Recent Post

এবডোমেন (পেট) (Abdomen)

সীমানা :

উপরে ডায়াফ্রাম (Diaphragm) নীচে -বস্তি দেশ Pelvis, দুইপাশে মাংসপেশি, পিছনে মেরুদণ্ড চারটি কাল্পনিক রেখা দ্বারা এবডোমেনকে ৯ টি ভাগে ভাগ করা হয়েছে।

  • ১) মিডক্লাভিকুলার লাইন (Midclavicular line) ২ টি : ক্লাভিকলের মধ্যস্থান ও বুকের নিপল বরাবর কাল্পনিক উ-লম্ব রেখা।
  • ২) ট্রান্সপাইলোরিক লাইন (Transpyloric Line) ১ টি : এই রেখার সামনে দুই পার্শ্বের ৯ম রিব-এর তলা দিয়ে ও পিছনে ১ম লাম্বার ভার্টিব্রার নীচ দিয়ে অতিক্রম করে।
  • ৩) ট্রান্সটিউবার কুলার লাইন (Transtubercular Line): হিপ বোনের উঁচু অংশ দ্বয়ের মধ্য দিয়ে অতিক্রম রত কাল্পনিক রেখা।

অঞ্চল সমূহ :

  • ১) ইপিগ্যাষ্ট্রিক অঞ্চল (Epigastric),
  • ২ ডান হাইপোকন্ড্রিয়াক অঞ্চল (Right Hypochondriac),
  • ৩ বাম হাইপোকন্ড্রিয়াক অঞ্চল (Left Hypochondriac),
  • ৪ আম্বিলিকাল অঞ্চল (Umbilical),
  • ৫ ডান লাম্বার অঞ্চল (Right Lumber),
  • ৫ বাম লাম্বার অঞ্চল (Left Lumber),
  • ৭ হাইপোগ্যাষ্ট্রিক অঞ্চল (Hypogastric),
  • ৮ ডান ইলিয়াক অঞ্চল (Right Iliac)
  • 9 বাম ইলিয়াক অঞ্চল (Left Iliac)

 

সফল রোগীর ভিডিও প্রমাণ

 

 

 

 

 

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts