Recent Post

ল্যাকন্যান্থিস LACHNATHES TINCTORIA [Lachn]

ঘাড়ের আড়ষ্টতাসহ মাথা একপাশে বেকে থাকার সহিত গলার প্রদাহ, উক্ত বিশিষ্ট লক্ষন থাকলে ডিপথিরিয়া, সেরিব্রোস্পাইন্যাল মেনিনজাইটিস ইত্যাদি রোগে উপকারি।
দুই কাঁধের মাঝা মাঝি স্থানে শীত অনুভূতি।
নাকের ব্রিজে চিমটি দিয়ে ধরে আছে এমন অনুভূতি।
বাচাল ও হাসিখুশি ভাব।

মাথা, বুক ও রক্ত সংবহনতন্ত্রের উপর মূলতঃ কাজ করে। নাকের অস্থিতে সঙ্কোচনের অনুভূতি। টর্টিকোলিস, ঘাড়ের বাতরোগের একটি বিশেষ। টিউবার কিউলোসিস যাদের গায়ের রঙ হাল্কা বর্ণের। এম.বি. রোগের প্রথমাবস্থা এবং যে ক্ষেত্রে রোগ বুকের ভিতরে পাকাপাকি স্থান করে নিয়েছে, তৎসহ অত্যন্ত শীতলতা। এই ঔষধ অদম্য কথা বলার ইচ্ছা উৎপন্ন করে, সেই সময় ভাষার প্রবাহ বয়ে চলে এবং অনগলভাবে কথা বলতে থাকে।

মাথা — ডানদিকের বেদনা, বেদনা নীচের দিকে চোয়াল পর্যন্ত প্রসারিত হয়; মাথাটি বড়ো হয়ে গেছে, এই জাতীয় অনুভূতি; সামান্য শব্দে বৃদ্ধি। মাথার চামড়া বেদনাপূর্ণ। নিদ্রাহীণ। গালে গোলাকার রক্তবর্ণ ছোপ; মাথার চামড়ায় টাটানি ব্যথা। মনে হয় যেন মাথার চুলগুলি খাড়া হয়ে রয়েছে: হাতের তালু ও পায়ের তলায় জ্বালা। নাকের অস্থিতে সঙ্কোচনের অনুভূতি।

বুক – উত্তাপের অনুভূতি-হৃদপিন্ডস্থানে কিছু টগবগ করে ফুটছে এই জাতীয় অনুভূতি, এই অনুভূতি মাথা পর্যন্ত বর্ধিত হয়।

পিঠ — দুটি স্কন্ধ্যাস্থির মধ্যবর্তী অংশে শীতবোধ; পিঠে বেদনা ও আড়ষ্টতা।

ঘাড় – গলক্ষতে ঘাড় একদিকে টেনে থাকে। ঘাড়ের বাতরোগ। ঘাড়ের আড়ষ্টতা। ঘাড়ের পিছনের অংশে বেদনা, মনে হয় যেন ঐ অংশের অস্থিসন্ধির স্থানচ্যুতি হয়েছে।

চামড়া — শরীর বরফের মত ঠান্ডা; মুখমন্ডল হলুদবর্ণ, ঘাম হবার প্রবণতা।

সম্বন্ধ-তুলনীয় — ডালকামরা; ব্রায়োনিয়া; পালসেটিলা;

শক্তি – ৩য় শক্তি। ক্ষয়রোগে অরিষ্ট প্রযোজ্য। একমাত্রা ঔষধ সপ্তাহে একবার অথবা দুইবার প্রযোজ্য অথবা তিনফোঁটা মাত্রায় প্রতি চারঘন্টা অন্তর।

অপর নাম – রেড রূট (Red Root),

স্পিরিট উইড (Spirit Weed)

হেমোরোডেসী জাতীয় উদ্ভিদ। এর ফুল থেকে ঔষধ তৈরী হয়।

* ঘাড়ের আড়ষ্টতা, মাথা পাশের দিকে বেঁকে থাকে। গ্রীবাস্তম্ভ।

About The Author

M.D (AMCC, Kolkata, India) M.M (B.M.E.B) D.H.M.S (B.H.B)

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!