বোভিষ্টা BOVISTA [Bov]

Bov শুধু রাতে ঋতুস্রাব হয়, ঋতুস্রাবের সময়ে ও পূর্বে ডাইরিয়া।
Bov ছুরি, কাঁচি ইত্যাদি ব্যাবহার করলে আঙ্গুলে গভীর দাগ পড়ে।
Bov বগলের ঘামে পেঁয়াজের মত দুর্গন্ধ।
Bov হাত, পা ও গাঁটে অত্যন্ত দুর্বলতা, হাত হতে জিনিস পত্র সহজেই পড়ে যায়।
Bov লাল প্রস্রাবের সহিত পেটের শূল বেদনা, খাবার খেলে উপশম।
Bov ত্রিকাস্থির (coccyx) ডগায় ভয়ানক চুলকানি, চুলকাতে চুলকাতে ঘা হয়ে যায়।

যারা শুকনো বা ভেজা ভেজা দাদের অসুখে ভোগে তাদের ক্ষেত্রে উপযোগী।

যে সব অবিবাহিতা স্ত্রীলোকদের বুক ধড়ফড় করে ।

যে শিশু তোতলা তাদের পক্ষে উপযোগী (ষ্ট্র্যামো)।

যে ক্ষেত্রে নাক ও শরীরের সমস্ত শ্লৈষ্মিক ঝিল্লী হতে অত্যন্ত চটচটে দড়ির মত ও টানলে লম্বা হয় এমন স্রাব বার হয় সে ক্ষেত্রে (কেলি-বা)। ভোতা যন্ত্র, কাচি, ছুরি ব্যবহার করলে যে অংশ কাজে লাগে এমন জায়গায় গভীর দাগ পড়ে যায় যাদের তাদের উপযোগী। কোমরে আটোসাটোভাবে কাপড় পরতে পারে না (ক্যাল্কে-কা, ল্যাকে, সালফ)।

বগলের ঘামে পেঁয়াজের গন্ধ ছাড়ে যাদের ।

দাঁত তুলে ফেললে তা থেকে রক্ত পড়ে (হেমামে); ক্ষত হতে রক্ত পড়ে, নাক দিয়ে রক্ত পড়ে।  সন্ধিগুলোতে অত্যন্ত দুর্বলতা ও হাতে পায়ে ক্লান্তিভাব ।

অপটু হাত থেকে জিনিষপত্র পড়ে যায় (এপিস), হাতে কোন জোর পায় না সেজন্য জিনিষপত্র পড়ে যায়।

ঋতুস্রাব – শুধু রাতে হয়, দিনে হয় না (ম্যাগ-কা) [কেবল দিনে হয়, শুলে বন্ধ থাকে- ক্যাকটাস, কষ্টি, লিলি-টি]; ঋতুস্রাবের আগে ও ঐ সময় উদরাময় (এমন-কা); ঋতুর মাঝে কয়েকদিন বাদে বাদে রক্তস্রাব হয় (বোরাক্স); প্রতি দু-সপ্তাহ বাদে বাদে কালচে ও চাপবাধা রক্তস্রাব সাথে নীচের দিকে ঠেলামারা ব্যথা (সিপিয়া)।

ককসিক্স-এর একদম শেষে ভীষণ চুলকায়, চুলকাতে চুলকাতে ঐস্থান হেজে যায় ও সেখানে ঘা হয় ।

সম্বন্ধ – অনিয়মিত ঋতুস্রাব লক্ষণে—এমন-কা, বেল, ক্যাঙ্কে-কা, ম্যাগসা, সিপিয়া তুলনীয় । আলকাতরা লেগে তার কুফলে ও কোন গ্যাস হতে শ্বাসকষ্ট হলে বোভিষ্টা সেই দোষ নষ্ট করে। পুরানো আমবাতে রাস- টক্স নির্দিষ্ট হয়েও প্রয়োগে কাজ না হলে বোভিষ্টা উপযোগী ।

