![](https://www.hdhomeo.com/wp-content/uploads/2016/03/goosebumps-1.jpg)
শীত, ভয় বা অতি আবেগে আমাদের শরীরের লোম দাড়িয়ে যায় এবং লোমকূপ সমূহ শক্ত ও উঁচু হয়ে উঠে, তাকে গা কাঁটা দেয়া বলে। এটা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য, যদি কারো গা কাঁটা দেয়া বিষয়টি অস্বাভাবিক পর্যায়ের হয় বা উপলক্ষ ছাড়াই হয় তাহলে তাকে রোগ হিসাবে বিবেচনা করা হয়।
চিকিৎসা: নিম্নে বর্ণিত লক্ষণ ও তার ঔষধ সমূহ প্রাথমিক ভাবে বিবেচনায় নিয়ে সফল হোমিওপ্যাথি চিকিৎসা করা সম্ভব।
ঔষধ প্রয়োগ সম্পর্কিত সাবধানতা
গা কাঁটা দিয়ে উঠার রেপার্টরি রুব্রিকঃ
-
গা কাঁটা দিয়ে উঠা GOOSEBUMPS, goose-flesh (65) 2 acon, 1 aesc, 1 aeth, 1 agar, 2 ang, 1 ant-t, 1 arg-n, 2 ars, 1 asar, 1 aur, 1 bar-c, 1 bar-m, 2 bell, 1 berb, 1 bor, 1 bov, 2 bry, 2 calc, 2 camph, 2 cann-s, 1 canth, 1 carb-an, 2 caust, 1 chel, 1 chlor, 2 chin, 1 chin-ar, 2 croc, 1 croto-t, 3 HELL, 1 ign, 1 kali-i, 2 lach, 1 lachn, 1 laur, 2 led, 2 lyc, 1 mag-m, 1 mang, 3 MERC, 1 merl, 1 mez, 1 mur-ac, 2 nat-m, 2 nat-s, 1 nit-ac, 3 NUX-V, 2 par, 1 ped, 2 phos, 1 plat, 1 ruta, 2 sabad, 1 sabin, 1 sars, 2 sil, 1 spig, 1 stann, 1 staph, 1 sul-ac, 1 tab, 1 tarent, 2 thuj, 1 tub, 3 VERAT
-
গা কাঁটা দিয়ে উঠা, খোলা বাতাসে GOOSEBUMPS, goose-flesh air, in open (4) 1 agar, 1 caust, 1 chin, 1 sars
-
গা কাঁটা দিয়ে উঠা, পানী পান করার পরে GOOSEBUMPS, goose-flesh drinking, after (3) 1 cadm-s, 2 chin, 1 verat
-
চামড়া Skin
-
গা কাঁটা দিয়ে উঠা, খাবার খাওয়ার সময় GOOSEBUMPS, goose-flesh eating, while (1) 1 mag-m
-
গা কাঁটা দিয়ে উঠা, সন্ধ্যায় GOOSEBUMPS, goose-flesh evening (1) 1 mang
-
গা কাঁটা দিয়ে উঠা, বাড়িতে GOOSEBUMPS, goose-flesh house, in (2) 1 calc, 1 tub
-
গা কাঁটা দিয়ে উঠা, সকালে GOOSEBUMPS, goose-flesh morning (3) 1 chin-s, 1 mang, 1 sep
-
গা কাঁটা দিয়ে উঠা, মলত্যাগের পরে GOOSEBUMPS, goose-flesh stool, after (1) 1 grat
-
গা কাঁটা দিয়ে উঠা, হঠাৎ শীতলতার সহিত চুল দাড়িয়ে যায় GOOSEBUMPS, goose-flesh sudden chill with hair standing on end (3) 1 bar-c, 1 dulc, 1 merc
-
গা কাঁটা দিয়ে উঠা, হাঁটার সময় GOOSEBUMPS, goose-flesh walking, while (1) 1 lyc
-
গা কাঁটা দিয়ে উঠা, উষ্ণ ঘরে GOOSEBUMPS, goose-flesh warm room, in (1) 1 mez
লক্ষণ সমূহের তথ্য সূত্রঃ মার্ফি রেপার্টরি।
এ পোস্টটি প্রথম পাতায় উল্লেখিত “গা কাঁটা দিয়ে উঠা Skin, GOOSEBUMPS, goose-flesh” পরিচ্ছেদের বর্ণনা। সকলকে অনুরোধ করব চর্ম রোগের প্রথম পাতাটি পড়ার জন্য
নোটঃ যে ঔষধের নামের পার্শে ৩ লিখা আছে তা প্রথম গ্রেড, ২ হলে দ্বিতীয় গ্রেড, ১ হলে তৃতীয় গ্রেড এর ঔষধ বুঝতে হবে। সফল চিকিৎসা পেতে অথবা চিকিৎসা দিতে লিংকে ক্লিক করে বর্ণনাটি পড়ুন।