কানে কম শুনার (Impaired hearing) চিকিৎসা ও ১২৩ টি লক্ষণ

কানের ভিতরের অনেক ম্যাকানিজম পার হয়ে ইন্দ্রিয় অনুভূতির মাধ্যমে আমরা শুনতে পাই। কানের অঙ্গ সমূহের সুস্থতা এবং শ্রবণ স্নায়ু ও মস্তিষ্কের  সুস্থতা কানে শুনার জন্য অপরিহার্য বিষয়। কানে কম শোনাকে শ্রুতিক্ষীণতা, ক্ষীণ শ্রবণশক্তি বা বধিরতা বলে।

শ্রুতিক্ষীণতাকে চার ভাগে ভাগ করা হয়েছে।

* কনডাকটিভ (conductive) বা পরিবহন জনিত

* সেনসরিনিউরাল (sensorineural) বা স্নায়ুজনিত

* মিশ্র (complex)

* সাইকোজেনিক (psychogenic) বা মানসিক

 

কনডাকটিভ (conductive) বা পরিবহন জনিত শ্রুতিক্ষীণতা

বহিঃকর্ণ ও মধ্যকর্ণের অসুস্থতা সাধারণত কনডাকটিভ ডেফনেস বা পরিবহন জনিত শ্রুতিক্ষীণতা সৃষ্টি করে।

প্রধান কারণ:

  • জন্মগত কারণে বহিঃকর্ণের শ্রবণ পথ না থাকা বা চিকন থাকা বা মধ্যকর্ণের অস্থি স্বাভাবিক না থাকা।
  • কানে ময়লা বা কোনো বস্তু আটকে যাওয়া।
  • বহিঃকর্ণের প্রদাহ।
  • অটোমাইকোসিস (ফাংগাল প্রদাহ)।
  • বহিঃকর্ণের টিউমার, কানের হাড়ের অতিরিক্ত বৃদ্ধি, আঘাত প্রাপ্তি ইত্যাদি কারণে বহিঃকর্ণের শ্রবণপথ সরু হলে।
  • মধ্যকর্ণের প্রদাহ ও পানি বা রক্ত জমা হওয়া।
  • কোনো কারণে কানের পর্দা ফেটে গেলে।
  • মধ্যকর্ণের অস্থিগুলোর সংযোগ বিচ্ছিন্ন হলে বা নড়ে গেলে।
  • কোনো কারণে মধ্যকর্ণের অস্থির নড়াচড়া কমে গেলে
  • মধ্যকর্ণে টিউমার হলে।

সেনসরিনিউরাল (sensorineural) বা স্নায়ুজনিত শ্রুতিক্ষীণতা

অন্তঃকর্ণ, অডিটরি নার্ভ বা শ্রবণ স্নায়ু ও মস্তিষ্কের অসুস্থতা সেনসরিনিউরাল বা স্নায়ুজনিত শ্রুতিক্ষীণতা সৃষ্টি করে।

প্রধান কারণ:

  • জন্মগত : প্রতি ১০ হাজার শিশুর মধ্যে চারটি শিশু জিনগত ত্রুটির জন্য জন্মলগ্ন থেকেই বধির হতে পারে। গর্ভাবস্থায় মায়ের জার্মান হাম, চিকেন পক্স, ডায়াবেটিস, এইডস বা কোনো জটিল ভাইরাস-ঘটিত রোগ হলে গর্ভস্থ শিশু বধিরতার শিকার হতে পারে। এ ছাড়া গর্ভকালে বা জন্মের পর অক্সিজেনের অভাব এবং পরবর্তী সময়ে অপুষ্টি থেকে শিশু বধিরতার শিকার হতে পারে।
  • আঘাত : জন্মের সময় শিশু যদি কোনো কারণে মাথায় আঘাত পায় কিংবা পরবর্তী জীবনে মাথায় বা কানে আঘাত পায়, তাহলে শ্রুতিক্ষীণতা বা বধিরতা দেখা দিতে পারে।
  • প্রদাহজনিত : জীবাণুবাহিত কারণে অন্তঃকর্ণের প্রদাহ বা ল্যাবিরিনথাইটিস হলে বধিরতা হতে পারে।
  • ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া : দীর্ঘদিন স্ট্রেপটোমাইসিন, জেন্টামাইসিন, নিয়োমাইসিন, স্যালিসাইলেটস, কুইনিন-জাতীয় ওষুধ ব্যবহারের ফলে স্নায়ু-বধিরতা দেখা দিতে পারে।
  • শব্দদূষণ : উচ্চ শব্দযুক্ত পরিবেশে দীর্ঘ সময় থাকা, হঠাৎ তীক্ষ্ণ আওয়াজ ইত্যাদি কারণে অন্তঃকর্ণের ‘ককলিয়া’ ক্ষতিগ্রস্ত হয়ে বধিরতা হতে পারে।
  • বার্ধক্যজনিত : এটি সেনাইল ডেফনেস। বয়স বাড়ার সঙ্গে ‘ককলিয়ার’ হিয়ার সেলের ক্ষয় হয়ে এ ধরনের বধিরতা হতে পারে।
  • অন্তঃকর্ণের টিউমার : অন্তঃকর্ণের বিভিন্ন টিউমারের (অ্যাকাউস্টিক নিউরোমা) কারণেও স্নায়ু-বধিরতা দেখা দিতে পারে।
  • এ ছাড়া হাইপোথাইরয়ডিজম, ডায়াবেটিস, সেরিব্রাল, থ্রম্বোসিস, মস্তিষ্কের প্রদাহসহ নানা রোগে স্নায়ু-বধিরতা দেখা দিত পারে।

মিশ্র (complex) শ্রুতিক্ষীণতা

উপরে উল্লেখিত কনডাকটিভ ও সেনসরিনিউরাল উভয় স্থানে অসুস্থতার ফলে যে শ্রুতিক্ষীণতা হয়, তাকে মিশ্র শ্রুতিক্ষীণতা বলে।

সাইকোজেনিক (psychogenic) বা মানসিক শ্রুতিক্ষীণতা

সাইকোজেনিক না মনোরোগজনিত বধিরতায় কান, শ্রবণ স্নায়ু ও মস্তিষ্কের কোনো আঙ্গিক ত্রুটি থাকে না। শ্রুতিক্ষীণতায় প্রথম ৩ টি কারণ পাওয়া না গেলে তাকে সাইকোজেনিক (psychogenic) বা মানসিক শ্রুতিক্ষীণতা বলে।

 

কানের অডিওলজিক্যাল পরীক্ষা

বধিরতার পরিমাণ বের করার জন্য বিভিন্ন হিয়ারিং টেস্টকে সাধারণভাবে অডিওলজিক্যাল পরীক্ষা বলে। এর মধ্যে-

  • পিওর টোন অডিওমেট্রি
  • ইমপিডেন্স অডিওমেট্রি
  • স্টেপেডিয়াল রিফ্লেক্স থ্রেসল্ড অন্যতম।

পিওর টোন অডিওমেট্রি টেস্টটি চার-পাঁচ বছরের কম বয়সে করা যায় না। ছোট শিশুর টেস্টের মধ্যে রয়েছে-

  • বিহেভিয়ার অবজারভেশন অডিওমেট্রি
  • প্লে অডিওমেট্রি।

এ ছাড়া রয়েছে ব্রেনস্টেম ইভোকড রেসপন্স অডিওমেট্রি ও অটো অ্যাকাউস্টিক ইমিশন।

 

চিকিৎসা:

হোমিওপ্যাথি পদ্ধতিতে এ রোগের সফল, কার্যকরী ও স্থায়ী চিকিৎসা রয়েছে। রোগকে মূল থেকে সম্পূর্ণরূপে আরোগ্য করা হোমিওপ্যাথির বলিষ্ঠ দাবি।

লক্ষণ, রেপার্টরি রুব্রিক ও তার ওষুধ সমূহ:

হোমিওপ্যাথিতে কানে কম শুনা বা শ্রুতিক্ষীণতার (Impaired hearing) চিকিৎসার জন্য প্রায় ১২৩ টি লক্ষণ ও তার রেপার্টরি রুব্রিক রয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।  যারা চিকিৎসা নিতে চান তারা এ লক্ষণ সমূহের সাথে আপনার রোগের লক্ষণের মিল খোঁজে পেলে, তা ডাক্তারকে স্পষ্ট করে জানালে চিকিৎসা পেতে সহজ হবে।

ওষুধ প্রয়োগ সম্পর্কিত সাবধানতা

  1. ক্ষীণ শ্রবণশক্তি IMPAIRED, hearing (172)       1 aeth, 1 agar, 1 agn, 1 alet, 2 all-c, 2 ambr, 2 am-c, 2 am-m, 2 anac, 2 ang, 1 ant-c, 2 apis, 1 arg-m, 1 arg-n, 2 arn, 2 ars, 1 asaf, 2 asar, 1 aster, 2 aur, 1 aur-m, 1 aur-s, 2 bapt, 3 BAR-C, 2 bar-m, 3 BELL, 1 bor, 2 bov, 1 bufo, 2 bry, 1 cact, 1 calad, 3 CALC, 2 calc-p, 1 cann-i, 1 caps, 3 CARB-AN, 1 carbn-o, 3 CARBN-S, 3 CARB-V, 3 CAUST, 1 cedr, 1 cham, 2 chel, 3 CHIN, 1 chin-ar, 1 chin-s, 1 chlf, 1 cist, 1 clem, 2 cic, 2 cocc, 1 coc-c, 1 coff, 1 colch, 1 coloc, 1 com, 2 con, 1 cor-r, 1 croc, 1 crot-c, 1 crot-h, 2 croto-t, 3 CUPR, 2 cycl, 1 dig, 2 dros, 1 dulc, 2 elaps, 2 ferr, 1 ferr-ar, 2 ferr-i, 1 ferr-p, 2 fl-ac, 2 form, 1 gamb, 2 gels, 2 glon, 3 GRAPH, 1 grat, 1 guare, 1 guai, 2 hep, 2 hydr, 1 hydr-ac, 3 HYOS, 1 ign, 2 iod, 2 ip, 1 jatr, 2 kali-bi, 2 kali-br, 2 kali-c, 1 kali-chl, 1 kali-i, 3 KALI-M, 1 kali-n, 1 kali-p, 1 kali-s, 1 kalm, 2 kreos, 2 lach, 1 lachn, 2 lact, 2 laur, 2 led, 3 LYC, 2 mag-c, 2 mag-m, 1 mag-p, 2 mang, 1 med, 1 meny, 1 meph, 2 merc, 1 merc-i-r, 1 merl, 1 mez, 1 mosch, 2 mur-ac, 1 nat-ar, 2 nat-c, 3 NAT-M, 2 nat-p, 1 nicc, 3 NIT-AC, 1 nux-m, 2 nux-v, 1 olnd, 1 onos, 1 op, 1 par, 3 PETR, 3 PH-AC, 3 PHOS, 1 phys, 1 plat, 2 plb, 2 psor, 3 PULS, 1 rheum, 1 rhod, 2 rhus-t, 2 ruta, 2 sabad, 2 sabin, 2 sal-ac, 1 sars, 3 SEC, 1 sel, 2 sep, 3 SIL, 2 spig, 2 spong, 1 squil, 1 stann, 2 staph, 2 stram, 3 SULPH, 2 sul-ac, 1 tab, 1 tarax, 1 tarent, 2 tell, 1 tep, 1 ther, 1 thuj, 1 valer, 2 verat, 3 VERB, 1 viol-o, 1 zinc
  2. ক্ষীণ শ্রবণশক্তি, গলরসগ্রন্থি হতে IMPAIRED, hearing adenoids, from (3)   1 agra, 1 calc-i, 1 sul-i
  3. ক্ষীণ শ্রবণশক্তি, গলরসগ্রন্থি, এডেনইড বা টনসিল বৃদ্ধির ফলে IMPAIRED, hearing adenoids, from hypertrophied adenoids and tonsils (7)        2 agra, 1 aur, 1 bar-c, 1 calc-p, 1 merc, 1 nit-ac, 1 staph
  4. ক্ষীণ শ্রবণশক্তি, বিকেলে IMPAIRED, hearing afternoon (2)   1 elaps, 1 sil
  5. ক্ষীণ শ্রবণশক্তি, বিকেলে, তার সহিত কানে বেদনা IMPAIRED, hearing afternoon pain in the ear, with (1)      1 ign
  6. ক্ষীণ শ্রবণশক্তি, বাতাসে উপশম IMPAIRED, hearing air, amel. (2)  1 mag-c, 1 merc
  7. ক্ষীণ শ্রবণশক্তি, খোলা বাতাসে বৃদ্ধি IMPAIRED, hearing air, amel. open, agg. (1) 1 calc
  8. ক্ষীণ শ্রবণশক্তি, মদ্যপ ব্যাক্তির IMPAIRED, hearing alcoholism, in (1)       2 kali-br
  9. ক্ষীণ শ্রবণশক্তি, তার সহিত পর্যায়ক্রমে তমসাচ্ছন্ন দৃষ্টি IMPAIRED, hearing alternating with, obscuration of sight (1)   1 cic
  10. ক্ষীণ শ্রবণশক্তি, তার সহিত পর্যায়ক্রমে তমসাচ্ছন্ন কর্ণ স্রাব দেখে IMPAIRED, hearing alternating with, obscuration of sight otorrhea (1) 1 puls
  11. ক্ষীণ শ্রবণশক্তি, তার সহিত পর্যায়ক্রমে তমসাচ্ছন্ন দৃষ্টি সম্পর্কিত চোখের লক্ষণ IMPAIRED, hearing alternating with, obscuration of sight eye symptoms (1) 1 guare
  12. ক্ষীণ শ্রবণশক্তি, কানে যেন বন্ধনী রয়েছে এমন অনুভূতির সহিত IMPAIRED, hearing band, as if caused by a band over the ears (1) 1 m-arct
  13. ক্ষীণ শ্রবণশক্তি, ঢেকুড়-উদ্গার দেয়ার সময় IMPAIRED, hearing belching, during (1) 1 petr
  14. ক্ষীণ শ্রবণশক্তি, দ্বিভাজ হলে, পিছনদিকে বাকা হলে উপশম IMPAIRED, hearing bending, backward, amel. (1) 2 fl-ac
  15. ক্ষীণ শ্রবণশক্তি, জন্মগত IMPAIRED, hearing birth, from (2) 1 meph, 1 tub
  16. ক্ষীণ শ্রবণশক্তি, নাক ঝারলে উপশম IMPAIRED, hearing blowing, nose amel. (5) 1 hep, 2 mang, 1 merc, 2 sil, 1 stann
  17. ক্ষীণ শ্রবণশক্তি, জ্বালাকর ও হুল ফুটার ন্যায় ব্যথার পরে IMPAIRED, hearing burning, and stinging, after (1) 1 caps
  18. ক্ষীণ শ্রবণশক্তি, স্টেচিয়েন টিউব সংক্রান্ত সর্দির ফলে IMPAIRED, hearing catarrh of eustachian tube (31) 1 ars-i, 3 ASAR, 3 CALC, 1 caps, 1 caust, 1 dulc, 1 gels, 1 graph, 2 hep, 1 hydr, 2 iod, 1 kali-bi, 3 KALI-M, 3 KALI-S, 1 lach, 2 mang, 1 menthol, 2 merc-d, 1 merc-s, 1 mez, 1 morg, 1 nit-ac, 3 PETR, 2 phos, 3 PULS, 1 rhus-t, 1 ros-d, 2 sang, 1 sep, 2 sil, 1 thiosin
  19. ক্ষীণ শ্রবণশক্তি, পোশাক পরিবর্তন করলে IMPAIRED, hearing change, of clothing (1) 2 sil
  20. ক্ষীণ শ্রবণশক্তি, আবহাওয়ার পরিবর্তনে বৃদ্ধি IMPAIRED, hearing change, of clothing change of weather agg. (2) 1 mang, 1 sabin
  21. ক্ষীণ শ্রবণশক্তি, ঘড়ির নিকটে IMPAIRED, hearing clock, near (1) 1 ph-ac
  22. ক্ষীণ শ্রবণশক্তি, ঠাণ্ডার পরে IMPAIRED, hearing cold, after a (9) 1 ars, 1 bell, 2 elaps, 1 lach, 2 led, 1 mag-c, 1 merc, 3 PULS, 1 sil
  23. ক্ষীণ শ্রবণশক্তি, ঠাণ্ডার পরে, আদ্র আবহাওয়ায় বৃদ্ধি IMPAIRED, hearing cold, after a wet weather, agg. (8) 1 acon, 1 dulc, 1 kali-m, 2 mang, 2 merc, 2 puls, 2 sil, 1 visc
  24. ক্ষীণ শ্রবণশক্তি, তার সহিত উদরে ঠাণ্ডা অনুভূতি IMPAIRED, hearing cold, sensation in abdomen, with (1) 2 ambr
  25. ক্ষীণ শ্রবণশক্তি, প্রচণ্ড ধাক্কা লাগার ফলে IMPAIRED, hearing concussions, from (5) 3 ARN, 1 chin-s, 1 croc, 1 hell, 1 nat-s
  26. ক্ষীণ শ্রবণশক্তি, শব্দসমূহ গুলিয়ে ফেলে IMPAIRED, hearing confusion, of sounds (3) 3 CARB-AN, 1 plat, 1 sec
  27. ক্ষীণ শ্রবণশক্তি, কাশি দেয়ার সময় IMPAIRED, hearing cough, during (2) 1 chel, 1 puls
  28. ক্ষীণ শ্রবণশক্তি, কাশি দেওয়ার সময়, উপশম IMPAIRED, hearing cough, during cough, amel. (1)   2 sil
  29. ক্ষীণ শ্রবণশক্তি, স্যাঁতসেঁতে, আবহাওয়ায় বৃদ্ধি IMPAIRED, hearing damp, weather agg. (7) 1 anan, 1 calen, 1 calen, 2 mang, 1 puls, 1 sabin, 1 sil
  30. ক্ষীণ শ্রবণশক্তি, কমে যাওয়ার সহিত অলীক ধারণা IMPAIRED, hearing decreased, with hallucination (1) 2 hyos
  31. ক্ষীণ শ্রবণশক্তি, সম্পর্কিত মেনিয়া রোগ IMPAIRED, hearing deficient, in meniere’s disease (1) 2 sal-ac
  32. ক্ষীণ শ্রবণশক্তি, কমান IMPAIRED, hearing diminished (1) 1 tell
  33. ক্ষীণ শ্রবণশক্তি, ঘন ঘন মাথা ব্যথা ও দন্তশূলের সহিত IMPAIRED, hearing diminished frequent pain in head and toothache, with (1) 1 petr
  34. ক্ষীণ শ্রবণশক্তি, বাম পার্শের কানে IMPAIRED, hearing diminished left, in (2) 1 asar, 2 calc
  35. ক্ষীণ শ্রবণশক্তি, মাথায় গর্জন শব্দের ফলে IMPAIRED, hearing diminished roaring in head, from (1) 2 sil
  36. ক্ষীণ শ্রবণশক্তি, দ্রুত শ্রবণশক্তি কমতে থাকে IMPAIRED, hearing diminution, rapid (1) 1 phos
  37. ক্ষীণ শ্রবণশক্তি, দুপুরের খাবারের পরে IMPAIRED, hearing dinner, after (1) 1 sulph
  38. ক্ষীণ শ্রবণশক্তি, শব্দ কোন দিক থেকে এসেছে তা বলতে পারেনা IMPAIRED, hearing direction, of sound, cannot tell (1) 2 carb-an
  39. ক্ষীণ শ্রবণশক্তি, দুরের শব্দ শুনলে IMPAIRED, hearing distance, when at a (1) 1 ph-ac
  40. ক্ষীণ শ্রবণশক্তি, দুরের শব্দ শুনলে উপশম IMPAIRED, hearing distance, when at a amel. (2) 1 gamb, 1 ph-ac
  41. ক্ষীণ শ্রবণশক্তি, প্রতি শব্দ মনে হয় দূর থেকে আসছে IMPAIRED, hearing distance, when at a all sounds seem far off (3) 1 cann-i, 1 lac-c, 1 nux-m
  42. ক্ষীণ শ্রবণশক্তি, বাত রোগের জন্য বেশি মাত্রার ঔষধ খেলে স্রবণশক্তির বিশৃঙ্খলতা IMPAIRED, hearing disturbed, when given in large doses for rheumatism (1) 1 sal-ac
  43. ক্ষীণ শ্রবণশক্তি, কানের খইল, অপসারণের পরে, উপশম IMPAIRED, hearing earwax, after removal of, amel. (1) 2 con
  44. ক্ষীণ শ্রবণশক্তি, খাবার খেলে বৃদ্ধি IMPAIRED, hearing eating, agg. (3) 1 sil, 1 spig, 3 SULPH
  45. ক্ষীণ শ্রবণশক্তি, বৃদ্ধ লোকের IMPAIRED, hearing elderly, people (5) 1 bar-c, 2 cic, 1 kali-m, 1 merc-d, 2 petr
  46. ক্ষীণ শ্রবণশক্তি, সন্ধ্যায় IMPAIRED, hearing evening (8) 1 anan, 1 ant-c, 1 cham, 1 kali-c, 1 merc-c, 1 nicc, 1 plb, 1 tarax
  47. ক্ষীণ শ্রবণশক্তি, সন্ধ্যা ৯ টায় IMPAIRED, hearing evening 9 p.m. (1) 1 phys
  48. ক্ষীণ শ্রবণশক্তি, পূর্বাহ্নে IMPAIRED, hearing forenoon (5) 1 asaf, 1 clem, 2 ham, 1 mag-c, 1 phys
  49. ক্ষীণ শ্রবণশক্তি, পূর্বাহ্নে ১১ টায় IMPAIRED, hearing forenoon 11 a.m. (1) 1 mag-c
  50. ক্ষীণ শ্রবণশক্তি, পূর্বাহ্ন হতে সন্ধ্যা ৮ টা পর্যন্ত IMPAIRED, hearing forenoon lasting till 8 p.m. (1) 1 phys
  51. ক্ষীণ শ্রবণশক্তি, ভয় পাওয়ার পরে IMPAIRED, hearing fright, after (1) 1 mag-c
  52. ক্ষীণ শ্রবণশক্তি, জ্বরের সময় IMPAIRED, hearing fever, during (1) 1 rhus-t
  53. ক্ষীণ শ্রবণশক্তি, দুঃখ শোক, অব্যাহত অধিক পরিশ্রম, মাত্রাতিরিক্ত যৌন ক্রিয়া অথবা রুটিন পরিবর্তন হওয়ার ফলে IMPAIRED, hearing grief, from continued, overexertion, sexual excesses, or drain on system (2) 1 ign, 1 ph-ac
  54. ক্ষীণ শ্রবণশক্তি, মস্তক পশ্চাতে ব্যথার সহিত IMPAIRED, hearing headache, in occiput, with (1) 1 ign
  55. ক্ষীণ শ্রবণশক্তি, হিক্কার পরে IMPAIRED, hearing hiccough, after (1) 1 bell
  56. ক্ষীণ শ্রবণশক্তি, অপমানিত হওয়ার পরে IMPAIRED, hearing humiliation, after (1) 1 ign
  57. ক্ষীণ শ্রবণশক্তি, মস্তিস্কে জল সঞ্চয়ের ফলে, একুইট IMPAIRED, hearing hydrocephalus, acute, in (1) 2 dig
  58. ক্ষীণ শ্রবণশক্তি, বৃদ্ধি ও কমা ধীরগতিতে IMPAIRED, hearing increasing, and decreasing slowly (1) 1 kali-c
  59. ক্ষীণ শ্রবণশক্তি, থেমে-থেমে হওয়া IMPAIRED, hearing intermittent (2) 1 mag-m, 1 sil
  60. ক্ষীণ শ্রবণশক্তি, পাতা বা ঝিল্লির মত কিছু কানে রয়েছে এমন অনুভূতি IMPAIRED, hearing leaf or membrane, like, before the ear (32) 1 acon, 1 agar, 1 alum, 1 am-c, 1 ant-c, 2 arg-n, 1 asaf, 2 asar, 1 bell, 1 calad, 2 calc, 1 cann-s, 1 chel, 2 chin, 1 cocc, 2 cycl, 2 graph, 1 kali-i, 1 led, 2 kali-m, 2 mag-m, 1 mang, 1 med, 1 nit-ac, 1 par, 2 phos, 1 sabad, 1 sel, 2 sul-ac, 1 tab, 1 verat, 3 VERB
  61. ক্ষীণ শ্রবণশক্তি, পাতা বা ঝিল্লির মত কিছু কানে রয়েছে এমন অনুভূতি, কান ঝাঁকালে বা কানে আঙ্গুল দিয়ে বোরিং করলে উপশম IMPAIRED, hearing leaf or membrane, like, before the ear shaking, head, and boring in ear amel. (1) 1 sel
  62. ক্ষীণ শ্রবণশক্তি, বাম কানে IMPAIRED, hearing left (10) 1 anac, 2 arg-n, 1 bor, 1 bry, 1 chel, 1 coc-c, 1 jac-c, 1 mag-m, 1 nat-c, 1 op
  63. ক্ষীণ শ্রবণশক্তি, প্রথমে বাম কানে তারপর ডান কানে IMPAIRED, hearing left then right (1) 1 sulph
  64. ক্ষীণ শ্রবণশক্তি, কম হয় IMPAIRED, hearing lessening (1) 1 anac
  65. ক্ষীণ শ্রবণশক্তি, হাম রোগের পরে IMPAIRED, hearing measles, after (9) 1 arg-n, 1 asar, 2 carb-v, 2 merc, 3 PULS, 2 sil, 1 spig, 2 sulph, 1 ter
  66. ক্ষীণ শ্রবণশক্তি, প্রত্যাহৃত হয় এবং ঘন ঝিল্লি IMPAIRED, hearing membrane retracted and thickened (2) 1 kali-m, 1 mez
  67. ক্ষীণ শ্রবণশক্তি, ঋতুস্রাবের সময় IMPAIRED, hearing menses, during (3) 2 calc, 1 mag-m, 2 kreos
  68. ক্ষীণ শ্রবণশক্তি, ঋতুস্রাবের পুর্বে IMPAIRED, hearing menses, during before (2) 1 ferr, 2 kreos
  69. ক্ষীণ শ্রবণশক্তি, ঋতুস্রাব চাপাপড়লে বৃদ্ধি IMPAIRED, hearing menses, during suppressed, agg. (1) 2 cub
  70. ক্ষীণ শ্রবণশক্তি, পারদ অপব্যবহারের ফলে IMPAIRED, hearing mercury, abuse of (6) 2 asaf, 2 carb-v, 2 nit-ac, 2 petr, 2 staph, 2 sulph
  71. ক্ষীণ শ্রবণশক্তি, পূর্নিমায় বৃদ্ধি IMPAIRED, hearing moon, full agg. (1) 1 sil
  72. ক্ষীণ শ্রবণশক্তি, সকালে IMPAIRED, hearing morning (6) 1 calc, 1 clem, 1 gamb, 1 merc-i-r, 1 sil, 1 stann
  73. ক্ষীণ শ্রবণশক্তি, রাতে IMPAIRED, hearing night (2) 2 cedr, 1 elaps
  74. ক্ষীণ শ্রবণশক্তি, নাইট্রিক এসিড অপব্যবহারের ফলে IMPAIRED, hearing nitric acid, abuse of (2) 1 nit-ac, 1 petr
  75. ক্ষীণ শ্রবণশক্তি, কানে শব্দ হওয়ার সহিত IMPAIRED, hearing noises, with (15) 1 caust, 1 chin-s, 1 cocc, 1 con, 1 dig, 1 lyc, 1 mag-c, 1 merc, 1 nit-ac, 1 petr, 1 ph-ac, 1 sep, 1 sil, 1 sulph, 1 ther
  76. ক্ষীণ শ্রবণশক্তি, শব্দে উপশম IMPAIRED, hearing noises, with amel. (5) 1 calen, 1 chen-a, 3 GRAPH, 1 nit-ac, 1 piloc
  77. ক্ষীণ শ্রবণশক্তি, অনুভূতিশক্তিহীন IMPAIRED, hearing obtuse (1) 2 dulc
  78. ক্ষীণ শ্রবণশক্তি, অতিমাত্রায় উত্তপ্ত হলে IMPAIRED, hearing overheated, from becoming (2) 1 merc, 1 merc-i-f
  79. ক্ষীণ শ্রবণশক্তি, কানে বেদনার সহিত IMPAIRED, hearing pain, in ear, with (2) 1 cham, 1 cycl
  80. ক্ষীণ শ্রবণশক্তি, অডিটরি নার্ভের পক্ষাঘাতের ফলে IMPAIRED, hearing paralysis, of the auditory nerve, from (20) 2 bar-c, 2 bell, 1 calc, 2 caust, 1 chel, 1 dulc, 2 glon, 1 graph, 2 hyos, 1 kali-p, 1 lyc, 1 merc, 1 nit-ac, 1 nux-v, 2 op, 1 petr, 2 ph-ac, 2 puls, 1 sec, 2 sil
  81. ক্ষীণ শ্রবণশক্তি, নির্দিষ্ট সময়ে আগত IMPAIRED, hearing periodic (3) 1 caps, 1 sec, 2 spig
  82. ক্ষীণ শ্রবণশক্তি, কান যেন ছিপি দ্বারা বন্ধ IMPAIRED, hearing plug, as from a (1) 1-Sep
  83. ক্ষীণ শ্রবণশক্তি, গর্ভধারণ অবস্থায়, নির্দিষ্ট সময়ে আগত IMPAIRED, hearing pregnancy, during periodic (1) 1 caps
  84. ক্ষীণ শ্রবণশক্তি, কানে চাপলে উপশম IMPAIRED, hearing pressing, on ear amel. (1) 2 phos
  85. ক্ষীণ শ্রবণশক্তি, কুইনিন, অপব্যবহার করার পরে IMPAIRED, hearing quinine, after abuse of (2) 2 calc, 2 chin-s
  86. ক্ষীণ শ্রবণশক্তি, উচ্চ আওয়াজে পড়াশোনা করার সময় IMPAIRED, hearing reading, aloud, while (1) 1 verb
  87. ক্ষীণ শ্রবণশক্তি, report, উচ্চ আত্তয়াজের ফলে বধিরতা IMPAIRED, hearing report, loud, followed by deafness (1) 1-Sep
  88. ক্ষীণ শ্রবণশক্তি, report, উচ্চ আত্তয়াজের পরে বধিরতা IMPAIRED, hearing report, loud, followed by deafness relieved after (5) 1 graph, 1 hep, 1 mur-ac, 2 sil, 1 tarent
  89. ক্ষীণ শ্রবণশক্তি, গেঁটেবাত প্রবণ ব্যাক্তিদের IMPAIRED, hearing rheumatic-gouty diathesis (7) 2 ferr-pic, 1 ham, 1 kali-i, 1 led, 1 sil, 1 sulph, 1 visc
  90. ক্ষীণ শ্রবণশক্তি, যানবাহনে পরিভ্রমণ করলে উপশম IMPAIRED, hearing riding, in a carriage amel. (3) 2 graph, 3 NIT-AC, 2 puls
  91. ক্ষীণ শ্রবণশক্তি, ডান কানে IMPAIRED, hearing right (9) 2 arn, 2 calc, 1 cocc, 1 cycl, 2 ham, 2 kali-s, 2 led, 1 merc, 1 phys
  92. ক্ষীণ শ্রবণশক্তি, প্রথমে ডান কানে তারপর বাম কানে IMPAIRED, hearing right right, then left (1) 1 elaps
  93. ক্ষীণ শ্রবণশক্তি, ঘরের ভিতরে IMPAIRED, hearing room, in a (1) 1 mag-c
  94. ক্ষীণ শ্রবণশক্তি, ঘর্ষনে উপশম IMPAIRED, hearing rubbing, amel. (1) 2 phos
  95. ক্ষীণ শ্রবণশক্তি, টিস্যু ক্ষত হওয়ার ফলে IMPAIRED, hearing scar tissue, from (1) 3 THIOSIN
  96. ক্ষীণ শ্রবণশক্তি, আরক্তিম জ্বরের পরে IMPAIRED, hearing scarlet fever, after (11) 1 bell, 3 CARB-V, 2 crot-h, 2 graph, 2 hep, 2 lach, 3 LYC, 2 nit-ac, 2 puls, 2 sil, 3 SULPH
  97. ক্ষীণ শ্রবণশক্তি, মাত্রাতিরিক্ত যৌন ক্রিয়ার ফলে IMPAIRED, hearing sexual, excesses (1) 2 petr
  98. ক্ষীণ শ্রবণশক্তি, সঙ্গীত চর্চার পরে IMPAIRED, hearing singing, after (1) 1 apoc
  99. ক্ষীণ শ্রবণশক্তি, অবনত হলে বৃদ্ধি IMPAIRED, hearing stooping, agg. (2) 2 croc, 1 merc
  100. ক্ষীণ শ্রবণশক্তি, ঝড় হওয়ার পূর্বে IMPAIRED, hearing storm, before (1)    1 nux-m
  101. ক্ষীণ শ্রবণশক্তি, হঠাৎ IMPAIRED, hearing sudden (9) 1 dig, 2 elaps, 2 gels, 1 nicc, 1 nit-ac, 2 plb, 2 sec, 1 sep, 2 sil
  102. ক্ষীণ শ্রবণশক্তি, সর্দি বা কানের স্রাব চাপা পরার পরে IMPAIRED, hearing suppressed, coryza or otorrhea, after (1)      1 led
  103. ক্ষীণ শ্রবণশক্তি, সর্দি, কানের স্রাব বা একজিমা চাপা পরার পরে IMPAIRED, hearing suppressed, coryza or otorrhea, after eczema, after (1)    1 lob
  104. ক্ষীণ শ্রবণশক্তি, সর্দি, কানের স্রাব বা উদ্ভেদ চাপা পরার পরে IMPAIRED, hearing suppressed, coryza or otorrhea, after eruptions about the (1)    2 mez
  105. ক্ষীণ শ্রবণশক্তি, সর্দি বা কানের স্রাব চাপা পরার পরে থেমে-থেমে হয় IMPAIRED, hearing suppressed, coryza or otorrhea, after intermittents (2)     2 calc, 2 chin-s
  106. ক্ষীণ শ্রবণশক্তি, ঢুকগেললে IMPAIRED, hearing swallowing, on (3) 1 ars, 1 aur, 1 phos
  107. ক্ষীণ শ্রবণশক্তি, ঢুকগেলায় উপশম IMPAIRED, hearing swallowing, on amel. (2) 1 alum, 1 merc
  108. ক্ষীণ শ্রবণশক্তি, ক্লান্ত অবস্থায় IMPAIRED, hearing tired, when (1)   1 sabin
  109. ক্ষীণ শ্রবণশক্তি, তার সহিত বৃহদাকার টনসিল IMPAIRED, hearing tonsils, enlarged, with (13)   1 agra, 1 aur, 2 bar-c, 1 calc-s, 2 hep, 2 kali-bi, 1 lyc, 1 med, 2 merc, 2 nit-ac, 1 plb, 1 psor, 2 staph
  110. ক্ষীণ শ্রবণশক্তি, তার সহিত বৃহদাকার টনসিল ও গলরসগ্রন্থি IMPAIRED, hearing tonsils, enlarged, with hypertrophied tonsils and adenoids (7)     2 agra, 1 aur, 1 bar-c, 1 calc-p, 1 merc, 1 nit-ac, 1 staph
  111. ক্ষীণ শ্রবণশক্তি, ক্ষণকালীন IMPAIRED, hearing transient (2) 1 sep, 1 sulph
  112. ক্ষীণ শ্রবণশক্তি, টাইফয়েডের পরে IMPAIRED, hearing typhoid, after (5)    2 apis, 2 arg-n, 2 ars, 2 nit-ac, 2 ph-ac
  113. ক্ষীণ শ্রবণশক্তি, মানুষের কণ্ঠ কম শুনে IMPAIRED, hearing voice, to the human (17)    2 ars, 1 bov, 1 bufo, 1 calc, 2 carb-an, 2 chen-a, 2 fl-ac, 1 ign, 1 iod, 1 kali-p, 1 mur-ac, 1 onos, 3 PHOS, 1 rhus-t, 2 sil, 2 still, 3 SULPH
  114. ক্ষীণ শ্রবণশক্তি, মানুষের কণ্ঠ ছাড়া বাকি সব শব্দ কম শুনে IMPAIRED, hearing voice, to the human except, for (1)     1 ign
  115. ক্ষীণ শ্রবণশক্তি, হাঁটার সময় IMPAIRED, hearing walking, while (1) 1 chin-s
  116. ক্ষীণ শ্রবণশক্তি, বাতাসে হাঁটার সময় IMPAIRED, hearing walking, while wind, in the (1)         1 phos
  117. ক্ষীণ শ্রবণশক্তি, হাটাচলা করে উষ্ণ হলে IMPAIRED, hearing warm, from walking, on becoming (1)        1 merc
  118. ক্ষীণ শ্রবণশক্তি, হাটাচলা করে উষ্ণ হলে, উপশম IMPAIRED, hearing warm, from walking, on becoming becoming, amel. (1)  1 merc-i-r
  119. ক্ষীণ শ্রবণশক্তি, উষ্ণ ঘরে, বৃদ্ধি IMPAIRED, hearing warm, room, agg. (1)  1 kali-s
  120. ক্ষীণ শ্রবণশক্তি, উষ্ণ ঘরে, উপশম IMPAIRED, hearing warm, room, agg. amel. (1)
  121. ক্ষীণ শ্রবণশক্তি, ধৌত করলে বৃদ্ধি IMPAIRED, hearing washing, agg. (1)    1 sil
  122. ক্ষীণ শ্রবণশক্তি, পানি কাজ করলে IMPAIRED, hearing working, in water (1)       2 calc
  123. ক্ষীণ শ্রবণশক্তি, হাইতোললে উপশম IMPAIRED, hearing yawning, amel. (1)       1 sil

 

পাঠকদের জন্য নির্দেশনা
১. রুব্রিক সমূহ মার্ফি রেপার্টরি হতে সংগ্রহীত
২. যে ওষুধের নামের পার্শে ৩ লিখা আছে তা প্রথম গ্রেড, ২ হলে দ্বিতীয় গ্রেড, ১ হলে তৃতীয় গ্রেড এর ঔষধ বুঝতে হবে।
৩. সফল চিকিৎসা পেতে অথবা চিকিৎসা দিতে লিংকে ক্লিক করে বর্ণনাটি পড়ুন।

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

2 Comments

  1. Shahid

    ভাইয়া,
    ছোট বাচ্চাদের কৃমী রোগের কি স্থায়ী কোনো চিকিৎসা????
    থাকলে জানালে খুব উপকৃত হতাম ৷
    কারণ আমার বাচ্চার খুব কৃমীর সমস্যা ৷
    সাদা সাদা গুড়া কৃমি ৷ ঔষধও খাওয়ায়ছি …..
    এ্যালোপাথী ও হোমিওপ্যাথী কিন্তু তেমন ফল
    পাচ্ছিনা…..
    বিঃ দ্রঃ আপনাদের apps এ কৃমী রোগের কারণ ও
    ঔষধ যুক্ত করলে ভাল হত ৷
    আমার মোবাঃ ০১৭৩৫৫৫৩৭০৫
    email: ashahidgp@gmail.com

    Reply
    1. Dr Ashraful Alam Hossani

      কৃমি রোগের সফল ও পূর্নাঙ্গ চিকিৎসা হোমিওপ্যাতিতে সম্ভব। লিঙ্কে এ বিষয়ে বিস্তারিত আছে। http://www.hdhomeo.com/%E0%A6%95%E0%A7%83%E0%A6%AE%E0%A6%BF-%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BF%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%BE-%E0%A7%AE%E0%A7%AE-%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%B2-2/

      Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *