Abrot | কোন বিষয়ে বুঝার ক্ষমতা কম, অত্যন্ত খিটখিটে ও নিষ্ঠুর। |
Abrot | দেখতে বুড়োর মত, পেট ফুলা, নিম্ন অংশ বিশেষত পা দুটো শুষ্ক। |
Abrot | পর্যায়ক্রমে উদরাময় ও বাত, উদরাময়ে অজীর্ন মল। |
Abrot | পাকস্থলীটি যেন ঝুলে আছে অথবা পানির উপর ভেসে আছে এরুপ অনুভূতি। |
Abrot | বেদনাযুক্ত প্রদাহ, বাতে ফুলে উঠার পুর্বেই আক্রান্ত স্থানে বেদনা। |
Abrot | রোগান্তর প্রাপ্তি, যেমন উদরাময় দমনের ফলে বাত, গ্যাঁটেবাত দমনের ফলে হৃদরোগ ইত্যাদি। |
Repertorisation Sheet – Zomeo 3.0 | |||||
Physician Name : Dr. A Alam Hossaini , Patient Name : ABROTANUM [Abrot] | |||||
Remedy | Abrot | Lyc | Ars | Calc | Nux-v |
Totality | 37 | 31 | 31 | 30 | 30 |
Symptoms Covered | 13 | 10 | 9 | 10 | 10 |
[Complete ] [Mind]Dullness: | 3 | 4 | 4 | 4 | 4 |
[Complete ] [Mind]Irritability: | 3 | 4 | 4 | 4 | 4 |
[Complete ] [Mind]Cruelty, brutality, inhumanity: | 3 | 0 | 4 | 3 | 1 |
[Complete ] [Generalities]Old age, premature: | 1 | 4 | 1 | 1 | 1 |
[Complete ] [Abdomen]Enlarged: | 2 | 3 | 4 | 4 | 4 |
[Complete ] [Extremities]Emaciation:Lower limbs: | 3 | 2 | 3 | 3 | 4 |
[Complete ] [Extremities]Pain:Rheumatic:Alternating with:Diarrhea: | 3 | 0 | 0 | 0 | 0 |
[Complete ] [Stool]Lienteric: | 3 | 3 | 4 | 4 | 3 |
[Complete ] [Stomach]Hanging down sensation, relaxation: | 3 | 3 | 0 | 3 | 3 |
[Complete ] [Stomach]Floating in water, as if: | 3 | 0 | 0 | 0 | 0 |
[Complete ] [Extremities]Inflammation:Joints, arthritis: | 3 | 4 | 4 | 3 | 3 |
[Complete ] [Generalities]Metastasis: | 4 | 3 | 3 | 1 | 3 |
[Complete ] [Extremities]Pain:Rheumatic:Metastasis, with:Heart, to: | 3 | 1 | 0 | 0 | 0 |
কোষ্ঠকাঠিন্য ও উদরাময় পর্যায়ক্রমে হয়। ভুক্তদ্রব্য হজম হয় না— সেইরূপ উদরাময় ।
বিশেষতঃ পায়ের দিকে শুষ্কতা সহ শিশুদের পুঁয়ে পাওয়া রোগ (আইওডি, স্যানিকি, টিউবার); দেহের চামড়া থলথলে, ভাঁজে-ভাঁজে ঝুলে থাকে (ঐ অবস্থা ঘাড়ে = নেটমিউ; স্যানিকি) পূয়ে পাওয়া (শিশুর), দুর্বল ঘাড়, মাথা সোজা করে রাখতে পারে না (ইথুজা) কেবলমাত্র নিম্নাঙ্গের শীর্ণতা ।
ক্ষুধা – রাক্ষুসে, ভাল আহার সত্ত্বেও শরীর অপুষ্ট হতে থাকে (আইওডি, নেট-মিউ, স্যানিকি, টিউবার) ।
খালধরা অথবা শূলবেদনার পর, হাত পায়ের যন্ত্রণাপূর্ণ কুঞ্চন ।
বাতরোগ – আক্রান্ত অঙ্গ ফুলে যাওয়ার আগেই অত্যন্ত যন্ত্রণা, হঠাৎ অবরুদ্ধ উদরাময় বা অন্য কোন স্রাব বন্ধ হয়ে বাত; অর্শরোগ বা আমাশয়ের সাথে পর্যায়ক্রমে বাতরোগ, গেঁটেবাত।
অঙ্গ–প্রত্যঙ্গের সন্ধি – আড়ষ্ট, স্ফীত এবং সূঁচবেঁধানো যন্ত্রণা, হাতের কজি ও পায়ের গোড়ালিতে ব্যথা ও প্রদাহ, সমস্ত শরীরে ক্ষতবং অত্যন্ত বেদনা। শীতকালীন চুলকানিযুক্ত, চর্মে লাল আভাযুক্ত প্রদাহ ।
(এগারি) অত্যন্ত দুর্বল ও অবসন্ন, শিশুদের শরীরের ক্ষয়কারী জ্বর-শিশু দাঁড়াতে পারে না ।
শিশু বদমেজাজী, ক্রুদ্ধ, খিটখিটে, হতাশাযুক্ত, উগ্র, নিষ্ঠুর-নির্দয়, নির্মম কিছু করতে চায় ।মুখের আকৃতি বুড়োদের মত, ফ্যাকাসে, কোঁচকানো (ওপি)।
সম্বন্ধ— ছোট ছোট (সংযুক্ত) ফোড়ায় হিপারের পরে, প্লুরিসি রোগে একোন, ব্রায়ো, প্রয়োগের পর যখন আক্রান্ত পার্শ্বে একরকম চাপবোধের জন্য শ্বাসকার্যে বাধা আসে, তখন উপযোগী ।
শক্তি – ৬, ৩০, ২০০।
শিশুদের শীর্ণতা রোগের একটি বহু ব্যবহৃত ঔষধ, বিশেষতঃ শরীরের নিম্নাঙ্গের শীর্ণতা, যদিও প্রচুর ক্ষুধা থাকে। রোগের স্থানান্তরিত অবস্থা। উদরাময় চাপা পড়ার পর বাত রোগ। যে কোন রোগ চাপা পড়ার ফলে যে অবস্থার দেখা দেয়, বিশেষতঃ গেঁটে বাত রোগগ্রস্ত ব্যক্তির ক্ষেত্রে। টিউবারকিউলাস পেরিটোনাইটিস, রসযুক্ত প্লুরিসি এবং অন্যান্য সঞ্চয়যুক্ত অবস্থা। বুকে জল জমা কিম্বা পুঁজ জমা রোগে বুকের অস্ত্রোপচারের পর, বুকের ভিতর চাপ দেওয়ার ন্যায় যে অনুভূতি অবশিষ্ট থাকে। বাত রোগ কমতে শুরু করলে, অর্শের বৃদ্ধি। বালকদের নাক দিয়ে রক্ত স্রাব ও হাইড্রোসিল।
ইনফ্লুয়েঞ্জা রোগের পর প্রচণ্ড দুর্বলতা (কেলি ফস)
মন – রুক্ষ, খিটখিটে, আতঙ্কগ্রস্ত, হতাশ।
মুখমণ্ডল – কোঁচকানো, ঠাণ্ডা, শুষ্ক, ফ্যাকাশে। চোখের চারিপাশে গোলাকার নীলচে দাগ, তৎসহ ম্লান চক্ষু। নাক থেকে রক্ত স্রাব। মুখমণ্ডলে থাকা রক্তবহা নাড়ীর অর্বুদ।
পাকস্থলী – মুখের স্বাদ আঠালো, পিচ্ছিল কর, প্রচুর ক্ষুধা সত্ত্বেও শীর্ণতা ।পায়খানার সাথে হজম না হওয়া গোটা গোটা খাবার ।পাকস্থলীর যন্ত্রণা; রাত্রে বৃদ্ধি; পাকস্থলীতে কেটে ফেলার যন্ত্রণা। রোগীর মনে হয় পাকস্থলিটি জলের উপর ভাসছে; ঠাণ্ডা বলে মনে হয়। যন্ত্রণাদায়ক ক্ষুধা এবং ঘ্যানঘ্যানে ভাব। বদহজম, তৎসহ বমির সঙ্গে প্রচুর পরিমানে দূর্গন্ধযুক্ত তরল পদার্থ ওঠে।
উদর – পেটে শক্ত ঢেলা, পেট ফাঁপা, ক্রমান্বয়ে উদরাময় এবং কোষ্ঠকাঠিণ্য । অর্শ বারে বারে বেগ, রক্তযুক্ত মল; বাতের বেদনা কথার সঙ্গে সঙ্গে বৃদ্ধি, বড়ো কৃমি, নাভি থেকে রসানি। অন্ত্র নিচের দিকে নেমে আসার ন্যায় অনুভূতি।
শ্বাস–প্রশ্বাস – হাজাকর অনুভূতি, বাধাপ্রাপ্ত শ্বাস-প্রশ্বাস। উদরায়নের পর, শুষ্ক কাশি, বুকের উপর দিয়ে যন্ত্রণা, খুব বেশি হৃদপিণ্ড স্থানে।
পিঠ – ঘাড় এত দুর্বল যে মাথা তুলতে কষ্ট। পিঠের খোঁড়া ভাব, দুর্বল ও যন্ত্রণা। কোমর স্থানে বেদনা, বেদনা রেত, চক্ষু পর্যন্ত প্রসারিত হয়। ত্রিকাস্থি স্থানে বেদনা, তৎসহ অর্শ।
অঙ্গ–প্রত্যঙ্গ – ঘাড়ে, বাহুতে,কজিতে ও গোড়ালিতে বেদনা। পায়ের পাতায় এবং হাতের আঙ্গুলে খোঁচা মারার ন্যায় ও শীতল অনুভুতি। পা দুটির অতিরিক্ত শীর্ণতা। সন্ধিস্থান নিষ্ক্রিয় এবং আড়ষ্ট। অঙ্গ-প্রত্যঙ্গের বেদনাদায়ক সংকোচন। (অ্যামোন মিউর)
চামড়া — মুখমণ্ডলে উদ্ভেদ, উদ্ভেদ্ চাপা পড়লে, চামড়া বেগুনি চর্ম হয়। চামড়া থলথলে ও ঝুলে পড়ে। ছোট- খাট ফোঁড়া, মাথার চুল পড়ে যায়, চুলকানি যুক্ত শীতস্ফোটক।
কমাবাড়া – বৃদ্ধি, ঠাণ্ডা বাতাসে, স্রাব চাপা পড়লে । কমা, নড়াচড়া করলে।
সম্বন্ধ – তুলনীয় স্ক্রফিউলেরিয়া, ব্রায়োনিয়া, স্টেলারিয়া, বেজেত্তায়িক অ্যাসিড, বাতে, আয়োডিন, নেট্টাম মিউর, শীর্ণতা রোগে।
শক্তি — ৩য় থেকে ৩০ শক্তি।
এই মহামূল্য ঔষধটির ব্যবহার আরও অধিক হওয়া বাঞ্ছনীয়। যেরূপ অবস্থা ব্রায়োনিয়া ও ‘রাস টক্স’ দ্বারা আরোগ্য হয় ইহাও সেইরূপ অবস্থায় উপযোগী; কিন্তু লক্ষণ সাদৃশ্যে ইহার স্বতন্ত্র প্রয়োগক্ষেত্রও আছে। উদরাময়ের ইতিহাস পাওয়া গেলে হৃৎপিন্ডের উপদাহ সংযুক্ত বাতরোগ; নাসাপথে রক্তস্রাব, রক্তমূত্র; উৎকণ্ঠা ও কম্পন। অকস্মাৎ উদরাময় চাপা পড়িয়া উপরোক্ত লক্ষণগুলি দেখা দিলে এব্রোটেনাম প্রয়োজন হয়। কোন সন্ধিস্থানের বাতরোগ অকস্মাৎ চাপা পড়িয়া প্রবল হৃদ লক্ষণসমূহ উপস্থিত হইলে ইহা উপযোগী। ইহা অনেকাংশে ‘লিডাম’, ‘অরম’ ও ‘ক্যালমিয়া সদৃশ ।
শিশুদিগের পুঁয়ে পাওয়া রোগে ইহা একটি অতি মূল্যবান ঔষধ এবং অনেক ক্ষেত্রেই কাজে আসে। শিশুর শীর্ণতা নিম্ন অঙ্গে আরম্ভ হয় এবং ক্রমশঃ উপর দিকে বিস্তৃত হইতে থাকে, সুতরাং মুখমন্ডলটিই সৰ্বশেষে আক্রান্ত হয়; অর্থাৎ লাইকোপোডিয়াম’, ‘নেট্টাম মিউর’ ও ‘সোরিণামে’র ঠিক বিপরীত।
প্লুরিসি রোগে ব্রায়োনিয়া নির্দিষ্ট হইয়া, উহা বিফল হইবার পর ইহা দ্বারা রোগারোগ্য হইয়াছে। একজন মহিলা শ্বাসকৃচ্ছ্র, উৎকণ্ঠা, শীতল ঘৰ্ম্ম এবং হৃৎপিন্ডের যাতনায় শয্যাশায়ী হইয়াছিলেন, মৃত্যুকাল উপস্থিত ভাবিয়া তাহার বন্ধুগণ শয্যাপার্শ্বে সমবেত হইয়াছিলেন। জানা গেল যে, তিনি কয়েক মাস ধরিয়া হাঁটুর বাতে ভুগিতেছিলেন এবং বগলে লাগাইবার যষ্টি (crutches) ব্যবহার করিয়া তাহাকে গৃহমধ্যে চলিতে হইত। বর্তমান রোগটির আক্রমণের মাত্র কয়েক দিন পূর্বে একটি তীব্র মালিশ ব্যবহারে তাহার বাতরোগ দ্রুত আরোগ্য (তাই কি?) হইয়াছিল। এব্রোটেনাম ব্যবহারে তিনি সত্ত্বর হৃত স্বাস্থ্য ফিরিয়া পাইয়াছিলেন। সন্দেহজনক বমনের সহিত পাকস্থলীর জ্বালাকর ও ক্ষতকর বেদনা ইহা দ্বারা উৎপন্ন ও আরোগ্য হইয়াছে।
রোগান্তর প্রাপ্তি এব্রোটেনামের একটি বিশেষ লক্ষণ। একটি যে কোন নামের রোগ চাপা পড়িয়া অন্য একটি রোগ দেখা দিলে এব্রোটেনামকে স্মরণ করা কর্তব্য। কর্ণমূল গ্রন্থির প্রদাহ চাপা পড়িয়া অন্ডকোষ বা স্তন আক্রান্ত হইলে সাধারণতঃ কাৰ্ব ভেজ’ অথবা পালসেটিলা দ্বারা আরোগ্য হয়, কিন্তু ঐ ঔষধগুলি বিফল হইবার পর এব্রোটেনাম রোগারোগ্য করিয়াছে। অনুরূপভাবে, উদরাময় সহসা অবরুদ্ধ হইবার পর রক্তস্রাবী অর্শ ও তরুণ বাতরোগ দেখা দিতে পারে; ইহাও উপরোক্ত অভিমতের অনুকূলে আর একটি যুক্তি।
এব্রোটেনামের রোগী ঠান্ডা বাতাস ও ঠান্ডা ভিজা আবহাওয়া সহ্য করিতে পারে না। সে পৃষ্ঠবেদনায় কষ্ট পায় এবং তাহার লক্ষণগুলি রাত্রিকালে বৃদ্ধিপ্রাপ্ত হয়। সে ইহা বালকদিগের কোষবৃদ্ধি আরোগ্য করে। ইহা দ্বারা শিশুদিগের নাভি হইতে রক্তপাত আরোগ্য হয়।
এব্রোটেনামের রোগীর হয় উদরাময়, না হয় কোষ্ঠবদ্ধতা থাকে। কোষ্ঠবদ্ধতা থাকিলে তাহার বাতরোগ দেখা দেয়; উদরাময় থাকিলে সে খুবই ভাল থাকে, আবার উদরাময় কম পড়িলেই তাহার নানা যন্ত্রণা উপস্থিত হয়। ‘ট্রোম সালফ’ ও ‘জিঙ্কামের ন্যায় ইহার রোগীরও উদরাময়ে প্রভূত শান্তি।
আর একটি লক্ষণ, যেখানে সেখানে তীব্র বেদনা, বিশেষতঃ ডিম্বাশয়দ্বয়ে এবং সন্ধিস্হলগুলিতে।
আর্টমিসিয়া এব্রোটেনাম (Artemesia abrofanum)
সাউদার্ন উড (Southern wood).
কম্পোজিটি জাতীয় এক প্রকার গুল্ম। এর সরস পাতা থেকে মূল অরিষ্ট তৈরী হয়। পরিপোষণের অভাব হেতু নিম্নাঙ্গে ক্ষয়রোগের (marasnus) আতিশয্য উদরাময়; পর্যায়ক্রমে উদরাময় ও বাতরোগ।
ABROTANUM [Abrot] |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|