All-c: সর্দির সাথে নির্জীবতা, নিদ্রালুতা ও একাগ্র মনোযোগে অসুবিধা, বার বার হাঁচি ও ক্ষতকর সর্দিস্রাব, স্রাব লেগে উপরের ঠোঁট ও নাকে প্রদাহ হয়, তার সহিত চোখ দিয়ে পানি ঝড়ে কিন্তু চোখের পানি ঝাঁঝালো নয়।
All-c: ব্রংকাই (বায়ুনালী) পর্যন্ত সর্দি বিস্তৃত হয়ে প্রচুর পরিমাণে কফ নিঃসৃত হয়, কাশি ও ঘড়ঘড়ানি থাকে, শুষ্ক কাশির ফলে কণ্ঠনালী ছিঁড়ে যাবে এমন অনুভূতি।
All-c: স্নায়ুর নানা স্থানে সুতার মতো লম্বা ও সরু ব্যথা।
All-c: পেটে বায়ু জমে।
বৃদ্ধি হয় | উপশম হয় |
< সন্ধ্যায়
< উষ্ণ ঘরে < পা ভেজালে < ঠান্ডা স্যাঁতসেঁতে বাতাসে < স্যাঁতসেঁতে আবহাওয়ায় < বসন্তকালে < বসে থাকলে < মানসিক আঘাতে < গান গাইলে < পঁচা মাছ খেলে < শসা, সালাদ খেলে < পীচ ফল ভক্ষণে (জামজাতীয় এক ধরণের ফল) < অতিরিক্ত আহারের ফলে |
> স্নানে
> ঠাণ্ডা খোলা বাতাসে > ঠান্ডা ঘরে > নড়াচড়ায় |
আমাদের ঠিকানাঃ
✅ HD হোমিও সদন, ১২, আর.কে মিশন রোড, প্রপার্টি হাইটস (প্রাণ ভবনের ২য় তলা), ব্রাদার্স ইউনিয়নের বিপরীতে, ইত্তেফাক মোড়, মতিঝিল, ঢাকা– 1203
🕙 রোগী দেখার সময়: শনি থেকে বৃহস্পতি বার দুপুর ১২ টা থেকে রাত ৮ টা।
➡️ বাড়িতে বসে অনলাইনে অথবা ➡️ চেম্বারে এসে রোগী দেখাতে পারবেন। ঔষধ কুরিয়ারে পাঠানো হবে।
✅ সাপোর্টের জন্য ফোন করুন প্লিজ: +8801978789494
✅ ১. এপয়েন্টমেন্ট নেওয়ার লিংকঃ (অনলাইনে বা চেম্বারে এসে রোগী দেখাতে পারবেন)
https://hdhealth.org/hospital/frontend/appointmentLink?id=1&onlinecenter_id=14
✅ ২. আমাদের সফল চিকিৎসার প্রমাণ ও ডিপার্টমেন্ট পরিচিতি দেখার লিংকঃ https://www.hdhomeo.com
✅ ৩. ডাঃ এ আলম হোসাইনী সম্পর্কে জানার লিংকঃ https://www.hdhomeo.com/profile/alam
✅ ৪. অনলাইন সেন্টার স্থাপন করে হোমিওপ্যাথি শেখার পাশাপাশি ইনকাম করার পদ্ধতি জানার লিংকঃ https://www.hdhomeo.com/oc