শক্তি-৩০, ২০০।

(Urticaria বা আমবাত—রক্তবাহী শিরায় প্রতিক্রিয়াবশতঃ চামড়ায় এক ধরনের ফ্যাকাসে লালচে চাকাচাকা উদ্ভেদ দেখা দেয় যাতে অত্যন্ত জ্বালা ও চুলকানি থাকে)

লক্ষণ – হঠাৎ ঐভাব দেখা দেয় ও চুলকাতে থাকে ।

কারণ – বাইরের উত্তেজক কোন কিছুর সংস্পর্শে যেমন খাদ্যে, পোকামাকড়ের কামড়ে, সিরামঘটিত দুর্বলতায়, পোলেন এর সংস্পর্শে, ওষুধে ও স্নায়বিক কারণে দেখা যায়। আঃ একোয়াজেনিক—সাধারণ জল হতে। আঃ কোন্ড ঠান্ডা লেগে বা শীত কালে। আঃ ফ্যাক্টিসিয়া–চামড়ায় অল্প উত্তেজক দ্রব্যের সংস্পর্শে। আঃ হেমোরেজিকা— কোন ক্ষতে রক্ত দূষিত হয়ে। আঃ মেরিটিমা- লবণমিশ্রিত জলে স্নান করে যথা সমুদ্রে। আঃ মেডিকামেনটোসা কিছু নির্দিষ্ট ওষুধ খেয়ে। আঃ সোলারিস- সূর্যতাপে ।

চামড়ার উপর এই ঔষধের সুস্পষ্ট প্ৰবাব আছে, উৎপন্ন করে একজিমার মত উদ্ভেদ, এছাড়াও রক্ত সংবহনতন্ত্রের উপর কাজ আছে, যার ফলে রক্তস্রাব প্রবণতার সৃষ্টি হয়, সুস্পষ্ট ক্লান্তি ও অবসাদ এই ঔষধে দেখা যায়। যেসব শিশুরা ভোতলা, তাদের ক্ষেত্রে ভালো কাজ করে, অবিবাহিতা বৃদ্ধা তৎসহ হৃদকম্প, ও “খোস পাঁচড়া” যুক্ত রোগী সকল। একই সঙ্গে শরীরের বিভিন্ন স্থানের স্নায়ুর প্রদাহে যখন আড়ষ্টতা ও সুড়সুড় ভাব দেখা যায়। কাঠকয়লার ধোঁয়া লাগার ফলে শ্বাস বন্ধ হবার মত অবস্থা।

মন –  শরীরের কোন অংশ বড়ো হচ্ছে এইরূপ অনুভূতি(আর্জেন্টাম নাইট্রিকাম)। অপ্রতিভ বা জবুথবু ভাব, সকল বস্তুই হাত থেকে পড়ে যায়। অনুভূতি প্রবণ।

মাথা – মনে হয় যেন মাথাটি ক্রমশইঃ বড়ো হয়ে যাচ্ছে, বিশেষ করে মাথার পিছনের অংশ মাথার যন্ত্রণা, যন্ত্রণায় মাথাটি ফুলে উঠে, খুব সকালে, মুক্ত বাতাসে ও শুয়ে থাকলে বৃদ্ধি। নাকের স্রাব দড়ির মত ও চটটে। মস্তিষ্কে মৃদু, থেঁৎলিয়ে যাবার মত বেদনা। তোতলামি। (ষ্ট্র্যামোনিয়াম, মার্কিউরিয়াম)। মাথার চামড়া চুলকায়, গরমে বৃদ্ধি,অনুভুতি প্রবণ, যতক্ষণ ছ্ল না উঠে, ততক্ষণ চুলকায়।

