বিছানায় প্রস্রাব করার হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষধ

বিছানায় প্রস্রাব করা | Bedwetting:

ঘুমের মধ্যে বিছানায় প্রস্রাব করে দেয়াকে Bedwetting বা বিছানায় প্রস্রাব করা বলা হয়। ৫ বৎসরের কম বয়সী শিশুদের বিছানায় প্রস্রাব করা স্বাভাবিক। অনেক সময় ৭ বছর বয়স পর্যন্ত শিশুরা বিছানায় প্রস্রাব করে। ৭ বছরের পরেও যদি শিশু বিছানায় প্রস্রাব করে তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

অভিভাবকদের সতর্কতা | Guardian Warning:

শিশুর ১ বৎসর বয়স হলে অভিভাবক শিশুকে প্রস্রাব করিয়ে ঘুম পাড়াবেন এবং বুঝতে চেষ্টা করবেন শিশু ঘুমানোর কতক্ষণ পর ও কোন সময়ে বিছানায় প্রস্রাব করে, অভিভাবক সে নির্দিষ্ট সময়ের পূর্বে শিশুকে ঘুম থেকে জাগিয়ে পটিতে বা টয়লেটে প্রস্রাব করানোর অভ্যাস করবেন।

কখন ডাক্তার দেখাবেন? | When to see a doctor?

 

  • শিশুর ৭ বছর বয়স হওয়ার পরেও যদি বিছানায় প্রস্রাব করে।
  • শিশু কয়েক মাস ধরে বিছানায় প্রস্রাব করছে না অর্থাৎ বিছানায় প্রস্রাব করা ছেড়ে দিয়ে যদি পুনরায় নিয়মিত বিছানায় প্রস্রাব করতে থাকে।
  • বিছানায় প্রস্রাব করার পাশাপাশি যদি শিশু প্রস্রাব করার সময় জ্বালা যন্ত্রণা অনুভব করে, গোলাপি লাল বর্ণের প্রস্রাব করে, শক্ত পায়খানা করে, নাক ডাকে।

বিছানায় প্রস্রাব করার কারণসমূহ | Causes of Bedwetting:

 

  • ছোট মূত্রস্থলি: শিশুর মূত্রস্থলি স্বাভাবিকের চেয়ে ছোট হলে।
  • নার্ভের দুর্বলতা: মূত্রস্থলিতে প্রস্রাবে পরিপূর্ণ হওয়ার বিশেষ অনুভূতি ও তার ফলে নিদ্রা থেকে জেগে উঠার বিষয়টি নার্ভ দ্বারা সংঘটিত হয়। অপর দিকে শিশুদের মূত্রস্থলির নার্ভসমূহ ধীরে ধীরে পরিপক্ব হয়, যার নার্ভ যত দেরিতে পরিপক্ব হবে সে শিশু তত দেরিতে বিছানায় প্রস্রাব করা পরিত্যাগ করবে
  • হরমোনের ভারসাম্যহীনতা: অ্যান্টি ডাইউরেটিক হরমোনের (ADH) কারণে ঘুমের মধ্যে মূত্র উৎপাদন ধীরে ধীরে হয়। কারো এ হরমোন সংক্রান্ত সমস্যা থাকলে নিদ্রার মধ্যে বিছানায় প্রস্রাব করবে।
  • মূত্রনালির সংক্রমণ
  • নিদ্রাহীনতা
  • ডায়াবেটিস
  • দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য

রেপার্টরি রুব্রিক ও তার ঔষধ:

 

রুব্রিক BEDWETTING:  (111)
অর্থ শিশুদের বিছানায় প্রস্রাব করার জন্য নিম্নে উল্লেখিত ঔষধসমূহ সাধারনত ব্যবহৃত হয়
ঔষধ 2 Calc, 1 Carc, 3 Sil, 3 Sulph, 2 Cina, 2 Phos, 2 Cham, 1 Staph, 2 Lyc, 3 Puls, 3 Nat-m, 2 Thuj, 1 Ign, 1 Acon, 1 Bar-c, 3 Ars, 3 Sep, 3 Bell, 2 Merc, 2 Op, 1 Chin, 2 Sanic, 1 Anac, 1 Nux-v, 1 Bry, 3 Caust, 2 Med, 2 Stram, 3 Arn, 1 Ph-ac, 3 Rhus-t, 3 Kreos, 2 Aur, 1 Hyos, 3 Arg-n, 2 Carb-v, 1 Verat, 1 Zinc, 2 Tub, 2 Nat-c, 1 Cupr, 1 Kali-c, 1 Con, 3 Graph, 2 Psor, 2 Aeth, 3 Lac-c, 2 Nat-p, 2 Seneg, 3 Benz-ac, 3 Ferr, 2 Chlol, 2 Hep, 1 Mag-c, 1 Alum, 1 Sec, 3 Equis, 3 Apis, 2 Kali-p, 2 Sars, 3 Nit-ac, 2 Petr, 2 Podo, 3 Thyr, 2 Am-c, 1 Squil, 1 Cact, 1 Canth, 1 Kali-br, 1 Spig, 2 Arg-m, 2 Fl-ac, 3 Mag-p, 1 Coca, 1 Ferr-p, 1 Aur-m, 1 Bar-m, 1 Dulc, 2 Mag-m, 2 Plan, 2 Ruta, 2 Urt-u, 2 Viol-t, 1 Lac-d, 1 Mur-ac, 1 Sabal, 1 Sel, 1 Tab, 1 Ter, 2 Apoc, 2 Carbn-s, 2 Crot-c, 2 Eup-pur, 2 Ferr-acet, 2 Nat-ar, 2 Syc-co, 2 Uran, 2 Verb, 1 Anan, 1 Aur-s, 1 Cimx, 1 Cub, 1 Ferr-i, 1 M-aust, 1 Mag-s, 1 Ox-ac, 1 Physal, 1 Quas, 1 Rhus-a, 1 Sant, 1 Uva,
   
রুব্রিক BEDWETTING: Adolescence:  (1)
অর্থ বিছানায় প্রস্রাব করে কৈশোর বয়সে
ঔষধ 2 Lac-c,
   
রুব্রিক BEDWETTING: Children, in:  (17)
অর্থ বিছানায় প্রস্রাব করে শিশু বয়সে
ঔষধ 1 Carc, 1 Sil, 2 Cina, 1 Phos, 2 Lyc, 1 Puls, 1 Nat-m, 1 Thuj, 1 Sep, 2 Bell, 1 Chin, 2 Caust, 1 Med, 2 Kreos, 1 Benz-ac, 3 Equis, 1 Aesc,
   
রুব্রিক BEDWETTING: Difficult, to waken the child:  (4)
অর্থ বিছানায় প্রস্রাব করার পর শিশুকে ঘুম থেকে জাগানো কষ্টকর
ঔষধ 1 Thuj, 2 Bell, 3 Kreos, 1 Chlol,
   
রুব্রিক BEDWETTING: Dreaming, of urinating, while:  (7)
অর্থ শিশু স্বপ্নে কোথাও প্রস্রাব করে কিন্তু উঠে দেখে বিছানায় প্রস্রাব করেছে
ঔষধ 1 Sulph, 1 Lyc, 2 Sep, 2 Kreos, 1 Lac-c, 2 Seneg, 1 Merc-i-f,
   
রুব্রিক BEDWETTING: First, sleep:  (6)
অর্থ প্রথম নিদ্রার কিছুক্ষণের মধ্যে শিশু বিছানায় প্রস্রাব করে
ঔষধ 1 Cina, 3 Sep, 3 Caust, 2 Ph-ac, 2 Kreos, 1 Benz-ac,
   
রুব্রিক BEDWETTING: Habit, when there is no tangible cause except:  (1)
অর্থ শিশুর বিছানায় প্রস্রাব করার অভ্যাস ছাড়া আর কোন কারণ খুঁজে পাওয়া যায় না
ঔষধ 3 Equis,
   
রুব্রিক BEDWETTING: Midnight, to morning:  (1)
অর্থ মধ্যরাত থেকে সকালের মধ্যে শিশু বিছানায় প্রস্রাব করে
ঔষধ 1 Plan,
   
রুব্রিক BEDWETTING: Morning, toward:  (4)
অর্থ সকালের দিকে শিশু বিছানায় প্রস্রাব করে
ঔষধ 1 Zinc, 1 Chlol, 1 Am-c, 1 Cact,
   
রুব্রিক BEDWETTING: Night, after 5 a.m.:  (1)
অর্থ রাত ৫ টার পরে শিশু বিছানায় প্রস্রাব করে
ঔষধ 1 Cact,
   
রুব্রিক BEDWETTING: Spasmodic, enuresis:  (17)
অর্থ আক্ষেপিকভাবে মূত্রের বেগধারণে অক্ষমতার ফলে শিশু বিছানায় প্রস্রাব করে
ঔষধ 1 Cina, 1 Lyc, 1 Puls, 1 Ign, 1 Bell, 1 Lach, 1 Op, 2 Nux-v, 1 Rhus-t, 1 Hyos, 1 Verat, 1 Coloc, 2 Gels, 1 Canth, 3 Arg-m, 1 Caps, 1 Cast,
   
রুব্রিক BEDWETTING: Weakly, children, in:  (1)
অর্থ বিছানায় প্রস্রাব করে এমন দুর্বল শিশু
ঔষধ 2 Chin,

যে কোনো জটিল ও কঠিন রোগের সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে এখানে ক্লিক করুন

সকল পদ্ধতির চিকিৎসা পেতে ও যে কোনো রোগের বিষয়ে জ্ঞান অর্জন করতে এখানে ক্লিক করুন

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *