আমাদের গলা ও শ্বাস নালীতে ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণে যদি ফুলে যায়, কাঁচা ভাব বা পুঁজ উৎপত্তি হয়, তাহলে একে গলনালির প্রদাহ বলে। গলনালির প্রদাহের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন। স্থান বিশেষে এদের আলাদা নামে নামকরণ করা হয়। যথা-
- গলনালিতে প্রদাহ – Throat Inflammation
- আলজিভে প্রদাহ –Uvula Inflammation
- টনসিল প্রদাহ –Tonsils Inflammation
- ফোসেসে প্রদাহ –Fauces Inflammation
- নেসোফেরিংসে প্রদাহ –Nasopharynx Inflammation
- ফেরিংসে প্রদাহ –Pharynx Inflammation
- ইসোফেগাসে প্রদাহ – Esophagus Inflammation
প্রতিটি বিষয়ের আলাদা আলাদা বর্ণনা নিচে দেয়া হয়েছে।
লক্ষণ:
- গিলতে অসুবিধা, ফলে বাচ্চারা খেতে চায় না
- কানে ব্যথা
- জ্বর, জ্বরে কাঁপুনি
- মাথা ব্যথা
- গলার লিম্ফ গ্রন্থি বড় হয়ে গলা ফোলা মনে হয়
- টনসিল দেখতে লাল হয়ে যায় ও এর উপর সাদা সাদা বা হলুদ দাগ দেখা যায়
- গলায় ও মাড়িতে ব্যথা হয়
কি করলে ভাল লাগতে পারে ? (ব্যাক্তি বিশেষে)
- উষ্ণ গরম পানি খেলে।
- গরম পানিতে লবণ দিয়ে বার বার গড়গড়া করলে।
- ঠাণ্ডা তরল পান বা আইসক্রিম চুষে খেলে।
কখন ডাক্তারের কাছে যেতে হবে ?
- কিছু গিলতে অসুবিধা হলে।
- ঢুক গিলার সময় ব্যথা ৩ দিনের বেশি হলে।
- মুখ দিয়ে লালা নিঃসরণ হলে।
- জ্বর ১০১ ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি হলে।
- ফলার পেছন দিকে পুঁজ দেখা দিলে।
- গলায় ফুলে ওঠা লিম্ফ গ্রন্থিতে ব্যথা হলে।
লক্ষণ ও তার রেপার্টরি রুব্রিকঃ
হোমিওপ্যাথিতে গলনালির প্রদাহের চিকিৎসা এর জন্য নিচে দেয়া ৯৫ টি লক্ষণ ও তার রেপার্টরি রুব্রিক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটি লক্ষণের আলাদা আলাদা ঔষধ হোমিওপ্যাথিতে রয়েছে। যারা গলনালির প্রদাহের চিকিৎসা নিতে চান তারা এ লক্ষণ সমূহের সাথে কোনটা আপনার রোগের সাথে মিলে তা ডাক্তারকে স্পষ্ট করে জানালে চিকিৎসা পেতে সহজ হবে।
সফল রোগীর ভিডিও প্রমাণ
নোটঃ ঔষধের অপপ্রয়োগ হতে পারে, এ কারণে অনেক স্থানে লক্ষণের সাথে ঔষধের নাম দেয়া হয়নি। ডাক্তার গন প্রদেয় ইংরেজি রুব্রিক দিয়ে রেপার্টরি থেকে ঔষধের নাম সমূহ খুঁজে পাবেন। সফল চিকিৎসা পেতে অথবা চিকিৎসা দিতে লিংকে ক্লিক করে বর্ণনাটি পড়ুন। এছাড়া গলনালির প্রদাহের চিকিৎসা সম্পর্কে জানতে সম্পূর্ণ আর্টিকেল দেখুন।
গলনালিতে প্রদাহ – Throat Inflammation
- গলনালিতে প্রদাহ। THROAT – INFLAMMATION – ঔষধ aesc. Agar. agath-a. Ail. all-c. all-s. aloe Alum. alum-p.alum-sil. Am-c. Am-m. anan. ant-c. Apis Arg-met. ARG-N. Ars. ars-s-f. arum-d. Arum-t. Aur. aur-ar. Aur-m. Aur-m-n. aur-s. bac. bad. bamb-a. Bapt. BAR-C. Bar-m. BELL. benz-ac. berb. bism. brom. Bry. Bufo cadm-met. cain. calad. Calc. Calc-p. Calc-s. calc-sil. canth. CAPS. carb-v. carbn. carbn-s. caust. Cham. chim-m. Chin. chinin-ar. chir-fl. chlor. cic. cimic. Cinnb. Cist. coc-c. cocc. Coff. Colch. coloc. com. con. cop. corv-cor. Crot-c. Crot-h. crot-t. Cupr. des-ac. diphtox. dol. Dulc. elae. elaps