মুখমণ্ডল – নাসারন্ধ্র ও মুখের কোনগুলির চারপাশে মরামাশ ও মামড়ি। ঠোঁটগুলি ফাঁটা। নাক ও মাড়ি থেকে রক্তস্রাব। গাল ও ঠোঁট দুটি স্ফীতি বলে মনে হয়। ব্রণ, গ্রীষ্মকালে বৃদ্ধি পায়, প্রসাধনী সামগ্রী ব্যবহারের কুফল।

পাকস্থলী – পাকস্থলীতে বরফের দলা থাকার মত অনুভূতি। কোমড়ে কষে থাকা জামাকাপড় অসহ্য।

স্ত্রীরোগ – ধাতুস্রাবের আগে ও ধাতুস্রাবের সময় উদরাময়। মাসিক ধাতুস্রাব নির্দিষ্ট সময়ের অনেক আগে ও পরিমানে প্রচুর হয়, রাতে বৃদ্ধি, কামোত্তেজনার মত অনুভূতি। প্রদরস্রাব ঝাঁঝাল, গাঢ়, চটচটে, সবুজবর্ণের, ধাতুস্রাবের পরে দেখা দেয়। কোমরের চারিপাশে কষা জামা-কাপড় অসহ্য। (ল্যাকেসিস)। দুটি ধাতুস্রাব কালের মধ্যবর্তী সময়ে অল্প পরিমানে স্রাব। ধাতুস্রাব চলাকালীন  অবস্থায় বস্তিকোটরে টাটানি ব্যথা। দীর্ঘস্থায়ী ও অনিয়মিত সময়ে ধাতুস্রাব, যৌনিপথে অর্বুদ।

উদর – উদরশুল, তৎসহ লাল প্রস্রাব, আহারে উপশম, দ্বিভাজ হয়ে থাকতে বাধ্য হয়। নাভীর চারিপাশে বেদনা। পেরিনিয়াম বা মূলাধার থেকে সূঁচ ফোটার মত বেদনা শুরু হয়ে সরলান্ত্র ও যৌনাঙ্গ পর্যন্ত প্রসারিত হয়।

বৃদ্ধ ব্যক্তিদের পুরাতন উদরাময়, রাত্রে ও খুব সকালে বৃদ্ধি।

অঙ্গ-প্রতঙ্গ – সকল সন্ধিস্থানের দুর্বলতা, হাতের সাহায্য কাজ করার সময় হাতের আড়ষ্টতা, হাত হতে জিনিসপত্র পরে য়ায়। হাত ও পায়ের ক্লান্তি। বগলে ঘাম, ঘামে পেঁয়াজের গন্ধ। ত্রিকাস্থির অগ্রভাগে অসহ্য চুলকানি। হাতের পিছনের অংশে রসযুক্ত একজিমা। পায়ের পাতায় ও পায়ে চুলকানি। ভেঙ্গে যাবার পরে সন্থিস্থানের শোথ।

চামড়া – ভোঁতা অস্ত্র যখন চামড়ার উপরন গভীর ছাপ রাখে। উত্তেজিত হলেই আমবাত, তৎসহ বাতজনিত খোঁড়া ভাব, হৃদকম্প ও উদরাময়। (ডালকামড়া)। গরম লাগলে চুলকানি। একজিমা, রসযুক্ত, মোটা মামড়ি তৈরী হয়। সারা শরীর ফুস্কুরিতে ঢেকে যায়, স্কনার্ভ, বিসর্পের মত উদ্ভেদ। মলদ্বারে চুলকানি। সকালে ঘুম থেকে উঠার সময় আমবাত, স্নানে বৃদ্ধি, পেল্যাগ্র্যা।

সম্বন্ধ – আলকাতরার কুফল বোভিষ্টা নষ্ট করে। গ্যাস থেকে শ্বাসরোধক অবস্থা। পুরাতন আমবাতে রাসটক্সের পরে ব্যবহার হয়।

তুলনীয় – ক্যাল্কেরিয়া কার্ব, রাসটক্স, সিপিয়া, সিকিউটা।

শক্তি – ৩য় থেকে ৬ষ্ঠ শক্তি।

Bov : Bovista
“Puff-ball”, oedema and puffiness.Diarrhoea before or during menses.Menses come or markedly increase at night.Awkwardness, drops things.


A/F:

-Effects of over exertion.

-Application of tar locally (cosmetics).


MODALITIES:

< Menses; before and during

< Wine

< Full moon

< Coffee

< Hot weather

< Night

< Getting warm

< Early morning

< Cold food

< On waking

> Bending double

> Hot food

> Eating

> Daytime


MIND:

-AWKWARDNESS, things drop out of powerless hands [Apis, Nat-m].

-Laxity and weakness of all joints.

-STAMMERING children [Stram, Merc].

-After coition, staggering, confusion and numbness in head.


GUIDING INDICATIONS:

-Adapted to old maids with visible palpitation and tremors of hands – nervous and weak jointed. ‘Tettery’ patients.

-HAEMORRHAGIC – HERPETIC diathesis.

-Generalised PUFFINESS or BLOATED condition of body surface which produces easy INDENTATIONS with blunt instruments, scissors, etc.

-Discharges from all mucous membranes are very tough, stringy and tenacious [Kali-bi, Hydr].

-Sweat in axilla smells like onion.

-Itching eruptions; oozing; form thick crusts or scabs, with pus beneath [Mez].

-URTICARIA; ON EXCITEMENT, < bathing < warmth; with diarrhoea or metrorrhagia.

-In chronic urticaria, when Rhus-t seems indicated but fails to cure.

-Herpes of the lower limbs. Burning vesicular eruptions which become crusted.

-Acne < in summer or use of cosmetics.

-Intolerable itching at tip of coccyx; must scratch till part becomes raw and sore.

-Of value in METRORRHAGIA, traces of menses between periods from any little overexertion [Ambr]. Blood dark and clotted.

-Menstrual flow more at night [Mag-c, Kreos]. Less while moving.

-Leucorrhoea after menses, thick, acrid, yellowish-green, leaving green spots on linen.

-Diarrhoea before and during menses [Am-c, Verat].

-COLIC with red urine > EATING and bending double.

-Intolerance of tight clothing around waist [Lach].


KEYNOTES:

1. Diarrhoea before and during menses.

2. Menstrual flow only at night.

3. Urticaria on excitement, with diarrhoea or metrorrhagia.

4. Colic > eating, accompanied by red urine.


NUCLEUS OF REMEDY:

– Awkwardness.

– Haemorrhagic diathesis.

– Tough, stringy, tenacious discharges.

– Generalised puffiness or bloated sensation.

– Enlarged or swollen sensation.


CONFIRMATORY SYMPTOMS:

1. Eczema with formation of thick crusts.

2. Diarrhoea before and during menses.

3. Menses more at night.


CLINICAL:

-Allergy, Herpes, Infertility, Premenstrual syndrome, Vaginitis, Urticaria.

-It antidotes effects of local application of tar, of cosmetics and suffocation from gas – Dr. H.C. Allen.


REMEDY RELATIONSHIPS:

Followed Well By : Alum, Calc, Rhus-t, Sep.

Compare : Ambr, Am-c, Ars, Aur, Bell, Bry, Bufo, Calc, Carb-v, Caust, Coloc, Kali-c, Lyc, Merc, Nat- m, Phos, Puls, Rhus-t, Sec, Sep, Sil, Spig, Staph, Stram, Stront, Sulph, Ust, Valer, Verat, Zinc.

Similar : Bry, Calc, Carb-v, Caust, Kali-c, Lyc, Merc, Nat-m, Phos, Puls, Rhus-t, Sep, Sil, Spig, Staph, Stront, Valer.

Antidoted By : Camph.

Duration Of Action : 7-14 Days.

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *