ক্যালি আর্সেনিকাম KALI ARSENICOSUM [Kali-ar]

ভ্রান্ত ধারণা, যে তার হার্টের রোগ হয়েছে এবং তাতেই সে মারা যাবে।
রাতে অর্শের ব্যথা।
খোলা বাতাসে রোগ বৃদ্ধি।
কিডনির গোলযোগসহ হ্রদপিন্ডের ধড়ফরানি।
মাথাটা লম্বা মনে হয়।
সময়ানুবর্তিতা।

ক্যালিআর্সের রোগীর ম্যালিগন্যান্ট জাতীয় রোগ ও চর্মপীড়ার প্রবণতা যুক্ত হয়। রোগী অস্থির, স্নায়বিক ও রক্তাল্প যুক্ত।

চামড়া — অসহনীয় চুলকানি, জামা-কাপড় খোলার পরে বৃদ্ধি। শুষ্ক, আঁশযুক্ত, কোচকানো। ব্রন; ঋতুস্রাবকালে পুঁজযুক্ত উদ্ভেদ সমূহের বৃদ্ধি। পুরাতন একজিমা; চুলকানি গরমে বৃদ্ধি, হাঁটা চলায় ও জামা কাপড় খুললে বৃদ্ধি। সোরিয়াসিস, লালবর্ণ পদ্মকাঁটা। তাড়াতাড়ি বৃদ্ধি প্রাপ্ত হয় এই জাতীয় ক্ষতসমূহ। বাহু ও হাঁটুস্থানের ভাঁজের অংশে ফাটা সমূহ। গেঁটে বাত জনিত অস্থিগুটি সমূহ; আবহাওয়ার পরিবর্তনে বৃদ্ধি। চামড়ার ক্যান্সার, যেখানে বাহ্যিক কোন লক্ষণ প্রকাশ পাবার আগেই হঠাৎ করে ম্যালিগন্যান্ট জাতীয় রোগের প্রকাশ দেখা দেয়। চামড়ার নীচে অসংখ্য ছোট ছোট গুটিসমূহ।

স্ত্রীরোগ – জরায়ুর মুখে ফুলকপির মত দেখতে মাংসাঙ্কুর সমূহ, হঠাৎ করে কমে যায় এই জাতীয় তীব্র বেদনা, দুর্গন্ধযুক্ত স্রাবসমূহ, এবং বস্তি কোটরের নিম্নাংশে চাপবোধ।

সম্বন্ধ – রেডিয়াম।

শক্তি – ৩য় থেকে ৩০ শক্তি।

 

Kali-ar : Kali Arsenicosum
Inverterate skin diseases. Skin cancer.

SOURCE:

Fowler’s Solution


FAMILY:

Salts.


MODALITIES:

< Night

< Touch

< Noise

< Undressing

< Walking

< Warmth

< 1-3 a.m.

< Cold feet

> Rainy days


MIND:

-Jealousy with sadness.

-Quarrelsome, scolds in sadness.

-Quiet disposition in sadness.

-Sadness, despondency, dejection, gloom, mental depression with jealousy.

-Indifference in sadness.

-Abusive < every 3rd day.

-Anxiety about health.

-Desire for company.

-Dreams of misfortune.

-Fastidious.

-Fear of heart disease, fear of cancer.

-Fearful in the evening and night.


GUIDING INDICATIONS:

-Chilly and sensitive to cold. Aversion to open air.

-Restless, nervous, anaemic.

-Burning in throat, stomach, tongue. Tongue neuralgia.

-Sudden noise or touch throws the whole body into a tremor.

-Palpitations with nephritis.

-Skin-Skin cancer, where suddenly alarming malignancy without any external signs sets in.

-Herpes zoster eruptions behind right ear, right side of neck, right shoulder, right upper arm, right chest, covering entire body except scalp, varying in diameter.

-Cauliflower-like excrescences of os uteri, with flying pains, foul smelling discharge and pressure below pelvis.

-Dry, emaciated to a skeleton.

-Intolerable itching < undressing, walking, warmth.

-Black leg. Ulcer running bloody foul water, with cutting, burning, itching and dyspnoea.

-Lichen. Psoriasis. Chronic eczema < warmth.

-Fissures in bends of arms and knees.

-Numerous small nodules under skin.

-Gouty nodosities.

-< change of weather.


KEYNOTES:

1. Cannot get too warm even in summer.

2. Sudden noise or touch, throws the whole body into tremor.


NUCLEUS OF REMEDY:

-In skin disease, where the patient’s condition tends towards malignancy.

-Skin cancer, where suddenly alarming malignancy, without any external signs sets in.


CLINICAL:

-Acne, Eczema, Fissures, Gouty nodosities, Lichen planus, Malignancy, Pruritus, Psoriasis, Ulcers.


REMEDY RELATIONSHIPS:

Compare : Ars, Cic, Cinch, Iod, Kali-bi, Merc-c, Nat-ar.


✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *