Recent Post
 হাইড্রোকেফালাস বা ব্রেইনে জলজমা রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষধ

হাইড্রোকেফালাস বা ব্রেইনে জলজমা

মস্তিষ্কে জল জমা বা হাইড্রোকেফালাস কী? | What is Hydrocephalus?

হাইড্রোসেফালাস হল এমন একটি অবস্থা যেখানে অতিরিক্ত সেরিব্রোস্পাইনাল ফ্লুইড (CSF) মস্তিষ্কের তরলযুক্ত গহ্বর বা ভেন্ট্রিকলের মধ্যে তৈরি হয়। হাইড্রোসেফালাস শব্দটি গ্রীক শব্দ “হাইড্রো” থেকে এসেছে যার অর্থ জল এবং “সেফালাস” অর্থ মাথা। যদিও এর অর্থ “মস্তিষ্কের উপর জল” হিসাবে অনুবাদ হয়, কিন্তু ব্যবহারিক অর্থে সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের বিল্ডআপকে বোঝায়, যা মস্তিষ্ক এবং মেরুদন্ডকে ঘিরে থাকে। CSF মস্তিষ্কের ভেন্ট্রিকলের মধ্যে ধ্রুবক সঞ্চালন করে এবং অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। হাইড্রোসেফালাস যে কোনো বয়সে হতে পারে, তবে শিশু ও ৬০ বছর বা তদুর্ধ্ব বয়সীদের সবচেয়ে বেশি দেখা যায়। হাইড্রোকেফালাস বা ব্রেইনে জলজমা সংক্রান্ত যাবতীয় হোমিওপ্যাথিক তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন। 

হাইড্রোকেফালাসের কারণসমূহ | Causes of Hydrocephalus

হাইড্রোকেফালাসের কারণ সম্পর্কে তেমন কিছু জানা যায় না। কোনো কোনো সময় একটি শিশু হাইড্রোকেফালাস নিয়েই জন্মগ্রহণ করতে পারে। হাইড্রোকেফালাস বংশগত কারণেও হতে পারে। স্পাইনাল বিফিডা, মস্তিষ্কের টিউমার, মাথায় আঘাত, রক্তক্ষরণ ও মেনিনজাইটিসের মতো রোগের ফলেও হতে পারে। রোগের সূচনা, কাঠামোগত ত্রুটি ও CSF-এর চাপের উপর ভিত্তি করে, হাইড্রোকেফালাসকে নিম্নে উল্লেখিত ভাগে ভাগ করা যেতে পারে:

অর্জিত হাইড্রোকেফালাস: সাধারণত আঘাত বা কোনো রোগের কারণে হয়ে থাকে।

জন্মগত হাইড্রোকেফালাস: শিশু জন্মের সময় এ রোগটি নিয়েই জন্ম নেয়। মাতৃগর্ভে ভ্রূণের বিকাশের সময় বা জেনেটিক অস্বাভাবিকতার ফলে এ রোগটি হয়।

কমিউনিকেটিং হাইড্রোকেফালাস: CSF অপর্যাপ্ত শোষণ অথবা অস্বাভাবিক পরিমাণে বৃদ্ধির কারণে এ রোগটি হয়।

নন কমিউনিকেশন (অবস্ট্রাকটিভ) হাইড্রোসকেফালাস: যখন CSF শোষণ বা ড্রেনেজ ব্যবস্থা বন্ধ হয়ে এ রোগটি হয়। 

নর্মাল চাপের হাইড্রোকেফালাস: এটি কমিউনিকেটিং হাইড্রোকেফালাসের ভিন্ন একটি রূপ, এটি যেকোনো বয়সে হতে পারে, তবে বয়স্কদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়।

হাইড্রোকেফালাস এক্স-ভ্যাকুও: এটি প্রাপ্তবয়স্কদের বেশি হয়। আলঝেইমার রোগ, স্ট্রোক বা ট্রমা ইত্যাদি কারণে হয়।

হাইড্রোকেফালাসের লক্ষণসমূহ | Symptoms of Hydrocephalus

বয়স অনুসারে হাইড্রোকেফালাসের লক্ষণসমূহ উল্লেখ করা হল। 

১ বছরের কম বয়সি শিশুদের 

  • মাথার আকার অস্বাভাবিক বড় হতে পারে
  • মাথার পরিধি দ্রুত বাড়তে পারে
  • মাথার ফন্টানেল বা নরম স্পট স্ফীত এবং টানটান হয়ে যাবে
  • মাথার ত্বকের শিরাগুলি দৃশ্যমান হয়ে উঠবে
  • চোখের মনি নিচের দিকে নেমে আসবে। 
  • বমি
  • তন্দ্রা
  • খিটখিটে ভাব 
  • খিঁচুনি

শিশু এবং কিশোরদের

  • বমি বমি ভাব এবং বমি
  • অপটিক ডিস্ক বা প্যাপিলেডেমা ফুলে যাওয়া
  • ঝাপসা বা দ্বিত্ব দৃষ্টি
  • ভারসাম্যহীনতা ও চালচলনের অস্বাভাবিকতা
  • শারীরিক ও মানসিক উন্নতি বাধাপ্রাপ্ত হওয়া
  • ব্যক্তিত্বের পরিবর্তন
  • মনোনিবেশ করতে অক্ষমতা
  • খিঁচুনি
  • ক্ষুধাহীনতা 
  • অসাড়ে প্রস্রাব

প্রাপ্তবয়স্কদের

  • মাথাব্যথা
  • বমি বমি ভাব এবং বমি
  • হাঁটতে অসুবিধা ও হাঁটতে সমস্যা 
  • ভারসাম্য বা সমন্বয়হীনতা
  • অলসতা
  • মূত্রথলি সংক্রান্ত সমস্যা 
  • অন্ধত্ব বরণ 
  • জ্ঞানভিত্তিক দক্ষতায় প্রতিবন্ধীকতা 
  • স্মৃতিশক্তি হ্রাস
  • হালকা ডিমেনশিয়া

রেপার্টরি রুব্রিক ও তার ঔষধ:

রুব্রিক SCROFULOUS, CHILDREN: Subacute, and chronic hydrocephalus where effusion has not progressed too far:  (1)
অর্থ গণ্ডমালা রোগের সহিত শিশুর সাবএকুইট এবং পুরাতন হাইড্রোকেফালাস, যারফলে শিশুর ভাবাবেগ বিকশিত হয়নি
ঔষধ 2 Sulph,
রুব্রিক HYDROCEPHALUS, CHILDREN:  (54)
অর্থ শিশুদের হাইড্রোকেফালাস বা মস্তিষ্কে জল সঞ্চয় 
ঔষধ 3 Calc, 1 Bell, 2 Sulph, 2 Op, 2 Calc-p, 2 Merc, 2 Puls, 2 Bry, 2 Nat-m, 2 Phos, 3 Sil, 2 Ars, 1 Acon, 2 Lyc, 1 Verat, 2 Hyos, 2 Stram, 1 Chin, 1 Bar-c, 3 Tub, 1 Arn, 1 Zinc, 3 Apis, 2 Arg-n, 2 Hell, 1 Ph-ac, 1 Podo, 1 Samb, 1 Ip, 1 Lach, 2 Aur, 1 Kali-br, 2 Con, 2 Ferr, 1 Gels, 2 Iod, 2 Bac, 1 Mag-m, 2 Dig, 1 Carb-ac, 1 Cypr, 1 Apoc, 2 Iodof, 2 Kali-i, 1 Am-c, 1 Canth, 1 Chin-s, 1 Cupr-acet, 1 Ferr-i, 1 Indg, 1 Kali-p, 1 Plat, 1 Sol-n, 1 Zinc-m,
রুব্রিক HYDROCEPHALUS, CHILDREN: Coldness, with, of face:  (5)
অর্থ শিশুদের হাইড্রোকেফালাস, তার সহিত মুখমণ্ডল ঠাণ্ডা 
ঔষধ 3 Camph, 2 Verat, 1 Arg-n, 1 Hell, 1 Agar,
রুব্রিক HYDROCEPHALUS, CHILDREN: Diarrhea, after:  (1)
অর্থ ডায়রিয়ার পরে শিশু হাইড্রোকেফালাসে আক্রান্ত হয়
ঔষধ 1 Zinc,
রুব্রিক HYDROCEPHALUS, CHILDREN: Headache, with:  (1)
অর্থ হাইড্রোকেফালাসে আক্রান্ত হওয়ার ফলে শিশুর মাথাব্যথা
ঔষধ 1 Petr,
রুব্রিক HYDROCEPHALUS, CHILDREN: Lies, head low:  (4)
অর্থ হাইড্রোকেফালাসে আক্রান্ত শিশু মাথা নিচে দিয়ে শুয়ে থাকে 
ঔষধ 1 Sulph, 1 Merc, 1 Zinc, 1 Apis,
রুব্রিক HYDROCEPHALUS, CHILDREN: Sweat, with:  (1)
অর্থ হাইড্রোকেফালাসে আক্রান্ত হওয়ার ফলে শিশুর মাথা ঘামতে থাকে
ঔষধ 1 Merc,
রুব্রিক HYDROCEPHALUS, CHILDREN: Vision, with loss of:  (1)
অর্থ হাইড্রোকেফালাসে আক্রান্ত হওয়ার ফলে শিশু চোখে দেখে না 
ঔষধ 1 Apoc,

যে কোনো জটিল ও কঠিন রোগের সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে এখানে ক্লিক করুন

সকল পদ্ধতির চিকিৎসা পেতে ও যে কোনো রোগের বিষয়ে জ্ঞান অর্জন করতে এখানে ক্লিক করুন