euph. euph-pe. fago. falco-pe. FERR-P. fl-ac. flav. Gels. get. Graph. ham. hell-v. HEP. hippoz. hura-c. hydroph. ign. ind. Iod. ip. kali-ar. Kali-bi. Kali-c. Kali-i. kali-m. kali-n. kali-p. Kali-perm. kali-s. kreos. Lac-c. lac-del. LACH. lachn. lavand-a. lob-c. loxo-recl. luf-op. LYC. Lyss. mag-c. mag-p. manc. mang. med. MERC. Merc-c. Merc-cy. MERC-D. Merc-i-f. Merc-i-r. Mez. Mucor Mur-ac. Naja nat-ar. nat-c. Nat-m. nat-p. Nat-s. nicc. NIT-AC. nux-m. Nux-v. oena. ol-an. op. osteo-a. ox-ac. pall. paull. PETR. ph-ac. Phos. Phyt. plb. plumbg. psor. ptel. Puls. ran-b. Rhus-t. ruta sabad. sal-al. sal-fr. Sang. seneg. sep. Sil. sol-t-ae. spig. staph. still. strept-ent. stront-c. suis-hep. sul-ac. Sulph. syph. tarent. tell. Thuj. trios. verat. vip. xan. Zinc. zinc-m. zinc-p. zinc-s. ziz.
- গলনালিতে প্রদাহ, আজ এক পার্শে হলে পরবর্তিতে অন্যপার্শে হয়, তার পর আবার পূর্বের স্থানে হয়। THROAT – INFLAMMATION – alternating sides
- গলনালিতে প্রদাহ ডান পার্শে। THROAT – INFLAMMATION – right
- গলনালিতে প্রদাহ ডান পার্শ হতে বামে যায়। THROAT – INFLAMMATION – right – to left
- গলনালিতে প্রদাহ বাম পার্শে। THROAT – INFLAMMATION – left
- গলনালিতে প্রদাহ বাম পার্শ হতে ডানে যায়। THROAT – INFLAMMATION – left – to right
- গলনালিতে প্রদাহ দুপুরের পুর্বে। THROAT – INFLAMMATION – forenoon
- গলনালিতে প্রদাহ বিকালে। THROAT – INFLAMMATION – afternoon
- গলনালিতে প্রদাহ রাতে। THROAT – INFLAMMATION – night
- গলনালিতে প্রদাহ, তার সহিত কাশি। THROAT – INFLAMMATION – accompanied by – cough
- গলনালিতে প্রদাহ তার সহিত ইনফ্লুয়েঞ্জা। THROAT – INFLAMMATION – accompanied by – influenza
- গলনালিতে প্রদাহ তার সহিত লালা স্রাব নির্গত হয়। THROAT – INFLAMMATION – accompanied by – salivation
- গলনালিতে প্রদাহ তার সহিত বাম কানে ব্যাথা। THROAT – INFLAMMATION – accompanied by – Ear; pain in left
- গলনালিতে প্রদাহ তার সহিত মলিন বিবর্ণতা। THROAT – INFLAMMATION – accompanied by – Tongue – dirty discoloration
- গলনালিতে প্রদাহ তার সহিত জিহ্বার উপরে শ্লেষ্মা। THROAT – INFLAMMATION – accompanied by – Tongue – mucus on tongue – collection of mucus
- গলনালিতে প্রদাহ তার সহিত জিহ্বার উপরে সাদা শ্লেষ্মা। THROAT – INFLAMMATION – accompanied by – Tongue – mucus on tongue – collection of mucus – white mucus
- গলনালিতে প্রদাহ তার সহিত জিহ্বায় সাদা মোটা আস্তর। THROAT – INFLAMMATION – accompanied by – Tongue – white discoloration of the tongue – heavily coated
- গলনালিতে প্রদাহ ও পর্যায়ক্রমে চোখে কালশিটে বা ক্ষত। THROAT – INFLAMMATION – alternating with – Eyes; sore
- গলনালিতে প্রদাহ জ্বালাকর চেপে ধরার মতো। THROAT – INFLAMMATION – burning, pressing
- গলনালিতে প্রদাহ শিশুদের। THROAT – INFLAMMATION – children
- গলনালিতে প্রদাহ, ক্রনিক THROAT – INFLAMMATION – chronic
- গলনালিতে প্রদাহ সর্দির পড়ে। THROAT – INFLAMMATION – cold, after
- গলনালিতে প্রদাহ সর্দি লাগা অবস্থায়। THROAT – INFLAMMATION – coryza; during
- গলনালিতে প্রদাহ শীতল পানিয় পান করলে উপশম। THROAT – INFLAMMATION – drinks – cold – amel.
- THROAT – INFLAMMATION – chronic. ঔষধ- Alum. Arg-n. Bar-c. bar-m. bar-s. bell. brom. Calc. Carb-v. Carbn-s. chin. Cob. con. dulc. Fl-ac. graph. Ham. Hep. ign. iod. Jug-c. kali-bi. kali-chl. Kali-i. kali-m. Lach. Lyc. mang. Merc. mez. Nat-m. Nit-ac. nux-v. ol-j. ox-ac. Phos. Phyt. puls. sabad. seneg. Sep. Sil. staph. sul-i. Sulph. teucr. Thuj. tub.
- গলনালিতে প্রদাহ খাবার খাওয়ার পড়ে উপশম। THROAT – INFLAMMATION – eating – after – amel.
- গলনালিতে ইরিসিপেলাস। THROAT – INFLAMMATION – erysipelatous
- গলনালিতে প্রদাহ জ্বর অবস্থায়। THROAT – INFLAMMATION – fever; during
- গলনালিতে পুঁজ উৎপত্তিকর প্রদাহ। THROAT – INFLAMMATION – follicular
- গলনালিতে পুরাতন পুঁজ উৎপত্তিকর প্রদাহ। THROAT – INFLAMMATION – follicular – chronic
- গলনালিতে পচনশীল প্রদাহ। THROAT – INFLAMMATION – gangrenous
- গলনালিতে প্রদাহ ক্যান্সার-জাত। THROAT – INFLAMMATION – malignant
- গলনালিতে প্রদাহ ঋতুস্রাবের পুর্বে। THROAT – INFLAMMATION – menses – before
- গলনালিতে প্রদাহ ঋতুস্রাবের সময়। THROAT – INFLAMMATION – menses – during
- গলনালিতে প্রদাহ পারদ সেবনের পড়ে। THROAT – INFLAMMATION – mercury, after
- গলনালিতে প্রদাহ বেদনা যুক্ত। THROAT – INFLAMMATION – painful
- গলনালিতে প্রদাহ বেদনা ছাড়া। THROAT – INFLAMMATION – painless
- গলনালিতে প্রদাহ ঘর্মাবস্থায়। THROAT – INFLAMMATION – perspiration; during
- গলনালিতে পুঁজ উৎপত্তিকর প্রদাহ। THROAT – INFLAMMATION – phlegmonous
- গলনালিতে গলিত প্রদাহ। THROAT – INFLAMMATION – putrid
- গলনালিতে প্রদাহ, বার বার হয়। THROAT – INFLAMMATION – recurrent
- গলনালিতে ফুসকুড়ি সহ প্রদাহ ও জ্বর। THROAT – INFLAMMATION – scarlet fever
- গলনালিতে প্রদাহ ঢুক গিললে বৃদ্ধি। THROAT – INFLAMMATION – swallowing – agg.
- গলনালিতে প্রদাহ টিউবারকুলার-জাত। THROAT – INFLAMMATION – tubercular
- গলনালিতে প্রদাহ নিদ্রা হতে জাগ্রত হলে। THROAT – INFLAMMATION – waking, on
- গলনালিতে প্রদাহ বিছানার গরমে বৃদ্ধি। THROAT – INFLAMMATION – warmth of bed agg.
- গলনালিতে প্রদাহ আদ্র-শীতল আবহাওয়ায়। THROAT – INFLAMMATION – weather – cold wet
- গলনালিতে প্রদাহ শীত কালে। THROAT – INFLAMMATION – winter
- গলনালিতে প্রদাহ নিম্নদিকে বিস্তৃত হয়। THROAT – INFLAMMATION – extending to – Downwards
- গলনালিতে প্রদাহ ল্যারিংস পর্যন্ত বিস্তৃত। THROAT – INFLAMMATION – extending to – Larynx
- গলনালিতে প্রদাহ নাক পর্জন্ত বিস্তৃত। THROAT – INFLAMMATION – extending to – Nose
- গলনালিতে প্রদাহ উপর দিকে বিস্তৃত হয়। THROAT – INFLAMMATION – extending to – upwards
- গলনালিতে প্রদাহ উপরে ও নিচে বিস্তৃত। THROAT – INFLAMMATION – extending to – upwards – and downwards
আলজিভে প্রদাহ – Uvula Inflammation
- আলজিভে প্রদাহ। THROAT – INFLAMMATION – Uvula. ঔষধ- agn. Alum. alumn. APIS ars. BELL. berb. bism. brom. calc. Carb-v. caust. chinin-s. cimic. COFF. colch. cortiso. cupr-act. Gels. iod. kali-bi. kali-n. Lac-c. lyc. lyss. MERC. Merc-i-f. Nat-m. Nat-s. nit-ac. nux-v. Phyt. plb. ptel. puls. ruta sabad. Seneg. sil. sulph. Zinc.
- আলজিভে প্রদাহ, জ্বরের সময়। THROAT – INFLAMMATION – Uvula – fever; during
- আলজিভে প্রদাহ, ঘর্মাবস্থায়। THROAT – INFLAMMATION – Uvula – perspiration; during
ফোসেসে প্রদাহ –Fauces Inflammation
- গলনালির ফোসেসে (আল জিভের পিছনে) প্রদাহ। THROAT – INFLAMMATION – Fauces
ইসোফেগাসে প্রদাহ – Esophagus Inflammation
- গলনালির ইসোফেগাসে প্রদাহ। THROAT – INFLAMMATION – Esophagus – ঔষধ agath-a. am-caust. arn. ARS. asaf. bell. bufo Carb-v. cocc. euph. Gels. influ. Iod. kali-sula. laur. merc. mez. Nit-ac. oena. Phos. plb. RHUS-T. rob. rumx-act. sabad. Sang. sec. streptoc. sul-ac. Verat-v. vesp.
- গলনালির ইসোফেগাসের নিম্নাংশে প্রদাহ। THROAT – INFLAMMATION – Esophagus – reflux esophagitis
এছাড়াও টনসিল ও ফেরিংস সম্পর্কে জানতে নিচে দেয়া লিংকে ক্লিক করুণ।
লক্ষণ সমূহের তথ্য সূত্রঃ মার্ফি ও সিন্থেসিস রেপার্টরি।
অনলাইনে আমাদের অবিজ্ঞ দাক্তারদের থেকে গলনালির প্রদাহের চিকিৎসা নিতে এখানে ক্লিক করুন এপয়েন্টমেন্ট
[PGPP id=1214]
সফল চিকিৎসা ও তার অকাট্য ভিডিও প্রমাণ।#আমাদের_চেম্বার_সমূহনারায়ণগঞ্জ অফিস১/এ, রোড ৪, আজিজ মাস্টার ভবন, শাহাবদ্দিন সি…
Posted by HD Homeo Sadan on Wednesday, May 20, 2015
তোৎলামির কি কোন স্থায়ী চিকিৎসা আছে । জানালে উপকৃত হব।
অনুগ্রহ করে চিকিতসার জন্য ০১৯৬৫৫৬৭৫১২ অথবা ০১৯৭৮৭৮৯৪৯৪ নাম্বারে যোগাযোগ করুন।
গলনালীর প্রদাহ এবং জিব এর উপর সাদা মোটা আবরন পরে। আপনাদের ১৭ নং যে সিমটম উল্লেখ আছে তার সাথে হুবাহুব মিল আছে । আপনাদের কাছে সঠিক চিকিৎসা আছে কি?
হ্যাঁ সঠিক চিকিৎসা আছে