Recent Post

কুষ্ঠ রোগের (Leprosy) চিকিৎসা।

কুষ্ঠ রোগ এক প্রকার সংক্রমক ব্যধি যা চর্ম, শ্লৈষ্মিক ঝিলি ও স্নায়ুকে আক্রান্ত করে। ফলে চামড়ার রঙ পরিবর্তন হয়, পিন্ডের মত চর্ম স্ফিতি হয় ও গুরুতর অবস্থায় অঙ্গ বিকৃতি বা অঙ্গহানি হয়।

চিকিৎসা: নিম্নে বর্ণিত লক্ষণ ও তার ঔষধ সমূহ প্রাথমিক ভাবে বিবেচনায় নিয়ে সফল হোমিওপ্যাথি চিকিৎসা করা সম্ভব।

ঔষধ প্রয়োগ সম্পর্কিত সাবধানতা

 

কুষ্ঠ রোগের রেপার্টরি রুব্রিক ও ঔষধঃ

  1. কুষ্ঠরোগ, চামরায় LEPROSY, skin (55) 1 alum, 1 anac, 1 ant-t, 2 ars, 2 bad, 1 bar-c, 2 calc, 1 calo, 2 carb-ac, 2 carb-an, 2 carbn-s, 2 carb-v, 2 caust, 2 chaul, 1 com, 1 con, 1 crot-h, 1 cupr-acet, 1 cur, 2 dip, 1 elae, 1 form, 2 graph, 1 guano, 1 haem, 1 hell, 2 ho, 1 hura, 2 hydrc, 1 iod, 2 iris, 1 jatr, 1 kali-c, 2 kali-i, 2 lach, 1 mag-c, 1 mang, 2 meph, 1 merc, 2 nat-c, 1 nat-m, 1 nit-ac, 2 nuph, 1 oena, 1 petr, 2 phos, 2 pip-m, 2 psor, 3 SEC, 2 sep, 2 sil, 3 SULPH, 1 thyr, 2 tub, 1 zinc
  2. কুষ্ঠরোগ, চামরায় দাগ দাগ, নিতম্বে, আঙটি আকারবিশিষ্ট (1) LEPROSY, skin spots, on buttocks, annular (1) 2 graph
  3. কুষ্ঠরোগ, চামরায় দাগ দাগ, চিবুকে LEPROSY, skin spots, on chin (1) 1 calc
  4. কুষ্ঠরোগ, চামরায় দাগ দাগ, মুখমণ্ডলে LEPROSY, skin spots, on face (4) 2 ant-t, 2 graph, 1 phos, 3 SEC
  5. কুষ্ঠরোগ, চামরায় দাগ দাগ, পায়ে LEPROSY, skin spots, on leg (2) 2 graph, 2 nat-c
  6. বালিকাদের কুষ্ঠরোগ GIRLS, leprosy (1) 2 agar

 

লক্ষণ সমূহের তথ্য সূত্রঃ মার্ফি রেপার্টরি।

এ পোস্টটি প্রথম পাতায় উল্লেখিত “কুষ্ঠরোগ skin, LEPROSY” পরিচ্ছেদের বর্ণনা। সকলকে অনুরোধ করব চর্ম রোগের প্রথম পাতাটি পড়ার জন্য

নোটঃ  যে ঔষধের নামের পার্শে ৩ লিখা আছে তা প্রথম গ্রেড, ২ হলে দ্বিতীয় গ্রেড, ১ হলে তৃতীয় গ্রেড এর ঔষধ বুঝতে হবে।   সফল চিকিৎসা পেতে অথবা চিকিৎসা দিতে লিংকে ক্লিক করে বর্ণনাটি পড়ুন।

 

 

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *