ক্রিয়োজোটাম KREOSOTUM [Kreos]

যৌন ক্রিয়া করতে ভয়, ধর্ষিত হওয়ার স্বপ্ন দেখে, অস্থির ও স্পর্শকাতর বিশেষ করে ঋতুস্রাবের পূর্বে।
অত্যন্ত খিটখিটে ও একগুঁয়ে মেজাজ, ক্যামোমিলা তরুণ রোগে আর ক্রিয়োজোট পুরাতন রোগে ব্যবহৃত হয়।
শরীরের যে কোন দ্বার দিয়ে যে স্রাব নির্গত হয় তা দুর্গন্ধময়, গরম ও ক্ষতকর, স্রাবের ঘায়ে অত্যন্ত জ্বালাযুক্ত ব্যথা।
ক্ষুদ্র ক্ষতস্থান হতে প্রচুর রক্তস্রাব ও তন্তু বিনষ্ট হওয়ার প্রবণতা।
শিশুর দাঁত উঠার অল্প দিনের মধ্যেই দাঁত পোকায় খায়, তাতে ব্যথা ও রক্ত পড়ে।

উপযোগিতা — যাদের গায়ের রঙ কাল, যারা সামান্য কুঁজো হয়ে গেছে স্বাস্থ্য যাদের ভেঙ্গে গেছে, অপুষ্টিতে ভুগছে, বয়সের তুলনায় অতিরিক্ত লম্বা (ফস), তাদের ক্ষেত্রে উপযোগী। যে সব শিশু দেখতে বুড়োদের মত, যাদের গায়ের চামড়া কুচকে গেছে (এব্রোটে) ফুলা (গ্ল্যান্ডের অসুখে ভোগে) ও সোরাদোষদুষ্ট, দ্রুত রোগা হয়ে যাচ্ছে (আয়োডি) সেই শিশুর ক্ষেত্রে ও মহিলাদের রজোনিবৃত্তিকালের পরবর্তী রোগ সমূহে (ল্যাকে) উপযোগী ।

রক্তপ্রস্রাব প্রবণতা — একটু কেটে বা ছড়ে গেলে অনেক রক্ত বার হয় (ক্রোটে, ল্যাকে, ফস); নাক হতে, ফুসফুস হতে, প্রস্রাবের সাথে কালচে রক্ত (Passive) বার হয়। টাইফয়েড লক্ষণে রক্তস্রাব হয়ে অত্যন্ত অবসন্নতা; দাঁত তুললে কালচে রক্ত চুইয়ে চুইয়ে বার হতে থাকা—এসব লক্ষণে উপযোগী।

ঋতুস্রাবের আগেও ঐ সময় কানে গর্জন ধ্বনি, গুনগুন শব্দ সাথে বধিরতা—এসব লক্ষণে উপযোগী । শ্লৈষ্মিক ঝিল্লীগুলো হতে ক্ষতকর, দুর্গন্ধযুক্ত, কলতানির মত স্রাব বার হতে থাকে; জীবনীশক্তি ভীষণভাবে নিঃশেষিত।

চুলকানি — যা সন্ধ্যার দিকে এমন বেড়ে যায় যেন রোগী পাগল হয়ে যাবে। চুলকানিতে চর্মোদ্ভেদ থাকে না—ডলিকস্ ।

শিশুদের দাঁত ওঠায় কষ্ট দাঁত বার হবার সাথে সাথেই দাঁতগুলো ক্ষয়ে যেতে থাকে—মাড়ি নীলচে লাল, নরম স্পঞ্জের মত, রক্ত বার হয়, প্রদাহ হয়, স্কার্ভি হয় (Scorbutic) ও মাড়িতে ঘা হয় ।

বমি — গর্ভাবস্থায় মিষ্টি স্বাদ বমন ও মুখে লালা আসে। কলেরা হয়ে বমি, দাঁত ওঠায় কষ্ট, ঐ সাথে বমি । প্রচুর পরিমাণে দুর্গন্ধযুক্ত মলত্যাগ ও সাথে বমি । পাকস্থলীর মারাত্মক অসুখে বমি এসব লক্ষণে উপযোগী।

ঋতুস্রাবের আগে ও ঐ সময় মারাত্মক মাথায় যন্ত্রণা (সিপিয়া)।

ঋতুস্রাব – নির্দিষ্ট সময়ের অনেক আগে, প্রচুর পরিমাণে ও দীর্ঘদিন ধরে হতে থাকে। ঐ সময় ব্যথাযন্ত্রণা হয় কিন্তু ঋতুস্রাবের পর ব্যথা যন্ত্রণা কমে যায়। শুলে ঋতুস্রাব হতে থাকে উঠে দাঁড়ালে বা হাঁটাচলা করলে স্রাব থেমে যায়। ঠান্ডা পান করলে ঋতুর ব্যথা কমে যায়। স্রাব থেমে থেমে হয়—সময় সময় একেবারে বন্ধ হয়ে আবার স্রাব হতে থাকে (সালফ)।

প্রস্রাব চাপলে ধরে রাখতে পারে না—শুয়ে থাকা অবস্থাতেই কেবল প্রস্রাব করতে পারে প্রচুর ফ্যাকাসে প্রস্রাব হয়। প্রস্রাব চাপলে বিছানা ছেড়ে উঠতে উঠতে বিছানাতেই প্রস্রাব করে ফেলে এমনই বেগ হয় (এপিস, পেট্রোসেলি) প্রথম ঘুমের মধ্যেই প্রস্রাব করে ফেলে (সিপিয়া)-ঘুম থেকে শিশুকে তুলতে কষ্ট হয়। প্রস্রাবের সময় ও পরে চিড়িকমারা যন্ত্রণা ও জ্বালা হয় (সালফ)।

শ্বেতপ্রদর — হেজে যায়, ঘা হয়ে যায়, দুর্গন্ধ হয়। দুই ঋতুর মধ্যবর্তী সময়ে স্রাব হয় (বোভিষ্টা, বোরাক্স)—কাঁচা শস্যের (ধান, গম ইত্যাদি) গন্ধ বার হয়, শুকিয়ে কাপড়ে মাড় দেওয়ার মত শক্ত হয়ে যায়-কাপড়ে হলদে দাগ লাগে ।

প্রসবের পরবতী স্রাব (Lochia)—কালচে, বাদামি, দলাদলামত, দুর্গন্ধযুক্ত, যোনিদ্বার হেজে যায়—সময় সময় একদম বন্ধ হয়ে আবার স্রাব শুরু হয় (কোনি, সালফ)।

জননাঙ্গে ও যোনিপথে ভীষণ ক্ষতকর চুলকানি হয় ।

সম্বন্ধ — ক্যান্সার ও মারাত্মক অসুখে ক্রিয়োজোটের পর আর্স, ফস, সালফ ভাল ফল দেয়। কার্বভেজ ও ক্রিয়োজোট বিরুদ্ধ সম্পর্ক।

বৃদ্ধি – খোলা বাতাসে, ঠান্ডা আবহাওয়ায়, ঠান্ডা পড়া শুরু হলে, ঠান্ডা জলে স্নানে বা হাতমুখ ধুলে, বিশ্রাম বিশেষত শুয়ে থাকলে রোগ লক্ষণ বেড়ে যায় ।

উপশম – সাধারণতঃ তাপে উপশম হয় ।

শক্তি – ৬, ১২, ৩০, ২০০।

[Scorbutic–(স্করবুটিক) স্কার্ভিরোগগ্রস্ত] (স্কার্ভিরোগ—অপুষ্টিজনিত বিশেষত ভিটামিন ‘C’ বা Ascorbic Acid (এ্যাসকরবিক এ্যাসিড) এর ঘাটতি হয়ে রক্তস্রাবের প্রবণতা ও হাড় ও দাঁতের অস্বাভাবিক গঠন হতে থাকে।

লক্ষণ — কিছুদিন যাবৎ স্বাস্থ্য খারাপ হয়, ফ্যাকাশে হলদে গায়ের রঙ হয়ে যায়, দুর্বলতা, পায়ে, অঙ্গপ্রত্যঙ্গে ও সন্ধিগুলোতে ব্যথা, রক্তশূন্যতা, অত্যন্ত দুর্বলতা নরম মাড়ি দিয়ে রক্ত, দেহের অন্য পথে,  লোমকূপের গোড়া হতে রক্ত, মাংসপেশীতে শক্ত ভাব এসব দেখা যায়।

কারণ তত্ত্ব – ভিটামিন ‘C’-এর অভাব সাধারণতঃ তাজা ফল বা শাকসজী খেলে হয় ।

চিকিত্সা — লক্ষণানুযায়ী হোমিও ওষুধের সাথে ভিটামিন ‘C দিতে হয় ঐ সাথে কমলালেবু ও টমাটোর রস প্রচুর পরিমাণে দিতে হয়।

Scus infantie – শিশুদের হতে দেখা যায় সাধারণতঃ বেবীফুড বেশীদিন খেলে হয় কারণ ওতে ভিটামিন ‘C’-এর পরিপূরক থাকে না ।

ক্রিয়োজোটাম ফিনলের একটি মিশ্রণ বিশেষ, ফিনল পরিশ্রত করে এটি পাওয়া

যায়।

সারা শরীরে স্পন্দন, এবং সামান্য ক্ষত থেকে প্রচুর রক্তপাত। অত্যন্ত তীব্র, পুরাতন স্নায়বিক উপসর্গ সমূহ; বেদনা বরং বিশ্রামে বাড়ে। হাজার, জ্বালাকর, এবং দূর্গন্ধযুক্ত স্রাব সমূহ। রক্তস্রাব, ক্ষত, ক্যান্সার জনিত উপসর্গ সমূহ। শরীরের তরল পদার্থ ও ক্ষত স্থানের রসের দ্রুত পচন এবং জ্বালাকর বেদনা। অতিমাত্রায় বৃদ্ধিপ্রাপ্ত, শিশুর বৃদ্ধি স্বল্পতা। রজো নিবৃত্তি কালের রোগ সমূহ। টিউমারের মত স্ফীত, ফোলা ভাব ও পচন। দাঁত উঠার সময়ে শিশুর উপসর্গসমূহ।

মন — সঙ্গীতে কান্না পায় ও হৃদকম্প শুরু হয়। চিন্তার বিলুপ্তি ; বোকা, ভুলে যাওয়ার প্রবণতা, উত্তেজিত, খিটখেটে। শিশু বহু কিছু চায় কিন্তু যা কিছু তাকে দেওয়া হোক সে ছুঁড়ে ফেলে দেয়।

মাথা – মৃদু বেদনা, মনে হয় যেন একটি তক্তা দিয়ে কপালের উপর চাপ দেওয়া হচ্ছে। ধাতুস্রাব জনিত মাথার বেদনা। মাথার পিছনের অংশে বেদনা (জেলসেমিয়াম ; জিঙ্কাম পিক্রিকাম)।

চোখ – লবনাক্ত অশ্রুস্রাব। চোখের পাতা লাল ও স্ফীত।

কান – কানের চারিপাশে উদ্ভেদ সমূহ ও কানের ভিতরে ফুস্কুড়ি সমূহ। কানে শোনা কষ্টকর ও কানের ভিতরে ভোঁ-ভোঁ শব্দ।

মুখমন্ডল – রোগাক্রান্তের মত, বেদনার ছাপযুক্ত, উষ্ণ লালচে গাল।

মুখগহ্বর — ঠোঁট দুটি লালবর্ণ, রক্তপাত হয়। তীব্র বেদনাদায়ক দন্তোদগম ; শিশু বেদনার জন্য ঘুমাতে পারে না। দাঁতগুলি খুব দ্রুত ক্ষয় পেয়ে থাকে তৎসহ ফোঁপরা, সহজে রক্তপাত যুক্ত মাঢ়ী; দাঁত গুলি কালোবর্ণ ও সহজে ভেঙ্গে যায় (ষ্ট্যাফিস্যাগ্রিয়া ; এন্টিম ক্রুড)। পচা গন্ধ ও মুখের আস্বাদ তিতো।

নাক – নাকে দুর্গন্ধ ও নাক থেকে দুর্গন্ধ যুক্ত স্রাব নির্গত হয়। বৃদ্ধ ব্যক্তিদের পুরাতন সর্দি। হাজাকর কাঁচাভাব। লুপাস ও (আর্সেনিক)।

গলা – জ্বালাকর, শ্বাসরোধের ন্যায় অনুভূতি। পচাগন্ধ বেরিয়ে থাকে।

পাকস্থলী – বমি বমি ভাব; আহারের কয়েক ঘন্টা পরে ভুক্ত খাদ্য বস্তুর বমন; সকালে মুখ দিয়ে মিষ্টি জলের বমন। ঠান্ডার মত অনুভূতি, যেন মনে হয় পাকস্থলীতে বরফজল ছিল। টাটানির মত অনুভূতি; আহারে উপশম। পেটে বেদনা দায়ক শক্ত স্থান। বমির সঙ্গে রক্ত উঠে। কিছুটা জল পানকরার পরে তিতো স্বাদ।

উদর – প্রসারিত। জ্বালাকর অর্শ। উদরাময়; তীব্র দূর্গন্ধ যুক্ত; কালচে-বাদামি। রক্তমিশ্রিত, দূর্গন্ধ যুক্ত’মল।

শিশুদের কলেরা, তৎসহ বেদনাদায়ক দম্ভোগম, সবুজ মল, বমি বমি ভাব, চামড়া শুষ্ক, অবসন্নতা, প্রভৃতি।

প্রস্রাব — দূর্গন্ধযুক্ত; যোনিকপাট ও যযানি দেশে তীব্র চুলকানি, প্রস্রাব করার সময়ে। বৃদ্ধি। কেবল মাত্র শুয়ে প্রস্রাব করতে পারে ;ঘুমের প্রথমাবস্থায় প্রবের বেগ আসলেও, বোগী দ্রুত বিছানা থেকে উঠতে পারে না। প্রস্রাব করার স্বপ্ন দেখে। রাত্রির প্রথমভাগে অসাড়ে প্রস্রাব। প্রস্রাবের বেগ আসার সঙ্গে সঙ্গে ছুটতে হয়।

স্ত্রীরোগ – যোনিকপাটের ভিতরে হাজাকর চুলকানি, ভগৌষ্ঠের জ্বালা ও স্ফীতি ভগৌষ্ঠ ও ঊরুর মধ্যবর্তী অংশে তীব্র চুলকানি। ঋতুকালে শুনতে কষ্ট হয় ; কানের ভিতরে ভোঁ-ভোঁ শব্দ ও গর্জন ; ঋতুস্রাবের পরে উদ্ভেদ। যৌনাঙ্গের ভিতরে ও বাইরে জ্বালা ও ক্ষতের ন্যায় অনুভূতি। প্রদরস্রাব হলুদ, হাজাকর, সবুজ শস্যের মত গন্ধযুক্ত, দুটি ঋতুকালের মধ্যবর্তী সময়ে বৃদ্ধি। সঙ্গমের পরে রক্তস্রাব। মাসিক ঋতুস্রাব নির্দিষ্ট সময়ের অনেক আগে, দীর্ঘস্থায়ী। গর্ভাবস্থায় বমি, তৎসহ লালাস্রাব। থেমে-থেমে মাসিক ঋতুস্রাব (পালস); বসে থাকলে অথবা হাঁটা চলার সময়ে স্রাব বন্ধ হয়ে যায়; উঠে দাঁড়ালে পুনরায় স্রাব শুরু হয়। মাসিক ঋতুস্রাবের পরে বেদনার বৃদ্ধি। প্রসবান্তিক স্রাব দূর্গন্ধযুক্ত; থেকে-থেকে স্রাব হয়ে থাকে।

শ্বাস-প্রশ্বাস যন্ত্র সমূহ – স্বরভঙ্গ, তৎসহ কন্ঠনলীর বেদনা। কাশি সন্ধ্যায় বৃদ্ধি, তৎসহ বমির চেষ্টা, বুকে বেদনা। বুকের ভিতরে হেজে যাবার মত অনুভূতি, জ্বালা, বেদনা ও শ্বাসবোধ। ইনফ্লুয়েঞ্জার পরে কাশি। বৃদ্ধ ব্যক্তিদের শীতকালীন কাশি, তৎসহ বুক্কাস্থির উপর তীব্র ভারবোধ। ফুসফুসের গ্যাংগ্রীন। প্রতিবার কাশির পরে, প্রচুর, পুঁজের মত শ্লেষ্মা স্রাব। শ্লেষ্মার সঙ্গে আসে; মাঝে-মাঝে নির্দিষ্ট সময়ে রোগক্রামণ। বুক্কাস্থির উপর চাপ দিয়ে ভিতরের দিকে ঠেলা হচ্ছে, এই জাতীয় অনুভূতি।

পিঠ – টেনে ধরার মত পিঠের বেদনা, যৌনাঙ্গ ও নীচের দিকে ঊরুস্থান পর্যন্ত প্রসারিত হয়। প্রচন্ড দুর্বলতা।

অঙ্গ প্রত্যঙ্গ – সন্ধিস্থানে, নিতম্বস্থানে ও হাঁটুতে বেদনা। নিতম্ব সন্ধিতে ছিদ্র করার মত বেদনা। স্কন্ধাস্থিতে টাটানি ব্যথা।

চামড়া — চুলকানি, সন্ধ্যার দিকে বৃদ্ধি। পায়ের তলার জ্বালাকর অনুভূতি। বার্ধক্য জনিত গ্যাংগ্রীন। ছোট ছোট ক্ষত থেকে সহজেই রক্তপাত হয়ে থাকে। (ক্রোটেলাম; ল্যাকেসিস; ফসফরাস)। পুঁজযুক্ত উদ্ভেদ ও হার্পিস। কালশিরা; হাত ও হাতের আঙ্গ চুলগুলির পিছনের অংশে একজিমা।

ঘুম — ব্যাঘাত গ্রস্ত তৎসহ ছটফট করা। ঘুম থেকে উঠার পরে অঙ্গ-প্রত্যঙ্গে পক্ষাঘাতের মত অনুভূতি। কোন কিছু অনুসরণ করা, আগুন, লিঙ্গোদ্রেক প্রভৃতি সম্পর্কিত উদ্বেগপূর্ণ স্বপ্ন দেখে।

কমা-বাড়া-বৃদ্ধি, মুক্তবাতাসে, ঠান্ডায়, বিশ্রামে, যখন শুয়ে পড়ে মাসিক ঋতুস্রাবের পরে।

উপশম – উষ্ণতায়, নড়াচড়ায়, গরম খাবারে।

সম্বন্ধ – দোষঘ্ন-নাক্স

শত্রুভাবাপন্ন – কার্বোভেজ।

ম্যালিগন্যান্ট জাতীয় রোগের ক্ষেত্রে পরিপূরক-আর্সেনিক; ফসফরাস; সালফার।

গুইয়্যাক্যাম (ক্রিয়োজোটের প্রধান উপাদান এবং এই ঔষধটির কাজও ক্রিয়োজোটের সদৃশ। ফুসফুসের টিরি রোগে ব্যবহার হয়ে থাকে। মাত্রা ১ থেকে ৫ ফোঁটা)।

মেটিকো – (গনোরিয়া, ফুসফুস থেকে রক্তস্রাব; জনন ও প্রস্রাব সম্পর্কিত যন্ত্রণাসমূহ ও পাকাশয় অস্ত্ৰ নলীর প্রদাহিক অবস্থা। এটি একটি রক্ত রোধক ঔষধ। কষ্টকর, শুষ্ক, গভীর, শীত কালীন কাশি। অরিষ্ট ব্যবহার হয়)।

এছাড়াও তুলনীয় — ফিলিগো লিগনি ; কার্বোলিক অ্যাসিড ; আয়োডিয়াম ; ল্যাকেসিস।

শক্তি – ৩য় থেকে ৩০ শক্তি। অতিরিক্ত অনুভূতি প্রবন রোগীদের ২০০ শক্তি।

ক্রিয়োজোটামের মধ্যে তিনটি সর্বাপেক্ষা প্রধান লক্ষণ আছে এবং যখন ঐগুলিকে একত্র দেখিতে পাওয়া যায়, তখন অন্যান্য সামান্য ভাবের লক্ষণগুলিও উহাদের সহিত সংশ্লিষ্ট থাকে। এই তিনটি চরিত্রগত লক্ষণ- (১) স্রাবমাত্রেই ক্ষতকর, (২) সর্বাঙ্গের দপদপানির অনুভূতি এবং (৩) ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষত হইতে প্রচুর রক্তস্রাব।

যখন এই তিনটি ব্যাপার খুব বেশী পরিমাণে সংযুক্ত থাকে, তখন ক্রিয়োজোটের কথা চিন্তা করিতে হইবে। একটি আলপিন ফুটিলেও উজ্জ্বল লাল রক্তক্ষরণ হয় এবং শ্লৈষ্মিক ঝিল্লী হইতেও সহজেই রক্তপাত হয়। শ্লৈষ্মিক ঝিল্লীর উপর কোনরূপ চাপ পড়িলে রক্তক্ষরণ হয়। শরীরের চারিদিকে যেখান-সেখান হইতে রক্তপাত। অশ্রুস্রাব হাজাজনক হয়। উহা চক্ষের পাতার কিনারাগুলি এবং গন্ডদ্বয়কে হাজাইয়া দেয় এবং উহা লাল ও ছাল উঠার মত হইয়া পড়ে এবং চিড়চিড় করে। যদি পুঁজের মত কোন স্রাব থাকে, উহা ক্ষতকর হয়। ওষ্ঠ দুইটির কোণগুলি এবং মুখ লাল ও ছালউঠার ন্যায় থাকে এবং লালায় জ্বালা করে ও চিড়চিড় করে। মুখের চারিদিকের আর্দ্রতা, উহা যেরূপই হউক না কেন, হাজাইয়া দেয় এবং মুখ ছাল উঠিয়া যাওয়ার ন্যায় হইয়া পড়ে। চক্ষুদ্বয় ছাল উঠিয়া যাওয়ার ন্যায় চিড়চিড় করে ও জ্বালা করে। প্রদরস্রাবে জরায়ুমুখের জ্বালা ও চিড়চিড়ানি উৎপন্ন করে, সেইজন্য ভগৌষ্ঠের শ্লৈষ্মিক ঝিল্লীর উপরিভাগ লাল ও ছাল উঠার ন্যায় হইয়া পড়ে, সময়ে সময়ে প্রদাহিত হয়, কিন্তু সবসময়েই জ্বালা করে। সঙ্গমের সময় যোনিপথে জ্বালা করে, এবং সঙ্গমের পর রক্তস্রাব হয়, যোনিপথ ও জরায়ুমুখে দানা দানা জন্মে, সেইজন্য সঙ্গমকালের চাপে রক্তপাত এবং জ্বালা, চিড়চিড়ানি ও হাজা উপস্থিত হয়। সহবাসের সময় পুরুষের জননাঙ্গ যোনিনিঃসৃত রসের সংস্পর্শে আসিয়া চিড়চিড় করে এবং জ্বালা করে। মূত্র লাগিয়া জ্বালা ও চিড়চিড়ানি হয়। এইরূপ সর্বপ্রকার স্রাব ও মলমূত্রাদি হইতে ক্ষতপ্রবণতা শরীরের সকল টিসুর উপরেই দেখা যায়।

প্রত্যেক প্রকার মনোবেগ এবং উত্তেজনাজনক অবস্থা শরীরের সর্বত্র দপদপানির সৃষ্টি করে, আঙ্গুলের ডগাগুলি পর্যন্ত স্পন্দনযুক্ত হয়। প্রত্যেক প্রকার মনোবেগেই অপূর্ণতা দেখা দেয়। যে-সঙ্গীত অতি সামান্যভাবে আবেগের সৃষ্টি করে, সামান্য মানসিক উত্তেজনা ঘটায়, যে-সঙ্গীত হৃদয়কে স্পর্শ করে, করুণ সঙ্গীতে চক্ষে জল আসে, ঐ চোখের জল ক্ষতকর হয় এবং তখন হৃদস্পন্দন ও হস্ত-পদাদিতে দপদপানি অনুভূত হইতে থাকে।

যখন ক্রিয়োজোট জ্ঞাপক গলক্ষত বৰ্তমান থাকে, তখন যন্ত্রদ্বারা জিহ্বাকে সামান্যভাবে চাপিয়া ধরিলেই রক্তক্ষরণ হইতে থাকে, ক্ষুদ্র ক্ষুদ্র রক্তবিন্দু নির্গত হয়। সর্দির সময় নাক হইতে রক্ত পড়ে। যখন চক্ষু লাল এবং হাজাযুক্ত ও প্রদাহিত থাকে, তখন উহা হইতে সহজেই রক্তপাত হয়। যদি কোন লোকের আঙ্গুলে কাটা ফোটে, তাহা হইলে ঐ স্থান হইতে মাত্র এক ফোটা নহে, অনেক ফোটা রক্ত পড়িবে। শরীরের দ্বারগুলি হইতে দীর্ঘকালস্থায়ী রক্তস্রাব, মূত্রপিন্ড হইতে রক্তস্রাব, চক্ষু হইতে, নাসিকা হইতে, জরায়ু হইতে রক্তস্রাব। সঙ্গমক্রিয়ার পর রক্তস্রাব। অর্বুদ হইতে সহজেই রক্তস্রাব।

এইগুলি ক্রিয়োজোটের সর্বাপেক্ষা স্পষ্ট লক্ষণ। এইগুলি যদি মনে গাঁথা থাকে, তাহা হইলেই আমরা ক্রিয়োজোট-জ্ঞাপক ধাতু পাইব, এবং উহা হইতেই সূক্ষ্ম সূক্ষ্ম বিশিষ্টতাযুক্ত বাকি। লক্ষণগুলি, ক্ষুদ্র ক্ষুদ্র লক্ষণগুলি, প্রত্যেকটি যন্ত্রের সহিত সংশ্লিষ্ট লক্ষণাংশগুলি ও নিরূপিত হইবে। তুমি কোন একটি রোগী সম্বন্ধে যতগুলি বিশেষ লক্ষণই সংগ্রহ কর না কেন, যদি এই সর্বাঙ্গীণ লক্ষণগুলির কিছু না পাইয়া থাক, তাহা হইলে তোমার রোগী যে ক্রিয়োজোট দ্বারা ধাতুগতভাবে আরোগ্য হইবে অথবা উপশম পাইবে এইরূপ আশা করিও না। এইগুলিকেই অত্যাবশ্যক বলিয়া মনে করিতে হইবে।

মনের দিক হইতে রোগী এত উত্তেজনা বিশিষ্ট যে, কোন জিনিষই তাহার পছন্দ হয় না। তাহার প্রয়োজন অনেক কিছু, কিন্তু কিছুতেই সে তুষ্ট হয় না। রোগী অনেক কিছুই চায়, কিন্তু কোন কিছুতেই সন্তুষ্ট হয় না অর্থাৎ সে কিছু চায়, কিন্তু যখন সে উহা পায়, তখন আর উহা চায় না।

পুরাতন রোগীর ক্ষেত্রে এইরূপ উত্তেজনাপ্রবণতা এবং অসন্তোষ বর্তমান থাকে। তোমরা দেখিবে যে, শিশুটি মাতার কোলে রহিয়াছে। সে হয়ত একটা খেলনা চাহিল, কিন্তু যেই উহা দেওয়া হইল অমনি সে উহা কাহারও মুখের উপর ছুড়িয়া দিবে। সে এটা-ওটা চাহিবে, কিন্তু কিছুতেই সন্তুষ্ট হইবে না, সবসময়েই তাহার নূতন কিছু চাই—নূতন খেলনা চাই, কিন্তু যে , মুহূর্তেই সে উহা পায়, তখনই উহা ছুড়িয়া ফেলে এবং আর একটা কিছুর বায়না করে। তাহার ওষ্ঠ দুইটি লাল এবং রক্তপাতবিশিষ্ট হয়, মুখের কোণ দুইটি ছাল উঠার ন্যায়। চক্ষের পাতাগুলি লাল এবং চৰ্ম্ম হাজাযুক্ত থাকে। এই সকলের সঙ্গে যদি অন্ত্র হইতে তরল মল নির্গত থাকে। এবং তোমরা যদি নিতম্বদ্বয়ের মধ্যবর্তী খাজটিকে পরীক্ষা কর তোমরা দেখিবে যে, ঐ স্থানটিও লাল ও হাজাযুক্ত হইয়া আছে। যদি শিশু অঙ্গ চালনা করিবার মত বড় হইয়া থাকে, তাহা হইলে সে তাহার ক্ষততাযুক্ত জননেন্দ্রিয়ের উপর এবং কাটা স্থানের উপর হাত দিতে থাকিবে এবং অত্যন্ত উত্তেজিতভাবে চিৎকার করিবে, কারণ ঐ অঙ্গটি চিড়চিড়ানিযুক্ত থাকে। ক্রিয়াজোটের শিশু এইরূপ। তাহার শিশু-কলেরা রোগ দেখা দিতে পারে, সে শয্যামূত্র রোগে ভুগিতে পারে, সে থাকিয়া থাকিয়া সবকিছু খাদ্যবস্তু বমি করিয়া ফেলিতে পারে, কিন্তু সে ক্রিয়োজোট-জ্ঞাপক শিশু। ক্রিয়োজোটে উদরাময় ও বমনের আক্রমণ আছে, মূত্রসংক্রান্ত নানা উপদ্রব আছে, অন্ত্রাদিতে অত্যন্ত স্ফীতি ও যন্ত্রণা আছে, উদরের বায়ুস্ফীতি আছে। তুমি সঙ্গে সঙ্গেই রোগীটিকে ক্রিয়োজোটের রোগী বলিয়া মনে করিতে পারে, কারণ শিশুটির অবস্থা হইতে পূর্বোক্ত সাধারণ লক্ষণগুলি সংগ্রহ করা যাইতে পারে।

ক্রিয়োজোট-জ্ঞাপক মুখমন্ডলের হরিদ্রাভ বিবর্ণতা থাকে, চেহারাটি রুগ্ন, কতকটা। ধাতুবিকৃতিযুক্ত, যেন ইরিসিপ্লাস রোগ দেখা দিতেছে, এরূপ লাল লাল দাগযুক্ত। প্রাচীনকালে এইরূপ মুখভাবকে স্কার্ভিরোগজ্ঞাপক চেহারা বলা হইত।

এইরূপ মুখভাববিশিষ্ট একটি স্ত্রীলোকের কথা ধর। প্রত্যেকবার ঋতুকালেই তিনি জননেন্দ্রিয়ের অত্যন্ত স্ফীতি এবং হাজাভাবের অভিযোগ করিবেন। ঋতুপ্রবাহ প্রচুর, চাপ চাপ, একবার থামে আবার আরম্ভ হয়, নিয়মিত সময়ের পূর্বে উপস্থিত হয় এবং দীর্ঘকাল স্থায়ী হয়; সময়ে সময়ে উহা কাল, অত্যন্ত দুর্গন্ধ, অত্যন্ত স্ফীতির সহিত ঊরু ও জননেন্দ্রিয়ের হাজা উৎপন্ন করে; প্রত্যেক ঋতুকালেই ওষ্ঠ দুইটির ছাল উঠিয়া যায়, এবং মুখের কোণে ফাটা দেখা দেয়। চক্ষুর জল ক্ষতকর হয়। ঋতুকালে শরীরের সকল তরলবিধান অম্লাত্মক হইয়া উঠে এবং যেস্থানই স্পর্শ করে, তাহাতেই জ্বালার সৃষ্টি হয়। প্রায় ক্ষেত্রেই ঋতুকালে তরল তরল মলত্যাগ হয়, উহাও ক্ষতকর থাকে এবং মলদ্বারকে জ্বালাযুক্ত করে। সকল লক্ষণই ঋতুকালে খারাপ হয়,—সময়ে সময়ে আগাগোড়া এবং সময়ে সময়ে ঋতু-প্রবাহ বন্ধ হওয়ার পর। স্কার্ভিরোগজ্ঞাপক ধাতুতে দন্তমাড়ি সম্বন্ধে আরও কতকগুলি লক্ষণ প্রকাশ পায়, দন্তমাড়ি ফাপযুক্ত ও লাল হয়, স্ফীত হয়, দাঁত হইতে আলগা হইয়া যায়। উহা স্পঞ্জের ন্যায় হয় এবং সহজেই রক্ত পড়ে। মুখের মধ্যে যথেষ্ট ক্ষত থাকে, তালির আকারের উপক্ষত হইতে ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষত বিস্তার পায়, জ্বালা করিতে থাকে, চিড়চিড় করিতে থাকে। জিহ্বার উপর ক্ষত জন্মে, উহা হইতে স্পর্শে অতি সহজেই রক্তপাত হয়।

টাইফয়েড জ্বরের শেষে, অন্ত্র হইতে রক্তস্রাব, শ্লৈষ্মিক ঝিল্লীগুলি হইতে রক্তস্রাব। মুখগহ্বর ছাল-উঠার ন্যায় থাকে এবং যেখানেই শ্লৈষ্মিক ঝিল্লী থাকে, সেখানেই হাজাভাব দেখা হয় এবং যে-তরল পদার্থ ক্ষরিত হয়, তাহা ক্ষয়কর হয় এবং ক্ষত উৎপন্ন করে। টাইফয়েড জ্বরের শেষে, যখন সহজে আরোগ্যলাভের অবস্থা আসে তখন বমন হইতে থাকিলে ব্যবহার্য্য। বমন, রক্তপাত, উদরাময়। পাকস্থলী হইতে যে তরল পদার্থ বমিত হয়, তাহা এতই অম্লাত্মক থাকে যে, তাহাতে মুখের ছাল উঠিয়া যায়, দাঁত শিরশির করে এবং ওষ্ঠ দুইটি হাজিয়া যায়। সুতরাং বিদাহী স্রাব হইতে ছাল উঠিয়া যাওয়া এবং সর্বাঙ্গে দপদপ করা—এই লক্ষণ দুইটি তোমরা ক্রিয়োজোট সম্বন্ধে সর্বদা মনে রাখিবে।

শরীর হইতে যে-স্রাব নির্গত হয়, তাহা দুর্গন্ধ। নাসিকা হইতে দুর্গন্ধ, রক্তময়, বিদাহী স্রাব। শরীরের যে-কোন অংশ হইতে দুর্গন্ধ, জলের ন্যায়, এমনকি সময়ে সময়ে পচা গন্ধ স্রাব; প্রদরস্রাব অত্যন্ত দুর্গন্ধ থাকে। স্পঞ্জের ন্যায় জ্বালাযুক্ত ক্ষত, ক্ষতকর রসানির ন্যায়, দুর্গন্ধ ও হলদে পুঁজের সহিত দ্রুত শীর্ণতাপ্রাপ্তি। সময়ে সময়ে ক্ষতের মধ্যে, ক্ষুদ্র একটি ক্ষতের মধ্যে প্রাদাহিক অবস্থা এত প্রবল থাকে যে, গ্যাংগ্রিন আরম্ভ হয়, এইভাবে আমরা গ্যাংগ্রিন ক্ষত পাই, প্রদাহিত স্থানের উপর গ্যাংগ্রিন। শ্লৈষ্মিক ঝিল্লীর প্রান্তভাগের উপর অত্যন্ত দুষ্টপ্রকৃতির ক্ষত জন্মিয়া মামড়ীর সৃষ্টি হয়। মামড়ীর তলায় কঠিনতাপ্রাপ্তি থাকে এবং মামড়ী বাড়িয়া যাইতে থাকে। ওষ্ঠের কিনারার উপর, মুখের কোণদ্বয়ে, চক্ষুর কোণদ্বয়ে, চক্ষুর পাতায়, জননেন্দ্রিয়ের উপরে রক্তসঞ্চালন এত ক্ষীণ ও এত দুর্বল থাকে এবং শিরাগুলি এত রক্তপূর্ণ থাকে যে, মামড়ীর সৃষ্টি হয় এবং ক্ষত জন্মে এবং রক্তপাত হয় ও রক্ত জমিয়া থাকে এবং এইরূপ চলিতে চলিতে পচনশীল স্থানের উৎপত্তি হয়। এই অবস্থাটি অন্তঃতুকের অৰ্ব্বদের এত সদৃশ যে, ক্রিয়োজোট অন্তঃত্বকের অর্বুদও আরোগ্য করিয়াছে।

পরবর্তী লক্ষ্য করিবার মত ব্যাপার ক্রিয়োজোটের পাকস্থলী লক্ষণগুলি। আহারের অল্প পরেই পাকস্থলীতে একপ্রকার জ্বালাভাবের সৃষ্টি হয়, তারপর একপ্রকার পূর্ণতাবোধ এবং বর্ধনশীল বমনেচ্ছা আসে, তারপর খাদ্যবমনে উহার পরিসমাপ্তি হয়। বমিত খাদ্য আহারের পূর্বে যেরূপ ছিল, ঠিক সেইরূপ দেখায়, উহা হজম হয় না, কিন্তু উহা বিদাহী ও টক হইয়া  আহারের এক বা দুই ঘন্টা পরে উঠিয়া আসে। বমন হইতে মনে হয় যে, পাকস্থলী হজম করিতে অক্ষম হইয়া পড়িয়াছে; পাকস্থলী, খালি হইবার পরেও ক্রমাগত বমি বমিভাব চলিতে থাকে। একবার জল গিলিলে মুখে দীর্ঘক্ষণ স্থায়ী তিক্ত স্বাদ থাকিয়া যায়। শীতল জিনিষ খাইলে বৃদ্ধি এবং গরম জিনিষ খাইলে উপশম হয়। যখন পাকস্থলীর দুষ্টপ্রকৃতির রোগে এই লক্ষণ বর্তমান থাকে, তখন ক্রিয়োজোট একটি বড় উপশমদায়ক ঔষধ হয়। উহা কিছু সময়ের জন্য জ্বালার উপশম দেয় এবং হজমশক্তির উন্নতি করে, কিন্তু রোগটি আবার ফিরিয়া আসে। অনেক সময়ে ক্যান্সার রোগে আমাদের ঔষধগুলি যতকিছু জানা আছে, তাহার মধ্যে সবচেয়ে বেশী উপশম দিয়া থাকে। পাকস্থলীর ক্যান্সার এবং অন্যান্য অসাধ্য দুষ্টপ্রকৃতির রোগে, হোমিওপ্যাথি যথেষ্ট উপশম দিয়া থাকে। মর্ফিনের’ দ্বারা যেরূপ উপশম প্রদান করা যায়, এই উপশম তাহা হইতে পাকস্থলীকে অনেক বেশী স্বচ্ছন্দতা দিয়া থাকে। আমি “মর্ফিনে’র অধীনস্থ এবং হোমিওপ্যাথিক ঔষধের অধীনস্থ রোগীকে পর্যবেক্ষণ করিয়াছি এবং যদি একমাত্র স্বচ্ছন্দতা দানের ব্যাপারই হয়, তাহা হইলে আমি হোমিওপ্যাথিক ঔষধকেই বাছিয়া লইব। অনেকেই এরূপ অভিজ্ঞতা লাভ করিয়াছেন। যখন তোমরা কোন হোমিওপ্যাথিক চিকিৎসককে বলিতে শোন যে, তিনি পাকস্থলীর ক্যান্সার এবং অন্যান্য যন্ত্রণাদায়ক রোগে বেদনা-প্রশমক ঔষধগুলি পছন্দ করেন, তখন নিশ্চিত জানিও যে, তিনি রোগীটির পক্ষে উপযোগী ঔষধ খুঁজিয়া বাহির করিতে পারেন নাই, এবং উহা তাহারই প্রমাণ। এইসব রোগীক্ষেত্রেই চিকিৎসকের ক্ষমতার পরীক্ষা হয়।

ক্রিয়োজোট গ্রীষ্মকালীন উদরাময়ে, বিশেষতঃ শিশুদের উদরাময়ে একটি বড় ঔষধ। যেরূপ মেজাজবিশিষ্ট শিশুর কথা আমি বর্ণনা করিয়াছি, সেইরূপ শিশু অত্যন্ত খারাপ প্রকৃতির গ্রীষ্মকালীন উদরাময়ে অথবা সামান্য ধরণের শিশু-কলেরায় আক্রান্ত হইতে পারে। অথবা তাহার সময়ে সময়ে দন্তোদমকালে যে-সকল পীড়া দেখা দেয়, তাহা উপস্থিত হইতে পারে। শিশুদের দন্তোগমকালে যে নানা উপসর্গ দেখা দেয়, তাহার একমাত্র কারণ এই যে, তাহারা পীড়িত থাকে; যদি শিশুর দেহে বিশৃঙ্খলা না থাকে, তাহা হইলে দন্তোগমকালে কোন উপসর্গই উপস্থিত হয় না। সন্তোদ্গম একটি সুন্ধিক্ষণ এবং ঐ সময়ে শিশুর অভ্যন্তরে যাহা থাকে, তাহা প্রকাশিত হইয়া পড়ে, ঠিক যেমন নানারূপ পীড়া স্ত্রীলোকদের আদ্য ঋতুকালে এবং ঋতুলোপকালে প্রকাশিত হইয়া থাকে।

ক্রিয়োজোটের আর একটি স্পষ্ট লক্ষণ এই যে, মূত্রত্যাগ করিবার প্রবৃত্তি আসিলেই তাহাকে তাড়াতাড়ি ছুটিতে হইবে নচেৎ মূত্র বাহির হইয়া পড়িবে। নিদ্রাকালেও মূত্রপাত হয়। মূত্র রক্তাক্ত, মূত্রের মধ্যে—চাপ চাপ, বিদ্রাহী ও ক্ষতকর মূত্র; মূত্রস্থলীর দুর্বলতা, মূত্রধারণের ক্ষমতার অভাব। মূত্রত্যাগকালে ও পরে জননেন্দ্রিয়ে চিড়চিড়ানি এবং জ্বালা। “মূত্রে শর্করা ইহা দ্বারা বহুমূত্ররোগ আরোগ্য হইয়াছে। যে-লক্ষণগুলি দেওয়া হইল, তাহাদিগকে সাধারণভাবে আয়ত্ত কর, এবং কিরূপ বহুমূত্রের রোগীতে ক্রিয়োজোট প্রয়োজন হয়, তাহা দেখিতে পাইবে।

[Kreosotum-Kreas, flesh; soler, preserver)

অপর নাম – ক্রিয়োজোটাম (Creosotum)

ক্রিয়োজোট (Creosote)

বাংলায় – আলকাতরার তেল।

অ্যালকোহল সহযোগে ক্রিয়োজোটের অরিষ্ট প্রস্তুত করা হয়।

ক্রিয়োজোটের – মূলকথা

১। শিশু কলেরা, প্রভূত বমন, শবদেহের মত দুর্গন্ধ মল।

২। রক্তস্রাবপ্রবণ ধাতু; সামান্য আঘাতেও প্রভূত রক্তস্রাব হয় (ফসফরাস)

৩। বিদাহী (acrid),দুর্গন্ধ, বিশ্লিষ্ট (decomposed) শ্লেষ্মা স্রাব; কখনও কখনও ঐ স্রাব ক্ষতিকর, রক্তাক্ত ও সাংঘাতিক দূষিত (malignant) হয়।

৪। মাঢ়ী ব্যাথাযুক্ত কাল বা নীল; দাঁত বের হওয়ার সঙ্গে সঙ্গে দাঁত ক্ষয়ে যায়।

৫। সহসা মূত্রত্যাগের প্রবৃত্তি অথবা রজনীর প্রথমভাগে নিদ্রাবস্থায় মূত্র ত্যাগ করে অর্থাৎ প্রথম ঘুমে, যখন ঘুম খুব গাঢ় থাকে, তখন প্রস্রাব করে ফেলে।

ক্রিয়োজোট – পরিক্রমা

এই আশ্চর্য্য পদার্থটির ক্রিয়া প্রধানতঃ শ্লৈষ্মিক ঝিল্লীতে প্রকাশ পায়। উহাতে প্রভূত দুর্গন্ধ স্রাব উৎপন্ন হয় এবং ক্ষত জন্মে, তার সঙ্গে রোগীর জীবনীশক্তির অতিশয় অবসন্নতা থাকে। একথা বিশেষভাবে স্ত্রীলোকের জননেন্দ্রিয় সম্বন্ধেই ভাল খাটে।

১। প্রদরস্রাব দুর্গন্ধ, (putrid), বিদাহী ও ক্ষতকর; উহা কাপড়ে লাগলে হলদে দাগ পড়ে; শরীরের যেখানেই লাগে, সেখানেই চুলকায় ও জ্বালা করে; কিন্তু চুলকালে উপশম হয় না। সেই স্থানে প্রদাহ জন্মায়। এতে রক্তস্রাবের প্রবণতা থাকে। এই রক্তস্রাব প্রায়ই দুর্দমনীয় হয়। রক্তস্রাব প্রদরস্রাবের সঙ্গেই হয় এবং উহার প্রকৃতি হয় সবিরাম, কোন সময়ে যেন একেবারে থেমে যায় এবং তারপর আবার নূতন করে দেখা দেয়। এইরূপ বার বার হতে থাকে। অনেক সময় প্রসবান্তিক লোকিয়া স্রাবও এইরকম হয়ে থাকে, তখন ক্রিয়োজোট, রাসটাক্স ও সালফার – এই তিনটি ঔষধের মধ্যে একটিকে মনোনয়ন করতে হয়। অন্যান্য লক্ষণই এই মনোনয়ন স্থির করে দেয়। ক্রিয়োজোটের এই ক্ষত জরায়ুর ক্যানসার রোগে দেখা যেতে পারে এবং তখন ক্রিয়োজোটই বিশেষভাবে উপকারী। আমার মনে হয়, যেসকল অবস্থা ক্যানসারে পরিণত হয়, তার উপযুক্ত সময়ে এই ঔষধ ব্যবহৃত হলে তা নিবারিত হতে পারে।

*কোন কোন রোগিণীর বস্তিগহ্বরে জলন্ত কয়লার ন্যায় ভীষণ জ্বালা থাকে এবং তার সঙ্গে দুর্গন্ধ চাপচাপ রক্ত নির্গত হতে থাকে।

* গ্যারেন্সী একে স্তনের ক্যানসারে ব্যবহারের নির্দেশ দিয়েছে। তিনি বলেছেন যে, স্তনের শক্ত নীলাভ লোহিত ক্যানসারে ক্রিয়োজোট উপযোগী। কিন্তু আমি কখনও এর জন্য একে ব্যবহার করিনি। কিন্তু আমি একে ক্ষতকর প্রদস্রাবে ও ক্ষতে ব্যবহার করে বিশেষ ফললাভ করেছি। আমি সাধারণতঃ ২০০ শক্তি ব্যবহার করি এবং সঙ্গে সঙ্গে পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য ঈষৎ উষ্ণ জলের পিচকারি দেওয়ার ব্যবস্থা করি।

২। আমার মনে হয়, দাঁতের মাঢ়ীতে (দন্ত মূলে) ক্রিয়োজোটের ন্যায় আর কোন ঔষধই এরূপ নিশ্চিত ক্রিয়া প্রকাশ করে না (এমন কি মারকিউরিয়াসও এরূপ নহে)। ইহা যন্ত্রণাদায়ক দাঁত উঠায় যতটা ব্যবহৃত হওয়া উচিত, সচরাচর ইহ ততটা ব্যবহৃত হয় না। মাঢ়ী অত্যন্ত ব্যথিত, ফোলা, কালচে বা নীল দেখায়, দাঁত বের হওয়ার সঙ্গে সঙ্গেই ক্ষয়ে যাওয়া ক্রিয়োজোটের লক্ষণ। যে শিশুর মুখ ক্ষয়প্রাপ্ত দাঁতে ভরা এবং মাঢ়ী ফোঁপরা স্পঞ্জের মত ও ব্যথিত, তাদের পক্ষে ক্রিয়োজোট অত্যন্ত উপকারী। এইরূপ শিশুদের মধ্যে শিশু কলেরা একটি সাধারণ ব্যাপার আর এর প্রকৃতি খুব ভয়াবহ। অবিরত বমি হয় এবং মলেও মৃতদেহের ন্যায় দুর্গন্ধ থাকে। যে শিশু কলেরা, যন্ত্রণাদায়ক দাঁত উঠা বা তার সংশ্রবে জন্মে বলে মনে হয়, তাকে কখনও ক্রিয়োজোট দিতে ভুলবেন না। আমি কয়েকটি স্থানে একে দিয়ে সুন্দর ফল পেয়েছি (যা অন্য কোন ঔষধে পাইনি)। এক্ষেত্রেও আমি ২০০ শক্তি ব্যবহার করি।

অন্যান্য প্রকার বমনে, গর্ভকালীন বমনে, ও গ্যাষ্ট্রোম্যালেসিয়া নামক পাকস্থলীর অপর এক দুরারোগ্য রোগেও ক্রিয়োজোট আমাদের একটি উৎকৃষ্ট ঔষধ। এক্ষেত্রে আমি কোন চরিত্রগত প্রয়োগ লক্ষণ জানি না। কিন্তু যদি দেখতে পাই যে, পূর্বোক্ত লক্ষণগুলি যথা – ক্ষয়কর প্রদরস্রাব, রক্তস্রাব অথবা সাধারণভাবে রক্তস্রাবের প্রবণতা, বিশেষ করে ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষত থেকে অধিক রক্তপাতের ঝোঁক (ল্যাকোসিস ও ফসফরাসের মত) আংশিক বা সম্পূর্ণভাবে বর্তমান থাকে, তাহলে ক্রিয়োজোট ব্যবহার করি।

৩। ক্রিয়োজোটের মূত্র সম্বন্ধে কতকগুলি বিশেষ লক্ষণ আছে; তারা হল

(ক) পাণ্ডুবর্ণের (pale) প্রভৃত মূত্রস্রাব।

(খ) মূত্রবেগের এতই আতিশয্য ও আকস্মিকতা থাকে যে, তাড়াতাড়ি করেও মূত্র ত্যাগ করতে যেতে পারে না (পেট্রোসেলিনাম)।

(গ) শিশু প্রথম ঘুমে বিছানায় প্রস্রাব করে; ঘুম এতই প্রগাঢ় হয় যে, তাকে জাগাতে পারা যায় না (সিপিয়া)।

(ঘ) রোগী কেবল শুয়ে মূত্রত্যাগ করতে পারে (জিঙ্কাম মেট – রোগী কেবল বসে পিছনদিকে বেঁকে মূত্রত্যাগ করে)।

সংক্ষেপে – ক্রিয়োজোট

ক) দাঁত ও দাঁতের মাঢ়ীর মন্দাবস্থা (উপর থেকে নীচের দিকে)।

খ) দুর্গন্ধ, ক্ষতিকর স্রাব, অতিশয় দুর্বলতা ও রক্তস্রাবের প্রবণতা। এই লক্ষণগুলি সৰ্ব্বদাই ক্রিয়োজোটকে মনে করিয়ে দেয়।

 

 

Kreos : Kreosotum
SYNONYMS:

Beechwood Kreosote

KINGDOM:

Mineral


GROUP:

Kerosenums


SOURCE:

Prepared from Hydrogen (H, 1) Carbon (C, 6) Oxygen (O, 8).

A product of distillation of wood tar.


PHYSIOLOGICAL ACTION:

-Kreosote acts upon the lymphatic system, and especially upon the mucous membranes of the digestive and female generative organs and upon the skin, producing catarrhal conditions, with tendency to disorganization, ulceration, and destruction of he parts involved.

-It is an irritant causing destruction of mucous membranes.


A/F:

-From debauchery

-From excitement

-From bad smell

-FROM DENTITION


MODALITIES:

< Open air

< Cold weather

< Cold drinks and cold food

< From washing or bathing with cold water

< Rest, lying down

< After menstruation

< DENTITION

< Pregnancy

< During coition

< LEUCORRHOEA

< SITTING

< Becoming cold

< Touch

< Rest

< Morning 5-9 A.M.

< Breathing

< Inspiration

< PHYSICAL EXERTION

< YAWNING

< Before sleep

< Before, during, after menses

< Motion

> Warmth

> Indoor air

> Motion

> Warm diet

> Warmth

> Becoming warm

> After sleep

> Hot food

> Lying on sides

> Motion

> In room


CONSTITUTION:

-Dark complexion, slight, lean, ill-developed, poorly nourished, overgrown; very tall for her age.

-Haemorrhagic diathesis.


MIND:

-Music causes weeping and palpitation.

-Vanishing of thought; stupid, forgetful, peevish, irritable.

-Child wants everything but throws it away when given.

-Continuous excitement with obstinacy.

-Disposition to be angry.

-Mental dejection and despair of being cured, towards evening.

-Mild melancholy, with desire for death.

-Easy loss of ideas.

-Weakness of memory.

-Frequent absence of mind, and a sort of stupidity.

-Stupid feeling in the head, with vacant gaze; neither seeing not hearing.

-Dissatisfied with everything.

-Fear at the thought of coition in women.

-Cross, willful and obstinate.

-Stupid.

-Longs for death.

-Child moans constantly or dozes with half open eyes or is cross and sleepless during dentition.


KEYNOTES:

1. Mind

Anxiety all night < night.

Anxiety night, during coition.

DELUSION BODY PARTS, LEGS TOO LONG.

DELUSION LEFT LEGS TOO LONG WHEN STANDING.

Dream she was in air.

Dreams body parts, glans penis breaking off.

Dreams of stoppage of throat.

Dreams of erection of penis.

DREAMS HE HAS TAKEN POISON.

DREAMS BEING OUT IN SNOWSTORM.

Dreams of things growing.

Dreams of things urinating.

DREAMS OF URINATING IN A DECENT MANNER, WHEN HE IS WETTING BED AT NIGHT.

Fear of fasting.

FORGETFULNESS AFTER EPISTAXIS.

Irritability < 10 a.m. to 10 p.m.

TENDENCY FOR RESTLESSNESS < EVENING 6 P.M. TO 6 A.M.

SHRIEKING, SCREAMING, SHOUTING AT NIGHT IN BRONCHITIS, DURING DENTITION.

Weakness of memory, loss of memory after epistaxis.

MOROSE, SULKY, CROSS, FRETFUL, ILL humour, PEEVISH < 10 A.M.- 10.P.M.

Absentmindedness.

Abstraction of mind.

Anger tendency for.

Anxiety in chest.

Anxiety in the region of heart.

Anxiety with fear.

Desire to be carried and fondled.

Confusion of mind.

Desires death.

Despair from death.

Dreams anxious.

Dreams dirt, linen dirty.

Dreams disgusting.

Dreams of diseases.

Dreams of falling from high places.

Dreams of fire.

DREAMS MANY.

Dreams of murder, being murder.

Dreams of weeping.

Dullness, sluggishness, difficulty of thinking, comprehending.

Excitement before menses.

Excitement from music.

Fear of coition in woman from thought of rape.

Impatience.

Irritability during dentition.

Irritability during headache.

RESTLESSNESS AT NIGHT.

Restlessness after 3 A.M.

Restlessness during dentition in children.

Restlessness before menses.

Restlessness tendency must move constantly.

Sadness from music.

Sensitive, oversensitive to music.

Shrieking in children.

Shrieking in children during stools.

Shrieking during dentition.

SHRIEKING DURING STOOLS.

Starting as from fright.

Starting during sleep.

Throws things away.

Weeping from music.

Whimpering.

2. Generals

Emaciation in overgrown, poorly developed children.

Aversion to food.

Aversion to food in chronic diarrhoea.

Aversion to food during convalescence.

Pain burning externally in left upper part of the body.

Pulsations externally < music < plaintive music.

Pulsations in rest.

Abscesses, suppurations, gangrenous.

ABSCESSES, PUS FETID.

Cancerous affections.

Cachexia during dentition.

Ulcers of glands.

Abscesses, suppurations gangrenous.

Cachexia dentition during.

Convulsions during dentition.

Dentition difficult.

Acrid discharges and secretions.

< Suppressed eruptions.

Faintness, fainting.

Faintness morning on rising.

Haemorrhage, uterine.

Haemorrhage with metrorrhagia.

Aversion to food.

Aversion to cooked food.

Desires meat, smoked food.

Flushes of heat.

Lack of vital heat.

Sensation of heaviness externally.

Tendency for haemorrhage.

Haemorrhages dark.

Chronic sinusitis, joint arthritis.

< AFTER MENSES.

Menses after appearance of new symptoms and aggravation of old symptoms.

Corrosive, mucous secretions.

MUCOUS SECRETIONS OFFENSIVE, FETID.

Mucous secretions yellow.

Humming, buzzing whizzing in body.

Orgasm of blood.

Pain biting.

Pain burning externally, internally.

Drawing pain.

Dull pain.

Gnawing pain internally.

Pressing pain inward, outward and externally.

Stitching pain internally.

Stitching in joints.

PUSATIONS EXTERNALLY.

Pulsation externally > motion.

Pulsation internally.

PULSE ABNORMAL.

Pulse hard, intermittent, small, and tremulous.

Restlessness during chill.

Must stretch during chill.

Swelling, joints, white, hydrops articuli.

Syphilis.

Varicose veins, distended, engorged, plethoric.

Vibrating sensation, humming, buzzing, whizzing.

WEAKNESS, EXHAUSTION WITH LEUCORRHOEA.

Sleeplessness from weakness.

Wounds bleed freely.

3. Vertigo

Vertigo < in open air.

Vertigo on turning suddenly, stooping.

4. Head

NOISES IN HEAD.

HUMMING, BUZZING NOISES BEFORE MENSES.

Eruptions crusts, scabs, eczema, scales.

Pulsating, beating, throbbing in head.

Pulsating, beating, throbbing in left side of forehead.

Sensitiveness of scalp or brain < from brushing hair.

Headache > heat, hot water.

Pressing pain in forehead during pregnancy.

Head pain from alcoholic drinks.

Head pain < Lying on sides.

HEADACHES < BEFORE AND DURING MENSES.

Headache < motion.

Head pain periodical.

Headache > sitting.

Head pain, forehead, and occiput.

HEAD PAIN TEMPLES.

Pain burning, drawing.

Piercing, penetrating pain in temples.

PRESSING PAIN DURING MENSES.

Pain pressing outward.

Pain pressing forehead outward.

Sore bruised pain sensitive to pressure.

Tearing, rending pain.

5. Eye

Greasy discharges of mucus or pus from canthi.

Sensation as if something floating before the eyes.

Eye pain alternates with pain in limbs.

Tearing in eyes in forenoon.

AGGLUTINATION OF EYES.

Heat in eyes.

Lachrymation from bright light.

Half open lids.

Pain burning, smarting < bright light.

Protrusion of eyes.

Staring eyes.

Sunken eyes.

Suppuration of eyes.

SWELLING OF LIDS.

Swelling of lid margins.

Tears acrid, salty.

Vision dim.

VISION DIM DURING CHILL.

Vision foggy.

6. Ear

Moist eruptions about the ear.

BUZZING NOISES DURING MENSES.

HUMMING NOISES DURING MENSES.

Pressing pain during menses.

Discolouration redness.

Eruptions blisters, pimples, purulent.

Inflammation of the ear.

Buzzing, humming noises before menses.

Roaring in ear.

Stitching pain in ear.

Hearing impaired before and during menses.

7. Nose

Nose sensitive to inhaled air.

Posterior nares sensitive to inhaled air.

Coryza from posterior nares sensitive to inhaled air.

LUPUS. PAIN WITH BURNING, LEFT SIDED.

Cancer, epithelioma.

Catarrh of nose in old people.

DISCHARGES EXCORIATING.

Discharges from nose foetid, white.

Epistaxis.

Epistaxis of dark red blood.

Motion of wings in pneumonia.

Sneezing in the morning.

Sneezing frequent.

Odors imaginary and real, putrid morning on waking.

8. Face

Cracks at the corner of mouth during menses.

Reddish yellow discolouration in spots.

Eruptions acne in blonde women.

Excoriated lips < menses.

Pain aching < lying.

Pain on unaffected side < lying < sitting.

Burning of face < exertion, lying, talking.

Burning > lying on painful side.

Cancer lips.

Coldness of lips.

Cracks on lips.

Discolouration bluish, copper coloured.

Discolouration pale.

Discolouration red during fever.

Discolouration red circumscribed.

Discolouration sickly colour.

Dryness of lips.

ERUPTIONS ON CHEEKS, FOREHEAD.

Eruptions on chin.

Eruptions at the corner of mouth.

ERUPTIONS ON UPPER LIP, AROUND MOUTH.

Eruptions acne, rosacea.

Acne on forehead.

Eczema of face.

PIMPLES ON FACE.

Red pimples.

Expression old looking, suffering.

Heat of face.

Flushes of heat.

Licking lips.

Burning of face.

Neuralgic pain.

Swelling of submaxillary and submandibular glands.

9. Mouth

Aphthae during pregnancy.

DISCOLORATION BLUISH GUMS.

DISCOLORATION OF GUMS RED, VERY PAINFUL.

haemorrhage from gums, blood coagulates quickly.

INFLAMMATION OF THE GUMS ON UPPER LEFT SIDE.

Mucous membrane excoriation < menses during.

Ulcers of gums gray.

Gums detached from teeth.

Discolouration of tongue, white.

Dryness of tongue.

Gangrenous affections of mouth.

Heat of mouth.

GUMS BLEED EASILY.

ODOR OFFENSIVE, PUTRID.

Sore gums.

Saliva frothy.

Salivation.

SALIVATION DURING PREGNANCY.

SCORBUTIC GUMS.

SOFTENING OF GUMS.

SPONGY GUMS.

Ulcers of tongue.

10. Teeth

VERY PAINFUL DENTITION.

VERY RAPID DECAY OF TEETH, WITH SPONGY, BLEEDING GUMS.

Dentition difficult, painful child will not sleep.

Discolouration dark spots.

TEETH WEDGE SHAPED, PEGGED.

Teeth caries, decayed hollow.

Teeth as soon as they appear becomes caries, decayed and hollow.

TEETH CARIES, DECAYED, HOLLOW, PREMATURE IN CHILDREN.

OFFENSIVE ODOR FROM TEETH.

PAIN IN TEETH EXTENDING TO EAR, TEMPLES.

Pain in teeth extending to head.

PAIN IN BICUSPID MOLARS.

PAIN IN UPPER TEETH.

DRAWING PAIN EXTENDING TO EAR.

11. Throat

PUTRID ODOR FROM THROAT.

Gangrene of throat.

Membrane, exudation, diphtheria.

Scratching in throat.

Stiffness of external throat.

12. Stomach

Coldness, chilliness as from ice water.

Coldness at the cardiac orifice.

Eructations frothy.

ERUCTATIONS FROTHY, INSIPID BEFORE MENSES.

Water brash bitter sour and with stomach pain.

Sensation of hardness of pylorus.

Hiccoughs in cholera.

HICCOUGHS IN CHOLERA INFANTUM WHEN CARRIED.

Hiccoughs while sitting.

HICCOUGHS WHEN UP WHILE SITTING.

Pain:Painful at spot, rolling body hard about.

Stitching pain extending to ankle.

VOMITING DURING PREGNANCY.

Vomiting during pregnancy with ptyalism.

Vomiting from bad smell.

Vomiting of water sweetish before breakfast.

Eructations < after eating.

Eructations empty, sour.

Fullness sensation.

Eructations in children.

Induration of walls of stomach.

Nausea with and after chilliness.

Nausea constant.

Nausea during pain in abdomen.

NAUSEA DURING PREGNANCY.

Seasickness.

Nausea without vomiting.

Burning, gnawing pain in stomach.

Retching, gagging.

Retching, gagging with cough.

Softening of mucous membrane.

Tension in abdomen < clothing.

Extreme thirst.

Thirstlessness during chill.

Ulcers in stomach.

VOMITING.

Vomiting before breakfast.

Vomiting during diarrhoea.

Vomiting < after drinking < after eating.

Vomiting before menses.

Vomiting incessant.

Vomiting palliative action.

Vomiting from renal origin.

VOMITING ACRID.

VOMITING CHOCOLATE COLOURED.

Vomiting blood.

VOMITING UNDIGESTED FOOD TWO OR THREE HOURS AFTER EATING.

VOMITING OF UNDIGESTED FOOD.

VOMITING FROTHY.

VOMITING SWEETISH.

Vomiting stringy, of water.

13. Abdomen

Contraction at umbilicus as of a twisted ball.

Lump sensation at umbilicus, hard twisted.

Burning pain in hypogastrium as if hot coals deep in pelvis.

Clawing in abdomen 5 a.m., during menses.

Clawing in umbilical region before menses.

Contracting pain after midnight 2 a.m. until 3 a.m.

Cramping, griping after midnight < 2-3 a.m.

Cramping, griping in hypogastrium menses after.

CRAMPING, GRIPING AT THE UMBILICAL REGION BEFORE MENSES.

Cramping, griping at umbilicus region extending to throat.

Dragging bearing down after menses extending to lumbar region < motion.

ELECTRIC LIKE PAIN EXTENDING TO VAGINA.

Excoriating, eroding, ulcerative spleen.

Shattered sensation on coughing.

Stitching pain extending to vagina with.

Stitching, sticking pain in iliac region, periodic, shooting into leg.

Stitching, sticking pain in iliac region extending down leg.

Stitching, sticking pain between ilium and umbilicus.

Pulsations morning 5 a.m. during menses.

Clothing sensitive.

Coldness in abdomen.

Distension of abdomen after eating.

Noises in abdomen during menses.

Pain in abdomen < after menses.

Pain extending to vagina.

Pain in hypogastrium.

Burning pain as from hot coals.

Cramping, griping pain in inguinal region.

Cutting pain during menses.

Cutting pain in hypogastrium as if menses would reappear.

Sore, bruised tenderness < clothing.

Sore, bruised tenderness in hypogastrium, liver region.

Spasms of muscles.

14. Rectum

Constipation with emaciation.

Constriction, contraction from uterine cancer.

Dragging, heaviness weight > after stools.

Dragging pain > after tools.

Constipation in children.

Constipation during dentition.

Constriction, closure, contraction during stool.

Diarrhoea during dentition.

Diarrhoea during menses.

Excoriation from stools.

Fistula.

Stool bloody, loose, and profuse.

15. Urinary symptoms

MUST HURRY WHEN DESIRE COMES TO URINATE.

Morbid desire to urinate sudden at night child wakes up but cannot get out of bed soon enough.

Dysuria lying:must lie down.

Dysuria spraying stream.

Cold after complaints of bladder.

Urging to urinate at night.

URGING TO URINATE FREQUENT.

SUDDEN URGING TO URINATE.

MUST HASTEN TO URINATE OR URINE WILL ESCAPE.

Urination dribbling by drops.

Forked stream.

URINATION FREQUENT AT NIGHT.

Urination frequent during fever.

URINATION INVOLUNTARY AT NIGHT, INCONTINENCE IN BED.

Urination involuntary while dreaming of urination.

Urination involuntary in first sleep.

URINATION INVOLUNTARY DIFFICULT TO WAKEN THE CHILD.

Urination involuntary during cough.

Urination involuntary by putting hands in cold water.

Urination retarded, must wait for urine to start, must press a long time before he can begin.

Pain in the region of kidney extending to genitals, anus and thighs.

Pain in kinder region during urging to urinate.

Burning pain urethra when semen is discharged.

Burning pain in urethra < during, after urination.

Urine colourless in the morning.

Urine acrid, bloody.

Urine colour like brown chestnut.

Urine pale.

Urine offensive.

URINE PROFUSE INCREASED.

Urine profuse at night.

Urine scanty.

URINE HAS WHITE SEDIMENTS.

Urine has sugar.

16. Male genitalia

Coition:sensation as after coition.

Sleeping and waking between coition.

BURNINGF PAIN DURING COITION.

Sore bruised pain during urination.

Ejaculation painful.

Erection troublesome.

Gangrene of penis.

Burning pain in coition during coition.

Sexual desire diminished.

Swelling of penis.

17. Female genitalia

Cancer of vagina, scirrhous, painful to slight touch.

Sleeping and waking between the coition.

Sensation as if something coming out of vagina.

Contractions of vagina while rising from sitting.

Itching between labia and thigh.

ITCHING OF VAGINA IN EVENING.

Itching of vagina during urination.

Leucorrhoea > while sitting.

LEUCORRHOEA BEFORE MENSES.

LEUCORRHOEA BLAND BEFORE URINATION.

Leucorrhoea staining gray.

LEUCORRHOEA MILKY IN COCCYGODYNIA.

LEUCORRHOEA OFFENSIVE LIKE GREEN CORN.

Leucorrhoea pungent.

LEUCORRHOEA YELLOW BEFORE URINATION.

Menses < lifting, > sitting.

MENSES CEASE WHEN SITTING.

Menses cease when standing.

Menses > cold drinks.

MENSES SUPPRESSED ON WAKING.

Metrorrhagia corroding, dark blood, profuse.

Metrorrhagia:Dark blood:Profuse:First, then for a few days bloody ichor with pungent odour, corrosive itching and smarting of parts.

Nodules on os uteri.

BITING PAIN BETWEEN THE LABIA.

Labour pains alternate with eye symptoms.

STITCHING PAIN IN VAGINA FROM ABDOMEN.

Sexual desire increased morning after menses.

Shocks in vagina.

Tingling voluptuous in morning.

Abortion in third month.

Aphthae.

CANCER UTERUS AND VAGINA.

Coition painful.

Condylomata of uterus.

Cauliflower like excrescences of uterus.

HARDNESS OF GENITALS.

Heat.

INDURATION OF CERVIX.

INFLAMMATION OF GENITALS.

Acute and chronic inflammation of vagina.

ITCHING < FROM LEUCORRHOEA.

Itching during menses.

ITCHING BETWEEN LABIA.

ITCHING VAGINA.

Itching in vagina evening and during menses.

ITCHING VOLUPTUOUS.

CONSTANT, CHRONIC LEUCORRHOEA.

Leucorrhoea before during after menses.

Leucorrhoea like menses.

Leucorrhoea painless.

LEUCORRHOEA DURING PREGNANCY.

Leucorrhoea after urination.

LEUCORRHOEA ACRID, EXCORIATING.

Leucorrhoea bloody.

LEUCORRHOEA BURNING HOT.

Leucorrhoea profuse like menses.

Leucorrhoea purulent staining the linen, stiffening the linen.

Leucorrhoea sticky, stringy.

Leucorrhoea thin watery.

Leucorrhoea white.

Leucorrhoea yellow.

LEUCORRHEA:YELLOW:STAINS LINEN.

LOCHIA ACRID.

Lochia again becomes bloody after growing light.

Lochia brown.

LOCHIA CLOTTED, DARK.

Lochia intermittent.

LOCHIA OFFENSIVE, FETID.

LOCHIA LUMPY.

Lochia putrid.

Lochia protracted, prolonged.

Lochia returning.

Menopause.

Menses < lying down.

Menses cease while walking.

Menses dark.

Menses frequent, too early too soon.

Menses profuse and protracted.

MENSES INTERMITTENT.

Menses irregular.

MENSES OFFENSIVE.

Menses with organic disease of uterus.

Menses protracted and prolonged.

Menses return after having ceased the periods.

Menses suppressed.

Menses too short.

MENSES SUPPRESSED ON WALKING.

METRORRHAGIA IN THREATENING ABORTIONS.

METRORRHAGIA AFTER COITION.

METRORRHAGIA CONTINOUS.

METRORRHAGIA PREGNANCY DURING, THIRD MONTH.

Metrorrhagia recurrent, back.

Metrorrhagia intermittent flow, passive profuse.

Pain in labia.

Pain in uterus during menses.

Pain in uterus extending downwards.

Pain in vagina during coition.

Aching pain in ovaries.

Bearing down pain in the region of uterus.

BEARING DOWN IN THE REGION OF UTERUS AS IF EVERYTHING WILL COME OUT.

Burning pain during menses.

BURNING PAIN WHILE AND AFTER URINATION.

Burning in uterus after menses.

Burning in cervix.

Burning in vagina during and after coition.

Pressing pain in vagina as if viscera would protrude downward.

SORE, TENDERNESS IN GENITALIA ESPECIALLY IN VAGINA.

Stitching pain in vagina from abdomen.

Prolapse of vagina.

Sensitiveness of vagina.

Sexual desire increased.

Sterility with leucorrhoea.

SWELLING MENSES DURING.

Swelling of cervix, vagina.

Vaginismus painful during coition.

18. Larynx/Trachea

HOARSE, WITH PAIN IN LARYNX.

Formication crawling in larynx from cough.

Chronic catarrhal inflammation of larynx.

Pain in trachea on coughing.

Scraping in larynx.

Hoarseness > sneezing.

19. Respiration

Respiration arrested in afternoon 3 p.m. stitches under right scapula.

Respiration arrested during cough.

Desire to breath deep.

Respiration difficult with cough.

Respiration arrested difficult in pneumonia.

Respiration impended, obstructed with sticking pain in chest.

20. Cough

WINTER COUGHS OF OLD PEOPLE, WITH HEAVY PRESSURE ON STERNUM.

COPIOUS, PURULENT EXPECTORATION.

Cough from Formication crawling evening in bed.

Cough interrupted from infiltration of lower chest.

Cough from irritation in air passage, lower chest.

Cough < evening < night.

Cough from dry air.

Convulsive spasmodic cough.

Cough exhausting.

Cough during influenza.

COUGH < LYING.

Cough of old people in winter.

Cough paroxysmal.

COUGH < FROM CHANGING POSITION IN BED.

Cough in winter.

Cough violent, whooping.

Periodical attacks of spitting of blood.

Expectoration lumpy in evening.

Spitting of dark blood.

Expectoration colour:grayish, yellow, white, and greenish yellow.

Expectoration profuse, purulent.

21. Chest

Atrophy of mammae with painful hard, small lump.

Ribs feel crossed as if deep in chest.

Sensation as if sternum being crushed.

haemorrhage intermittent.

Inflammation of bronchial tubes during dentition.

Anxiety in chest.

Anxiety in the region of heart.

Catarrh of chest.

Squamous eruptions on mammae.

Fullness of chest on deep inspiration.

GANGRENE OF LUNGS.

Heaviness of chest.

Induration of mammae.

Oppression of chest.

Pain in chest < during inspiration, respiration.

Pain in sternum when coughing.

Pain behind sternum.

Burning in chest.

Pressing pain in sternum.

Sore bruised pain from coughing.

Sore bruised pain in sternum.

Stitching pain during cough.

Stitching pain during respiration and inspiration.

Stitching pain in middle of chest.

Stitching pain in middle < during inspiration.

Stitching pain on left side of chest extending to right.

Stitching pain in heart.

Purulent, ulcerative tuberculosis pulmonalis.

22. Back

Coldness extending up back during menses.

Back pain extending to genitals.

Pain in cervical, dorsal region and under left scapula > pressure.

Pain in cervical, lumbar region > with gushes of leucorrhoea.

PAIN IN CERVICAL DURING MOTION OF ARMS.

Pain in cervical region extending to vagina.

Pain in sacral region extending to coccyx while sitting.

Pain in sacral region extending to vagina.

Pain in coccyx > rising from a seat.

Pain as if back would break.

Pain in lumbar region > motion.

Burning pain before menses.

Burning pain in lumbar region before menses.

Constricting pain in lumbar region extending to rectum vagina > standing.

Drawing pain in coccyx > rising from seat.

DRAWING PAIN IN COCCYX EXTENDING TO RECTUM AND VAGINA.

Pressing in dorsal region, right scapula as of a plug.

Stitching shooting under scapulae < afternoon 3 p.m.

Stitching shooting in lumbar region extending to vagina.

Suppurative pain in dorsal region.

Perspirations back during menses.

Heaviness, weight in back.

Backache < night, lying while, before menses.

Pain between scapulae.

Cervical pain > during perspiration.

Pain in sacral region while sitting.

PAIN IN COCCYX.

labour like aching in lumbar region.

Pain as if back is broken in lumbar region > motion.

labour like pain in small of back.

Sensitive back.

23. Extremities

Sensation of balls in heel.

Coldness while sitting.

Coldness in shoulder extending to lumbar region.

Coldness of hands during pregnancy.

Sensation of electrical current in calf.

Rough eruptions on thigh, hamstrings.

Sensation as if leg is longer when standing.

Pulsations from music.

Sensation as if tendons of elbow are short.

Swelling of knee and wrist alternate.

COLDNESS OF FOOT.

Discolouration fingers, pale.

Eruptions herpes on joints, elbow, palm, fingers, ankle.

Pimples on hand.

Excoriation between buttocks.

EXCORIATION BETWEEN THIGHS.

HEAVINESS TIREDNESS DURING CHILL.

Inflammation of joints.

Itching of palms.

Numbness insensibility of fingers, thigh.

STIFFNESS OF FIRST FINGER, THUMB.

Tension in thigh.

Varices of lower limb.

Pain in upper limb and lower limbs alternating with pain in eyes.

Burning pain after scratching.

Burning pain in ankle extending over the soles to the toes.

Feeling of discolouration in fingers of left thumb joint.

Drawing pain thigh extending to sole.

Gnawing pain in outer side of thigh while sitting.

Sore bruised pain in thigh.

Sore bruised pain near female genitals.

SENSATION AS IF FINGERS AND LEFT THUMB SPRAINED.

Stitching pain in thigh extending to sole of foot.

Stitching in heel < on motion.

Pain in upper limb during chill.

PAIN IN LEFT FIRSR FINGER AND THUMB.

Rheumatic pain in leg.

Boring in hip.

Feeling of dislocation of hip.

Stitching in upper limb joints extending to fingers.

Ulcerative leg.

24. Sleep

SLEEPLESSNESS UNLESS CARESSED.

SLEEPLESSNESS IN CHILDREN, CHILD MUST BE CARESSED.

Sudden waking as if called.

Yawing with appetite wanting.

SLEEP DEEP.

Sleep restless.

Sleepiness.

Sleepiness with cough.

Sleepiness eyes half closed.

Sleepiness with heaviness.

Sleepiness with weariness.

Sleepiness with yawning.

Sleeplessness before midnight until morning.

Sleeplessness from restlessness.

Sleeplessness from weakness.

Waking from dreams.

YAWNING.

Yawning during chill and with chilliness.

YAWNING AFTER COUGH.

Yawning during sleepiness.

25. Chill

Chilliness before and during menses.

Chilliness constant during menses.

Chill > motion.

Chilliness in single parts.

CHILLINESS < SITTING.

Chilliness not ameliorated in warm room nor by warm stove.

Chill long lasting.

26. Fever

Heat in general.

Heat with chills.

27. Perspiration

Perspiration sour during dentition.

28. Skin

Eruptions pustules greasy, on the tetters.

Urticaria after menses.

Ulcers < coition.

REOPENING OF OLD ULCERS WHEN PARTLY HEALED.

Cracks fissures.

Discolouration of skin gray, red spots:coppery.

Ecchymosis.

Eruptions after scratching.

Eruptions coppery.

Eruptions dry.

Eruptions moist, discharging.

Eruptions after scratching.

ERUPTIONS HERPETIC MOIST.

Eruptions itching.

Eruptions petechiae, pimples, pocks, pustules.

Eruptions scabies, dry.

Eruptions scaly, like bran.

Eruptions urticaria < evening.

Eruptions vesicular.

Excrescences:fungus, cauliflower, hematodes.

Diabetic gangrene.

Gangrene from burns.

INTERTRIGO.

ITCHING < EVENING.

Itching > scratching.

Moisture after scratching.

Burning after scratching.

Tearing pain.

Sensitiveness of skin.

Skin shining.

Ulcers.

Ulcers discharging yellow.

Ulcers gangrenous, cold dry gangrene.

Ulcers painful, burning.

Ulcers spongy.

Skin wrinkled, shrivelled.


NUCLEUS OF REMEDY:

-Pulsations all over the body, and profuse bleeding from small wounds.

-EXCORIATING, BURNING, AND OFFENSIVE DISCHARGES.

-Acridity of the secretions.

-Weakness; prostration and faintness from the least effort.

-General tendency to haemorrhages, and to rapid decomposition of fluids and secretions.

-Discharges foetid, acrid. Lachrymation.

-Complaints of children.

-Cancerous affections.

-Female diseases.

-Desire for alcoholic drinks.

-ONE SIDED SYMPTOMS.

-LEFT SIDE AFFECTED.

-Weariness tendency for.

-Chilliness associated with.

-Heat in general.


CLINICAL:

CHOLERA INFANTUM, Acne, Carbuncle, Epithelioma, Herpes, Pustules, Ulcers, Amenorrhoea, Cancer, Lupus carcinomatous,

Cancer of stomach, mammae, Coccygodynia, Congenital syphilis, Constipations, Consumption, Diarrhoea, Constipation, Cholera infantum, Enuresis, Gastromalacia, Glossitis, Herpes, Hysterical vomiting, Leucorrhoea, Ovarian disorders, Neuralgia, Rheumatism, Syphilitic deafness, Teeth, caries of, Toothache, Whooping-cough, Bright’s disease, Albuminous nephritis, Encephaloma, Epithelioma, Fungus hematodes, Lupus carcinomatous, Burns, Fungus hematodes, Diabetes insipidus, Prosopalgia, Stomacace, Cancrum oris, Ulcerative stomatitis, Tabes mesenterica, Chronic bronchitis, Acute, Piteous tuberculosis, Lichen simplex, Lupus.


REMEDY RELATIONSHIPS:

Followed Well By : Ars, Bell, Calc, Kali-c, Lyc, Nit-ac, Rhus-t, Sep, Sulph.

Inimical : Carb-v, Chin.

Compare : Carb-v, Phos.

Antidoted By : Acon, Ferr, Nux-v.

Duration Of Action : 15-20 Days.


✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *