Stannum Metallicum [Stann] স্ট্যানাম মেটালিকাম

Stann: অত্যন্ত দুঃখিত ভাব, সকল সময়েই যেন কান্না পায় অথচ কাঁদলে আর‌ও খারাপ লাগে।

Stann: শরীর এত দুর্বল যে বসার সময় রোগী ধপ করে বসে পড়ে, আস্তে আস্তে বসতে পারে না, কথা বলার সময় বুকে দুর্বলতা অনুভূতি।

Stann: যেন কতকাল কিছু খাওয়া হয়নি, পাকস্থলীতে এরূপ খালি খালি ও অবসাদ অনুভূতি।

Stann: মিষ্টি স্বাদের কফ আসে, পুঁজযুক্ত কফ, কখনো কখনো শুষ্ক কাশি হয়।

Stann: ব্যথা ধীরে ধীরে আসে ও ধীরে ধীরে কমে।

Stann: এক পা গুটিয়ে ও অন্য পা সোজা করে শয়ন করে।

 

বৃদ্ধি হয় উপশম হয়
< হাসলে

< গান গাইলে

< কথা বললে

< স্পর্শে

< ডান কাতে শুয়ে থাকলে

< গরম কিছু পান করলে

< ঠান্ডায়

< সকাল ১০টায়

< নড়াচড়ায়

< সামান্য নড়াচড়া করার পরে

< মলত্যাগের সময়

< অবতরণ করলে

< কন্ঠস্বর ব্যবহার করলে (কথা বলা, গান করা, হাসা ইত্যাদি)

< সামান্য পরিশ্রমে

< ভোর ৫টায়

> কাশি দিলে

> গোয়ার উঠলে

> জোরে চাপ প্রয়োগে

> দ্রুত নড়াচড়া করলে

> দ্বিভাঁজ হলে

 

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *