হাড়ের টিউমার চিকিৎসা এবং লক্ষণ ও রেপার্টরি।

হাড়ের টিউমার চিকিৎসা

হাড়ের টিউমার চিকিৎসা (EXOSTOSES)

সাধারণত হাড়ের যে কোনো এক প্রান্তে এ টিউমার হয়। তবে হাড়ের মধ্যখানেও হতে দেখা যায়। সাধারণত বয়ঃসন্ধির পর থেকে ২৫-৩০ বছরের মধ্যেই এ রোগে বেশি আক্রান্ত হয়। টিউমার হলে যথারীতি হাড়ের ঐ অংশ ফুলে যায়। হাত দিয়ে অনুভব করলে রোগী নিজেই এটা টের পান। একই হাড়ে এক সাথে এক বা একাধিক এক্সোস্টোসিস বা অস্থির টিউমার হতে পারে। এক্সরে করে এই টিউমারের উপস্থিতি নিশ্চিত করা হয়।

মূল থেকে পুর্নাঙ্গ ভাবে রোগ আরোগ্য করা হোমিওপ্যাথির বলিষ্ঠ দাবি ।

সূচি
1. টিউমার
2. ব্রেস্ট টিউমার।
3. হাত ও পায়ের টিউমার।
4. অস্থি বা হাড়ের টিউমার।
5. আভ্যন্তরীণ অঙ্গের টিউমার।
6. পুরুষ ও স্ত্রী যননাঙ্গের টিউমার।
7. রক্তনালীর ব্লক বা এনোরিজম টিউমার।
8. ব্রেইন, মাথা, নাক, কান, চোখ, মুখ ও গলার টিউমার।

 

হাড়ের টিউমার চিকিৎসা :

হোমিওপ্যাথি পদ্ধতিতে এ রোগের সফল ও কার্যকরী চিকিৎসা রয়েছে। কোন প্রকার অপারেশন ছাড়াই ৯০% রোগী মূল থেকে পুর্নাঙ্গ ভাবে আরোগ্য হয়।

লক্ষণ ও তার রেপার্টরি রুব্রিকঃ

হোমিওপ্যাথিতে অস্থি বৃদ্ধি বা হাড়ের টিউমারের চিকিৎসার জন্য নিচে দেয়া ২৫ টি লক্ষণ ও তার রেপার্টরি রুব্রিক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটি লক্ষণের আলাদা আলাদা ঔষধ হোমিওপ্যাথিতে রয়েছে। যারা হাড়ের টিউমার চিকিৎসা নিতে চান তারা এ লক্ষণ সমূহের সাথে কোনটা আপনার রোগের সাথে মিলে তা ডাক্তারকে স্পষ্ট করে জানালে চিকিৎসা পেতে সহজ হবে।

সফল রোগীর ভিডিও প্রমাণ

নোটঃ ঔষধের অপপ্রয়োগ হতে পারে, এ কারণে অনেক স্থানে লক্ষণের সাথে ঔষধের নাম দেয়া হয়নি। ডাক্তার গন প্রদেয় ইংরেজি রুব্রিক দিয়ে রেপার্টরি থেকে ঔষধের নাম সমূহ খুঁজে পাবেন। যে ঔষধের নামের পার্শে ৩ লিখা আছে তা প্রথম গ্রেড, ২ হলে দ্বিতীয় গ্রেড, ১ হলে তৃতীয় গ্রেড এর ঔষধ বুঝতে হবে। বেরিকেট () দেয়া স্থানের সংখ্যা, ঔষধ সংখ্যা হিসাবে বিবেচ্য। সফল চিকিৎসা পেতে অথবা চিকিৎসা দিতে লিংকে ক্লিক করে বর্ণনাটি পড়ুন।

  1. অস্থির টিউমার – EXOSTOSES, (14)  3 AUR, 3 AUR-M, 2 calc, 2 calc-f, 1 calc-p, 2 dulc, 1 ferr-i, 1 graph, 3 HECLA, 2 kali-i, 3 MERC, 2 mez, 2 sars, 3 SIL
  2. অস্থির টিউমার, রাতে বেদনা বৃদ্ধি – EXOSTOSES, nightly pain (1) (বেরিকেট ( ) দেয়া স্থানের সংখ্যা, ঔষধ সংখ্যা হিসাবে বিবেচ্য)
  3. অস্থির টিউমার, গন্ডমালা রোগ গ্রস্থেরEXOSTOSES, scrofulous (1)
  4. অস্থির টিউমার, সিফিলিস জাত – EXOSTOSES, syphilis, in (1)
  5. অস্থির টিউমার, তাতে স্পর্শ করলে ক্ষতকর অনুভূতি, রাতে বিছানায় থাকাকালীন বেদনা – EXOSTOSES, with feeling of soreness when touched, pain at night in bed (1)
  6. অস্থির টিউমার – TUMORS, bones (21) 2 arg-m, 3 AUR, 3 AUR-M, 1 calc, 3 CALC-F, 1 crot-c, 2 dulc, 2 fl-ac, 3 HECLA, 2 kali-i, 1 lap-a, 1 maland, 2 merc-c, 2 mez, 2 nit-ac, 3 PHOS, 2 puls, 1 rhus-t, 2 ruta, 3 SIL, 1 sulph
  7. অস্থির টিউমার, সিসটিক প্রকৃতিরTUMORS, bones cystic (2)
  8. অস্থির টিউমার, মুখমন্ডলেTUMORS, bones face (3)
  9. অস্থির টিউমার, নিম্ন চোয়ালের অস্থিতেTUMORS, bones jaw, lower (3)
  10. অস্থির টিউমার, ডান গালের অস্থিতে – TUMORS, bones right cheek bones (1)
  11. অস্থির টিউমার, স্ফীত হয়, পারদ সেবন বা সিফিলিসের পর – Bones SWELLING tumors, following mercury, or syphilis (1)
  12. বোকের অস্থি বৃদ্ধি – EXOSTOSES, Chest on (1)
  13. মুখমণ্ডলের মেলার হাড়ে সিস্টিক টিউমারFACE TUMOR, cystic malar bone (1)
  14. হাতের মেটাকারপাল অস্থির মধ্যখানে টিউমার – TUMORS, hands, metacarpal bones, between (2)
  15. হাতের আঙ্গুলের মেটাকারপাল অস্থির মধ্যখানে অস্থিমজ্জার টিউমার – TUMORS, hands, metacarpal bones, between enchondroma, fingers (1)
  16. অস্থিবৃদ্ধি, হাতের আঙ্গুলের – EXOSTOSES, fingers (2)
  17. মাথার অস্থি বৃদ্ধি – HEAD EXOSTOSES (15) 1 anan, 3 ARG-M, 3 AUR, 2 calc, 3 CALC-F, 2 fl-ac, 2 hecla, 2 kali-i, 3 MERC, 2 mez, 3 PHOS, 2 phyt, 1 sil, 1 still, 1 syph
  18. মাথার অস্থি বৃদ্ধি ব্যাথা যুক্ত – HEAD EXOSTOSES painful (3)
  19. মাথার অস্থির মধ্যখানে থেতলানোবৎ বেদনা, যেন অস্থিবৃদ্ধি হয়েছে BRUISED pain, beaten, as if exostoses, on skull, with (1)
  20. হাঁটুর পেটেলার অস্থিবৃদ্ধি – EXOSTOSES, patella (1)
  21. টিবিয়া আস্থির বৃদ্ধি EXOSTOSES, tibia (16) 2 ang, 2 aur, 2 aur-m, 1 bad, 1 calc-f, 2 calc-f, 2 calc-p, 2 cinnb, 2 dulc, 2 hecla, 1 merc, 3 NIT-AC, 1 phos, 2 phyt, 1 rhus-t, 1 sars
  22. মুখের তালুতে অস্থিবৃদ্ধি,– MOUTH EXOSTOSES, roof of (2)
  23. নাকের অস্থিবৃদ্ধি – NOSE EXOSTOSES (2)
  24. সেকরাম অস্থির বৃদ্ধি EXOSTOSES, sacrum (3)
  25. কব্জির অস্থিবৃদ্ধি – WRIST EXOSTOSES (3)

 

লক্ষণ সমূহের তথ্য সূত্রঃ মার্ফি রেপার্টরি।

 

 

 

[PGPP id=1214]

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

4 Comments

  1. shahinur rahman

    আমার ডান কানের পিছনের যে হাড় আছে তার উপর ১ টি গোল মতো টিউমার হয়েছে । আকার হবে হাতের আঙ্গুলের উপরি অংশের মতো ছোট । বয়স ২ বছর হবে । হোমিও খাচ্চি । খাওয়ার ৩ দিন পর্যন্ত মাঝে মাঝে হালকা চিড়িক মতো মনে হয় । ৫ ফোঁটা করে ৭ দিন অন্তর । আমি বুঝতে পারছি না , কমছে কিনা !! আমি এখন কি করব ? আমার বয়স ২৬ বছর ।

    Reply
  2. sourabh Das

    আমার বাঁ হাতের নীচের অংশে যেখানে অস্থি টা আছে সেখানে গতকাল(20/10/2016) থেকে অস্থিটাতে চাপ পড়লেই বেথা করছে । কোনো বেথাও পায়নি হাতটাতে। হঠাৎ করেই এই সমস্যা । হোমিওপ্যাথি ঔষধ নিয়েছি আজকে। কিন্তু কোনো লাভ হবে মনে হচ্ছেনা । কি করব একটু বলে দিন না ডাক্তারবাবু ।আমার বয়স 18+ , আমার এক সপ্তাহ পরে কলেজে drawing sheet জমা দিতে হবে। এই সমস্যার জন্য drawing করতে পারছি না । আপনি দয়া করে একটু বলে দিন না ডাক্তারবাবু কি করব আমি এখন?

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *