Course Content
কিডনি, মুত্র, প্রোস্টেট গ্ল্যান্ড ও পুরুষ জননাঙ্গের রোগসমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতা
0/20
কিডনি, মুত্র, প্রোস্টেট গ্ল্যান্ড ও পুরুষ জননাঙ্গের রোগসমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতার প্রমাণ দেখুন।
About Lesson

বিনা অপারেশনে ভেরিকোসিলের সফল হোমিওপ্যাথিক চিকিৎসা | Varicocele | Scrotum Varicose Veins

রোগী পর্যালোচনাঃ

অণ্ডকোষের ভেরিকোসেল (VERICOCELE) রোগ। (HAMAMELIS) রোগীর নাম: মনজুরুল ইসলাম সুজন, বয়স: ৩২, ঠিকানা: প্রকাশ যুগ্য নয়। চিকিৎসা প্রতিষ্ঠান: HD Homeo Sadan, Narayanganj. রোগী আই.ডি: ng926

রোগ বর্ণনা:

১. ল্যাবরেটরি পরীক্ষার রিপোর্ট অনুসারে ডান পার্শের অণ্ডকোষে VERICOCELE রোগ ধড়া পরে।

২. ডান অণ্ডকোষের উপরের রগ বা স্পার্মেটিক কর্ড ও তার উপরের অংশ থেকে ব্যথা হয়ে সম্পূর্ণ অণ্ডকোষ পর্যন্ত ছড়িয়ে যায়।

৩. মাঝে মাঝে পেটে অস্বাভাবিক অসস্থি বোধ, খারাপ লাগে।

চিকিৎসা:

উপরে দেয়া ৩ টি লক্ষনেই (HAMAMELIS) বিভাজ্য হয়, যেমন-

১) ভেরিকোসেল- MALE GENITALIA/SEX – VARICOCELE ঔষধ- acon. aesc. arist-cl. arn. Aur. bell. Calc. carb-v. colch. Coll. crot-h. ferr-p. fl-ac. Ham. Lach. Lyc. Merc-i-r. Nux-v. osm. pen. Ph-ac. plb. Podo. Puls. ruta sep. Sil. Sulph. tab.

২) অণ্ডকোষের উপরের রগে বা স্পার্মেটিক কর্ডে বেদনা হয়ে অণ্ডকোষ পর্যন্ত বিস্তৃত হয় – MALE GENITALIA/SEX – PAIN – Spermatic cords – extending to – Testes; into ঔষধ- all-c. Berb. dios. HAM. lith-c. merc. ol-an. osm. plb. puls. senec. visc.

৩) উদরে উৎকণ্ঠা – ABDOMEN – ANXIETY in ঔষধ- acon-f. acon. agar. aloe am-m. ambr. androc. Ant-t. arg-n. ars-s-f. ARS. asaf. aur-m-n. Aur. Bar-c. bell. BRY. calc. carb-an. carb-v. carl. cham. Chin. colch. con. CUPR. euph. germ-met. gran. Graph. ham. ign. inul. Kali-c. laur. lyc. merc. Mez. Mosch. mur-ac. nat-m. nat-p. nit-ac. Nux-v. olnd. ozone phel. phos. plat. rhus-t. seneg. sep. STAPH. stram. sul-ac. Sulph. Tarent. tub. Verat. vesp.

অতঃপর, অর্গাননের ১৪৭ নং এফোরিজমের ভিত্তিতে ৪/৭/২০১৩ তারিখে HAM, LM2 দেই এক সপ্তাহ পরে রোগী পূর্ব থেকে ভালো তাই ১১/১০/১৩ তারিখ পর্যন্ত LM3-LM12 সেবন করে, রোগী ফোলা ও ব্যথা অনুভব করছেননা। হোমিওপ্যাথিক দৃষ্টিতে তিনি সম্পূর্ণ সুস্থ। পরবর্তি ৬/১/১৪ তারিখে উপর পেট ও ডান হাইপোকন্ড্রিয়াতে ব্যথা, গ্যাস-ফাপা ও মাথা ব্যথা নিয়ে আমাদের অফিসে আসলে Testis রিভিও সহ আল্ট্রাসনো করতে দেই। রোগী ১৪/১/১৪ তারিখে পরীক্ষার রিপোর্ট নিয়ে আসে এবং রিপোর্ট অনুসারে রোগীর VERICOCELE সম্পূর্ণ সুস্থ হয় ও হোমিওপ্যাথির সাফল্য অকাট্য ভাবে প্রমাণিত হয়। এবং ১৪/১/১৪ তারিখে দেখা রিপোর্টে নতুন করে আক্রান্ত Gread 1 Fatty Liver এর জন্য চিকিৎসা নিয়ে রোগী সুস্থ আছেন।

সাবধানতা:

হোমিওপ্যাথিতে VERICOCELE চিকিৎসার জন্য ২৯ টি ঔষধ রয়েছে। লক্ষণ সাদৃশ্যে যে কোন একটি ঔষধ প্রয়োগ হতে পারে। তাই যারা হোমিওপ্যাথি চিকিৎসা বিদ্যায় পারদর্শী নন তারা উল্লেখিত ঔষধ ফার্মেসি থেকে ক্রয় করে প্রয়োগ করবেননা।

🔴 হোমিওপ্যাথি শেখার পাশাপাশি ইনকাম করুন | অনলাইন সেন্টার স্থাপন করুন

✅ প্রথম ভিডিও- কি শিখবো, কেন শিখবো ও কিভাবে শিখবো?    • ১ হোমিওপ্যাথি শেখার পাশাপাশি ইনকাম কর…  

✅ দ্বিতীয় ভিডিও- সফটওয়ার টিউটোরিয়ালঃ    • ২ হোমিওপ্যাথি শেখার পাশাপাশি ইনকাম কর…  

✅ তৃতীয় ভিডিও- কিভাবে ইনকাম করবোঃ    • অনলাইন সেন্টার নিতে কত টাকা লাগে? | র…  

🏠 HD হোমিও সদন, ১২ আর.কে মিশন রোড, প্রপার্টি হাইটস (প্রাণ ভবনের ২য় তলা), ব্রাদার্স ইউনিয়নের বিপরীতে, ইত্তেফাক মোড়, মতিঝিল, ঢাকা ১২০৩

⏰ রোগী দেখার সময়: শনি থেকে বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে রাত ৯ টা। 📞 ফোন- 01978789494, 01978789393

Whatsapp: https://wa.me/+8801978789494

Facebook: https://www.facebook.com/hdhomeo1

2nd Facebook: https://www.facebook.com/hdhomeostudies

3rd Facebook: https://www.facebook.com/hdhealth.org

Website: https://www.hdhomeo.com/

2nd Website: https://hdhealth.org/

Appointment: https://hdhealth.org/hospital/fronten… #HD_Homeo_Sadan, #Homeopathy, #Varicocele, #Treatment,

Join the conversation