOMS:

-Free foul secretions. Unclear odour from the whole body.

-Craving for apples.

-Tearing, stitching, gnawing pains with burning heat. Contraction of the part.


CLINICAL:

-Abscess, Arthritis, Cervical spondylosis, Gout, Growing pains, Intestinal fermentation, Lumbago, Pleuritic stitches, Rheumatism, Sciatica, Syphilis (secondary), Tonsillitis.

-It rarely fails in pleurodynia with Tuberculosis- Dr. Farrington.


REMEDY RELATIONSHIPS:

Follows Well : Caust, Merc, Sulph.

Compare : Mez, Phyt, Rhod, Still.

Similar : Kali-I, Mez, Phyt, Rhod, Still.

Antidoted By : Caust, Nux-v, Rhus-t.

Duration Of Action : 40 Days.


✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *