পেট ব্যাথা বা কারণ ছাড়া শিশু রাতে উচ্চ চিৎকার করতে থাকে, ছটফট করে ও পা ছোড়ে, থামানো যায় না, কোলে উঠতে চায়। |
টক গন্ধযুক্ত পানির মত পাতলা বা রক্তবিশিষ্ট দাস্ত কিন্তু শিশু শান্ত থাকে। |
পেটের ভিতর কেটে ফেলার মত ব্যথা। |
সর্বাঙ্গ শীতল ও মুখমন্ডল বিবর্ন। |
জ্যালাপা-এক্সোগোনিয়াম পারগা (JALAPS-EXOGONIUM PURGA)
শূলবেদনা ও উদরাময় উৎপন্ন ও আরোগ্য করে। শিশু সারা দিন ভালো থাকে, কিন্তু রাত্রে চিৎকার করে ও অস্থির হয়ে উঠে এবং অসুবিধাজনক হয়ে উঠে।
পাকাশয় ও অন্ত্র – জিহ্বা, মসৃন, চকেচকে, শুষ্ক, হুলফোটানোর মত বেদনা। পেটের ডানদিকের উপরের অংশে বেদনা। পেট ফাঁপা ও বমিবমিভাব। খুঁটছে ও মোচড়াচ্ছে। এই জাতীয় বেদনা। জলের মত উদরাময়, পাতলা, কাদার মত মল, পেট প্রসারিত। মুখমন্ডল নীলবর্ণ ও ঠান্ডা। মলদ্বারে স্পর্শকাতর।
অঙ্গ-প্রত্যঙ্গ – বাহুদ্বয়ে ও পাদুটিতে কনকনানী। পায়ের বুড়ো আঙ্গুলের বড়ো সন্ধিতে বেদনা। নখের গোড়ায় হুল ফোটানোর মত বেদনা। পায়ের তলায় জ্বালা।
সম্বন্ধ – দোষঘ্ন-ঈলেটার; ক্যানাবিস স্যাটাইভা।
তুলনীয় – ক্যাম্ফর, কোলোসিন্থ।
শক্তি – ৩য় থেকে ১২ শক্তি।
ইহা কনভলভুলিয়েসী জাতীয় উদ্ভিদ। এর মূল থেকে মূল অরিষ্ট তৈরী করা হয়।
“শিশু সারাদিন ভাল থাকে, রাত্রে চীৎকার করে, অস্থির হয় ও অত্যন্ত বিরক্ত করে”। জ্যালাপার এই লক্ষণটি বারবার চিকিৎসার ক্ষেত্রে সত্য বলে প্রতিপন্ন হয়েছে।
রোগী বিবরণী —
এক সময়ে আমার একটি এন্টারোকোলাইটিসের রোগী ছিল এবং ছ-সপ্তাহ ধরে তাকে আরোগ্য করার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করে ব্যর্থ হয়েছিলাম। রোগীর অবস্থা মন্দ থেকে মন্দতর হতে হতে রোগী একেবারে কঙ্কালসার হয়ে পড়েছিল। সে কেবল সারারাতই চীৎকার করত না, সারাদিন রাত অর্থাৎ সবসময় সে চীৎকার করত (তার মা এরূপ বলেন) এবং একথা ঠিকই, কারণ যখনই আমি তাকে দেখতে যেতাম, দেখতাম সে চীৎকার করছে। চীৎকারের সঙ্গে সে ক্রমাগত দেহ মোচড়াত ও সামনে পিছনে ও পাশের দিকে পৰ্য্যায়ক্রমে বেঁকে যেত। আমি তাকে যে কতকগুলি বিভিন্ন ঔষধ দিয়েছিলাম, তাতে কোন উপকার হয় নি। কিন্তু ঘটনাক্রমে তাকে শেষে একদিন জ্যালাপা ১২ দিই। (সাধারণ ঔষধের দোকান থেকে কিছু ক্রুড ঔষধ নিয়ে আমি তাকে ১২ ক্ৰম তৈরী করে নিই)। উহাতে শিশু। ঘুমিয়ে পড়ে এবং অনেকক্ষণ সুনিদ্রাও হয়। সেই ঘুম থেকে উঠে সে দ্রুত আরোগ্য হতে থাকে এবং শেষে সম্পূর্ণভাবে আরোগ্য হয়। এর আগে আমার জ্যালাপায় “উদরশূল বেদনা ও উদরাময় জন্মায়” কেবল এই লক্ষণটিই জানা ছিল।